অনলাইন ডেস্ক
আইপ্যাড-প্রেমীদের বহুল প্রতীক্ষিত অ্যাপলের ‘লেট লুজ’ ইভেন্ট অনুষ্ঠিত হবে আজ (৭ মে)। এই ইভেন্টে নতুন প্রজন্মের আইপ্যাড এয়ার, আইপ্যাড প্রো মডেল, অ্যাপল পেনসিল ও ম্যাজিক কিবোর্ড উন্মোচন করা হতে পারে। কয়েকটি উপায়ে এই ইভেন্ট সরাসরি দেখা যাবে।
ইভেন্টটি যখন শুরু হবে
বাংলাদেশ সময় রাত ৮টায় ইভেন্টটি সরাসরি বিভিন্ন প্ল্যাটফরমে সম্প্রচার করা হবে।
অ্যাপল ইভেন্ট ওয়েবসাইট
অ্যাপলের ইভেন্ট ওয়েবসাইটের মাধ্যমে ম্যাক, আইফোন, আইপ্যাড, পিসি ও কোম্পানিটি বিভিন্ন পণ্য উন্মোচনের ইভেন্টগুলো সরাসরি দেখা যাবে। সাফারি, ক্রোম, ফায়ারফক্সসহ অন্যান্য ব্রাউজার থেকে এই ওয়েবসাইটে প্রবেশ করা যাবে।
ইভেন্ট শুরুর সময় পছন্দের ব্রাউজার থেকে এই ওয়েবসাইটে প্রবেশ করলেই অনুষ্ঠানটি সরাসরি দেখতে পারবেন।
ইউটিউব
ইউটিউবে অ্যাপলের চ্যানেল থেকে সরাসরি ইভেন্টটি দেখা যাবে। অনুষ্ঠানটি সরাসরি দেখার জন্য এটিই সবচেয়ে সহজ উপায়। তাই যেসব স্মার্টফোন, ট্যাবলেট বা টিভিতে ইউটিউব অ্যাপ আছে সেখানেই ইভেন্টটি দেখতে পারবেন। ইউটিউবে অ্যাপল লিখে সার্চ দিলেই কোম্পানিটির চ্যানেল দেখা যাবে। ইভেন্টের শুরু সময় নোটিফিকেশন পাওয়ার জন্য আগেই চ্যানেলটিতে গিয়ে নোটিফিকেশন চালু করে রাখুন।
অ্যাপল টিভি
অ্যাপল টিভির সাবস্ক্রিপশন কেনা থাকলে এই অ্যাপ থেকে সরাসরি ইভেন্টটি দেখতে পারবেন। এই ধরনের ইভেন্টের জন্য অ্যাপল টিভিতে একটা আলাদা সেকশন থাকে।
গত বছর অ্যাপল নতুন কোনো আইপ্যাড বাজারে নিয়ে আসে নি। এবারের ১১ ইঞ্চি ও ১২ দশমিক ৯ ইঞ্চির আইপ্যাডে এলসিডি এবং মিনি এলসিডি ডিসপ্লের বদলে ওলেড ডিসপ্লে ব্যবহার করা হতে পারে। ফলে আইপ্যাডে বিভিন্ন রং আরও উজ্জ্বলভাবে ফুটে উঠবে। বিভিন্ন তথ্য সূত্র মতে, আইপ্যাড প্রো মডেলে এম ৪ চিপ ব্যবহার করা হতে পারে। আর ম্যাজিক কিবোর্ডের বাইরের অংশের জন্য আরও টেকসই অ্যালুমিনিয়াম ব্যবহার করা হতে পারে। অ্যাপল পেনসিল দিয়ে লেখা ও ছবি আঁকার অভিজ্ঞতাকে আরও উন্নত করতে নতুন মডেলটিতে টেকটিক্যাল রেসপন্স ফিচার যুক্ত করা হতে পারে।
আইপ্যাড-প্রেমীদের বহুল প্রতীক্ষিত অ্যাপলের ‘লেট লুজ’ ইভেন্ট অনুষ্ঠিত হবে আজ (৭ মে)। এই ইভেন্টে নতুন প্রজন্মের আইপ্যাড এয়ার, আইপ্যাড প্রো মডেল, অ্যাপল পেনসিল ও ম্যাজিক কিবোর্ড উন্মোচন করা হতে পারে। কয়েকটি উপায়ে এই ইভেন্ট সরাসরি দেখা যাবে।
ইভেন্টটি যখন শুরু হবে
বাংলাদেশ সময় রাত ৮টায় ইভেন্টটি সরাসরি বিভিন্ন প্ল্যাটফরমে সম্প্রচার করা হবে।
অ্যাপল ইভেন্ট ওয়েবসাইট
অ্যাপলের ইভেন্ট ওয়েবসাইটের মাধ্যমে ম্যাক, আইফোন, আইপ্যাড, পিসি ও কোম্পানিটি বিভিন্ন পণ্য উন্মোচনের ইভেন্টগুলো সরাসরি দেখা যাবে। সাফারি, ক্রোম, ফায়ারফক্সসহ অন্যান্য ব্রাউজার থেকে এই ওয়েবসাইটে প্রবেশ করা যাবে।
ইভেন্ট শুরুর সময় পছন্দের ব্রাউজার থেকে এই ওয়েবসাইটে প্রবেশ করলেই অনুষ্ঠানটি সরাসরি দেখতে পারবেন।
ইউটিউব
ইউটিউবে অ্যাপলের চ্যানেল থেকে সরাসরি ইভেন্টটি দেখা যাবে। অনুষ্ঠানটি সরাসরি দেখার জন্য এটিই সবচেয়ে সহজ উপায়। তাই যেসব স্মার্টফোন, ট্যাবলেট বা টিভিতে ইউটিউব অ্যাপ আছে সেখানেই ইভেন্টটি দেখতে পারবেন। ইউটিউবে অ্যাপল লিখে সার্চ দিলেই কোম্পানিটির চ্যানেল দেখা যাবে। ইভেন্টের শুরু সময় নোটিফিকেশন পাওয়ার জন্য আগেই চ্যানেলটিতে গিয়ে নোটিফিকেশন চালু করে রাখুন।
অ্যাপল টিভি
অ্যাপল টিভির সাবস্ক্রিপশন কেনা থাকলে এই অ্যাপ থেকে সরাসরি ইভেন্টটি দেখতে পারবেন। এই ধরনের ইভেন্টের জন্য অ্যাপল টিভিতে একটা আলাদা সেকশন থাকে।
গত বছর অ্যাপল নতুন কোনো আইপ্যাড বাজারে নিয়ে আসে নি। এবারের ১১ ইঞ্চি ও ১২ দশমিক ৯ ইঞ্চির আইপ্যাডে এলসিডি এবং মিনি এলসিডি ডিসপ্লের বদলে ওলেড ডিসপ্লে ব্যবহার করা হতে পারে। ফলে আইপ্যাডে বিভিন্ন রং আরও উজ্জ্বলভাবে ফুটে উঠবে। বিভিন্ন তথ্য সূত্র মতে, আইপ্যাড প্রো মডেলে এম ৪ চিপ ব্যবহার করা হতে পারে। আর ম্যাজিক কিবোর্ডের বাইরের অংশের জন্য আরও টেকসই অ্যালুমিনিয়াম ব্যবহার করা হতে পারে। অ্যাপল পেনসিল দিয়ে লেখা ও ছবি আঁকার অভিজ্ঞতাকে আরও উন্নত করতে নতুন মডেলটিতে টেকটিক্যাল রেসপন্স ফিচার যুক্ত করা হতে পারে।
নিয়মিত নতুন উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তি দিয়ে বিশ্বকে চমকে দেওয়ার জন্য পরিচিত জাপান। এবার ‘মানুষ ধোয়ার মেশিন’ তৈরি করে তাক লাগিয়ে দিল দেশটি। এটি মানুষ গোসলের জন্য ব্যবহার করতে পারবে। যন্ত্রটির কার্যকারিতা ও ডিজাইন দেখে একে ‘মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন’ বলে আখ্যা দিয়েছে অনেকই।
৯ মিনিট আগেমার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে মানব মস্তিষ্কে চিপ স্থাপনের অনুমোদন পেল ইলন মাস্কের নিউরো প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান নিউরালিংক। কানাডায় মানব ট্রায়াল চালানোর জন্য অনুমোদন পেয়েছে প্রতিষ্ঠানটি। এই প্রক্রিয়ার জন্য ‘প্রথম এবং একমাত্র সার্জিক্যাল সাইট’ হবে কানাডার টরন্টো ওয়েস্
৪ ঘণ্টা আগেবিশ্বব্যাপী নতুন সিরিজ ফাইন্ড এক্স ৮ উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা অপো। এই সিরিজে অপো ফাইন্ড এক্স ও অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেল দুটি অন্তর্ভুক্ত রয়েছে। মডেল দুটিতেই ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। তবে অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেলে আইফোনের মতো ক্যামেরা বাটন যুক্ত করা হয়েছে। সিরিজটিতে মিডিয়াটেক
১ দিন আগেবৈদ্যুতিক গাড়ির জন্য সলিড স্টেট ব্যাটারি ব্যাপক পরিমাণে তৈরি করবে হোন্ডা। এ জন্য জাপানে একটি উৎপাদন কেন্দ্র তৈরি করেছে কোম্পানিটি। এখানে ব্যাটারিটি তৈরি পরিকল্পনাটি পরীক্ষা–নিরীক্ষা করা হবে। এই পরিকল্পনা কম খরচে ও টেকসই ব্যাটারি তৈরিতে সহায়ক হবে।
১ দিন আগে