ইন্টেল ও এএমডি এর মতো মহাকাশে চিপ পাঠিয়েছে চীনের চিপ প্রস্তুতকারক কোম্পানিটি লুনসন। এটি মহাকাশে পাঠানো ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্মগুলোর জন্য কাজ করবে। গত শুক্রবার কোম্পানিটির পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।
লুনসন বলে, কোম্পানিটির তৈরি প্রযুক্তিটি একটি বিশেষ যন্ত্রাংশ বা ডিভাইসে অন্তর্ভুক্ত করা হয়েছে, যার নাম ‘স্টার আই’। এটি ১৫ নভেম্বর তিয়ানঝু-৮ কার্গো মিশনের মাধ্যমে মহাকাশে পাঠানো হয়েছে।
স্টার আই পৃথিবীতে রেডিয়েশন বা তেজষ্ক্রিয়তার উৎস পর্যবেক্ষণ করে, রিমোট সেন্সিং মিশনের জন্য ছবি ধারণ করে। লুনসন একে (মেশিন অনুবাদ অনুযায়ী) স্টোরেজ, কম্পিউটিং, এবং ট্রান্সমিশন ফাংশন’ হিসেবে বর্ণনা করেছে। এতে ‘অরবিটাল ডেটা প্রসেসিং, স্টোরেজ, ফরওয়ার্ডিং, শক্তি রূপান্তর এবং নিয়ন্ত্রণ, কাজ পরিচালনা এবং তাপ ব্যবস্থাপনা ফিচার অন্তর্ভুক্ত রয়েছে।’
তবে কোন প্রসেসরটি মহাকাশে পাঠানো হয়েছে তা প্রকাশ করেনি লুনসন। কোম্পানিটি একটি মালিকানাধীন ইন্সট্রাকশন সেট আর্কিটেকচার ব্যবহার করে। এটি এমআইপিএস-এর সঙ্গে সংগতিপূর্ণ তবে এতে আরআইএসসি–ভি এর কিছু উপাদানও রয়েছে। কোম্পানিটি ডেস্কটপ, সার্ভার এবং শিল্প যন্ত্রপাতিতে ব্যবহারের জন্য পণ্য ডিজাইন করে।
চীনের এই চিপ প্রস্তুতকারকের পণ্যগুলো তুলনামূলকভাবে স্বল্প ক্ষমতাসম্পন্ন এবং এএমডি বা ইন্টেল-এর মতো প্রতিদ্বন্দ্বীদের চেয়ে কয়েক বছর পিছিয়ে। লুনসনের চিপ মহাকাশভিত্তিক ক্লাউড প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহারের জন্য প্রস্তুত বলে কোম্পানিটি জানিয়েছে।
চীন তার নিজস্ব চিপ প্রযুক্তির মাধ্যমে বিদেশি চিপের ওপর নির্ভরতা কমাতে চায়। বিশেষ করে পশ্চিমা দেশগুলো থেকে। এটি চীনের সেমিকন্ডাক্টর শিল্পের জন্য একটি বড় সাফল্য। কারণ তারা নিজেই উন্নত প্রযুক্তি তৈরি করতে সক্ষম হচ্ছে, যা দীর্ঘ মেয়াদে তাদের বৈশ্বিক প্রতিযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
লুনসন কোম্পানি তাদের মহাকাশে পাঠানো প্রযুক্তির বিষয়ে ঘোষণা দেওয়ার পরের দিন আরেক বিবৃতি দেয়। এই বিবৃতিতে কিছু গুজব বা ভুল তথ্য বাতিল করে তারা
লুনসন কোম্পানি নতুন কোনো প্রাইভেট বিনিয়োগ (নতুন আর্থিক সাহায্য বা তহবিল) খুঁজছে তা গুজবে বলা হয়। তবে কোম্পানি জানিয়েছে, এই গুজবটি সত্য নয়। তারা কোনো নতুন বিনিয়োগের জন্য চেষ্টা করছে না।
তথ্যসূত্র: দ্য রেজিস্টার
ইন্টেল ও এএমডি এর মতো মহাকাশে চিপ পাঠিয়েছে চীনের চিপ প্রস্তুতকারক কোম্পানিটি লুনসন। এটি মহাকাশে পাঠানো ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্মগুলোর জন্য কাজ করবে। গত শুক্রবার কোম্পানিটির পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।
লুনসন বলে, কোম্পানিটির তৈরি প্রযুক্তিটি একটি বিশেষ যন্ত্রাংশ বা ডিভাইসে অন্তর্ভুক্ত করা হয়েছে, যার নাম ‘স্টার আই’। এটি ১৫ নভেম্বর তিয়ানঝু-৮ কার্গো মিশনের মাধ্যমে মহাকাশে পাঠানো হয়েছে।
স্টার আই পৃথিবীতে রেডিয়েশন বা তেজষ্ক্রিয়তার উৎস পর্যবেক্ষণ করে, রিমোট সেন্সিং মিশনের জন্য ছবি ধারণ করে। লুনসন একে (মেশিন অনুবাদ অনুযায়ী) স্টোরেজ, কম্পিউটিং, এবং ট্রান্সমিশন ফাংশন’ হিসেবে বর্ণনা করেছে। এতে ‘অরবিটাল ডেটা প্রসেসিং, স্টোরেজ, ফরওয়ার্ডিং, শক্তি রূপান্তর এবং নিয়ন্ত্রণ, কাজ পরিচালনা এবং তাপ ব্যবস্থাপনা ফিচার অন্তর্ভুক্ত রয়েছে।’
তবে কোন প্রসেসরটি মহাকাশে পাঠানো হয়েছে তা প্রকাশ করেনি লুনসন। কোম্পানিটি একটি মালিকানাধীন ইন্সট্রাকশন সেট আর্কিটেকচার ব্যবহার করে। এটি এমআইপিএস-এর সঙ্গে সংগতিপূর্ণ তবে এতে আরআইএসসি–ভি এর কিছু উপাদানও রয়েছে। কোম্পানিটি ডেস্কটপ, সার্ভার এবং শিল্প যন্ত্রপাতিতে ব্যবহারের জন্য পণ্য ডিজাইন করে।
চীনের এই চিপ প্রস্তুতকারকের পণ্যগুলো তুলনামূলকভাবে স্বল্প ক্ষমতাসম্পন্ন এবং এএমডি বা ইন্টেল-এর মতো প্রতিদ্বন্দ্বীদের চেয়ে কয়েক বছর পিছিয়ে। লুনসনের চিপ মহাকাশভিত্তিক ক্লাউড প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহারের জন্য প্রস্তুত বলে কোম্পানিটি জানিয়েছে।
চীন তার নিজস্ব চিপ প্রযুক্তির মাধ্যমে বিদেশি চিপের ওপর নির্ভরতা কমাতে চায়। বিশেষ করে পশ্চিমা দেশগুলো থেকে। এটি চীনের সেমিকন্ডাক্টর শিল্পের জন্য একটি বড় সাফল্য। কারণ তারা নিজেই উন্নত প্রযুক্তি তৈরি করতে সক্ষম হচ্ছে, যা দীর্ঘ মেয়াদে তাদের বৈশ্বিক প্রতিযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
লুনসন কোম্পানি তাদের মহাকাশে পাঠানো প্রযুক্তির বিষয়ে ঘোষণা দেওয়ার পরের দিন আরেক বিবৃতি দেয়। এই বিবৃতিতে কিছু গুজব বা ভুল তথ্য বাতিল করে তারা
লুনসন কোম্পানি নতুন কোনো প্রাইভেট বিনিয়োগ (নতুন আর্থিক সাহায্য বা তহবিল) খুঁজছে তা গুজবে বলা হয়। তবে কোম্পানি জানিয়েছে, এই গুজবটি সত্য নয়। তারা কোনো নতুন বিনিয়োগের জন্য চেষ্টা করছে না।
তথ্যসূত্র: দ্য রেজিস্টার
ইসরায়েলি স্পাইওয়্যার প্রস্তুতকারক প্যারাগন সলিউশনসের সম্ভাব্য গ্রাহক হিসেবে অস্ট্রেলিয়া, কানাডা, সাইপ্রাস, ডেনমার্ক, ইসরায়েল এবং সিঙ্গাপুরের সরকারের নাম উঠে এসেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কানাডার একদল গবেষক।
২ ঘণ্টা আগেবর্তমান যুগের ব্যস্ত মানুষেরা ছোট দৈর্ঘ্যের ভিডিও বেশ পছন্দ করে। টিকটকের জনপ্রিয়তা তারই প্রমাণ। ফেসবুকও ব্যবহারকারীদের সৃজনশীল ও আকর্ষণীয় ছোট দৈর্ঘ্যের রিল ভিডিও তৈরির সুযোগ দেয়। এটি মূলত ইনস্টাগ্রাম রিলের মতো, তবে ফেসবুকের নিজস্ব প্ল্যাটফর্মে তৈরি করা হয়।
৫ ঘণ্টা আগেচলতি বছরের ১৪ অক্টোবরের পর উইন্ডোজ ১০-অপারেটিং সিস্টেমের জন্য আর কোনো সফটওয়্যার হালনাগাদ, নিরাপত্তা সংশোধনী বা কারিগরি সহায়তা দেবে না মাইক্রোসফট। এদিকে উইন্ডোজ ১১-এ আপগ্রেডের জন্য উন্নত হার্ডওয়্যারের প্রয়োজনীয়তা রয়েছে। ফলে পুরোনো মডেলের ২৪ কোটি কম্পিউটার ইলেকট্রনিক বর্জ্য হিসেবে ভাগাড়ে ফেলে দেওয়া
১ দিন আগেটিকটককে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করার সময়সীমা আরও ৭৫ দিনের সময় পেছালেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সময়ের মধ্যে টিকটককে তার যুক্তরাষ্ট্রের ব্যবসা বিক্রির ব্যাপারে একটি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে, অন্যথায় দেশটিতে বন্ধ হয়ে যেতে পারে অ্যাপটি।
১ দিন আগে