প্রযুক্তি ডেস্ক
নিজ বেতনের ৪০ শতাংশ কমানোর প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক প্রযুক্তি কোম্পানি অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক। চলতি বছরের বেতন ৪০ শতাংশ কমিয়ে ৪ কোটি ৯০ লাখ ডলার করার জন্য কোম্পানির কাছে প্রস্তাব দিয়েছেন টিম কুক। এর মধ্যে মূল বেতন ৩০ লাখ ডলার, ৬০ লাখ ডলার বোনাস এবং কোম্পানির শেয়ার মূল্য ৪ কোটি ডলার।
ব্লুমবার্গের এক প্রতিবেদন থেকে জানা যায়, মূলত বিনিয়োগকারীদের নির্দেশনা এবং কুকের সম্মতি অনুসারেই বেতন কমানো হবে। কুকও মনে করছেন, তাঁর বেতন ‘অনেক বেশি’। কুকের বেতন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল শেয়ারহোল্ডার অ্যাডভাইজরি গ্রুপ ‘ইনস্টিটিউশনাল শেয়ারহোল্ডার সার্ভিসেস’ (আইএসএস)। সংস্থাটির পক্ষ থেকে অভিযোগ করা হয়, কুকের বেতনের অর্ধেকই তাঁর পারফরম্যান্সের ভিত্তিতে নয়।
অ্যাপলের পক্ষ থেকে জানানো হয়েছে, শেয়ারহোল্ডারদের প্রতিক্রিয়া, অ্যাপলের ব্যতিক্রমী কর্মক্ষমতা এবং কুকের একটি সুপারিশের ওপর ভিত্তি করে কুকের সর্বশেষ বেতন নির্ধারণ করা হয়েছে।
২০২২ সালে কুকের বাৎসরিক বেতন ছিল ৯ কোটি ৯৪ লাখ ডলার। এর মধ্যে ৩০ লাখ ডলার মূল বেতন, প্রায় ৮ কোটি ৩০ লাখ ডলার বোনাস শেয়ার এবং বোনাস রয়েছে। ২০২১ সালের তুলনায় এটি সামান্য বেশি। ২০২১ সালে কুকের মোট বেতন ছিল ৯ কোটি ৮৭ লাখ ডলার।
ব্লুমবার্গের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, অ্যাপলের বেতন প্যাকেজগুলো সময়ের সঙ্গে বড় হচ্ছে। ২০২১ সালে অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার বেতন ছিল রেকর্ড পরিমাণ। কোম্পানিটির শেয়ারহোল্ডাররা এই প্যাকেজগুলোর সমালোচনা করে আসছে।
চিফ ফাইন্যান্সিয়াল অফিসার লুকা মায়েস্ত্রি, জেনারেল কাউন্সিল কেট অ্যাডামস, রিটেইল চিফ ডেইড্রে ও’ব্রায়েন এবং চিফ অপারেটিং অফিসার জেফ উইলিয়ামসের ২০২২ সালের বেতন প্যাকেজ প্রকাশ করেছে অ্যাপল। গত বছর অ্যাপলের এই কর্মকর্তাদের বেতন ও স্টক বোনাসসহ মোট প্রায় ২ কোটি ৭০ লাখ ডলার দেওয়া হয়েছিল। যদিও অ্যাপলের শেয়ারমূল্য গত বছর ২৭ শতাংশ কমেছিল।
গত বছরের জানুয়ারিতে পুঁজিবাজারের অন্তর্ভুক্ত বিশ্বের প্রথম কোম্পানি হিসেবে অ্যাপলের বাজারমূল্য ৩ লাখ কোটি (৩ ট্রিলিয়ন) ডলার হয়। তবে চলমান অর্থনৈতিক সংকটের কারণে কোম্পানিটির বাজারদর ১০০ কোটি ডলার কমেছে।
নিজ বেতনের ৪০ শতাংশ কমানোর প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক প্রযুক্তি কোম্পানি অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক। চলতি বছরের বেতন ৪০ শতাংশ কমিয়ে ৪ কোটি ৯০ লাখ ডলার করার জন্য কোম্পানির কাছে প্রস্তাব দিয়েছেন টিম কুক। এর মধ্যে মূল বেতন ৩০ লাখ ডলার, ৬০ লাখ ডলার বোনাস এবং কোম্পানির শেয়ার মূল্য ৪ কোটি ডলার।
ব্লুমবার্গের এক প্রতিবেদন থেকে জানা যায়, মূলত বিনিয়োগকারীদের নির্দেশনা এবং কুকের সম্মতি অনুসারেই বেতন কমানো হবে। কুকও মনে করছেন, তাঁর বেতন ‘অনেক বেশি’। কুকের বেতন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল শেয়ারহোল্ডার অ্যাডভাইজরি গ্রুপ ‘ইনস্টিটিউশনাল শেয়ারহোল্ডার সার্ভিসেস’ (আইএসএস)। সংস্থাটির পক্ষ থেকে অভিযোগ করা হয়, কুকের বেতনের অর্ধেকই তাঁর পারফরম্যান্সের ভিত্তিতে নয়।
অ্যাপলের পক্ষ থেকে জানানো হয়েছে, শেয়ারহোল্ডারদের প্রতিক্রিয়া, অ্যাপলের ব্যতিক্রমী কর্মক্ষমতা এবং কুকের একটি সুপারিশের ওপর ভিত্তি করে কুকের সর্বশেষ বেতন নির্ধারণ করা হয়েছে।
২০২২ সালে কুকের বাৎসরিক বেতন ছিল ৯ কোটি ৯৪ লাখ ডলার। এর মধ্যে ৩০ লাখ ডলার মূল বেতন, প্রায় ৮ কোটি ৩০ লাখ ডলার বোনাস শেয়ার এবং বোনাস রয়েছে। ২০২১ সালের তুলনায় এটি সামান্য বেশি। ২০২১ সালে কুকের মোট বেতন ছিল ৯ কোটি ৮৭ লাখ ডলার।
ব্লুমবার্গের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, অ্যাপলের বেতন প্যাকেজগুলো সময়ের সঙ্গে বড় হচ্ছে। ২০২১ সালে অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার বেতন ছিল রেকর্ড পরিমাণ। কোম্পানিটির শেয়ারহোল্ডাররা এই প্যাকেজগুলোর সমালোচনা করে আসছে।
চিফ ফাইন্যান্সিয়াল অফিসার লুকা মায়েস্ত্রি, জেনারেল কাউন্সিল কেট অ্যাডামস, রিটেইল চিফ ডেইড্রে ও’ব্রায়েন এবং চিফ অপারেটিং অফিসার জেফ উইলিয়ামসের ২০২২ সালের বেতন প্যাকেজ প্রকাশ করেছে অ্যাপল। গত বছর অ্যাপলের এই কর্মকর্তাদের বেতন ও স্টক বোনাসসহ মোট প্রায় ২ কোটি ৭০ লাখ ডলার দেওয়া হয়েছিল। যদিও অ্যাপলের শেয়ারমূল্য গত বছর ২৭ শতাংশ কমেছিল।
গত বছরের জানুয়ারিতে পুঁজিবাজারের অন্তর্ভুক্ত বিশ্বের প্রথম কোম্পানি হিসেবে অ্যাপলের বাজারমূল্য ৩ লাখ কোটি (৩ ট্রিলিয়ন) ডলার হয়। তবে চলমান অর্থনৈতিক সংকটের কারণে কোম্পানিটির বাজারদর ১০০ কোটি ডলার কমেছে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানি ভ্যালে শহরে অত্যাধুনিক ও পরিবেশবান্ধব পাঁচতলা অফিস ভবন তৈরি করেছে টেক জায়ান্ট গুগল। এই ভবনের বিশেষত্ব হলো—এটি তৈরিতে প্রথমবারের মতো ‘মাস টিম্বার’ ব্যবহার করেছে কোম্পানিটি। কাঠ বিভিন্নভাবে প্রক্রিয়াকরণের মাধ্যমে মাস টিম্বার তৈরি করা হয়। তাই ভবনটি...
১ দিন আগেপাশ্চাত্যে উৎসবের মৌসুমে বা নতুন বছর আসার আগে প্রায় সবাই ছুটি উপভোগ করেন। এই সময়টিতে পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানো, বিশ্রাম নেওয়া এবং গত বছরের কঠিন কাজের চাপ থেকে মুক্তি পাওয়া একটি সাধারণ বিষয়। অনেক কোম্পানি এসময় কর্মীদের ছুটি দেয়, যাতে তারা শারীরিক এবং মানসিকভাবে পুনরুজ্জীবিত হতে পারে। তবে এ
১ দিন আগেদৈনন্দিন জীবনে ব্যবহারে জন্য টেকসই স্মার্টফোনের চাহিদা অনেক বেশি। এজন্য মিড রেঞ্জের টেকসই স্মার্টফোন ‘অনার এক্স ৯ সি’ উন্মোচন করেছে অনার। এই মডেল গত অক্টোবর মাসে লঞ্চ হওয়া এক্স ৯ বি–এর উত্তরসূরি। ফোনটি হাত থেকে পড়ে গেলেও অক্ষত থাকবে বলে কোম্পানিটি দাবি করছে। ফোনটির ব্যাটারি চার্জ ২ শতাংশে নেমে আসে ত
১ দিন আগেইলন মাস্কের মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম এক্স–এর মতো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ফিচার নিয়ে পরীক্ষা নিয়ে করছে মেটার থ্রেডস। ফিচারটি এআই ব্যবহার করে ট্রেন্ডিং বিষয়গুলো সারসংক্ষেপ তৈরি করে দেবে।
১ দিন আগে