অনলাইন ডেস্ক
চীনের অনুমোদনের অপেক্ষায় থেকে থেকে চুক্তির মেয়াদ শেষ। ইসরায়েলের চিপনির্মাতা কোম্পানি টাওয়ার সেমিকন্ডাক্টর কিনে হওয়া হলো না ইনটেলের। এজন্য ৫৪০ কোটি ডলারের চুক্তি বাতিল করতে হয়েছে। দুই পক্ষের সমঝোতায় চুক্তি বাতিল হলেও ইনটেলকে ৩৫ কোটি ৩০ লাখ ডলার মাশুল দিতে হবে।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, যুক্তরাষ্ট্রে তালিকাভুক্ত ইসরায়েলি কোম্পানিকে একীভূত করার জন্য গত বছর চুক্তি করে ইনটেল। কিন্তু যথাসময়ে চীনের অনুমোদন না পাওয়ায় চুক্তির মেয়াদ শেষ হয়।
এদিকে ইনটেলের এই ঘোষণার পরে যুক্তরাষ্ট্রে বাজারে ইসরায়েলি কোম্পানিটির শেয়ারদর প্রায় ৯ শতাংশ কমে যায়। পরে ইসরায়েলের তেল আবিবের বাজারেও শেয়ারটির দরপতন হয়।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, চীনের আইনি অনুমোদন পাওয়ার আগেই তাদের চুক্তির মেয়াদ শেষ হয়ে গেল বলে ইনটেল চুক্তিটি বাদ দিচ্ছে।
বাণিজ্য, মেধাস্বত্ব ও তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে ঘনীভূত উত্তেজনা করপোরেট চুক্তিকেও আক্রান্ত করেছে। প্রযুক্তি কোম্পানির ক্ষেত্রে এই ঘটনা বেশি ঘটছে।
চীনের অনুমোদনের বিলম্বের কারণে গত বছর ডুপন্ট ডি নিমোরাস করপোরেশন ইলেকট্রনিক সামগ্রী প্রস্তুতকারক রজার করপোরেশন কেনার ৫২০ কোটি ডলারের চুক্তি বাতিল করে।
ইনটেলের প্রধান নির্বাহী প্যাট গেলসিঙ্গার বলেন, টাওয়ার কোম্পানির সঙ্গে চুক্তির অনুমোদন পেতে গত মাসে তিনি চীন ভ্রমণ করে সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতও করেছেন।
কিন্তু তা না হওয়ায় টাওয়ার কোম্পানি নিয়ে বিনিয়োগকারীরা আশা ছেড়ে দিয়েছেন। গতকাল যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার নাসডাকে টাওয়ার কোম্পানির তালিকাভুক্ত শেয়ারের লেনদেন ৩৩ দশমিক ৭৮ ডলারে শেষ হয়। অথচ এই শেয়ারের চুক্তিমূল্য ধরা হয়েছিল ৫৩ ডলার।
চীনের অনুমোদনের অপেক্ষায় থেকে থেকে চুক্তির মেয়াদ শেষ। ইসরায়েলের চিপনির্মাতা কোম্পানি টাওয়ার সেমিকন্ডাক্টর কিনে হওয়া হলো না ইনটেলের। এজন্য ৫৪০ কোটি ডলারের চুক্তি বাতিল করতে হয়েছে। দুই পক্ষের সমঝোতায় চুক্তি বাতিল হলেও ইনটেলকে ৩৫ কোটি ৩০ লাখ ডলার মাশুল দিতে হবে।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, যুক্তরাষ্ট্রে তালিকাভুক্ত ইসরায়েলি কোম্পানিকে একীভূত করার জন্য গত বছর চুক্তি করে ইনটেল। কিন্তু যথাসময়ে চীনের অনুমোদন না পাওয়ায় চুক্তির মেয়াদ শেষ হয়।
এদিকে ইনটেলের এই ঘোষণার পরে যুক্তরাষ্ট্রে বাজারে ইসরায়েলি কোম্পানিটির শেয়ারদর প্রায় ৯ শতাংশ কমে যায়। পরে ইসরায়েলের তেল আবিবের বাজারেও শেয়ারটির দরপতন হয়।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, চীনের আইনি অনুমোদন পাওয়ার আগেই তাদের চুক্তির মেয়াদ শেষ হয়ে গেল বলে ইনটেল চুক্তিটি বাদ দিচ্ছে।
বাণিজ্য, মেধাস্বত্ব ও তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে ঘনীভূত উত্তেজনা করপোরেট চুক্তিকেও আক্রান্ত করেছে। প্রযুক্তি কোম্পানির ক্ষেত্রে এই ঘটনা বেশি ঘটছে।
চীনের অনুমোদনের বিলম্বের কারণে গত বছর ডুপন্ট ডি নিমোরাস করপোরেশন ইলেকট্রনিক সামগ্রী প্রস্তুতকারক রজার করপোরেশন কেনার ৫২০ কোটি ডলারের চুক্তি বাতিল করে।
ইনটেলের প্রধান নির্বাহী প্যাট গেলসিঙ্গার বলেন, টাওয়ার কোম্পানির সঙ্গে চুক্তির অনুমোদন পেতে গত মাসে তিনি চীন ভ্রমণ করে সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতও করেছেন।
কিন্তু তা না হওয়ায় টাওয়ার কোম্পানি নিয়ে বিনিয়োগকারীরা আশা ছেড়ে দিয়েছেন। গতকাল যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার নাসডাকে টাওয়ার কোম্পানির তালিকাভুক্ত শেয়ারের লেনদেন ৩৩ দশমিক ৭৮ ডলারে শেষ হয়। অথচ এই শেয়ারের চুক্তিমূল্য ধরা হয়েছিল ৫৩ ডলার।
চীনের সবচেয়ে ধনী ব্যক্তি এখন টিকটকের মালিক প্রতিষ্ঠান বাইটড্যান্সের সহ-প্রতিষ্ঠাতা ঝ্যাং ইয়িমিং। দেশটির ধনী ব্যক্তিদের একটি তালিকা প্রকাশ করেছে হুরুন রিসার্চ ইনস্টিটিউট। এই তালিকায় ৪৯ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার বা ৪ হাজার ৯৩০ কোটি ডলার সম্পদ নিয়ে প্রথম স্থান অর্জন করেছেন ঝ্যাং। ২০২৩ সালের তুলনায় তা
১৯ ঘণ্টা আগেগুগলের নতুন কোডগুলোর প্রায় এক–চতুর্থাংশের বেশি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি। গত মঙ্গলবার কোম্পানিটির ত্রৈমাসিক প্রতিবেদন প্রকাশের সময় এসব তথ্য জানায় সিইও সুন্দর পিচাই।
২১ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সিস্টেমগুলোর জন্য ব্রডকম ও টিএসএমসি–এর সহযোগিতায় নিজস্ব চিপ তৈরি করছে ওপেনএআই। এর পাশাপাশি অবকাঠামোগত চাহিদা পূরণের জন্য এনভিডিয়া ও এএমডি–এর চিপগুলোও ব্যবহার করছে কোম্পানিটি। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
১ দিন আগেমেটা, টিকটক ও কোয়াইয় নামের চীনের শর্ট ভিডিও প্ল্যাটফর্মের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে ব্রাজিলের ভোক্তা অধিকার গ্রুপ কালেকটিভ ডিফেন্স ইনস্টিটিউট। মামলার অভিযোগ বলা হয়, কোম্পানিগুলো অপ্রাপ্তবয়স্কদের নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হয়েছে। তাই মামলায় ৩ বিলিয়ন রেইস বা প্রায় ৫২৫ মি
১ দিন আগে