প্রযুক্তি ডেস্ক
মাইক্রোসফট টিমসে যুক্ত হচ্ছে ত্রিমাত্রিক অ্যাভাটারের সুবিধা। ২০২১ সালের মে মাসে এই সুবিধা আনার ঘোষণা দিয়েছিল মাইক্রোসফট। সম্প্রতি প্রতিষ্ঠানটির ভিডিও সম্মেলনে টিমসের সব ব্যবহারকারীর জন্য ত্রিমাত্রিক অ্যাভাটার আনার ঘোষণা দেয়। আগামী মে মাস থেকে এই সুবিধা পাবেন ব্যবহারকারীরা।
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি মাইক্রোসফট ত্রিমাত্রিক অ্যাভাটারের পরীক্ষামূলকভাবে কার্যক্রম শুরু করে। নতুন এ সুবিধার ফলে মিটিং চলাকালীন ব্যবহারকারীকে ক্যামেরা চালু করতে হবে না। যারা ক্যামেরা চালু রেখে মিটিংয়ে অংশ নিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না, তাঁরা এই সুবিধা ব্যবহার করে মিটিংয়ে অংশ নিতে পারবেন। ত্রিমাত্রিক অ্যাভাটার ব্যবহারকারীর কণ্ঠ অনুসরণ করে সে অনুযায়ী ভঙ্গি প্রদর্শন করবে।
মাইক্রোসফট মেশের প্রধান পণ্য ব্যবস্থাপক ক্যাটি ক্যালির বলেন, ‘সুবিধাটি বাইনারি নয়। ফলে ব্যবহারকারী নিজেকে যেভাবে উপস্থাপন করতে চান, সেভাবে উপস্থাপন করতে পারবেন’। ত্রিমাত্রিক অ্যাভাটারকে মন মতো সাজিয়ে মিটিংয়ে উপস্থাপন করা যাবে। ব্যবহারকারীর কণ্ঠ অনুসরণ করে সে অনুযায়ী ভঙ্গি প্রদর্শন করে ত্রিমাত্রিক অ্যাভাটারে তাঁর উপস্থিতি দেখা যাবে।
গত জানুয়ারিতে মাইক্রোসফট ‘টিমস’ সফটওয়্যারের কিছু সুবিধা প্রিমিয়াম সংস্করণে থাকছে না বলে ঘোষণা দেয় মাইক্রোসফট। ফলে সুবিধাগুলো পেতে হলে ব্যবহারকারীকে বাড়তি খরচ করতে হবে। গত মাস থেকে মাইক্রোসফট টিমস প্রিমিয়াম ৩০ দিনের জন্য ‘ট্রায়াল’ হিসেবে পাচ্ছেন ব্যবহারকারীরা। যে সুবিধাগুলো প্রিমিয়াম সংস্করণে সরিয়ে নেওয়া হবে, তা হলো সরাসরি অনূদিত ক্যাপশন, কাস্টম টুগেদার মোড সিন ও ভার্চুয়াল অ্যাপয়েন্টমেন্ট।
দ্য ভার্জের এক প্রতিবেদন অনুযায়ী, মাইক্রোসফট টিমরে মাধ্যমে ওয়ার্কস্পেস চ্যাট এবং ভিডিও কনফারেন্স, ফাইল স্টোরেজ ও অ্যাপ্লিকেশন ইন্টিগ্রেশনের সুবিধা পান ব্যবহারকারীরা। এটি ‘মাইক্রোসফট ৩৬৫’ এর অংশ। ডিসেম্বরের শেষ দিকে লাইসেন্সের নীতিমালায় পরিবর্তন আনে মাইক্রোসফট। টিমসের অন্তর্ভুক্ত কিছু ফিচার টিমস প্রিমিয়ামে থাকবে না। অবশ্য নিয়মিত গ্রাহকেরা পরবর্তী ৩০ দিন পর্যন্ত টিমসের সাধারণ সংস্করণে এ সুবিধা পাবেন।
মাইক্রোসফটের লাইসেন্স আপডেটে বলা হয়েছে, ৩০ দিন পর গ্রাহকেরা বিশেষ সুবিধাগুলো আর ব্যবহার করতে পারবে না। সুবিধাগুলো ব্যবহার চালিয়ে যেতে চাইলে ব্যবহারকারীদের প্রিমিয়াম গ্রাহক হতে হবে। প্রিমিয়াম লাইসেন্সের অধীনে থাকা ব্যবহারকারীই বিশেষ সুবিধা পাবে।
এর আগে, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এবং আউটলুক সফটওয়্যারগুলোতে ওপেনএআইয়ের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি পরীক্ষা করছে বলে জানা যায়। মাইক্রোসফট পরীক্ষা করে দেখছে যে কীভাবে এই এআই মডেলগুলি ই-মেইলের উত্তরের পরামর্শ দিতে পারে বা ওয়ার্ড ব্যবহারকারীদের লেখার উন্নতিতে পরামর্শ দিতে পারে। ওপেনএআই যুক্তরাষ্ট্রভিত্তিক একটি কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা প্রতিষ্ঠান।
মাইক্রোসফট এরই মধ্যে ওপেনএআইয়ের জিপিটি মডেলের একটি অজানা সংস্করণকে ওয়ার্ড সফটওয়্যারের ‘স্বয়ংক্রিয় পূরণ’ বৈশিষ্ট্যে অন্তর্ভুক্ত করেছে। মডেলটিকে ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এবং আউটলুক-এ আরও একীভূত করার জন্য কাজ করছে প্রতিষ্ঠানটি। এ ছাড়া, আউটলুকে অনুসন্ধানের ফলাফল গুলিকে আরও উন্নত ও প্রাসঙ্গিক করতেও মাইক্রোসফট ওপেনএআইয়ের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করছে। তবে মাইক্রোসফট এই বৈশিষ্ট্যগুলো আনুষ্ঠানিকভাবে চালু করার পরিকল্পনা করছে কি না বা এটি আপাতত পরীক্ষামূলক কি না, তা-ও পরিষ্কার নয়।
মাইক্রোসফট টিমসে যুক্ত হচ্ছে ত্রিমাত্রিক অ্যাভাটারের সুবিধা। ২০২১ সালের মে মাসে এই সুবিধা আনার ঘোষণা দিয়েছিল মাইক্রোসফট। সম্প্রতি প্রতিষ্ঠানটির ভিডিও সম্মেলনে টিমসের সব ব্যবহারকারীর জন্য ত্রিমাত্রিক অ্যাভাটার আনার ঘোষণা দেয়। আগামী মে মাস থেকে এই সুবিধা পাবেন ব্যবহারকারীরা।
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি মাইক্রোসফট ত্রিমাত্রিক অ্যাভাটারের পরীক্ষামূলকভাবে কার্যক্রম শুরু করে। নতুন এ সুবিধার ফলে মিটিং চলাকালীন ব্যবহারকারীকে ক্যামেরা চালু করতে হবে না। যারা ক্যামেরা চালু রেখে মিটিংয়ে অংশ নিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না, তাঁরা এই সুবিধা ব্যবহার করে মিটিংয়ে অংশ নিতে পারবেন। ত্রিমাত্রিক অ্যাভাটার ব্যবহারকারীর কণ্ঠ অনুসরণ করে সে অনুযায়ী ভঙ্গি প্রদর্শন করবে।
মাইক্রোসফট মেশের প্রধান পণ্য ব্যবস্থাপক ক্যাটি ক্যালির বলেন, ‘সুবিধাটি বাইনারি নয়। ফলে ব্যবহারকারী নিজেকে যেভাবে উপস্থাপন করতে চান, সেভাবে উপস্থাপন করতে পারবেন’। ত্রিমাত্রিক অ্যাভাটারকে মন মতো সাজিয়ে মিটিংয়ে উপস্থাপন করা যাবে। ব্যবহারকারীর কণ্ঠ অনুসরণ করে সে অনুযায়ী ভঙ্গি প্রদর্শন করে ত্রিমাত্রিক অ্যাভাটারে তাঁর উপস্থিতি দেখা যাবে।
গত জানুয়ারিতে মাইক্রোসফট ‘টিমস’ সফটওয়্যারের কিছু সুবিধা প্রিমিয়াম সংস্করণে থাকছে না বলে ঘোষণা দেয় মাইক্রোসফট। ফলে সুবিধাগুলো পেতে হলে ব্যবহারকারীকে বাড়তি খরচ করতে হবে। গত মাস থেকে মাইক্রোসফট টিমস প্রিমিয়াম ৩০ দিনের জন্য ‘ট্রায়াল’ হিসেবে পাচ্ছেন ব্যবহারকারীরা। যে সুবিধাগুলো প্রিমিয়াম সংস্করণে সরিয়ে নেওয়া হবে, তা হলো সরাসরি অনূদিত ক্যাপশন, কাস্টম টুগেদার মোড সিন ও ভার্চুয়াল অ্যাপয়েন্টমেন্ট।
দ্য ভার্জের এক প্রতিবেদন অনুযায়ী, মাইক্রোসফট টিমরে মাধ্যমে ওয়ার্কস্পেস চ্যাট এবং ভিডিও কনফারেন্স, ফাইল স্টোরেজ ও অ্যাপ্লিকেশন ইন্টিগ্রেশনের সুবিধা পান ব্যবহারকারীরা। এটি ‘মাইক্রোসফট ৩৬৫’ এর অংশ। ডিসেম্বরের শেষ দিকে লাইসেন্সের নীতিমালায় পরিবর্তন আনে মাইক্রোসফট। টিমসের অন্তর্ভুক্ত কিছু ফিচার টিমস প্রিমিয়ামে থাকবে না। অবশ্য নিয়মিত গ্রাহকেরা পরবর্তী ৩০ দিন পর্যন্ত টিমসের সাধারণ সংস্করণে এ সুবিধা পাবেন।
মাইক্রোসফটের লাইসেন্স আপডেটে বলা হয়েছে, ৩০ দিন পর গ্রাহকেরা বিশেষ সুবিধাগুলো আর ব্যবহার করতে পারবে না। সুবিধাগুলো ব্যবহার চালিয়ে যেতে চাইলে ব্যবহারকারীদের প্রিমিয়াম গ্রাহক হতে হবে। প্রিমিয়াম লাইসেন্সের অধীনে থাকা ব্যবহারকারীই বিশেষ সুবিধা পাবে।
এর আগে, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এবং আউটলুক সফটওয়্যারগুলোতে ওপেনএআইয়ের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি পরীক্ষা করছে বলে জানা যায়। মাইক্রোসফট পরীক্ষা করে দেখছে যে কীভাবে এই এআই মডেলগুলি ই-মেইলের উত্তরের পরামর্শ দিতে পারে বা ওয়ার্ড ব্যবহারকারীদের লেখার উন্নতিতে পরামর্শ দিতে পারে। ওপেনএআই যুক্তরাষ্ট্রভিত্তিক একটি কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা প্রতিষ্ঠান।
মাইক্রোসফট এরই মধ্যে ওপেনএআইয়ের জিপিটি মডেলের একটি অজানা সংস্করণকে ওয়ার্ড সফটওয়্যারের ‘স্বয়ংক্রিয় পূরণ’ বৈশিষ্ট্যে অন্তর্ভুক্ত করেছে। মডেলটিকে ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এবং আউটলুক-এ আরও একীভূত করার জন্য কাজ করছে প্রতিষ্ঠানটি। এ ছাড়া, আউটলুকে অনুসন্ধানের ফলাফল গুলিকে আরও উন্নত ও প্রাসঙ্গিক করতেও মাইক্রোসফট ওপেনএআইয়ের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করছে। তবে মাইক্রোসফট এই বৈশিষ্ট্যগুলো আনুষ্ঠানিকভাবে চালু করার পরিকল্পনা করছে কি না বা এটি আপাতত পরীক্ষামূলক কি না, তা-ও পরিষ্কার নয়।
টাইপ করার চেয়ে ভয়েস মেসেজ পাঠানো বেশ সহজ। তবে অনেক সময় ভয়েস মেসেজ সবার সামনে শোনা যায় না। সে ক্ষেত্রে মেসেজ না শুনে রিপ্লাই–ও দেওয়া যায়না। এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য মেসেজ ট্রান্সক্রাইব ফিচার যুক্ত করল হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে ভয়েস মেসেজগুলো সহজে টেক্সটে রূপান্তর করা যাবে।
২০ মিনিট আগেনিয়মিত নতুন উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তি দিয়ে বিশ্বকে চমকে দেওয়ার জন্য পরিচিত জাপান। এবার ‘মানুষ ধোয়ার মেশিন’ তৈরি করে তাক লাগিয়ে দিল দেশটি। এটি মানুষ গোসলের জন্য ব্যবহার করতে পারবে। যন্ত্রটির কার্যকারিতা ও ডিজাইন দেখে একে ‘মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন’ বলে আখ্যা দিয়েছে অনেকই।
১ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে মানব মস্তিষ্কে চিপ স্থাপনের অনুমোদন পেল ইলন মাস্কের নিউরো প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান নিউরালিংক। কানাডায় মানব ট্রায়াল চালানোর জন্য অনুমোদন পেয়েছে প্রতিষ্ঠানটি। এই প্রক্রিয়ার জন্য ‘প্রথম এবং একমাত্র সার্জিক্যাল সাইট’ হবে কানাডার টরন্টো ওয়েস্
৪ ঘণ্টা আগেবিশ্বব্যাপী নতুন সিরিজ ফাইন্ড এক্স ৮ উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা অপো। এই সিরিজে অপো ফাইন্ড এক্স ও অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেল দুটি অন্তর্ভুক্ত রয়েছে। মডেল দুটিতেই ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। তবে অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেলে আইফোনের মতো ক্যামেরা বাটন যুক্ত করা হয়েছে। সিরিজটিতে মিডিয়াটেক
১ দিন আগে