নওরোজ চৌধুরী
নতুন আইফোন মানেই চমকের পর চমক। কী আছে এবারের ফিচারে, কেমন হবে দেখতে, ক্যামেরা কেমন, দাম কত? এমন হাজারো প্রশ্ন ঘোরে মনে। সেসব প্রশ্নের উত্তর নিয়ে সম্প্রতি বাজারে এসেছে আইফোন-১৪ সিরিজের ফোন।
এ বছরের আলোচিত মোবাইল ফোনগুলোর সঙ্গে এ ফোনটিও পাওয়া যাবে বাংলাদেশের বাজারে। আইফোন-১৪-এর বেস মডেল আইফোন-১৩-এর মতোই। ফিচারে বড় ধরনের কোনো পরিবর্তন লক্ষ করা যায়নি। এই সিরিজে মোট চারটি ফোন রয়েছে— আইফোন-১৪, আইফোন-১৪ প্লাস, আইফোন-১৪ প্রো এবং আইফোন-১৪ প্রো ম্যাক্স।
অ্যাপলের ঘোষণায় জানা যায়, যুক্তরাষ্ট্রের মডেলগুলোতে সিম ট্রে থাকবে না। সিঙ্গাপুর, মালয়েশিয়া, মধ্যপ্রাচ্যসহ অন্যান্য দেশের বাজারে আইফোন-১৪ সিরিজের ফোনগুলোতে থাকবে সিম স্লট। এ সিরিজের আইফোন-১৪ এবং আইফোন-১৪ প্রোতে থাকছে ৬ দশমিক ১ ইঞ্চি স্ক্রিন। অন্যদিকে আইফোন-১৪ প্লাস এবং আইফোন-১৪ প্রো ম্যাক্সের স্ক্রিন করা হয়েছে ৬ দশমিক ৭ ইঞ্চি।
আইল্যান্ড নচ ডিজাইনে তৈরি এই নতুন সিরিজের ফোনগুলো। এগুলো স্পেস ব্ল্যাক, সিলভার, গোল্ড এবং পার্পল রঙে পাওয়া যাবে। এগুলোতে আছে এ১৬ চিপসেটসহ অদৃশ্য নচ-সুবিধা। সেই সঙ্গে আইফোন-১৪ প্রো ও ১৪ প্রো ম্যাক্সে পরিবর্তন নিয়ে এসেছে অ্যাপল। এ ফোন দুটিতে থাকছে স্যাটেলাইট প্রযুক্তি, যার মাধ্যমে নেটওয়ার্কহীন কোনো জায়গা থেকে ১৫ সেকেন্ডের কম সময়ে জরুরি বার্তা পাঠানো যাবে। যানবাহনের দুর্ঘটনার কথা বিবেচনায় নিয়ে রাখা হয়েছে কার ক্র্যাশ ডিটেকশন। এ ফিচারের মাধ্যমে গুরুতর দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে আইফোন-১৪ জরুরি সুরক্ষা সেবায় তথ্য পাঠাবে।
এ ছাড়া থাকছে শক্তিশালী ফাইভ- জি নেটওয়ার্ক, ফিটনেস ফিচার, টাচ ভলিউম কন্ট্রোল, আইপি ০৬৮ পানি নিরোধক সুবিধা এবং আগের সিরিজগুলোর চেয়ে ভালো ব্যাটারি সুবিধা। আরও থাকছে ২০ ওয়াটের ফার্স্ট চার্জিং ব্যবস্থা। তবে আইফোন-১৩ থেকে আইফোন-১৪ সিরিজে ব্যাটারি রিপ্লেসমেন্ট খরচ বেড়েছে।
আইফোন-১৪ প্রো-এর মূল ক্যামেরা ৪৮ মেগাপিক্সেলের। আইফোন-১৪ এবং আইফোন-১৪ প্লাসের মূল ক্যামেরা ১২ মেগাপিক্সেল। এ ছাড়া ফোনগুলোতে রয়েছে ওএলইডি ডিসপ্লে, ১২০০ নিটস পিক ব্রাইটনেস এবং ডলবি ভিশন। ফোনগুলোর ব্যাটারি লাইফ আগের সিরিজের থেকে আরও ভালো বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।
আন্তর্জাতিক কেনাকাটায় আইফোনের মূল্যের ওপর ওভারসিজ রিফান্ড ও ট্যাক্স পলিসির প্রভাবও বেশ গুরুত্বপূর্ণ। তবে তা বাংলাদেশিদের জন্য অনুকূলেই থাকবে। চলতি বছরের জুন মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারের ৫০ শতাংশ দখল করে অ্যান্ড্রয়েড ইকোসিস্টেমকে ছাড়িয়ে গেছে আইফোন।
দাম
আইফোন-১৪ ……… ৭৯৯ ডলার বা প্রায় সাড়ে ৭৫ হাজার টাকা
আইফোন-১৪ প্লাস … ৮৯৯ ডলার বা প্রায় ৮৫ হাজার টাকা
আইফোন-১৪ প্রো….. ৯৯৯ ডলার বা প্রায় ৯৪ হাজার টাকা
আইফোন-১৪ প্রো ম্যাক্স …. ১০৯৯ ডলার বা প্রায় ১ লাখ সাড়ে ৩ হাজার টাকা।
১৬ সেপ্টেম্বর থেকে আইফোনের নতুন সিরিজের বিক্রি শুরু হয়েছে।
কেআরওয়াই ইন্টারন্যাশনাল থেকে আইফোন-১৪ সিরিজের ফোন ক্রেতারা পাবেন বিশেষ উপহার। পুরোনো আইফোন পরিবর্তন করেও নেওয়া যাবে আইফোন-১৪ সিরিজের ফোন। সঙ্গে থাকছে এক বছরের ওয়ারেন্টি শেষ হওয়ার পরেও আজীবন সার্ভিস ওয়ারেন্টি এবং ৩৬ মাসের সহজ কিস্তিতে ফোন কেনার সুযোগ।
বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের ব্লক-সি লেভেল-৫-এর ৫৫৬৬ নম্বর দোকানটি ছাড়াও সারা বাংলাদেশে কেআরওয়াই ইন্টারন্যাশনালের ১১টি বিক্রয়কেন্দ্র আছে।
এ ছাড়া কেআরওয়াই ইন্টারন্যাশনালের ওয়েবসাইট থেকেও কেনা যাবে আইফোন-১৪ সিরিজের যেকোনো ফোন।
তথ্যসূত্র: অ্যাপল, ইন্ডিয়ান এক্সপ্রেস, সিএনএন
নতুন আইফোন মানেই চমকের পর চমক। কী আছে এবারের ফিচারে, কেমন হবে দেখতে, ক্যামেরা কেমন, দাম কত? এমন হাজারো প্রশ্ন ঘোরে মনে। সেসব প্রশ্নের উত্তর নিয়ে সম্প্রতি বাজারে এসেছে আইফোন-১৪ সিরিজের ফোন।
এ বছরের আলোচিত মোবাইল ফোনগুলোর সঙ্গে এ ফোনটিও পাওয়া যাবে বাংলাদেশের বাজারে। আইফোন-১৪-এর বেস মডেল আইফোন-১৩-এর মতোই। ফিচারে বড় ধরনের কোনো পরিবর্তন লক্ষ করা যায়নি। এই সিরিজে মোট চারটি ফোন রয়েছে— আইফোন-১৪, আইফোন-১৪ প্লাস, আইফোন-১৪ প্রো এবং আইফোন-১৪ প্রো ম্যাক্স।
অ্যাপলের ঘোষণায় জানা যায়, যুক্তরাষ্ট্রের মডেলগুলোতে সিম ট্রে থাকবে না। সিঙ্গাপুর, মালয়েশিয়া, মধ্যপ্রাচ্যসহ অন্যান্য দেশের বাজারে আইফোন-১৪ সিরিজের ফোনগুলোতে থাকবে সিম স্লট। এ সিরিজের আইফোন-১৪ এবং আইফোন-১৪ প্রোতে থাকছে ৬ দশমিক ১ ইঞ্চি স্ক্রিন। অন্যদিকে আইফোন-১৪ প্লাস এবং আইফোন-১৪ প্রো ম্যাক্সের স্ক্রিন করা হয়েছে ৬ দশমিক ৭ ইঞ্চি।
আইল্যান্ড নচ ডিজাইনে তৈরি এই নতুন সিরিজের ফোনগুলো। এগুলো স্পেস ব্ল্যাক, সিলভার, গোল্ড এবং পার্পল রঙে পাওয়া যাবে। এগুলোতে আছে এ১৬ চিপসেটসহ অদৃশ্য নচ-সুবিধা। সেই সঙ্গে আইফোন-১৪ প্রো ও ১৪ প্রো ম্যাক্সে পরিবর্তন নিয়ে এসেছে অ্যাপল। এ ফোন দুটিতে থাকছে স্যাটেলাইট প্রযুক্তি, যার মাধ্যমে নেটওয়ার্কহীন কোনো জায়গা থেকে ১৫ সেকেন্ডের কম সময়ে জরুরি বার্তা পাঠানো যাবে। যানবাহনের দুর্ঘটনার কথা বিবেচনায় নিয়ে রাখা হয়েছে কার ক্র্যাশ ডিটেকশন। এ ফিচারের মাধ্যমে গুরুতর দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে আইফোন-১৪ জরুরি সুরক্ষা সেবায় তথ্য পাঠাবে।
এ ছাড়া থাকছে শক্তিশালী ফাইভ- জি নেটওয়ার্ক, ফিটনেস ফিচার, টাচ ভলিউম কন্ট্রোল, আইপি ০৬৮ পানি নিরোধক সুবিধা এবং আগের সিরিজগুলোর চেয়ে ভালো ব্যাটারি সুবিধা। আরও থাকছে ২০ ওয়াটের ফার্স্ট চার্জিং ব্যবস্থা। তবে আইফোন-১৩ থেকে আইফোন-১৪ সিরিজে ব্যাটারি রিপ্লেসমেন্ট খরচ বেড়েছে।
আইফোন-১৪ প্রো-এর মূল ক্যামেরা ৪৮ মেগাপিক্সেলের। আইফোন-১৪ এবং আইফোন-১৪ প্লাসের মূল ক্যামেরা ১২ মেগাপিক্সেল। এ ছাড়া ফোনগুলোতে রয়েছে ওএলইডি ডিসপ্লে, ১২০০ নিটস পিক ব্রাইটনেস এবং ডলবি ভিশন। ফোনগুলোর ব্যাটারি লাইফ আগের সিরিজের থেকে আরও ভালো বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।
আন্তর্জাতিক কেনাকাটায় আইফোনের মূল্যের ওপর ওভারসিজ রিফান্ড ও ট্যাক্স পলিসির প্রভাবও বেশ গুরুত্বপূর্ণ। তবে তা বাংলাদেশিদের জন্য অনুকূলেই থাকবে। চলতি বছরের জুন মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারের ৫০ শতাংশ দখল করে অ্যান্ড্রয়েড ইকোসিস্টেমকে ছাড়িয়ে গেছে আইফোন।
দাম
আইফোন-১৪ ……… ৭৯৯ ডলার বা প্রায় সাড়ে ৭৫ হাজার টাকা
আইফোন-১৪ প্লাস … ৮৯৯ ডলার বা প্রায় ৮৫ হাজার টাকা
আইফোন-১৪ প্রো….. ৯৯৯ ডলার বা প্রায় ৯৪ হাজার টাকা
আইফোন-১৪ প্রো ম্যাক্স …. ১০৯৯ ডলার বা প্রায় ১ লাখ সাড়ে ৩ হাজার টাকা।
১৬ সেপ্টেম্বর থেকে আইফোনের নতুন সিরিজের বিক্রি শুরু হয়েছে।
কেআরওয়াই ইন্টারন্যাশনাল থেকে আইফোন-১৪ সিরিজের ফোন ক্রেতারা পাবেন বিশেষ উপহার। পুরোনো আইফোন পরিবর্তন করেও নেওয়া যাবে আইফোন-১৪ সিরিজের ফোন। সঙ্গে থাকছে এক বছরের ওয়ারেন্টি শেষ হওয়ার পরেও আজীবন সার্ভিস ওয়ারেন্টি এবং ৩৬ মাসের সহজ কিস্তিতে ফোন কেনার সুযোগ।
বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের ব্লক-সি লেভেল-৫-এর ৫৫৬৬ নম্বর দোকানটি ছাড়াও সারা বাংলাদেশে কেআরওয়াই ইন্টারন্যাশনালের ১১টি বিক্রয়কেন্দ্র আছে।
এ ছাড়া কেআরওয়াই ইন্টারন্যাশনালের ওয়েবসাইট থেকেও কেনা যাবে আইফোন-১৪ সিরিজের যেকোনো ফোন।
তথ্যসূত্র: অ্যাপল, ইন্ডিয়ান এক্সপ্রেস, সিএনএন
মার্কেট ইন্টেলিজেন্স ফার্ম সিমিলার ওয়েবের মতে, প্রতিদিনের সক্রিয় ব্যবহারকারীদের দিক থেকে থ্রেডসের সঙ্গে প্রতিযোগিতা করছে ব্লুস্কাই। বর্তমানে ব্লুস্কাইয়ের অ্যাপটি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অ্যাপল অ্যাপ স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড করা অ্যাপ। এরপরেই রয়েছে থ্রেডস।
৩ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানি ভ্যালে শহরে অত্যাধুনিক ও পরিবেশবান্ধব পাঁচতলা অফিস ভবন তৈরি করেছে টেক জায়ান্ট গুগল। এই ভবনের বিশেষত্ব হলো—এটি তৈরিতে প্রথমবারের মতো ‘মাস টিম্বার’ ব্যবহার করেছে কোম্পানিটি। কাঠ বিভিন্নভাবে প্রক্রিয়াকরণের মাধ্যমে মাস টিম্বার তৈরি করা হয়। তাই ভবনটি...
১ দিন আগেপাশ্চাত্যে উৎসবের মৌসুমে বা নতুন বছর আসার আগে প্রায় সবাই ছুটি উপভোগ করেন। এই সময়টিতে পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানো, বিশ্রাম নেওয়া এবং গত বছরের কঠিন কাজের চাপ থেকে মুক্তি পাওয়া একটি সাধারণ বিষয়। অনেক কোম্পানি এসময় কর্মীদের ছুটি দেয়, যাতে তারা শারীরিক এবং মানসিকভাবে পুনরুজ্জীবিত হতে পারে। তবে এ
১ দিন আগেদৈনন্দিন জীবনে ব্যবহারে জন্য টেকসই স্মার্টফোনের চাহিদা অনেক বেশি। এজন্য মিড রেঞ্জের টেকসই স্মার্টফোন ‘অনার এক্স ৯ সি’ উন্মোচন করেছে অনার। এই মডেল গত অক্টোবর মাসে লঞ্চ হওয়া এক্স ৯ বি–এর উত্তরসূরি। ফোনটি হাত থেকে পড়ে গেলেও অক্ষত থাকবে বলে কোম্পানিটি দাবি করছে। ফোনটির ব্যাটারি চার্জ ২ শতাংশে নেমে আসে ত
১ দিন আগে