অনলাইন ডেস্ক
ফ্লপি ডিস্কে এবং পুরাতন যুগের প্রযুক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন জাপানের ডিজিটাল মন্ত্রী তারো কোনো। সরকারি আমলাদের অনলাইন পরিষেবা ব্যবহারের অনুমোদন দিতে প্রয়োজনে আইন হালনাগাদ করার কথাও বলেছেন তিনি।
মন্ত্রী তারো জানিয়েছেন, এখনো প্রায় ১ হাজার ৯০০টি সরকারি অফিসে ব্যবহারের জন্য সিডি এবং মিনি-ডিস্কের মতো স্টোরেজ ডিভাইসের ব্যবসা চালু রাখতে হচ্ছে। এটা বন্ধ করতে প্রয়োজনে আইন পরিবর্তনের কথা বলেছেন মন্ত্রী।
মজার ব্যাপার হলো, উদ্ভাবনী হাই-টেক গ্যাজেটের জন্য খ্যাতি থাকা সত্ত্বেও জাপানের অফিস সংস্কৃতিতে পুরোনো অপ্রচলিত প্রযুক্তি আঁকড়ে ধরে রাখার কুখ্যাতি রয়েছে।
ফ্লপি ডিস্ক—স্টোরেজ ডিভাইসটি নমনীয় বা বাঁকানো যেত বলেই এমন নামা রাখা হয়েছিল। ১৯৬০-এর দশকের শেষের দিকে এই ডিভাইস উদ্ভাবন করা হয়। তবে দ্রুতই আরও কার্যকর স্টোরেজ ডিভাইস উদ্ভাবনের ধারাবাহিকতায় তিন দশক পরেই বাজার থেকে উধাও হয়ে যায়।
যেমন, ৩২ জিবি তথ্য সংরক্ষণে সক্ষম একটি মেমরি স্টিকের (পেনড্রাইভ) সমান ডেটা ধারণ করতে ফ্লপি ডিস্ক লাগবে ২০ হাজারের বেশি।
তবে বর্গাকৃতির ডিভাইসটি স্টোরেজ প্রযুক্তির উন্নতির একটি সাক্ষী। এ কারণে অনেকে এটিকে আইকনিক প্রযুক্তি হিসেবে হাতের কাছে রাখতে চান।
জাপানের একটি সরকারি কমিটি অনুসন্ধানে দেখেছে, প্রায় ১ হাজার ৯০০টি অফিসে অ্যাপ্লিকেশন তৈরি বা ডেটা সংরক্ষণের জন্য ফ্লপি ডিস্কের মতো স্টোরেজ মিডিয়া ব্যবহার করা হয়।
গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে প্রযুক্তিমন্ত্রী তারো কোনো সরকারি অফিস এতো পুরোনো ডিভাইস ব্যবহারের সমালোচনা করেন। তিনি বলেন, ‘আমি ফ্যাক্স মেশিন থেকে মুক্তি পেতে চাই। এটি করারই পরিকল্পনা করছি।’ স্টোরেজ ডিভাইস প্রসঙ্গে তিনি বলেন, ‘আজকাল কি কেউ ফ্লপি ডিস্ক কেনে?’
পুরানো দিনের অভ্যাস ধরে রাখার জন্য জাপান কিন্তু এই প্রথম শিরোনাম হয়নি। আকর্ষণীয় ও বহু আকাঙ্ক্ষিত নতুন পণ্য বিকাশে জাপানের সুনাম বিশ্বব্যাপী। কিন্তু সেই দেশের মানুষের এমন প্রবণতা একটা বড় প্যারাডক্স।
এর পেছনে দুর্বল ডিজিটাল সাক্ষরতা এবং রক্ষণশীল মনোভাবসহ আমলাতান্ত্রিক সংস্কৃতিকেই অনেকে দায়ী করেন।
জাপানের সাইবার-নিরাপত্তা মন্ত্রী ২০১৮ সালে স্বীকার করেছিলেন, তিনি কখনই কম্পিউটার ব্যবহার করেননি। আইটি সম্পর্কিত কাজগুলো সব সময়ই তিনি কর্মীদের ঘাড়ে চাপিয়েছেন।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারাও ২০১০-এর দশকে পারমাণবিক অস্ত্রের বহর তত্ত্বাবধানে ফ্লপি ডিস্ক ব্যবহার করেছেন বলে জানা গিয়েছিল। ওই দশকের শেষের দিকে ফ্লপি ডিস্কের ব্যবহার সম্পূর্ণ বন্ধ হয়।
ফ্লপি ডিস্কে এবং পুরাতন যুগের প্রযুক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন জাপানের ডিজিটাল মন্ত্রী তারো কোনো। সরকারি আমলাদের অনলাইন পরিষেবা ব্যবহারের অনুমোদন দিতে প্রয়োজনে আইন হালনাগাদ করার কথাও বলেছেন তিনি।
মন্ত্রী তারো জানিয়েছেন, এখনো প্রায় ১ হাজার ৯০০টি সরকারি অফিসে ব্যবহারের জন্য সিডি এবং মিনি-ডিস্কের মতো স্টোরেজ ডিভাইসের ব্যবসা চালু রাখতে হচ্ছে। এটা বন্ধ করতে প্রয়োজনে আইন পরিবর্তনের কথা বলেছেন মন্ত্রী।
মজার ব্যাপার হলো, উদ্ভাবনী হাই-টেক গ্যাজেটের জন্য খ্যাতি থাকা সত্ত্বেও জাপানের অফিস সংস্কৃতিতে পুরোনো অপ্রচলিত প্রযুক্তি আঁকড়ে ধরে রাখার কুখ্যাতি রয়েছে।
ফ্লপি ডিস্ক—স্টোরেজ ডিভাইসটি নমনীয় বা বাঁকানো যেত বলেই এমন নামা রাখা হয়েছিল। ১৯৬০-এর দশকের শেষের দিকে এই ডিভাইস উদ্ভাবন করা হয়। তবে দ্রুতই আরও কার্যকর স্টোরেজ ডিভাইস উদ্ভাবনের ধারাবাহিকতায় তিন দশক পরেই বাজার থেকে উধাও হয়ে যায়।
যেমন, ৩২ জিবি তথ্য সংরক্ষণে সক্ষম একটি মেমরি স্টিকের (পেনড্রাইভ) সমান ডেটা ধারণ করতে ফ্লপি ডিস্ক লাগবে ২০ হাজারের বেশি।
তবে বর্গাকৃতির ডিভাইসটি স্টোরেজ প্রযুক্তির উন্নতির একটি সাক্ষী। এ কারণে অনেকে এটিকে আইকনিক প্রযুক্তি হিসেবে হাতের কাছে রাখতে চান।
জাপানের একটি সরকারি কমিটি অনুসন্ধানে দেখেছে, প্রায় ১ হাজার ৯০০টি অফিসে অ্যাপ্লিকেশন তৈরি বা ডেটা সংরক্ষণের জন্য ফ্লপি ডিস্কের মতো স্টোরেজ মিডিয়া ব্যবহার করা হয়।
গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে প্রযুক্তিমন্ত্রী তারো কোনো সরকারি অফিস এতো পুরোনো ডিভাইস ব্যবহারের সমালোচনা করেন। তিনি বলেন, ‘আমি ফ্যাক্স মেশিন থেকে মুক্তি পেতে চাই। এটি করারই পরিকল্পনা করছি।’ স্টোরেজ ডিভাইস প্রসঙ্গে তিনি বলেন, ‘আজকাল কি কেউ ফ্লপি ডিস্ক কেনে?’
পুরানো দিনের অভ্যাস ধরে রাখার জন্য জাপান কিন্তু এই প্রথম শিরোনাম হয়নি। আকর্ষণীয় ও বহু আকাঙ্ক্ষিত নতুন পণ্য বিকাশে জাপানের সুনাম বিশ্বব্যাপী। কিন্তু সেই দেশের মানুষের এমন প্রবণতা একটা বড় প্যারাডক্স।
এর পেছনে দুর্বল ডিজিটাল সাক্ষরতা এবং রক্ষণশীল মনোভাবসহ আমলাতান্ত্রিক সংস্কৃতিকেই অনেকে দায়ী করেন।
জাপানের সাইবার-নিরাপত্তা মন্ত্রী ২০১৮ সালে স্বীকার করেছিলেন, তিনি কখনই কম্পিউটার ব্যবহার করেননি। আইটি সম্পর্কিত কাজগুলো সব সময়ই তিনি কর্মীদের ঘাড়ে চাপিয়েছেন।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারাও ২০১০-এর দশকে পারমাণবিক অস্ত্রের বহর তত্ত্বাবধানে ফ্লপি ডিস্ক ব্যবহার করেছেন বলে জানা গিয়েছিল। ওই দশকের শেষের দিকে ফ্লপি ডিস্কের ব্যবহার সম্পূর্ণ বন্ধ হয়।
মার্কেট ইন্টেলিজেন্স ফার্ম সিমিলার ওয়েবের মতে, প্রতিদিনের সক্রিয় ব্যবহারকারীদের দিক থেকে থ্রেডসের সঙ্গে প্রতিযোগিতা করছে ব্লুস্কাই। বর্তমানে ব্লুস্কাইয়ের অ্যাপটি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অ্যাপল অ্যাপ স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড করা অ্যাপ। এরপরেই রয়েছে থ্রেডস।
৩ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানি ভ্যালে শহরে অত্যাধুনিক ও পরিবেশবান্ধব পাঁচতলা অফিস ভবন তৈরি করেছে টেক জায়ান্ট গুগল। এই ভবনের বিশেষত্ব হলো—এটি তৈরিতে প্রথমবারের মতো ‘মাস টিম্বার’ ব্যবহার করেছে কোম্পানিটি। কাঠ বিভিন্নভাবে প্রক্রিয়াকরণের মাধ্যমে মাস টিম্বার তৈরি করা হয়। তাই ভবনটি...
১ দিন আগেপাশ্চাত্যে উৎসবের মৌসুমে বা নতুন বছর আসার আগে প্রায় সবাই ছুটি উপভোগ করেন। এই সময়টিতে পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানো, বিশ্রাম নেওয়া এবং গত বছরের কঠিন কাজের চাপ থেকে মুক্তি পাওয়া একটি সাধারণ বিষয়। অনেক কোম্পানি এসময় কর্মীদের ছুটি দেয়, যাতে তারা শারীরিক এবং মানসিকভাবে পুনরুজ্জীবিত হতে পারে। তবে এ
১ দিন আগেদৈনন্দিন জীবনে ব্যবহারে জন্য টেকসই স্মার্টফোনের চাহিদা অনেক বেশি। এজন্য মিড রেঞ্জের টেকসই স্মার্টফোন ‘অনার এক্স ৯ সি’ উন্মোচন করেছে অনার। এই মডেল গত অক্টোবর মাসে লঞ্চ হওয়া এক্স ৯ বি–এর উত্তরসূরি। ফোনটি হাত থেকে পড়ে গেলেও অক্ষত থাকবে বলে কোম্পানিটি দাবি করছে। ফোনটির ব্যাটারি চার্জ ২ শতাংশে নেমে আসে ত
১ দিন আগে