প্রযুক্তি ডেস্ক
প্রযুক্তি বিশ্বে এখন সবচেয়ে আলোচিত বিষয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত চ্যাটবট ‘চ্যাটজিপিটি’। গত নভেম্বরে উন্মোচনের পর থেকেই প্রতিদিনই লাখ লাখ ব্যবহারকারী যুক্ত হচ্ছে এই প্ল্যাটফর্মে। মাত্র ২ মাসেই ১০ কোটিরও বেশি মানুষ যুক্ত হয়েছে চ্যাটজিপিটিতে। কম সময়ে বেশি সংখ্যক ব্যবহারকারীর হিসেবে শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক থেকে এগিয়ে গেল চ্যাটজিপিটি।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ১০ কোটি ব্যবহারকারীর মাইলফলক অর্জন করতে টিকটকের লেগেছিল ৯ মাসের বেশি সময়। চ্যাটজিপিটির পূর্বে টিকটকই ছিল দ্রুত বর্ধনশীল ভোক্তা অ্যাপ। টিকটককে পেছনে ফেলে এখন এই তকমা পেয়েছে চ্যাটজিপিটি। বাজারবিশ্লেষক প্রতিষ্ঠান সিমিলারওয়েবের গবেষণার ওপর ভিত্তি করে এ তথ্য জানিয়েছে সুইজারল্যান্ডভিত্তিক বিনিয়োগ গবেষণা প্রতিষ্ঠান ইউবিএস।
সম্প্রতি, চ্যাটজিপিটিতে সাবস্ক্রিপশন সেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। আপাতত যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা এই সেবা পাবেন। ব্যবহারকারীদের তীব্র চাপের সময় প্ল্যাটফর্মটিতে প্রবেশ করতে সাধারণত অপেক্ষা করতে হয় নতুন ব্যবহারকারীকে। তবে সাবস্ক্রিপশনের আওতায় থাকা গ্রাহকেরা এ সময় চ্যাটজিপিটিতে প্রবেশের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, চ্যাটজিপিটির মাসিক সাবস্ক্রিপশন ফি নির্ধারণ করা হয়েছে ২০ ডলার। সাবস্ক্রিপশন সুবিধাটি ভবিষ্যতে সবার জন্য উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে ওপেনএআই'র। আপাতত অপেক্ষমাণ তালিকায় থাকা ব্যবহারকারীরা সুবিধাটি পাবেন। তবে, এখনো বিনামূল্যে চ্যাটজিপিটি ব্যবহারের সুযোগ থাকছে ব্যবহারকারীদের।
এর আগে, একটি ওয়েব টুল চালু করে ওপেনএআই। এই টুলটির মাধ্যমে কোনো লেখা মানুষ নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা লিখেছে– তা সহজেই শনাক্ত করা যাবে। ফলে চ্যাটজিপিটি বা অন্যান্য কৃত্রিম বুদ্ধিমত্তা টুল ব্যবহার করে কেউ কোনো অ্যাসাইনমেন্ট বা গবেষণার কাজ করলে ধরা পড়বে সহজেই।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, ‘এআই টেক্সট ক্লাসিফাইয়ার’ নামের ওয়েব টুলটিতে একটি কমপক্ষে ১ হাজার ক্যারেকটারের লেখা ইনপুট দিতে হবে। এরপর ‘সাবমিট’ বাটনে ক্লিক করলে লেখাটি পর্যালোচনা করে টুলটি জানাবে লেখাটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে লেখা হয়েছে কিনা।
ওপেনএআই জানিয়েছে, আপাতত পুরোপুরি সঠিক তথ্য দিচ্ছে না টুলটি। তবে সময়ের সঙ্গে এটির নির্ভুলভাবে ফলাফল দেওয়ার ক্ষমতা বাড়বে। তবে, কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন লেখা কে একটু সম্পাদনা করেই টুলের ফলাফল বদলে দেওয়া সম্ভব হবে।
আরও পড়ুন:
প্রযুক্তি বিশ্বে এখন সবচেয়ে আলোচিত বিষয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত চ্যাটবট ‘চ্যাটজিপিটি’। গত নভেম্বরে উন্মোচনের পর থেকেই প্রতিদিনই লাখ লাখ ব্যবহারকারী যুক্ত হচ্ছে এই প্ল্যাটফর্মে। মাত্র ২ মাসেই ১০ কোটিরও বেশি মানুষ যুক্ত হয়েছে চ্যাটজিপিটিতে। কম সময়ে বেশি সংখ্যক ব্যবহারকারীর হিসেবে শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক থেকে এগিয়ে গেল চ্যাটজিপিটি।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ১০ কোটি ব্যবহারকারীর মাইলফলক অর্জন করতে টিকটকের লেগেছিল ৯ মাসের বেশি সময়। চ্যাটজিপিটির পূর্বে টিকটকই ছিল দ্রুত বর্ধনশীল ভোক্তা অ্যাপ। টিকটককে পেছনে ফেলে এখন এই তকমা পেয়েছে চ্যাটজিপিটি। বাজারবিশ্লেষক প্রতিষ্ঠান সিমিলারওয়েবের গবেষণার ওপর ভিত্তি করে এ তথ্য জানিয়েছে সুইজারল্যান্ডভিত্তিক বিনিয়োগ গবেষণা প্রতিষ্ঠান ইউবিএস।
সম্প্রতি, চ্যাটজিপিটিতে সাবস্ক্রিপশন সেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। আপাতত যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা এই সেবা পাবেন। ব্যবহারকারীদের তীব্র চাপের সময় প্ল্যাটফর্মটিতে প্রবেশ করতে সাধারণত অপেক্ষা করতে হয় নতুন ব্যবহারকারীকে। তবে সাবস্ক্রিপশনের আওতায় থাকা গ্রাহকেরা এ সময় চ্যাটজিপিটিতে প্রবেশের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, চ্যাটজিপিটির মাসিক সাবস্ক্রিপশন ফি নির্ধারণ করা হয়েছে ২০ ডলার। সাবস্ক্রিপশন সুবিধাটি ভবিষ্যতে সবার জন্য উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে ওপেনএআই'র। আপাতত অপেক্ষমাণ তালিকায় থাকা ব্যবহারকারীরা সুবিধাটি পাবেন। তবে, এখনো বিনামূল্যে চ্যাটজিপিটি ব্যবহারের সুযোগ থাকছে ব্যবহারকারীদের।
এর আগে, একটি ওয়েব টুল চালু করে ওপেনএআই। এই টুলটির মাধ্যমে কোনো লেখা মানুষ নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা লিখেছে– তা সহজেই শনাক্ত করা যাবে। ফলে চ্যাটজিপিটি বা অন্যান্য কৃত্রিম বুদ্ধিমত্তা টুল ব্যবহার করে কেউ কোনো অ্যাসাইনমেন্ট বা গবেষণার কাজ করলে ধরা পড়বে সহজেই।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, ‘এআই টেক্সট ক্লাসিফাইয়ার’ নামের ওয়েব টুলটিতে একটি কমপক্ষে ১ হাজার ক্যারেকটারের লেখা ইনপুট দিতে হবে। এরপর ‘সাবমিট’ বাটনে ক্লিক করলে লেখাটি পর্যালোচনা করে টুলটি জানাবে লেখাটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে লেখা হয়েছে কিনা।
ওপেনএআই জানিয়েছে, আপাতত পুরোপুরি সঠিক তথ্য দিচ্ছে না টুলটি। তবে সময়ের সঙ্গে এটির নির্ভুলভাবে ফলাফল দেওয়ার ক্ষমতা বাড়বে। তবে, কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন লেখা কে একটু সম্পাদনা করেই টুলের ফলাফল বদলে দেওয়া সম্ভব হবে।
আরও পড়ুন:
প্রযুক্তির জগতের অন্যতম পরিচিত নাম চিপ নির্মাতা কোম্পানি এনভিডিয়া এর প্রতিষ্ঠাতা এবং সিইও জেনসেন হুয়াং। তবে শুধু এনভিডিয়ার সাফল্যই তাঁর পুরো জীবনের গল্প নয়, বরং কলেজজীবনের একটি রোমান্টিক ও মজাদার অধ্যায়ও হুয়াংয়ের রয়েছে। যখন ১৭ বছর বয়সী কলেজ ছাত্র হুয়াং তাঁর ১৯ বছরের হবু স্ত্রী লরি হুয়াংয়ের মন জয়...
১৭ মিনিট আগেফেসবুক, ইনস্টাগ্রামসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া জায়ান্টেদের ওপর বৈশ্বিক আয়ের ৫ শতাংশ পর্যন্ত জরিমানা আরোপ করার পরিকল্পনা প্রত্যাহার করেছে অস্ট্রেলিয়া। চলতি বছরের প্রস্তাবিত একটি আইন অনুযায়ী, কোম্পানিগুলোর বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে জরিমানা আরোপ করার পরিকল্পনা করেছিল দেশটি।
৪ ঘণ্টা আগেমার্কেট ইন্টেলিজেন্স ফার্ম সিমিলার ওয়েবের মতে, প্রতিদিনের সক্রিয় ব্যবহারকারীদের দিক থেকে থ্রেডসের সঙ্গে প্রতিযোগিতা করছে ব্লুস্কাই। বর্তমানে ব্লুস্কাইয়ের অ্যাপটি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অ্যাপল অ্যাপ স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড করা অ্যাপ। এরপরেই রয়েছে থ্রেডস।
২১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানি ভ্যালে শহরে অত্যাধুনিক ও পরিবেশবান্ধব পাঁচতলা অফিস ভবন তৈরি করেছে টেক জায়ান্ট গুগল। এই ভবনের বিশেষত্ব হলো—এটি তৈরিতে প্রথমবারের মতো ‘মাস টিম্বার’ ব্যবহার করেছে কোম্পানিটি। কাঠ বিভিন্নভাবে প্রক্রিয়াকরণের মাধ্যমে মাস টিম্বার তৈরি করা হয়। তাই ভবনটি...
২ দিন আগে