প্রযুক্তি ডেস্ক
প্রায় ৬০ বছরে প্রথমবারের মতো নিজেদের লোগো পরিবর্তন করল একসময়ের স্মার্টফোন জায়ান্ট নকিয়া। লোগোতে পরিবর্তন আনার সঙ্গে সঙ্গে নিজেদের ব্যবসায়িক কৌশলেও উল্লেখযোগ্য পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছেন কোম্পানিটির প্রধান নির্বাহী।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, নতুন লোগোতে পাঁচটি ভিন্ন আকৃতির অক্ষর ব্যবহার করে ‘নকিয়া’ নামটি লেখা হয়েছে। পুরোনো লোগোর নীল রংটি ব্যবহারের ওপর নির্ভর করে বিভিন্ন রং ব্যবহার করে তৈরি করা হয়েছে প্রতিষ্ঠানটির নতুন এই লোগো। নকিয়ার প্রধান নির্বাহী পেক্কা লুন্ডমার্ক রয়টার্সকে বলেন, ‘আগে আমাদের সঙ্গে শুধু স্মার্টফোনের যোগসূত্র ছিল। এখন আমরা একটি ব্যবসায়িক প্রযুক্তি কোম্পানি।’
লুন্ডমার্ক ব্লুমবার্গকে বলেন, ‘বেশির ভাগ মানুষের মতে, আমরা এখনো শুধুই একটি সফল মোবাইল ফোন ব্র্যান্ড। তবে নকিয়া এর চেয়েও বেশি কিছু। আমরা একটি নতুন ব্র্যান্ড চালু করতে চাই, যা নেটওয়ার্ক ও ডিজিটালাইজেশনের ওপর খুব বেশি ফোকাস করবে, যা শুধু মোবাইল ফোন উৎপাদন থেকে সম্পূর্ণ আলাদা ব্যাপার।’
পেক্কা লান্ডমার্ক আরও বলেন, ‘উৎপাদনক্ষমতা বাড়ানো এবং টেকসই উন্নয়ন অর্জনে ব্যবসা, ইন্ডাস্ট্রি ও সামাজিক পরিবর্তনে ডিজিটালের ব্যাপক সম্ভাবনা দেখছি আমি। আমাদের এখন শীর্ষ নেটওয়ার্কিং প্রযুক্তি সব খাতের গ্রাহক ও পার্টনারদের দরকার। আমরা এমন একটি ভবিষ্যৎ দেখতে পাই, সেখানে নেটওয়ার্ক শুধু মানুষকে সংযুক্ত করবে না, সেই নেটওয়ার্ক ডিজিটালাইজেশনের সুযোগও বাড়িয়ে দেবে।’
নকিয়া জানিয়েছে, এত দিন ধরে প্রতিষ্ঠানটির মূল ব্যবসায়িক ধরন ছিল ‘বিটুসি’, অর্থাৎ বিজনেস টু কনজিউমার। এ থেকে পরিবর্তন করে ‘বিটুবি’ ধরন, অর্থাৎ বিজনেস টু বিজনেস হতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। তিনটি ধাপে নকিয়াকে একটি টেকসই ও লাভজনক উন্নয়নের পথে নিয়ে যাওয়া হবে।
প্রায় ৬০ বছরে প্রথমবারের মতো নিজেদের লোগো পরিবর্তন করল একসময়ের স্মার্টফোন জায়ান্ট নকিয়া। লোগোতে পরিবর্তন আনার সঙ্গে সঙ্গে নিজেদের ব্যবসায়িক কৌশলেও উল্লেখযোগ্য পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছেন কোম্পানিটির প্রধান নির্বাহী।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, নতুন লোগোতে পাঁচটি ভিন্ন আকৃতির অক্ষর ব্যবহার করে ‘নকিয়া’ নামটি লেখা হয়েছে। পুরোনো লোগোর নীল রংটি ব্যবহারের ওপর নির্ভর করে বিভিন্ন রং ব্যবহার করে তৈরি করা হয়েছে প্রতিষ্ঠানটির নতুন এই লোগো। নকিয়ার প্রধান নির্বাহী পেক্কা লুন্ডমার্ক রয়টার্সকে বলেন, ‘আগে আমাদের সঙ্গে শুধু স্মার্টফোনের যোগসূত্র ছিল। এখন আমরা একটি ব্যবসায়িক প্রযুক্তি কোম্পানি।’
লুন্ডমার্ক ব্লুমবার্গকে বলেন, ‘বেশির ভাগ মানুষের মতে, আমরা এখনো শুধুই একটি সফল মোবাইল ফোন ব্র্যান্ড। তবে নকিয়া এর চেয়েও বেশি কিছু। আমরা একটি নতুন ব্র্যান্ড চালু করতে চাই, যা নেটওয়ার্ক ও ডিজিটালাইজেশনের ওপর খুব বেশি ফোকাস করবে, যা শুধু মোবাইল ফোন উৎপাদন থেকে সম্পূর্ণ আলাদা ব্যাপার।’
পেক্কা লান্ডমার্ক আরও বলেন, ‘উৎপাদনক্ষমতা বাড়ানো এবং টেকসই উন্নয়ন অর্জনে ব্যবসা, ইন্ডাস্ট্রি ও সামাজিক পরিবর্তনে ডিজিটালের ব্যাপক সম্ভাবনা দেখছি আমি। আমাদের এখন শীর্ষ নেটওয়ার্কিং প্রযুক্তি সব খাতের গ্রাহক ও পার্টনারদের দরকার। আমরা এমন একটি ভবিষ্যৎ দেখতে পাই, সেখানে নেটওয়ার্ক শুধু মানুষকে সংযুক্ত করবে না, সেই নেটওয়ার্ক ডিজিটালাইজেশনের সুযোগও বাড়িয়ে দেবে।’
নকিয়া জানিয়েছে, এত দিন ধরে প্রতিষ্ঠানটির মূল ব্যবসায়িক ধরন ছিল ‘বিটুসি’, অর্থাৎ বিজনেস টু কনজিউমার। এ থেকে পরিবর্তন করে ‘বিটুবি’ ধরন, অর্থাৎ বিজনেস টু বিজনেস হতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। তিনটি ধাপে নকিয়াকে একটি টেকসই ও লাভজনক উন্নয়নের পথে নিয়ে যাওয়া হবে।
বৈদ্যুতিক গাড়ি বা ইভি চার্জিংয়ের জন্য নতুন ধরনের সোলার পেইন্ট (সূর্যশক্তি শোষণকারী রং) তৈরি করছে জার্মানির গাড়ি প্রস্তুতকারক কোম্পানি মার্সিডিজ-বেঞ্চ। এই বিশেষ রঙটিতে ফোটোভোলটাইক সেল (সোলার প্যানেল) রয়েছে, যা সূর্যালোক শোষণ করে
৩৯ মিনিট আগেইন্টেল ও এএমডি এর মতো মহাকাশে চিপ পাঠিয়েছে চীনের চিপ প্রস্তুতকারক কোম্পানিটি লুনসন। এটি মহাকাশে পাঠানো ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্মগুলোর জন্য কাজ করবে। গত শুক্রবার কোম্পানিটির পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগেভুলক্রমে বয়ফ্রেন্ডের ৫৬৯ মিলিয়ন বা ৫৬ কোটি ৯০ লাখ পাউন্ডের মূল্যের বিটকয়েন ‘কী’ ভাগাড়ে ফেলে দিয়েছিলেন এক নারী। এখন বয়ফ্রেন্ড বিটকয়েনগুলো ফিরে পাওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করছেন। এমনকি বিষয়টি আদালত পর্যন্ত টেনে নেওয়া হচ্ছে।
৩ ঘণ্টা আগেপ্রযুক্তির জগতের অন্যতম পরিচিত নাম চিপ নির্মাতা কোম্পানি এনভিডিয়া এর প্রতিষ্ঠাতা এবং সিইও জেনসেন হুয়াং। তবে শুধু এনভিডিয়ার সাফল্যই তাঁর পুরো জীবনের গল্প নয়, বরং কলেজজীবনের একটি রোমান্টিক ও মজাদার অধ্যায়ও হুয়াংয়ের রয়েছে। যখন ১৭ বছর বয়সী কলেজ ছাত্র হুয়াং তাঁর ১৯ বছরের হবু স্ত্রী লরি হুয়াংয়ের মন জয়...
৩ ঘণ্টা আগে