অনলাইন ডেস্ক
টিকটকের সঙ্গে জোরেশোরে প্রতিযোগিতায় নেমেছে ইউটিউব। জনপ্রিয় শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটককে টেক্কা দিতে ‘শর্টস’ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে ইউটিউব। খুব দ্রুতই শর্টস ব্যবহারকারীরা নতুন একটি সুবিধা পেতে যাচ্ছেন।
ইউটিউব শর্টসে ভিডিও দেখার একপর্যায়ে সরাসরি অ্যাপটি থেকে বেরিয়ে গেলে পরে আবার ইউটিউব অ্যাপ চালু করলে সরাসরি শর্টস ভিডিওতে চলে যাবেন ব্যবহারকারী। ভিডিওর যে অবস্থানে থাকতে অ্যাপ বন্ধ করা হয়েছিল, ফের অ্যাপ চালুর পর ঠিক সেখানেই থাকবেন ব্যবহারকারী।
সংস্থাটি জানিয়েছে, তাদের এই পরীক্ষামূলক কার্যক্রম কিছু সংখ্যক আইওএস ব্যবহারকারীর ক্ষেত্রে চালু আছে। তবে শিগগিরই অ্যান্ড্রয়েডেও এই পরীক্ষা চালানো হবে। যারা নিয়মিত শর্টসে ভিডিও দেখে থাকেন, মূলত তাঁদের লক্ষ্য করেই এই পরীক্ষা নিরীক্ষা।
শর্টস ইউটিউবের এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে সর্বোচ্চ ৬০ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিও আপলোড করা যায়। এক বছরেরও বেশি আগে ইউটিউব শর্টস প্রাথমিকভাবে ভারতে এবং চলতি বছরের মার্চে যুক্তরাষ্ট্রে চালু হলেও। এ বছরই সারা বিশ্বে এটি তা চালু হবে।
টিকটক, ইনস্টাগ্রাম এবং স্ন্যাপচ্যাটের মতো শর্টসেও ভিডিও কনটেন্ট তৈরি ও সম্পাদনা করা যায়। এতে টাইমার সেট করা ছাড়াও, ভিডিও সম্পাদনা করার সব টুল যেমন, ভিডিও ক্লিপ কাটা, জোড়া দেওয়া, গ্রিন স্ক্রিন ইত্যাদি আছে এই প্ল্যাটফর্মে।
ধারণা করা হচ্ছে, নতুন করে শর্টসের এই যাত্রা টিকটকের ব্যবসাকে হুমকির মুখে ফেলবে। অবশ্য টিকটকও বসে নেই। তারা ভিডিওর সর্বোচ্চ দৈর্ঘ্য ৬০ সেকেন্ড থেকে বাড়িয়ে ৩ মিনিট করেছে। সাম্প্রতিক সময়ে ৫ মিনিট দৈর্ঘ্য নিয়ে পরীক্ষা করার প্রমাণ পাওয়া গেছে।
এদিকে টিকটককে টেক্কা দিতে কনটেন্ট ক্রিয়েটরদেরও নানা সুবিধা দিচ্ছে ইউটিউব। শর্টস কনটেন্ট ক্রিয়েটরদের সরাসরি অর্থ দেওয়ার ঘোষণা দিয়েছে। সে লক্ষ্যে ২০২১ থেকে ২০২২ পর্যন্ত ১০ কোটি ডলারের একটি তহবিল রাখা হয়েছে। কনটেন্ট ক্রিয়েটরদের ভিউয়ের ভিত্তিতে মাসে ১০০ থেকে ১০ হাজার ডলার পর্যন্ত আয়ের সুযোগ থাকছে।
কনটেন্ট ক্রিয়েটরদের অর্থ প্রদানের কৌশলই যথেষ্ট বলে মনে করছে না ইউটিউব। তাই ব্যবহারকারীদের মনোযোগ আকর্ষণ করতে নানা রকম সুবিধা দেওয়াসহ শর্টস বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চলছে। তবে পরীক্ষামূলক কার্যক্রম কত দিন চলবে তা না জানায়নি ইউটিউব।
অবশ্য এরই মধ্যে শর্টসে বেশ সাড়া পেতে শুরু করেছে ইউটিউব। চলতি বছরের প্রথম প্রান্তিকে (তিন মাসে) শর্টসে দৈনিক ভিউ ছিল ৬ দশমিক ৫ বিলিয়ন। দ্বিতীয় প্রান্তিকে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ বিলিয়ন।
টিকটকের সঙ্গে জোরেশোরে প্রতিযোগিতায় নেমেছে ইউটিউব। জনপ্রিয় শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটককে টেক্কা দিতে ‘শর্টস’ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে ইউটিউব। খুব দ্রুতই শর্টস ব্যবহারকারীরা নতুন একটি সুবিধা পেতে যাচ্ছেন।
ইউটিউব শর্টসে ভিডিও দেখার একপর্যায়ে সরাসরি অ্যাপটি থেকে বেরিয়ে গেলে পরে আবার ইউটিউব অ্যাপ চালু করলে সরাসরি শর্টস ভিডিওতে চলে যাবেন ব্যবহারকারী। ভিডিওর যে অবস্থানে থাকতে অ্যাপ বন্ধ করা হয়েছিল, ফের অ্যাপ চালুর পর ঠিক সেখানেই থাকবেন ব্যবহারকারী।
সংস্থাটি জানিয়েছে, তাদের এই পরীক্ষামূলক কার্যক্রম কিছু সংখ্যক আইওএস ব্যবহারকারীর ক্ষেত্রে চালু আছে। তবে শিগগিরই অ্যান্ড্রয়েডেও এই পরীক্ষা চালানো হবে। যারা নিয়মিত শর্টসে ভিডিও দেখে থাকেন, মূলত তাঁদের লক্ষ্য করেই এই পরীক্ষা নিরীক্ষা।
শর্টস ইউটিউবের এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে সর্বোচ্চ ৬০ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিও আপলোড করা যায়। এক বছরেরও বেশি আগে ইউটিউব শর্টস প্রাথমিকভাবে ভারতে এবং চলতি বছরের মার্চে যুক্তরাষ্ট্রে চালু হলেও। এ বছরই সারা বিশ্বে এটি তা চালু হবে।
টিকটক, ইনস্টাগ্রাম এবং স্ন্যাপচ্যাটের মতো শর্টসেও ভিডিও কনটেন্ট তৈরি ও সম্পাদনা করা যায়। এতে টাইমার সেট করা ছাড়াও, ভিডিও সম্পাদনা করার সব টুল যেমন, ভিডিও ক্লিপ কাটা, জোড়া দেওয়া, গ্রিন স্ক্রিন ইত্যাদি আছে এই প্ল্যাটফর্মে।
ধারণা করা হচ্ছে, নতুন করে শর্টসের এই যাত্রা টিকটকের ব্যবসাকে হুমকির মুখে ফেলবে। অবশ্য টিকটকও বসে নেই। তারা ভিডিওর সর্বোচ্চ দৈর্ঘ্য ৬০ সেকেন্ড থেকে বাড়িয়ে ৩ মিনিট করেছে। সাম্প্রতিক সময়ে ৫ মিনিট দৈর্ঘ্য নিয়ে পরীক্ষা করার প্রমাণ পাওয়া গেছে।
এদিকে টিকটককে টেক্কা দিতে কনটেন্ট ক্রিয়েটরদেরও নানা সুবিধা দিচ্ছে ইউটিউব। শর্টস কনটেন্ট ক্রিয়েটরদের সরাসরি অর্থ দেওয়ার ঘোষণা দিয়েছে। সে লক্ষ্যে ২০২১ থেকে ২০২২ পর্যন্ত ১০ কোটি ডলারের একটি তহবিল রাখা হয়েছে। কনটেন্ট ক্রিয়েটরদের ভিউয়ের ভিত্তিতে মাসে ১০০ থেকে ১০ হাজার ডলার পর্যন্ত আয়ের সুযোগ থাকছে।
কনটেন্ট ক্রিয়েটরদের অর্থ প্রদানের কৌশলই যথেষ্ট বলে মনে করছে না ইউটিউব। তাই ব্যবহারকারীদের মনোযোগ আকর্ষণ করতে নানা রকম সুবিধা দেওয়াসহ শর্টস বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চলছে। তবে পরীক্ষামূলক কার্যক্রম কত দিন চলবে তা না জানায়নি ইউটিউব।
অবশ্য এরই মধ্যে শর্টসে বেশ সাড়া পেতে শুরু করেছে ইউটিউব। চলতি বছরের প্রথম প্রান্তিকে (তিন মাসে) শর্টসে দৈনিক ভিউ ছিল ৬ দশমিক ৫ বিলিয়ন। দ্বিতীয় প্রান্তিকে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ বিলিয়ন।
বৈদ্যুতিক গাড়ি বা ইভি চার্জিংয়ের জন্য নতুন ধরনের সোলার পেইন্ট (সূর্যশক্তি শোষণকারী রং) তৈরি করছে জার্মানির গাড়ি প্রস্তুতকারক কোম্পানি মার্সিডিজ-বেঞ্চ। এই বিশেষ রঙটিতে ফোটোভোলটাইক সেল (সোলার প্যানেল) রয়েছে, যা সূর্যালোক শোষণ করে
৭ ঘণ্টা আগেইন্টেল ও এএমডি এর মতো মহাকাশে চিপ পাঠিয়েছে চীনের চিপ প্রস্তুতকারক কোম্পানিটি লুনসন। এটি মহাকাশে পাঠানো ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্মগুলোর জন্য কাজ করবে। গত শুক্রবার কোম্পানিটির পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।
৮ ঘণ্টা আগেভুলক্রমে বয়ফ্রেন্ডের ৫৬৯ মিলিয়ন বা ৫৬ কোটি ৯০ লাখ পাউন্ডের মূল্যের বিটকয়েন ‘কী’ ভাগাড়ে ফেলে দিয়েছিলেন এক নারী। এখন বয়ফ্রেন্ড বিটকয়েনগুলো ফিরে পাওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করছেন। এমনকি বিষয়টি আদালত পর্যন্ত টেনে নেওয়া হচ্ছে।
৯ ঘণ্টা আগেপ্রযুক্তির জগতের অন্যতম পরিচিত নাম চিপ নির্মাতা কোম্পানি এনভিডিয়া এর প্রতিষ্ঠাতা এবং সিইও জেনসেন হুয়াং। তবে শুধু এনভিডিয়ার সাফল্যই তাঁর পুরো জীবনের গল্প নয়, বরং কলেজজীবনের একটি রোমান্টিক ও মজাদার অধ্যায়ও হুয়াংয়ের রয়েছে। যখন ১৭ বছর বয়সী কলেজ ছাত্র হুয়াং তাঁর ১৯ বছরের হবু স্ত্রী লরি হুয়াংয়ের মন জয়...
১০ ঘণ্টা আগে