অনলাইন ডেস্ক
প্রতিবছর আইফোনের নতুন মডেল উন্মোচন হলে আগের সংস্করণের দাম কমিয়ে দেয় অ্যাপল। এবারও ওয়ান্ডারলাস্ট ইভেন্টে অ্যাপল ঘোষণা দেয়, আইফোন ১৪, আইফোন ১৪ প্লাস ও আইফোন ১৩ মডেলের দাম কমানো হয়েছে। যাদের বাজেট কম তারা সস্তায় পুরোনো মডেলের আইফোনগুলো কিনতে পারবে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে মডেলগুলোর বর্তমান দাম সম্পর্কে তথ্য তুলে ধরা হলো।
আইফোন ১৪
গত বছরে বাজারে আসে আইফোন ১৪। আইফোন ১৩-এর এ১৫ বায়োনিক চিপের উন্নত সংস্করণ ফোনটিতে ব্যবহার করা হয়েছে। মডেলটির ব্যাটারি লাইফও বেশি। কিন্তু অ্যাপলের আকর্ষণীয় ফিচার ডাইনামিক আইল্যান্ড ফোনটিতে পাওয়া যাবে না। আইফোন ১৪-এর ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ৭৯৯ ডলার থেকে কমে ৬৯৯ ডলার হয়েছে। এখন ২৫৬ জিবি ও ৫১২ জিবি ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ৭৯৯ ডলার এবং ৯৯৯ ডলার।
আইফোন ১৪ প্লাস
আইফোনের মিনি সিরিজের পরিবর্তে গত বছর আইফোন ১৪ প্লাস নিয়ে আসে অ্যাপল। ফোনটির ৬.৭ ইঞ্চি ডিসপ্লে ছাড়া বাকি সব ফিচার আইফোন ১৪-এর মতো। আইফোন ১৪ প্লাসের ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ৮৯৯ ডলার থেকে কমে ৭৯৯ ডলার হয়েছে। বর্তমানে মডেলটির ২৫৬ জিবি ও ৫১২ জিবি ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ৮৯৯ ডলার এবং ১ হাজার ৯৯ ডলার।
আইফোন ১৩
আইফোন ১৩ মিনি ফোনটি বাতিল করেছে অ্যাপল। তবে আইফোন ১৩ এখনো বাজারে পাওয়া যাবে। ২০২১ সালে আইফোন ১৩-এর দাম ছিল ৭৯৯ ডলার। কিন্তু আইফোন ১৪ সিরিজ গত বছরে বাজারে আসলে এর দাম ৬৯৯ ডলার হয়। বর্তমানে আইফোন ১৩-এর দাম ৫৯৯ ডলার। আর ২৫৬ জিবি ও ৫১২ জিবি ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ৬৯৯ ডলার এবং ৮৯৯ ডলার।
প্রতিবছর আইফোনের নতুন মডেল উন্মোচন হলে আগের সংস্করণের দাম কমিয়ে দেয় অ্যাপল। এবারও ওয়ান্ডারলাস্ট ইভেন্টে অ্যাপল ঘোষণা দেয়, আইফোন ১৪, আইফোন ১৪ প্লাস ও আইফোন ১৩ মডেলের দাম কমানো হয়েছে। যাদের বাজেট কম তারা সস্তায় পুরোনো মডেলের আইফোনগুলো কিনতে পারবে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে মডেলগুলোর বর্তমান দাম সম্পর্কে তথ্য তুলে ধরা হলো।
আইফোন ১৪
গত বছরে বাজারে আসে আইফোন ১৪। আইফোন ১৩-এর এ১৫ বায়োনিক চিপের উন্নত সংস্করণ ফোনটিতে ব্যবহার করা হয়েছে। মডেলটির ব্যাটারি লাইফও বেশি। কিন্তু অ্যাপলের আকর্ষণীয় ফিচার ডাইনামিক আইল্যান্ড ফোনটিতে পাওয়া যাবে না। আইফোন ১৪-এর ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ৭৯৯ ডলার থেকে কমে ৬৯৯ ডলার হয়েছে। এখন ২৫৬ জিবি ও ৫১২ জিবি ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ৭৯৯ ডলার এবং ৯৯৯ ডলার।
আইফোন ১৪ প্লাস
আইফোনের মিনি সিরিজের পরিবর্তে গত বছর আইফোন ১৪ প্লাস নিয়ে আসে অ্যাপল। ফোনটির ৬.৭ ইঞ্চি ডিসপ্লে ছাড়া বাকি সব ফিচার আইফোন ১৪-এর মতো। আইফোন ১৪ প্লাসের ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ৮৯৯ ডলার থেকে কমে ৭৯৯ ডলার হয়েছে। বর্তমানে মডেলটির ২৫৬ জিবি ও ৫১২ জিবি ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ৮৯৯ ডলার এবং ১ হাজার ৯৯ ডলার।
আইফোন ১৩
আইফোন ১৩ মিনি ফোনটি বাতিল করেছে অ্যাপল। তবে আইফোন ১৩ এখনো বাজারে পাওয়া যাবে। ২০২১ সালে আইফোন ১৩-এর দাম ছিল ৭৯৯ ডলার। কিন্তু আইফোন ১৪ সিরিজ গত বছরে বাজারে আসলে এর দাম ৬৯৯ ডলার হয়। বর্তমানে আইফোন ১৩-এর দাম ৫৯৯ ডলার। আর ২৫৬ জিবি ও ৫১২ জিবি ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ৬৯৯ ডলার এবং ৮৯৯ ডলার।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানি ভ্যালে শহরে অত্যাধুনিক ও পরিবেশবান্ধব পাঁচতলা অফিস ভবন তৈরি করেছে টেক জায়ান্ট গুগল। এই ভবনের বিশেষত্ব হলো—এটি তৈরিতে প্রথমবারের মতো ‘মাস টিম্বার’ ব্যবহার করেছে কোম্পানিটি। কাঠ বিভিন্নভাবে প্রক্রিয়াকরণের মাধ্যমে মাস টিম্বার তৈরি করা হয়। তাই ভবনটি...
১০ ঘণ্টা আগেপাশ্চাত্যে উৎসবের মৌসুমে বা নতুন বছর আসার আগে প্রায় সবাই ছুটি উপভোগ করেন। এই সময়টিতে পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানো, বিশ্রাম নেওয়া এবং গত বছরের কঠিন কাজের চাপ থেকে মুক্তি পাওয়া একটি সাধারণ বিষয়। অনেক কোম্পানি এসময় কর্মীদের ছুটি দেয়, যাতে তারা শারীরিক এবং মানসিকভাবে পুনরুজ্জীবিত হতে পারে। তবে এ
১২ ঘণ্টা আগেদৈনন্দিন জীবনে ব্যবহারে জন্য টেকসই স্মার্টফোনের চাহিদা অনেক বেশি। এজন্য মিড রেঞ্জের টেকসই স্মার্টফোন ‘অনার এক্স ৯ সি’ উন্মোচন করেছে অনার। এই মডেল গত অক্টোবর মাসে লঞ্চ হওয়া এক্স ৯ বি–এর উত্তরসূরি। ফোনটি হাত থেকে পড়ে গেলেও অক্ষত থাকবে বলে কোম্পানিটি দাবি করছে। ফোনটির ব্যাটারি চার্জ ২ শতাংশে নেমে আসে ত
১২ ঘণ্টা আগেইলন মাস্কের মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম এক্স–এর মতো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ফিচার নিয়ে পরীক্ষা নিয়ে করছে মেটার থ্রেডস। ফিচারটি এআই ব্যবহার করে ট্রেন্ডিং বিষয়গুলো সারসংক্ষেপ তৈরি করে দেবে।
১৬ ঘণ্টা আগে