প্রযুক্তি ডেস্ক
মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেমের একটি নতুন সংস্করণ নিয়ে কাজ করছে বলে শোনা যাচ্ছে। তবে তা উইন্ডোজ ১২ নয়। বলা হচ্ছে, ‘কোরপিসি’ এর কথা। উইন্ডোজের নতুন এই এআই নির্ভর সংস্করণ মূলত গুগলের ক্রোম ওএস কে পাল্লা দেওয়ার জন্য ডিজাইন করা হচ্ছে। ‘কোরপিসি’ মূলত কোডনেম। বাজারে আসার সময় এর নাম অন্য কিছুও দেওয়া হতে পারে।
উইন্ডোজ সেন্ট্রালের প্রতিবেদন অনুযায়ী, উইন্ডোজের এমন একটি সংস্করণ তৈরি করা হচ্ছে যা যে কোনো ধরনের হার্ডওয়্যারের জন্য প্রয়োজনমতো কাস্টমাইজ করা যাবে। উইন্ডোজের এই নতুন সংস্করণটি আগের তুলনায় হার্ডওয়্যারের ওপর কম নির্ভরশীল হবে।
ধারণা করা হচ্ছে, কোরপিসি’র অন্যতম বৈশিষ্ট্য হবে এআই। মাইক্রোসফট যেভাবে নিজস্ব সার্চ ইঞ্জিন থেকে শুরু করে অফিস ৩৬৫ এও চ্যাটজিপিটির প্রযুক্তি যুক্ত করেছে, সেহেতু উইন্ডোজের নতুন সংস্করণে এআইয়ের প্রভাব থাকবে তা বলাই যায়।
যদিও এখনো পর্যন্ত কোরপিসি’র ধারণাকে গুজব বলেই ধরা হলেও এই ধারণার পক্ষে ভিত্তি রয়েছে। কারণ, উইন্ডোজের একটি হালকা সংস্করণ নিয়ে কাজ করা মাইক্রোসফটের জন্য এটাই প্রথম নয়। উদাহরণস্বরূপ, ‘উইন্ডোজ ১০ এক্স’ এর কথা ধরা যেতে পারে। এটি উইন্ডোজের একটি বেসিক সংস্করণ হওয়ার কথা। তবে পরবর্তীতে মাইক্রোসফটের এই প্রকল্প আর আলোর মুখ দেখেনি। একই পরিণতি হয়েছিল ‘উইন্ডোজ লাইট’ এর ক্ষেত্রেও।
অল্প কনফিগারেশনের ল্যাপটপে গুগলের ক্রোম অপারেটিং সিস্টেম বেশ জনপ্রিয়। বর্তমানে কম দামে ভালো ও জনপ্রিয় ল্যাপটপগুলোর মধ্যে কয়েকটি ক্রোমবুক রয়েছে। তবে যারা উইন্ডোজের ইন্টারফেসে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন, তাদের জন্য ‘কোরপিসি’ একটা সমাধান হতে পারে। অল্প কনফিগারেশনে কোরপিসি’র ল্যাপটপও স্বাচ্ছন্দ্যে চালানো সম্ভব হবে।
মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেমের একটি নতুন সংস্করণ নিয়ে কাজ করছে বলে শোনা যাচ্ছে। তবে তা উইন্ডোজ ১২ নয়। বলা হচ্ছে, ‘কোরপিসি’ এর কথা। উইন্ডোজের নতুন এই এআই নির্ভর সংস্করণ মূলত গুগলের ক্রোম ওএস কে পাল্লা দেওয়ার জন্য ডিজাইন করা হচ্ছে। ‘কোরপিসি’ মূলত কোডনেম। বাজারে আসার সময় এর নাম অন্য কিছুও দেওয়া হতে পারে।
উইন্ডোজ সেন্ট্রালের প্রতিবেদন অনুযায়ী, উইন্ডোজের এমন একটি সংস্করণ তৈরি করা হচ্ছে যা যে কোনো ধরনের হার্ডওয়্যারের জন্য প্রয়োজনমতো কাস্টমাইজ করা যাবে। উইন্ডোজের এই নতুন সংস্করণটি আগের তুলনায় হার্ডওয়্যারের ওপর কম নির্ভরশীল হবে।
ধারণা করা হচ্ছে, কোরপিসি’র অন্যতম বৈশিষ্ট্য হবে এআই। মাইক্রোসফট যেভাবে নিজস্ব সার্চ ইঞ্জিন থেকে শুরু করে অফিস ৩৬৫ এও চ্যাটজিপিটির প্রযুক্তি যুক্ত করেছে, সেহেতু উইন্ডোজের নতুন সংস্করণে এআইয়ের প্রভাব থাকবে তা বলাই যায়।
যদিও এখনো পর্যন্ত কোরপিসি’র ধারণাকে গুজব বলেই ধরা হলেও এই ধারণার পক্ষে ভিত্তি রয়েছে। কারণ, উইন্ডোজের একটি হালকা সংস্করণ নিয়ে কাজ করা মাইক্রোসফটের জন্য এটাই প্রথম নয়। উদাহরণস্বরূপ, ‘উইন্ডোজ ১০ এক্স’ এর কথা ধরা যেতে পারে। এটি উইন্ডোজের একটি বেসিক সংস্করণ হওয়ার কথা। তবে পরবর্তীতে মাইক্রোসফটের এই প্রকল্প আর আলোর মুখ দেখেনি। একই পরিণতি হয়েছিল ‘উইন্ডোজ লাইট’ এর ক্ষেত্রেও।
অল্প কনফিগারেশনের ল্যাপটপে গুগলের ক্রোম অপারেটিং সিস্টেম বেশ জনপ্রিয়। বর্তমানে কম দামে ভালো ও জনপ্রিয় ল্যাপটপগুলোর মধ্যে কয়েকটি ক্রোমবুক রয়েছে। তবে যারা উইন্ডোজের ইন্টারফেসে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন, তাদের জন্য ‘কোরপিসি’ একটা সমাধান হতে পারে। অল্প কনফিগারেশনে কোরপিসি’র ল্যাপটপও স্বাচ্ছন্দ্যে চালানো সম্ভব হবে।
মার্কেট ইন্টেলিজেন্স ফার্ম সিমিলার ওয়েবের মতে, প্রতিদিনের সক্রিয় ব্যবহারকারীদের দিক থেকে থ্রেডসের সঙ্গে প্রতিযোগিতা করছে ব্লুস্কাই। বর্তমানে ব্লুস্কাইয়ের অ্যাপটি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অ্যাপল অ্যাপ স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড করা অ্যাপ। এরপরেই রয়েছে থ্রেডস।
৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানি ভ্যালে শহরে অত্যাধুনিক ও পরিবেশবান্ধব পাঁচতলা অফিস ভবন তৈরি করেছে টেক জায়ান্ট গুগল। এই ভবনের বিশেষত্ব হলো—এটি তৈরিতে প্রথমবারের মতো ‘মাস টিম্বার’ ব্যবহার করেছে কোম্পানিটি। কাঠ বিভিন্নভাবে প্রক্রিয়াকরণের মাধ্যমে মাস টিম্বার তৈরি করা হয়। তাই ভবনটি...
১ দিন আগেপাশ্চাত্যে উৎসবের মৌসুমে বা নতুন বছর আসার আগে প্রায় সবাই ছুটি উপভোগ করেন। এই সময়টিতে পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানো, বিশ্রাম নেওয়া এবং গত বছরের কঠিন কাজের চাপ থেকে মুক্তি পাওয়া একটি সাধারণ বিষয়। অনেক কোম্পানি এসময় কর্মীদের ছুটি দেয়, যাতে তারা শারীরিক এবং মানসিকভাবে পুনরুজ্জীবিত হতে পারে। তবে এ
১ দিন আগেদৈনন্দিন জীবনে ব্যবহারে জন্য টেকসই স্মার্টফোনের চাহিদা অনেক বেশি। এজন্য মিড রেঞ্জের টেকসই স্মার্টফোন ‘অনার এক্স ৯ সি’ উন্মোচন করেছে অনার। এই মডেল গত অক্টোবর মাসে লঞ্চ হওয়া এক্স ৯ বি–এর উত্তরসূরি। ফোনটি হাত থেকে পড়ে গেলেও অক্ষত থাকবে বলে কোম্পানিটি দাবি করছে। ফোনটির ব্যাটারি চার্জ ২ শতাংশে নেমে আসে ত
১ দিন আগে