অনলাইন ডেস্ক
একটি হ্যাকার গ্রুপের অনলাইনে সামরিক নথি বিক্রির তদন্ত করছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। ওই নথির মধ্যে ইউক্রেন যুদ্ধে ন্যাটো মিত্রদের দ্বারা ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের ব্লুপ্রিন্ট রয়েছে।
বিবিসির প্রতিবেদনে জানা যায়, হ্যাকাররা একটি বড় ইউরোপীয় অস্ত্র প্রস্তুতকারকের সঙ্গে যুক্ত ডেটা চুরি করার পরে তা অনলাইনে বিক্রি করছে। অনলাইনে বিক্রি করা শ্রেণিবদ্ধ এসব সামরিক নথির ডেটা লঙ্ঘনের প্রভাব মূল্যায়ন করছে ন্যাটো। ঘটনা তদন্তে নেমেছে আন্তর্জাতিক এ সামরিক জোট।
ইউরোপের এক প্রভাবশালী ক্ষেপণাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান এমবিডিএ’র এক গোপন সামরিক নথি চুরি করে অনলাইনে বিক্রি করছে ওই হ্যাকার দল। ‘এমবিডিএ মিসাইল সিস্টেমস’ স্বীকার করেছে, বিক্রির জন্য অনলাইনে ওঠা ফাইলগুলোর মধ্যে তাদের নথিপত্রও আছে।
এমবিডিএ’র দাবি, নথিপত্র চুরি হয়েছে একটি এক্সটার্নাল হার্ড ড্রাইভ থেকে। হ্যাকিংয়ের ঘটনাটি ঘটেছে ইতালিতে।
ক্ষেপণাস্ত্র নির্মাতার গোপন ডেটা হ্যাক হওয়ার এই ঘটনায় তদন্তে নেমেছে ন্যাটো। জোটের এক মুখপাত্র বলেছেন, ‘চুরি যাওয়া নথি নিয়ে যে দাবি করা হচ্ছে তা বিচার বিশ্লেষণ করে দেখছি আমরা। তবে ন্যাটোর কোনো নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো ইঙ্গিত আমরা পাইনি।’
হ্যাক করা ৮০ গিগাবাইট ফাইলের মধ্যে ‘নকশার নথিপত্র, নকশার ছবি, প্রেজেন্টেশন, ভিডিও, ছবি, চুক্তিপত্র’ এবং অন্যান্য কোম্পানির সঙ্গে যোগাযোগের প্রমাণও আছে বলে দাবি হ্যাকারদের।
বিক্রির জন্য অনলাইনে তোলা ফাইলের নমুনা হিসেবে ৫০ মেগাবাইট বিনা মূল্যে সরবরাহ করছে হ্যাকাররা। এর মধ্যে ‘ন্যাটো কনফিডেনশিয়াল’, ‘ন্যাটো রেস্ট্রিক্টেড’ এবং ‘আনক্লাসিফায়েড কন্ট্রোল্ড ইনফরমেশন’ হিসেবে চিহ্নিত নথিপত্র আছে।
একটি হ্যাকার গ্রুপের অনলাইনে সামরিক নথি বিক্রির তদন্ত করছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। ওই নথির মধ্যে ইউক্রেন যুদ্ধে ন্যাটো মিত্রদের দ্বারা ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের ব্লুপ্রিন্ট রয়েছে।
বিবিসির প্রতিবেদনে জানা যায়, হ্যাকাররা একটি বড় ইউরোপীয় অস্ত্র প্রস্তুতকারকের সঙ্গে যুক্ত ডেটা চুরি করার পরে তা অনলাইনে বিক্রি করছে। অনলাইনে বিক্রি করা শ্রেণিবদ্ধ এসব সামরিক নথির ডেটা লঙ্ঘনের প্রভাব মূল্যায়ন করছে ন্যাটো। ঘটনা তদন্তে নেমেছে আন্তর্জাতিক এ সামরিক জোট।
ইউরোপের এক প্রভাবশালী ক্ষেপণাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান এমবিডিএ’র এক গোপন সামরিক নথি চুরি করে অনলাইনে বিক্রি করছে ওই হ্যাকার দল। ‘এমবিডিএ মিসাইল সিস্টেমস’ স্বীকার করেছে, বিক্রির জন্য অনলাইনে ওঠা ফাইলগুলোর মধ্যে তাদের নথিপত্রও আছে।
এমবিডিএ’র দাবি, নথিপত্র চুরি হয়েছে একটি এক্সটার্নাল হার্ড ড্রাইভ থেকে। হ্যাকিংয়ের ঘটনাটি ঘটেছে ইতালিতে।
ক্ষেপণাস্ত্র নির্মাতার গোপন ডেটা হ্যাক হওয়ার এই ঘটনায় তদন্তে নেমেছে ন্যাটো। জোটের এক মুখপাত্র বলেছেন, ‘চুরি যাওয়া নথি নিয়ে যে দাবি করা হচ্ছে তা বিচার বিশ্লেষণ করে দেখছি আমরা। তবে ন্যাটোর কোনো নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো ইঙ্গিত আমরা পাইনি।’
হ্যাক করা ৮০ গিগাবাইট ফাইলের মধ্যে ‘নকশার নথিপত্র, নকশার ছবি, প্রেজেন্টেশন, ভিডিও, ছবি, চুক্তিপত্র’ এবং অন্যান্য কোম্পানির সঙ্গে যোগাযোগের প্রমাণও আছে বলে দাবি হ্যাকারদের।
বিক্রির জন্য অনলাইনে তোলা ফাইলের নমুনা হিসেবে ৫০ মেগাবাইট বিনা মূল্যে সরবরাহ করছে হ্যাকাররা। এর মধ্যে ‘ন্যাটো কনফিডেনশিয়াল’, ‘ন্যাটো রেস্ট্রিক্টেড’ এবং ‘আনক্লাসিফায়েড কন্ট্রোল্ড ইনফরমেশন’ হিসেবে চিহ্নিত নথিপত্র আছে।
মার্কেট ইন্টেলিজেন্স ফার্ম সিমিলার ওয়েবের মতে, প্রতিদিনের সক্রিয় ব্যবহারকারীদের দিক থেকে থ্রেডসের সঙ্গে প্রতিযোগিতা করছে ব্লুস্কাই। বর্তমানে ব্লুস্কাইয়ের অ্যাপটি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অ্যাপল অ্যাপ স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড করা অ্যাপ। এরপরেই রয়েছে থ্রেডস।
১৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানি ভ্যালে শহরে অত্যাধুনিক ও পরিবেশবান্ধব পাঁচতলা অফিস ভবন তৈরি করেছে টেক জায়ান্ট গুগল। এই ভবনের বিশেষত্ব হলো—এটি তৈরিতে প্রথমবারের মতো ‘মাস টিম্বার’ ব্যবহার করেছে কোম্পানিটি। কাঠ বিভিন্নভাবে প্রক্রিয়াকরণের মাধ্যমে মাস টিম্বার তৈরি করা হয়। তাই ভবনটি...
২ দিন আগেপাশ্চাত্যে উৎসবের মৌসুমে বা নতুন বছর আসার আগে প্রায় সবাই ছুটি উপভোগ করেন। এই সময়টিতে পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানো, বিশ্রাম নেওয়া এবং গত বছরের কঠিন কাজের চাপ থেকে মুক্তি পাওয়া একটি সাধারণ বিষয়। অনেক কোম্পানি এসময় কর্মীদের ছুটি দেয়, যাতে তারা শারীরিক এবং মানসিকভাবে পুনরুজ্জীবিত হতে পারে। তবে এ
২ দিন আগেদৈনন্দিন জীবনে ব্যবহারে জন্য টেকসই স্মার্টফোনের চাহিদা অনেক বেশি। এজন্য মিড রেঞ্জের টেকসই স্মার্টফোন ‘অনার এক্স ৯ সি’ উন্মোচন করেছে অনার। এই মডেল গত অক্টোবর মাসে লঞ্চ হওয়া এক্স ৯ বি–এর উত্তরসূরি। ফোনটি হাত থেকে পড়ে গেলেও অক্ষত থাকবে বলে কোম্পানিটি দাবি করছে। ফোনটির ব্যাটারি চার্জ ২ শতাংশে নেমে আসে ত
২ দিন আগে