ফেসবুকের ওয়াচ হিস্ট্রি কেন ও কীভাবে ডিলিট করবেন

অনলাইন ডেস্ক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৪, ১৭: ৫৫

নিজের ডিজিটাল ফুটপ্রিন্ট মুছে ফেলার জন্য ফেসবুক ভিডিওর ওয়াচ হিস্ট্রি ডিলিট করা জরুরি। গোপনীয়তা রক্ষা করার জন্য এই হিস্ট্রি খুব সহজেই ডিলিট করা যায়। 

ফেসবুকের ওয়াচ হিস্ট্রি দেখে ব্যবহারকারীর পছন্দ, আগ্রহ ও মতামত সম্পর্কে ধারণা পাওয়া যায়। আর ফেসবুক ভিডিওর ওয়াচ হিস্ট্রি এক ঝলক দেখে ফেললেই ব্যবহারকারী সর্ম্পকে এসব ব্যক্তিগত তথ্য অন্য কেউ জেনে যেতে পারে। 

অপরদিকে ফেসবুকের অ্যালগরিদম এই হিস্ট্রি অনুযায়ী একই ধরনের ভিডিও ব্যবহারকারীর সামনে আনবে। যদি কোনো ভিডিও নিজের পছন্দের সঙ্গে না মেলে তবে হিস্ট্রি ডিলিট করে দিলে সেই ধরনের ভিডিও কম দেখাবে ফেসবুক। 

তবে ভিডিওর হিস্ট্রি ডিলিট নিয়ে দ্বিধাগ্রস্ত হলে ভিডিওগুলো সেভ করে রাখতে পারেন। হিস্ট্রি ডিলিট করলেও সেভ করা ভিডিও মুছে যাবে না। অ্যাক্টিভিটি লগ থেকে সেভ করা ভিডিওগুলো দেখা যাবে। 

সব ধরনের ডিভাইস থেকেই ফেসবুকের ভিডিও ওয়াচ হিস্ট্রি ডিলিট করা যাবে। এজন্য অ্যাক্টিভিটি লগে প্রবেশ করতে হবে। অ্যাক্টিভিটি লগ থেকেই ওয়াচ 
হিস্ট্রি, কমেন্ট ও ফেসবুক পোস্টর মতো বিভিন্ন বিষয় ডিলিট করতে পারবেন। 

অ্যান্ড্রয়েড থেকে ফেসবুক হিস্ট্রি ডিলিট করবেন যেভাবে
 ১. অ্যান্ড্রয়েড ফোনের ফেসবুক অ্যাপে প্রবেশ করুন ও নিজের প্রোফাইল অপশনে যান। 
২. ওপরের দিকে থাকা তিনটি ডটে ট্যাপ করে প্রোফাইল মেনু চালু করুন। 
৩. এরপর অ্যাক্টিভিটি লগ অপশনে ট্যাপ করুন। 
৪. অ্যাক্টিভিটি লগে পাবলিক পোস্ট, পাবলিক ট্যাগের মতো অপশন গুলো দেখতে পারবেন। এগুলো বাম পাশে স্লাইড করে অ্যাক্টিভিটিগুলো থেকে ‘ভিডিও ওয়াচড’ অপশনটি নির্বাচন করুন। 
৫. এরপর একটি একটি করে ভিডিওর হিস্ট্রি ডিলিট করুন বা সবগুলো হিস্ট্রি একসঙ্গে ডিলিট করার জন্য ‘ক্লিয়ার ভিডিও ওয়াচ হিস্ট্রি’ অপশনে ট্যাপ করুন। 

এরপর ডিলিট করার বিষয়টি নিশ্চিত করার জন্য একটি পপ আপ দেখানো হবে। পপ আপের ক্লিয়ার অপশনে ট্যাপ করুন। 

ওয়েবসাইট থেকে ফেসবুক হিস্ট্রি ডিলিট করবেন যেভাবে
 ১. ফেসবুকের ওয়েবসাইটে যান ও নিজের অ্যাকাউন্টে লগ ইন করুন। 
২. নিজের প্রোফাইলে প্রবেশ করুন। 
৩. ওপরের দিকে থাকা তিনটি ডটে ক্লিক করুন। 
৪. এরপর অ্যাক্টিভিটি অপশনে ক্লিক করুন। 
৫. ‘ভিডিওস ইউ হ্যাভ ওয়াচড’ অপশনে ক্লিক করুন। 
৬. ফেসবুকে যেসব ভিডিও দেখা হয়েছে সেগুলোর তালিকা দেখা যাবে। 
৭. এরপর একটি একটি করে ভিডিওর হিস্ট্রি ডিলিট করুন বা সবগুলো হিস্ট্রি একসঙ্গে ডিলিট করার জন্য ‘ক্লিয়ার ভিডিও ওয়াচ হিস্ট্রি’ অপশনে ট্যাপ করুন।

ওয়েবসাইট থেকে ফেসবুকের লাইভ ভিডিও হিস্ট্রি ডিলিট করবেন যেভাবে
 ১. ফেসবুকের ওয়েবসাইটে যান ও নিজের অ্যাকাউন্টে লগ ইন করুন। 
২. নিজের প্রোফাইলে প্রবেশ করুন। 
৩. ওপরের দিকে থাকা তিনটি ডটে ক্লিক করুন। 
৪. এরপর অ্যাক্টিভিটি অপশনে ক্লিক করুন। 
৫. বাম পাশের সাইডবার থেকে ‘লাইভ ভিডিও ইউ হ্যাভ ওয়াচড’ অপশনে ক্লিক করুন। 
৬. এরপর লাইভ ভিডিওগুলো হিস্ট্রি ডিলিট করুন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত