অনলাইন ডেস্ক
এখন থেকে ইউটিউব ভিডিওর কনটেন্ট নিয়ে সুনির্দিষ্ট তথ্য দেবে গুগলের চ্যাটবট বার্ড। গত সেপ্টেম্বরে আনা বার্ড এক্সটেনশন ইউটিউব ভিডিওগুলো বিশ্লেষণ করতে পারত। তবে সেটা ততোটা গভীর নয়। নতুন আপডেট ইউটিউবের কনটেন্ট গভীর বিশ্লেষণ করে ভিডিও নিয়ে নির্দিষ্ট প্রশ্নের উত্তর দিতে পারবে অর্থাৎ ইউটিউব ভিডিওগুলোর ভেতরে কি আছে তা বোঝার ক্ষমতা বার্ডকে দেওয়া হয়েছে।
বার্ডের আপডেট পেজে কোম্পানি বলেছে, এই আপডেটের মাধ্যমে প্রথমবারের মত বার্ডকে ইউটিউবের ভিডিওগুলো বোঝার ক্ষমতা দেওয়া হয়েছে। যেমন–আপনি যদি অলিভ অয়েল কেক তৈরি করতে চান তাহলে গুগল বার্ডকে জিজ্ঞেস করতে পারবেন এটি বানাতে কয়টি ডিম লাগবে। তবে এর চেয়েও গভীর তথ্যের জন্য বার্ডের নতুন আপডেট নিয়ে আসা হয়েছে। এর মাধ্যমে ভিডিও নিয়ে বার্ডের সঙ্গে আরও উন্নত মানের আলাপ আলোচনা করা সম্ভব।
এই আপডেটের আগে শুধু নির্দিষ্ট ধরনের ভিডিও খুঁজে দিতে পারত ইউটিউবের বার্ড এক্সটেনশন। যেমন: বার্ডকে কমেডি ভিডিও খুঁজে দিতে বললে তার তালিকা দিত চ্যাটবট। এখন ভিডিওয়ের নির্দিষ্ট বিষয় নিয়ে প্রশ্নের উত্তর দিতে পারবে বার্ড। ধরুন আপনি যদি কোনো ভ্রমণ বিষয়ক ভিডিও দেখেন, তখন ভিডিওতে দেখানো জায়গা কোথায় অবস্থিত তা বার্ডকে জিজ্ঞেস করতে পারবেন।
ইউটিউবে নতুন জেনারেটিভ টুল নিয়ে পরীক্ষা–নিরীক্ষা শুরু হওয়ার দুই সপ্তাহ পরেই এই আপডেটের ঘোষণা দিল গুগল। কনভারসেশনাল এআই টুল লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের মাধ্যমে কাজ করে। ওয়েব ও ইউটিউবের মাধ্যমে মডেলটি নতুন তথ্য সংগ্রহ করে। গ্রাহকেরা ভিডিও দেখার সঙ্গে সঙ্গে এআইকে প্রশ্নও করতে পারবে। এজন্য ভিডিও বন্ধ করতে হবে না। আর কমেন্ট সামারাইজার টুলের মাধ্যমে ইউটিউব ভিডিওয়ের কমেন্টগুলোর একটি সারাংশ তৈরি করে দেবে এআই।
বেশির ভাগ দেশের কিশোর কিশোরীদের জন্য কিছুদিন আগে গুগলের বার্ড ব্যবহারের সুবিধা দিয়েছে গুগল। কোম্পানিটি এক ব্লগ পোস্টে বলেন, টুলগুলো মাধ্যমে কিশোর কিশোরীরা নতুন শখ আবিষ্কার করতে পারবে। সেই সঙ্গে দৈনন্দিন জীবনের সমস্যা সমাধানেও সাহায্য করবে।
এখন থেকে ইউটিউব ভিডিওর কনটেন্ট নিয়ে সুনির্দিষ্ট তথ্য দেবে গুগলের চ্যাটবট বার্ড। গত সেপ্টেম্বরে আনা বার্ড এক্সটেনশন ইউটিউব ভিডিওগুলো বিশ্লেষণ করতে পারত। তবে সেটা ততোটা গভীর নয়। নতুন আপডেট ইউটিউবের কনটেন্ট গভীর বিশ্লেষণ করে ভিডিও নিয়ে নির্দিষ্ট প্রশ্নের উত্তর দিতে পারবে অর্থাৎ ইউটিউব ভিডিওগুলোর ভেতরে কি আছে তা বোঝার ক্ষমতা বার্ডকে দেওয়া হয়েছে।
বার্ডের আপডেট পেজে কোম্পানি বলেছে, এই আপডেটের মাধ্যমে প্রথমবারের মত বার্ডকে ইউটিউবের ভিডিওগুলো বোঝার ক্ষমতা দেওয়া হয়েছে। যেমন–আপনি যদি অলিভ অয়েল কেক তৈরি করতে চান তাহলে গুগল বার্ডকে জিজ্ঞেস করতে পারবেন এটি বানাতে কয়টি ডিম লাগবে। তবে এর চেয়েও গভীর তথ্যের জন্য বার্ডের নতুন আপডেট নিয়ে আসা হয়েছে। এর মাধ্যমে ভিডিও নিয়ে বার্ডের সঙ্গে আরও উন্নত মানের আলাপ আলোচনা করা সম্ভব।
এই আপডেটের আগে শুধু নির্দিষ্ট ধরনের ভিডিও খুঁজে দিতে পারত ইউটিউবের বার্ড এক্সটেনশন। যেমন: বার্ডকে কমেডি ভিডিও খুঁজে দিতে বললে তার তালিকা দিত চ্যাটবট। এখন ভিডিওয়ের নির্দিষ্ট বিষয় নিয়ে প্রশ্নের উত্তর দিতে পারবে বার্ড। ধরুন আপনি যদি কোনো ভ্রমণ বিষয়ক ভিডিও দেখেন, তখন ভিডিওতে দেখানো জায়গা কোথায় অবস্থিত তা বার্ডকে জিজ্ঞেস করতে পারবেন।
ইউটিউবে নতুন জেনারেটিভ টুল নিয়ে পরীক্ষা–নিরীক্ষা শুরু হওয়ার দুই সপ্তাহ পরেই এই আপডেটের ঘোষণা দিল গুগল। কনভারসেশনাল এআই টুল লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের মাধ্যমে কাজ করে। ওয়েব ও ইউটিউবের মাধ্যমে মডেলটি নতুন তথ্য সংগ্রহ করে। গ্রাহকেরা ভিডিও দেখার সঙ্গে সঙ্গে এআইকে প্রশ্নও করতে পারবে। এজন্য ভিডিও বন্ধ করতে হবে না। আর কমেন্ট সামারাইজার টুলের মাধ্যমে ইউটিউব ভিডিওয়ের কমেন্টগুলোর একটি সারাংশ তৈরি করে দেবে এআই।
বেশির ভাগ দেশের কিশোর কিশোরীদের জন্য কিছুদিন আগে গুগলের বার্ড ব্যবহারের সুবিধা দিয়েছে গুগল। কোম্পানিটি এক ব্লগ পোস্টে বলেন, টুলগুলো মাধ্যমে কিশোর কিশোরীরা নতুন শখ আবিষ্কার করতে পারবে। সেই সঙ্গে দৈনন্দিন জীবনের সমস্যা সমাধানেও সাহায্য করবে।
মার্কেট ইন্টেলিজেন্স ফার্ম সিমিলার ওয়েবের মতে, প্রতিদিনের সক্রিয় ব্যবহারকারীদের দিক থেকে থ্রেডসের সঙ্গে প্রতিযোগিতা করছে ব্লুস্কাই। বর্তমানে ব্লুস্কাইয়ের অ্যাপটি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অ্যাপল অ্যাপ স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড করা অ্যাপ। এরপরেই রয়েছে থ্রেডস।
১২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানি ভ্যালে শহরে অত্যাধুনিক ও পরিবেশবান্ধব পাঁচতলা অফিস ভবন তৈরি করেছে টেক জায়ান্ট গুগল। এই ভবনের বিশেষত্ব হলো—এটি তৈরিতে প্রথমবারের মতো ‘মাস টিম্বার’ ব্যবহার করেছে কোম্পানিটি। কাঠ বিভিন্নভাবে প্রক্রিয়াকরণের মাধ্যমে মাস টিম্বার তৈরি করা হয়। তাই ভবনটি...
২ দিন আগেপাশ্চাত্যে উৎসবের মৌসুমে বা নতুন বছর আসার আগে প্রায় সবাই ছুটি উপভোগ করেন। এই সময়টিতে পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানো, বিশ্রাম নেওয়া এবং গত বছরের কঠিন কাজের চাপ থেকে মুক্তি পাওয়া একটি সাধারণ বিষয়। অনেক কোম্পানি এসময় কর্মীদের ছুটি দেয়, যাতে তারা শারীরিক এবং মানসিকভাবে পুনরুজ্জীবিত হতে পারে। তবে এ
২ দিন আগেদৈনন্দিন জীবনে ব্যবহারে জন্য টেকসই স্মার্টফোনের চাহিদা অনেক বেশি। এজন্য মিড রেঞ্জের টেকসই স্মার্টফোন ‘অনার এক্স ৯ সি’ উন্মোচন করেছে অনার। এই মডেল গত অক্টোবর মাসে লঞ্চ হওয়া এক্স ৯ বি–এর উত্তরসূরি। ফোনটি হাত থেকে পড়ে গেলেও অক্ষত থাকবে বলে কোম্পানিটি দাবি করছে। ফোনটির ব্যাটারি চার্জ ২ শতাংশে নেমে আসে ত
২ দিন আগে