অনিন্দ্য চৌধুরী অর্ণব
স্যামসাং এস ২৩ সিরিজ নিয়ে বাজারে ঝড় তুলেছে স্যামসাং। স্ল্যাব-স্টাইল স্মার্টফোন হিসেবে এ বছর তারা বাজারে এনেছে গ্যালাক্সি সিরিজের মোবাইল ফোন এস ২৩ আলট্রা।
লুক ও ডিসপ্লে: এস ২৩ আলট্রা মডেলে থাকছে ৬ দশমিক ৮ ইঞ্চির ১২০ হার্টজ ডায়নামিক ২এক্স এএমওএলইডি ডিসপ্লে। ১৪৪ গপি/কিউএইচডি রেজল্যুশন ও ১৭৫০ নিটস ব্রাইটনেস সাপোর্ট করবে মডেলটিতে। এতে গরিলা গ্লাস ভিকটাস প্লাস ব্যবহার করা হয়েছে। এটি সবুজ, ফ্যান্টম ব্ল্যাক ও ক্রিম—এই তিন রঙে পাওয়া যাচ্ছে।
প্রসেসর ও স্টোরেজ: এতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৮ জেনারেশন ২ চিপসেট। ইউআই ৫ দশমিক ১-এর ওপরে অ্যানড্রয়েড ১৩ কাজ করছে। ১২ জিবি+ ২৫৬ জিবি, ১২ জিবি+ ৫১২ জিবি এবং ১২ জিবি+ ১ টেরাবাইট—এই তিন রকম স্টোরেজ এনেছে স্যামসাং।
ক্যামেরা: বহুল আলোচিত ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ছাড়াও সঙ্গে রয়েছে ১০ মেগাপিক্সেল জুম ক্যামেরা, একটি ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা
এবং ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা। ভিডিও কোয়ালিটিও যথেষ্ট ভালো ফোনটির। ৮কে/৩০পি ভিডিও রেকর্ডিং সম্ভব স্যামসাং গ্যালাক্সি এস ২৩ আলট্রা মোবাইলে।
ব্যাটারি: স্ট্যান্ডার্ড ৫০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করা হয়েছে এতে। এটি দেবে সাড়ে আট ঘণ্টার স্ক্রিনটাইম। একবার ফুল চার্জ করলে অন্তত ২০ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ মিলবে। ৪৫ ওয়াটের সুপার ফাস্ট চার্জিং, তবে চার্জার দেওয়া হয়নি মোবাইল ফোনটির সঙ্গে।
স্যামসাং এস ২৩ সিরিজ নিয়ে বাজারে ঝড় তুলেছে স্যামসাং। স্ল্যাব-স্টাইল স্মার্টফোন হিসেবে এ বছর তারা বাজারে এনেছে গ্যালাক্সি সিরিজের মোবাইল ফোন এস ২৩ আলট্রা।
লুক ও ডিসপ্লে: এস ২৩ আলট্রা মডেলে থাকছে ৬ দশমিক ৮ ইঞ্চির ১২০ হার্টজ ডায়নামিক ২এক্স এএমওএলইডি ডিসপ্লে। ১৪৪ গপি/কিউএইচডি রেজল্যুশন ও ১৭৫০ নিটস ব্রাইটনেস সাপোর্ট করবে মডেলটিতে। এতে গরিলা গ্লাস ভিকটাস প্লাস ব্যবহার করা হয়েছে। এটি সবুজ, ফ্যান্টম ব্ল্যাক ও ক্রিম—এই তিন রঙে পাওয়া যাচ্ছে।
প্রসেসর ও স্টোরেজ: এতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৮ জেনারেশন ২ চিপসেট। ইউআই ৫ দশমিক ১-এর ওপরে অ্যানড্রয়েড ১৩ কাজ করছে। ১২ জিবি+ ২৫৬ জিবি, ১২ জিবি+ ৫১২ জিবি এবং ১২ জিবি+ ১ টেরাবাইট—এই তিন রকম স্টোরেজ এনেছে স্যামসাং।
ক্যামেরা: বহুল আলোচিত ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ছাড়াও সঙ্গে রয়েছে ১০ মেগাপিক্সেল জুম ক্যামেরা, একটি ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা
এবং ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা। ভিডিও কোয়ালিটিও যথেষ্ট ভালো ফোনটির। ৮কে/৩০পি ভিডিও রেকর্ডিং সম্ভব স্যামসাং গ্যালাক্সি এস ২৩ আলট্রা মোবাইলে।
ব্যাটারি: স্ট্যান্ডার্ড ৫০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করা হয়েছে এতে। এটি দেবে সাড়ে আট ঘণ্টার স্ক্রিনটাইম। একবার ফুল চার্জ করলে অন্তত ২০ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ মিলবে। ৪৫ ওয়াটের সুপার ফাস্ট চার্জিং, তবে চার্জার দেওয়া হয়নি মোবাইল ফোনটির সঙ্গে।
চীনের সবচেয়ে ধনী ব্যক্তি এখন টিকটকের মালিক প্রতিষ্ঠান বাইটড্যান্সের সহ-প্রতিষ্ঠাতা ঝ্যাং ইয়িমিং। দেশটির ধনী ব্যক্তিদের একটি তালিকা প্রকাশ করেছে হুরুন রিসার্চ ইনস্টিটিউট। এই তালিকায় ৪৯ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার বা ৪ হাজার ৯৩০ কোটি ডলার সম্পদ নিয়ে প্রথম স্থান অর্জন করেছেন ঝ্যাং। ২০২৩ সালের তুলনায় তা
১৭ ঘণ্টা আগেগুগলের নতুন কোডগুলোর প্রায় এক–চতুর্থাংশের বেশি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি। গত মঙ্গলবার কোম্পানিটির ত্রৈমাসিক প্রতিবেদন প্রকাশের সময় এসব তথ্য জানায় সিইও সুন্দর পিচাই।
১৯ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সিস্টেমগুলোর জন্য ব্রডকম ও টিএসএমসি–এর সহযোগিতায় নিজস্ব চিপ তৈরি করছে ওপেনএআই। এর পাশাপাশি অবকাঠামোগত চাহিদা পূরণের জন্য এনভিডিয়া ও এএমডি–এর চিপগুলোও ব্যবহার করছে কোম্পানিটি। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
২০ ঘণ্টা আগেমেটা, টিকটক ও কোয়াইয় নামের চীনের শর্ট ভিডিও প্ল্যাটফর্মের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে ব্রাজিলের ভোক্তা অধিকার গ্রুপ কালেকটিভ ডিফেন্স ইনস্টিটিউট। মামলার অভিযোগ বলা হয়, কোম্পানিগুলো অপ্রাপ্তবয়স্কদের নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হয়েছে। তাই মামলায় ৩ বিলিয়ন রেইস বা প্রায় ৫২৫ মি
১ দিন আগে