অনলাইন ডেস্ক
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক মডেল প্রশিক্ষণে ইউটিউবের ভিডিও ব্যবহার করে ওপেনএআই ও গুগল। ভিডিগুলোর অন্তর্ভুক্ত কথাবার্তাগুলো টেক্সটে রূপান্তরের মাধ্যমে মডেলগুলো প্রশিক্ষণ দেওয়া হয়। এই প্রক্রিয়ার মাধ্যমে ইউটিউব ক্রিয়েটরদের কপিরাইট নীতি লঙ্ঘন হচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস।
কোম্পানিগুলোর এই অনুশীলনের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ওপেনএআই, গুগল ও মেটা তাদের এআই মডেলে সর্বোচ্চ যে পরিমাণ ডেটা প্রবেশ করাতে পারে তা সর্বাধিক করার জন্য ইউটিউবের ভিডিও ব্যবহার করা হচ্ছে।
এই প্রতিবেদন প্রকাশের একদিন আগেই ব্লুমবার্গ ওরিজিনালসের সাক্ষাৎকারে ইউটিউবের সিইও নীল মোহান অভিযোগ করেন, এআইভিত্তিক টেক্সট টু ভিডিও জেনারেটর মডেল সোরাকে প্রশিক্ষণ দিতে ইউটিউবের ভিডিও ব্যবহার করে ওপেনএআই যা প্ল্যাটফর্মটির নীতি বিরোধী।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, কোম্পানিটির হুইসপার স্পিচ রেকগসনিশন টুল ব্যবহার করে ইউটিউবের ১০ লাখ ঘণ্টার ভিডিও কপি করে জিপিটি–৪ মডেলকে প্রশিক্ষণ দেওয়া হয়। এর আগের আরেক প্রতিবেদনে বলা হয়, দুইটি এআই সিস্টেমকে প্রশিক্ষণ দেওয়ার জন্য ইউটিউবের ভিডিও ও পডকাস্ট ব্যবহার করে ওপেনএআই। এই প্রশিক্ষণ কার্যক্রম দলে ওপেরএআইয়ের প্রেসিডেন্ট গ্রেগ ব্রকম্যানও অন্তর্ভুক্ত ছিল। তবে গুগলের নীতি অনুসারে ‘ইউটিউব কনটেন্ট কপি বা ডাউনলোড করার অনুমতি নেই’।
গুগলের মুখপাত্র ম্যাট ব্রায়ান্ট বলেন, কোম্পানিটি ওপেনএআইয়ের এই ধরনের ভিডিও ব্যবহার সম্পর্কে অবগত ছিল না। তবে প্রতিবেদনে বলা হয়, এ বিষয়ে জেনেও এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি গুগল। কারণ ইউটিউবের ভিডিও ব্যবহার করে কোম্পানিটি নিজস্ব এআই মডেলকে প্রশিক্ষণ দেয়। তবে গুগল বলছে, যেসব ক্রিয়েটরদের অনুমতি নেওয়া হয়েছে কেবল তাদেরই ভিডিও এআই প্রশিক্ষণে ব্যবহার করা হয়েছে।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের জুনে গুগল তার দলকে গোপনীয়তার নীতিতে কিছুটা পরিবর্তন নিয়ে আসতে বলেন। যার মাধ্যমে ইউটিউব, গুগল ডকস ও গুগল শিটের পাবলিক কনটেন্টগুলো এআই মডেল ও পণ্য প্রশিক্ষণের জন্য ব্যবহার করতে কোনো সমস্যা হবে না। তবে জুলাইতে গুগল বলছে, শুধু স্বচ্ছতা বজায় রাখার জন্য এই পরিবর্তন করা হয়েছে।
ব্রায়ান বলেন, যেসব ব্যবহারকারী গুগলের পরীক্ষামূলক ফিচার প্রশিক্ষণে কনটেন্ট ব্যবহারের অনুমতি দেয় শুধু তাদের ডেটা ব্যবহার করা হয়। ‘নীতের এই পরিবর্তনের মাধ্যমে কোম্পানিটি অতিরিক্ত ডেটা প্রশিক্ষণে ব্যবহার করে না।’ তবে পরিবর্তিত নীতি অনুযায়ী, বার্ডকে প্রশিক্ষণ দিতে এসব ডেটা ব্যবহার করা হতে পারে বলে জানানো হয়েছে।
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক মডেল প্রশিক্ষণে ইউটিউবের ভিডিও ব্যবহার করে ওপেনএআই ও গুগল। ভিডিগুলোর অন্তর্ভুক্ত কথাবার্তাগুলো টেক্সটে রূপান্তরের মাধ্যমে মডেলগুলো প্রশিক্ষণ দেওয়া হয়। এই প্রক্রিয়ার মাধ্যমে ইউটিউব ক্রিয়েটরদের কপিরাইট নীতি লঙ্ঘন হচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস।
কোম্পানিগুলোর এই অনুশীলনের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ওপেনএআই, গুগল ও মেটা তাদের এআই মডেলে সর্বোচ্চ যে পরিমাণ ডেটা প্রবেশ করাতে পারে তা সর্বাধিক করার জন্য ইউটিউবের ভিডিও ব্যবহার করা হচ্ছে।
এই প্রতিবেদন প্রকাশের একদিন আগেই ব্লুমবার্গ ওরিজিনালসের সাক্ষাৎকারে ইউটিউবের সিইও নীল মোহান অভিযোগ করেন, এআইভিত্তিক টেক্সট টু ভিডিও জেনারেটর মডেল সোরাকে প্রশিক্ষণ দিতে ইউটিউবের ভিডিও ব্যবহার করে ওপেনএআই যা প্ল্যাটফর্মটির নীতি বিরোধী।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, কোম্পানিটির হুইসপার স্পিচ রেকগসনিশন টুল ব্যবহার করে ইউটিউবের ১০ লাখ ঘণ্টার ভিডিও কপি করে জিপিটি–৪ মডেলকে প্রশিক্ষণ দেওয়া হয়। এর আগের আরেক প্রতিবেদনে বলা হয়, দুইটি এআই সিস্টেমকে প্রশিক্ষণ দেওয়ার জন্য ইউটিউবের ভিডিও ও পডকাস্ট ব্যবহার করে ওপেনএআই। এই প্রশিক্ষণ কার্যক্রম দলে ওপেরএআইয়ের প্রেসিডেন্ট গ্রেগ ব্রকম্যানও অন্তর্ভুক্ত ছিল। তবে গুগলের নীতি অনুসারে ‘ইউটিউব কনটেন্ট কপি বা ডাউনলোড করার অনুমতি নেই’।
গুগলের মুখপাত্র ম্যাট ব্রায়ান্ট বলেন, কোম্পানিটি ওপেনএআইয়ের এই ধরনের ভিডিও ব্যবহার সম্পর্কে অবগত ছিল না। তবে প্রতিবেদনে বলা হয়, এ বিষয়ে জেনেও এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি গুগল। কারণ ইউটিউবের ভিডিও ব্যবহার করে কোম্পানিটি নিজস্ব এআই মডেলকে প্রশিক্ষণ দেয়। তবে গুগল বলছে, যেসব ক্রিয়েটরদের অনুমতি নেওয়া হয়েছে কেবল তাদেরই ভিডিও এআই প্রশিক্ষণে ব্যবহার করা হয়েছে।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের জুনে গুগল তার দলকে গোপনীয়তার নীতিতে কিছুটা পরিবর্তন নিয়ে আসতে বলেন। যার মাধ্যমে ইউটিউব, গুগল ডকস ও গুগল শিটের পাবলিক কনটেন্টগুলো এআই মডেল ও পণ্য প্রশিক্ষণের জন্য ব্যবহার করতে কোনো সমস্যা হবে না। তবে জুলাইতে গুগল বলছে, শুধু স্বচ্ছতা বজায় রাখার জন্য এই পরিবর্তন করা হয়েছে।
ব্রায়ান বলেন, যেসব ব্যবহারকারী গুগলের পরীক্ষামূলক ফিচার প্রশিক্ষণে কনটেন্ট ব্যবহারের অনুমতি দেয় শুধু তাদের ডেটা ব্যবহার করা হয়। ‘নীতের এই পরিবর্তনের মাধ্যমে কোম্পানিটি অতিরিক্ত ডেটা প্রশিক্ষণে ব্যবহার করে না।’ তবে পরিবর্তিত নীতি অনুযায়ী, বার্ডকে প্রশিক্ষণ দিতে এসব ডেটা ব্যবহার করা হতে পারে বলে জানানো হয়েছে।
সৌরবিদ্যুতে চলা নতুন ল্যাপটপ উন্মোচন করল লেনেভো। স্পেনের বার্সেলোনায় শুরু হওয়া মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (এমডব্লিউসি) নতুন এই কনসেপ্ট ল্যাপটপটি উন্মোচন করে প্রতিষ্ঠানটি। এটি ল্যাপটপটি ব্যবহারকারীদের বিদ্যুৎ তারের ওপর নির্ভরশীলতা কমাতে এবং বাইরের পরিবেশে কাজ করতে উৎসাহ দেবে।
১৩ ঘণ্টা আগেআগামী পাঁচ বছরে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে ১০ বিলিয়ন বা ১ হাজার কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে চীনা স্মার্টফোন নির্মাতা অনার। এই বিনিয়োগের মাধ্যমে এআই চালিত উন্নত পিসি, ট্যাবলেট এবং ওয়্যারেবল (পরিধানযোগ্য) ডিভাইস তৈরি করতে চায় কোম্পানিটি। গতকাল রোববার বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল...
১৫ ঘণ্টা আগেসামাজিক যোগাযোগমাধ্যম টিকটক, রেডিট এবং অনলাইন ছবি শেয়ারিং সাইট ইমগুরের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে যুক্তরাজ্যের তথ্য কমিশনার অফিস (আইসিও)। শিশুদের ব্যক্তিগত তথ্য সংরক্ষণ ও সুরক্ষায় প্ল্যাটফর্মগুলো যথাযথ পদক্ষেপ গ্রহণ করছে কি না, তা যাচাইয়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
১৬ ঘণ্টা আগেব্যক্তিগত ও পেশাগত উভয় কাজে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন অনেকেই। তাই বিভিন্ন মেসেজের ভিড়ে জরুরি মেসেজগুলো নিচের দিকে দিকে চলে যায়। ফলে সেগুলো দ্রুত খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে। প্ল্যাটফর্মটির ‘পিন মেসেজ’ ফিচার ব্যবহারের মাধ্যমে এই সমস্যা থেকে মুবতি পাওয়া যায়। কাঙ্ক্ষিত মেসেজ থ্রেডগুলো চ্যাট তালিকার...
১৮ ঘণ্টা আগে