স্ক্রিপ্ট মনে রাখবে যে অ্যাপ

প্রযুক্তি ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৩, ০৭: ৫৫

ক্যামেরার সামনে কথা বলা খুব সহজ ব্যাপার নয়। তবে সেটি সহজ করে দিতে পারে টেলিপ্রম্পটার। অবশ্য এটা ব্যবহার করা সব সময় প্রয়োজনীয় নয়। তবে এটি অত্যন্ত সহায়ক হতে পারে। কেননা টেলিপ্রম্পটার আপনাকে স্ক্রিপ্ট বা কোনো গুরুত্বপূর্ণ বিবরণ ভুলে যেতে দেবে না। আপনি যদি মোবাইল ফোনে ভিডিও বানান আর স্ক্রিপ্ট মনে রাখতে গিয়ে সমস্যার সম্মুখীন হন, তবে প্লে স্টোর থেকে নামিয়ে নিতে পারেন টেলিপ্রম্পটার ফ্লোটিং নোটস অ্যাপ

কীভাবে ব্যবহার করবেন

লে-আউট সিলেক্ট করুন
অডিও নাকি ভিডিও, কী রেকর্ড করতে চান, তা সিলেক্ট করুন।

টেক্সট টাইপ বা পেস্ট করুন
টেলিপ্রম্পটারে ক্লিক করে রেকর্ডিংয়ের জন্য টেক্সট টাইপ বা কপি-পেস্ট করুন।

বাটন চেপে ‘রেকর্ড করুন’
লাল বাটনটিতে ক্লিক করুন। রেকর্ড হওয়ার সঙ্গে সঙ্গে টেক্সটটি অটো-স্ক্রল হতে থাকবে।

গতি ঠিক করুন
টেক্সট স্ক্রলটি দ্রুত বা ধীর করতে বাটন কমিয়ে-বাড়িয়ে ঠিক করুন এর গতি।

ফন্ট সাইজ
পড়ার জন্য সবচেয়ে সহজ এমন ফন্টের আকার সিলেক্ট করে নিন। ক্যামেরা থেকে আরও দূরে বসে থাকলে আপনার টেক্সটের আকার বাড়িয়ে নিতে পারবেন 
পছন্দমতো।

রংবদল
ফন্টের রং নিজের পছন্দমতো ঠিক করে নেওয়া যাবে এই অ্যাপে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত