অনলাইন ডেস্ক
গরম খাবার খেতে গিয়ে জিভ পুড়ে যাওয়ার অভিজ্ঞতা কমবেশি সবারই রয়েছে। আবার ব্যস্ততার সময় ফুঁ দিয়ে খাবার বা পানীয় ঠান্ডা করাও একটি বিরক্তির বিষয়। তবে এ ধরনের সমস্যা সমাধানের জন্য ‘নেকোজিতা ক্যাট ফুফু’ নামের ছোট একটি বিড়াল রোবট তৈরি করেছে জাপানের ইয়ুকাই ইঞ্জিনিয়ারিং স্টার্টআপ। কফি, স্যুপ বা অন্য কোনো গরম খাবারে ঠান্ডা বাতাস দিয়ে সেগুলোর তাপমাত্রায় সহনীয় পর্যায়ে এনে দেয় রোবটটি। আর এ কাজটি করতে মাত্র তিন মিনিট সময় নেয়।
ফুফু খুবই ছোট আকারের রোবট, যা সহজেই জামার পকেটে রাখা যাবে। মগ বা বাটির ওপর বসে ঠান্ডা বাতাস দিয়ে গরম খাবার ঠান্ডা করে রোবটটি।
রোবটটি দেখতে যেমন আকর্ষণীয়, তেমনি এর নামের অর্থও চমকপ্রদ। গরম খাবার ঠান্ডা করতে মুখ দিয়ে বাতাস বের করার সময় ফুঁ ফুঁ শব্দ হয়। এই শব্দ থেকেই রোবটটির নাম ফুফু রাখা হয়েছে। আবার জাপানি ‘নেকোজিতা’ শব্দের অর্থ ‘বিড়ালের জিভ’। যারা গরম খাবার সহ্য করতে পারে না, তাদের ক্ষেত্রে রূপক অর্থে শব্দটি ব্যবহার করা হয়। এই রোবটটির ধারণাটি প্রথমে ইয়ুকাই ইঞ্জিনিয়ারিংয়ের দলের সদস্যের মাথায় এসেছিল। তিনি তাঁর সন্তানের খাবার ঠান্ডা করার সহজ উপায় খুঁজছিলেন।
মজাদার রোবট তৈরির জন্য পরিচিত জাপানি স্টার্টআপ ইয়ুকাই ইঞ্জিনিয়ারিং। সাধারণত বেশির ভাগ রোবট পণ্যগুলো মেঝে পরিষ্কার বা আগাছা কাটার মতো কাজে ব্যবহৃত হয়। যেমন—রোবট ভ্যাকুয়াম ক্লিনার বা রোবট লন মওয়ার। তবে ইয়ুকাই ইঞ্জিনিয়ারিং ভিন্ন দৃষ্টিকোণ থেকে কাজ করে। স্টার্টআপটি এমন ডিজাইন তৈরি করে যা সহজেই বহনযোগ্য, কার্যকর ও হাস্যরস সৃষ্টি করে।
এই রোবটটির মধ্যে একটি পাখা রয়েছে। পাখাটি মানুষের শ্বাস-প্রশ্বাসের অনুকরণে এলোমেলো ছন্দে বাতাস বের করে।
এই রোবটটি এমনভাবে ডিজাইন করা হয়েছে, যেন হাতে সহজেই বসিয়ে রাখা যায়। অর্থাৎ এটি পোর্টেবল বা বহনযোগ্য। যদি আপনার বিশেষভাবে গরম খাবারে অস্বস্তি হয়, তাহলে এটি আপনার ব্যাগে রেখে যেকোনো ক্যাফে বা রেস্টুরেন্টে নিয়ে গিয়ে ব্যবহার করতে পারবেন। এটি ব্যবহারের মাধ্যমে খাবারের তাপমাত্রা দ্রুত সহনীয় পর্যায়ে চলে আসে।
বছরের শুরুতেই যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত প্রযুক্তির মহাসম্মেলন সিইএস ২০২৫–এ উন্মোচন করা হয় রোবটটি। এই পণ্যটি কির্কস্টাটারে কিনতে পাওয়া যাবে, যার মূল্য ২৫ ডলার। উল্লেখ্য, কিকস্টার্টার হলো একটি ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম, যেখানে উদ্ভাবকেরা বা স্টার্টআপ প্রতিষ্ঠানগুলো তাদের নতুন পণ্য বা প্রকল্পের জন্য অর্থ সংগ্রহ করতে পারেন।
তথ্যসূত্র: সিনেট ও টি৩ ডটকম
গরম খাবার খেতে গিয়ে জিভ পুড়ে যাওয়ার অভিজ্ঞতা কমবেশি সবারই রয়েছে। আবার ব্যস্ততার সময় ফুঁ দিয়ে খাবার বা পানীয় ঠান্ডা করাও একটি বিরক্তির বিষয়। তবে এ ধরনের সমস্যা সমাধানের জন্য ‘নেকোজিতা ক্যাট ফুফু’ নামের ছোট একটি বিড়াল রোবট তৈরি করেছে জাপানের ইয়ুকাই ইঞ্জিনিয়ারিং স্টার্টআপ। কফি, স্যুপ বা অন্য কোনো গরম খাবারে ঠান্ডা বাতাস দিয়ে সেগুলোর তাপমাত্রায় সহনীয় পর্যায়ে এনে দেয় রোবটটি। আর এ কাজটি করতে মাত্র তিন মিনিট সময় নেয়।
ফুফু খুবই ছোট আকারের রোবট, যা সহজেই জামার পকেটে রাখা যাবে। মগ বা বাটির ওপর বসে ঠান্ডা বাতাস দিয়ে গরম খাবার ঠান্ডা করে রোবটটি।
রোবটটি দেখতে যেমন আকর্ষণীয়, তেমনি এর নামের অর্থও চমকপ্রদ। গরম খাবার ঠান্ডা করতে মুখ দিয়ে বাতাস বের করার সময় ফুঁ ফুঁ শব্দ হয়। এই শব্দ থেকেই রোবটটির নাম ফুফু রাখা হয়েছে। আবার জাপানি ‘নেকোজিতা’ শব্দের অর্থ ‘বিড়ালের জিভ’। যারা গরম খাবার সহ্য করতে পারে না, তাদের ক্ষেত্রে রূপক অর্থে শব্দটি ব্যবহার করা হয়। এই রোবটটির ধারণাটি প্রথমে ইয়ুকাই ইঞ্জিনিয়ারিংয়ের দলের সদস্যের মাথায় এসেছিল। তিনি তাঁর সন্তানের খাবার ঠান্ডা করার সহজ উপায় খুঁজছিলেন।
মজাদার রোবট তৈরির জন্য পরিচিত জাপানি স্টার্টআপ ইয়ুকাই ইঞ্জিনিয়ারিং। সাধারণত বেশির ভাগ রোবট পণ্যগুলো মেঝে পরিষ্কার বা আগাছা কাটার মতো কাজে ব্যবহৃত হয়। যেমন—রোবট ভ্যাকুয়াম ক্লিনার বা রোবট লন মওয়ার। তবে ইয়ুকাই ইঞ্জিনিয়ারিং ভিন্ন দৃষ্টিকোণ থেকে কাজ করে। স্টার্টআপটি এমন ডিজাইন তৈরি করে যা সহজেই বহনযোগ্য, কার্যকর ও হাস্যরস সৃষ্টি করে।
এই রোবটটির মধ্যে একটি পাখা রয়েছে। পাখাটি মানুষের শ্বাস-প্রশ্বাসের অনুকরণে এলোমেলো ছন্দে বাতাস বের করে।
এই রোবটটি এমনভাবে ডিজাইন করা হয়েছে, যেন হাতে সহজেই বসিয়ে রাখা যায়। অর্থাৎ এটি পোর্টেবল বা বহনযোগ্য। যদি আপনার বিশেষভাবে গরম খাবারে অস্বস্তি হয়, তাহলে এটি আপনার ব্যাগে রেখে যেকোনো ক্যাফে বা রেস্টুরেন্টে নিয়ে গিয়ে ব্যবহার করতে পারবেন। এটি ব্যবহারের মাধ্যমে খাবারের তাপমাত্রা দ্রুত সহনীয় পর্যায়ে চলে আসে।
বছরের শুরুতেই যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত প্রযুক্তির মহাসম্মেলন সিইএস ২০২৫–এ উন্মোচন করা হয় রোবটটি। এই পণ্যটি কির্কস্টাটারে কিনতে পাওয়া যাবে, যার মূল্য ২৫ ডলার। উল্লেখ্য, কিকস্টার্টার হলো একটি ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম, যেখানে উদ্ভাবকেরা বা স্টার্টআপ প্রতিষ্ঠানগুলো তাদের নতুন পণ্য বা প্রকল্পের জন্য অর্থ সংগ্রহ করতে পারেন।
তথ্যসূত্র: সিনেট ও টি৩ ডটকম
চলতি বছরে স্মার্টফোন শিল্প অত্যন্ত উদ্ভাবনমুখী হবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসগুলোতে উন্নত ক্যামেরা, বিশেষ এআই ফিচারের পাশাপাশি শক্তিশালী ও বড় আকারের ব্যাটারি দেখতে পাওয়া যাবে। ফ্ল্যাগশিপ ফোন থেকে বাজেট স্মার্টফোনেও এই ধরনের শক্তিশালী ব্যাটারি থাকবে।
২ ঘণ্টা আগেচলমান তদন্তের অংশ হিসেবে সোশ্যাল মিডিয়া কোম্পানি এক্স (সাবেক টুইটার)–এর কাছে অ্যাপটির অ্যালগরিদম সিস্টেমের কার্যকারিতা সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন। বিশেষত, অ্যালগরিদমের মধ্যে সম্প্রতি যে কোনো পরিবর্তনের বিষয়ে জানতে চেয়েছে কমিশন।
৭ ঘণ্টা আগেজো বাইডেনের প্রশাসন হস্তক্ষেপ না করলে যুক্তরাষ্ট্রের কার্যক্রম বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে টিকটক। কিন্তু কোনোভাবেই এটি বিক্রি করা হবে না বলে জানিয়ে দিয়ে চীনের মালিকানাধীন এই ভিডিও শেয়ারিং অ্যাপ। যুক্তরাষ্ট্রে ব্যবসা বিক্রি অথবা বন্ধের সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে টিকটকের করা আপিল গতকাল শুক্রবার সুপ্
৮ ঘণ্টা আগেহ্যাকাররা ভুয়া ই–মেইলে নিজেদের মার্কিন সরকারি কর্মকর্তা হিসেবে পরিচয় দেয়। ই–মেইলে একটি কিউআর কোড দেওয়া হয়। এটি স্ক্যান করলে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়ার প্রস্তাব দেয়। তবে, এটি আসলে একটি হ্যাকিং কৌশল।রাশিয়া, হ্যাকার, হোয়াটসঅ্যাপ, মাইক্রোসফট
১৭ ঘণ্টা আগে