অনলাইন ডেস্ক
সেমিকন্ডাক্টর শিল্প বা ফাউন্ড্রি ব্যবসার আর্থিক প্রতিবেদন প্রকাশের পর ইন্টেলের শেয়ারের দর ৪ শতাংশ কমেছে। এই ব্যবসায় পরিচালনা করতে ইন্টেলের ৭০০ কোটি ডলার ক্ষতি হয়েছে। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনবিসির প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
আর্থিক প্রতিবেদনে ইন্টেল বলে, ২০২৩ সালে ফাউন্ড্রি ব্যবসায় কোম্পানিটির ১ হাজার ৮৯০ কোটি ডলার পণ্য বিক্রিতে ৭০০ কোটি ডলারের পরিচালন লোকসান হয়েছে। এই ক্ষতি এর আগের বছর থেকে অনেক বেশি। কারণ ২০২২ সালে ২ হাজার ৭০০ কোটি ডলার পণ্য বিক্রিতে পরিচালন লোকসান ছিল ৫২০ কোটি ডলার।
এই প্রথম ইন্টেল তার ফাউন্ড্রি ব্যবসার মোট আয় প্রকাশ করেছে। এর আগে ইন্টেল নিজস্ব চিপ ডিজাইন করার পাশাপাশি ও চিপ উৎপাদনও করেছে এবং বিনিয়োগকারীদের কাছে চূড়ান্ত চিপ বিক্রির হিসাব প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রের অন্যান্য সেমিকন্ডাক্টর কোম্পানি যেমন এনভিডিয়া ও এএমডি তাদের চিপ নকশা করে কিন্তু উৎপাদনের জন্য এশিয়ার ফাউন্ড্রিতে পাঠায়। এসব কোম্পানি উৎপাদনের জন্য প্রায়শই তাইওয়ানের টিএসএমসি কোম্পানি ব্যবহার করে।
সিইও প্যাট্রিক গেলসিঞ্জারের অধীনে ইন্টেলের একটি পরিকল্পনায় বিনিয়োগকারীদের কাছে প্রকাশ করছে। পরিকল্পনা অনুসারে কোম্পানিটি নিজস্ব প্রসেসর তৈরি করবে। তবে অন্যান্য কোম্পানির জন্য চিপ তৈরি করার জন্য একটি বহিরাগত ফাউন্ড্রি ব্যবসাও শুরু করবে। যুক্তরাষ্ট্রের মাটিতে অত্যাধুনিক সেমিকন্ডাক্টর উৎপাদনকারী একমাত্র মার্কিন কোম্পানি হলো ইন্টেল। তাই এটি গত মাসে চিপস ও বিজ্ঞান আইনের তহবিলে প্রায় ২ হাজার কোটি ডলার জমা করতে পেরেছে।
গত মঙ্গলবার চিপমেকার বলেন, ইন্টেলের ফাউন্ড্রি আয়ের বেশিরভাগই বর্তমানে নিজস্ব কাজের থেকে আসে।
ইন্টেল বলেছে, নতুন সংগঠিত পণ্য বিভাগটি প্রধানত পিসি ও সার্ভারগুলোর প্রসেসর নিয়ে গঠিত। কোম্পানিটির প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালে ৪ হাজার ৭৭০ কোটি ডলার মূল্যে পণ্য বিক্রিতে পরিচালন আয় ১ হাজার ১৩০ কোটি ডলার হয়।
ইন্টেল বলেছে, ২০২৪ সালে কোম্পানিটি ফাউন্ড্রি ব্যবসায় লোকসান সর্বোচ্চ হবে ও শেষ পর্যন্ত এই ত্রৈমাসিক থেকে ২০৩০ সালের শেষের মধ্যে ‘মাঝপথে’ এই লোকসান কমে যাবে। এর আগে কোম্পানিটি বলেছিল, মাইক্রোসফট তার ফাউন্ড্রি সেবা ব্যবহার করবে ও ইতিমধ্যে ১ হাজার ৫০০ কোটি ডলার দিয়ে এই সেবা বুক করা হয়েছে।
বিনিয়োগকারীদের সঙ্গে ফোনালাপে গেলসিংগার বলেন, ফাউন্ড্রি ব্যবসা সময়ের সঙ্গে সঙ্গে ইন্টেলের যথেষ্ট আয় বৃদ্ধি করবে। তবে ২০২৪ সাল ফাউন্ড্রি ব্যবসা পরিচালনা করার জন্য একটি কঠিন সময়।
ইন্টেল একটি প্রোমো ভিডিওতে বলেছে কোম্পানিটির ফাউন্ড্রি ব্যবসায় কম লাভের কারণ ছিল ‘অতীতের সিদ্ধান্ত’। গেলসিঞ্জার কোম্পানির অতীতে ‘ধীর গতির’ ইইউভি নামক প্রযুক্তি গ্রহণের কথা উল্লেখ করেছেন। এই প্রযুক্তি উন্নত চিপ তৈরিতে ব্যবহার করা হয়।
সেমিকন্ডাক্টর শিল্প বা ফাউন্ড্রি ব্যবসার আর্থিক প্রতিবেদন প্রকাশের পর ইন্টেলের শেয়ারের দর ৪ শতাংশ কমেছে। এই ব্যবসায় পরিচালনা করতে ইন্টেলের ৭০০ কোটি ডলার ক্ষতি হয়েছে। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনবিসির প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
আর্থিক প্রতিবেদনে ইন্টেল বলে, ২০২৩ সালে ফাউন্ড্রি ব্যবসায় কোম্পানিটির ১ হাজার ৮৯০ কোটি ডলার পণ্য বিক্রিতে ৭০০ কোটি ডলারের পরিচালন লোকসান হয়েছে। এই ক্ষতি এর আগের বছর থেকে অনেক বেশি। কারণ ২০২২ সালে ২ হাজার ৭০০ কোটি ডলার পণ্য বিক্রিতে পরিচালন লোকসান ছিল ৫২০ কোটি ডলার।
এই প্রথম ইন্টেল তার ফাউন্ড্রি ব্যবসার মোট আয় প্রকাশ করেছে। এর আগে ইন্টেল নিজস্ব চিপ ডিজাইন করার পাশাপাশি ও চিপ উৎপাদনও করেছে এবং বিনিয়োগকারীদের কাছে চূড়ান্ত চিপ বিক্রির হিসাব প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রের অন্যান্য সেমিকন্ডাক্টর কোম্পানি যেমন এনভিডিয়া ও এএমডি তাদের চিপ নকশা করে কিন্তু উৎপাদনের জন্য এশিয়ার ফাউন্ড্রিতে পাঠায়। এসব কোম্পানি উৎপাদনের জন্য প্রায়শই তাইওয়ানের টিএসএমসি কোম্পানি ব্যবহার করে।
সিইও প্যাট্রিক গেলসিঞ্জারের অধীনে ইন্টেলের একটি পরিকল্পনায় বিনিয়োগকারীদের কাছে প্রকাশ করছে। পরিকল্পনা অনুসারে কোম্পানিটি নিজস্ব প্রসেসর তৈরি করবে। তবে অন্যান্য কোম্পানির জন্য চিপ তৈরি করার জন্য একটি বহিরাগত ফাউন্ড্রি ব্যবসাও শুরু করবে। যুক্তরাষ্ট্রের মাটিতে অত্যাধুনিক সেমিকন্ডাক্টর উৎপাদনকারী একমাত্র মার্কিন কোম্পানি হলো ইন্টেল। তাই এটি গত মাসে চিপস ও বিজ্ঞান আইনের তহবিলে প্রায় ২ হাজার কোটি ডলার জমা করতে পেরেছে।
গত মঙ্গলবার চিপমেকার বলেন, ইন্টেলের ফাউন্ড্রি আয়ের বেশিরভাগই বর্তমানে নিজস্ব কাজের থেকে আসে।
ইন্টেল বলেছে, নতুন সংগঠিত পণ্য বিভাগটি প্রধানত পিসি ও সার্ভারগুলোর প্রসেসর নিয়ে গঠিত। কোম্পানিটির প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালে ৪ হাজার ৭৭০ কোটি ডলার মূল্যে পণ্য বিক্রিতে পরিচালন আয় ১ হাজার ১৩০ কোটি ডলার হয়।
ইন্টেল বলেছে, ২০২৪ সালে কোম্পানিটি ফাউন্ড্রি ব্যবসায় লোকসান সর্বোচ্চ হবে ও শেষ পর্যন্ত এই ত্রৈমাসিক থেকে ২০৩০ সালের শেষের মধ্যে ‘মাঝপথে’ এই লোকসান কমে যাবে। এর আগে কোম্পানিটি বলেছিল, মাইক্রোসফট তার ফাউন্ড্রি সেবা ব্যবহার করবে ও ইতিমধ্যে ১ হাজার ৫০০ কোটি ডলার দিয়ে এই সেবা বুক করা হয়েছে।
বিনিয়োগকারীদের সঙ্গে ফোনালাপে গেলসিংগার বলেন, ফাউন্ড্রি ব্যবসা সময়ের সঙ্গে সঙ্গে ইন্টেলের যথেষ্ট আয় বৃদ্ধি করবে। তবে ২০২৪ সাল ফাউন্ড্রি ব্যবসা পরিচালনা করার জন্য একটি কঠিন সময়।
ইন্টেল একটি প্রোমো ভিডিওতে বলেছে কোম্পানিটির ফাউন্ড্রি ব্যবসায় কম লাভের কারণ ছিল ‘অতীতের সিদ্ধান্ত’। গেলসিঞ্জার কোম্পানির অতীতে ‘ধীর গতির’ ইইউভি নামক প্রযুক্তি গ্রহণের কথা উল্লেখ করেছেন। এই প্রযুক্তি উন্নত চিপ তৈরিতে ব্যবহার করা হয়।
চীনের সবচেয়ে ধনী ব্যক্তি এখন টিকটকের মালিক প্রতিষ্ঠান বাইটড্যান্সের সহ-প্রতিষ্ঠাতা ঝ্যাং ইয়িমিং। দেশটির ধনী ব্যক্তিদের একটি তালিকা প্রকাশ করেছে হুরুন রিসার্চ ইনস্টিটিউট। এই তালিকায় ৪৯ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার বা ৪ হাজার ৯৩০ কোটি ডলার সম্পদ নিয়ে প্রথম স্থান অর্জন করেছেন ঝ্যাং। ২০২৩ সালের তুলনায় তা
১৭ ঘণ্টা আগেগুগলের নতুন কোডগুলোর প্রায় এক–চতুর্থাংশের বেশি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি। গত মঙ্গলবার কোম্পানিটির ত্রৈমাসিক প্রতিবেদন প্রকাশের সময় এসব তথ্য জানায় সিইও সুন্দর পিচাই।
১৯ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সিস্টেমগুলোর জন্য ব্রডকম ও টিএসএমসি–এর সহযোগিতায় নিজস্ব চিপ তৈরি করছে ওপেনএআই। এর পাশাপাশি অবকাঠামোগত চাহিদা পূরণের জন্য এনভিডিয়া ও এএমডি–এর চিপগুলোও ব্যবহার করছে কোম্পানিটি। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
২০ ঘণ্টা আগেমেটা, টিকটক ও কোয়াইয় নামের চীনের শর্ট ভিডিও প্ল্যাটফর্মের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে ব্রাজিলের ভোক্তা অধিকার গ্রুপ কালেকটিভ ডিফেন্স ইনস্টিটিউট। মামলার অভিযোগ বলা হয়, কোম্পানিগুলো অপ্রাপ্তবয়স্কদের নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হয়েছে। তাই মামলায় ৩ বিলিয়ন রেইস বা প্রায় ৫২৫ মি
১ দিন আগে