অনলাইন ডেস্ক
আইফোন নির্মাতা কোম্পানি ফক্সকনের শেয়ারদর বেড়ে ৩ বছরের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। আজ শুক্রবার দিনের লেনদেনের শুরুতে কোম্পাটির শেয়ারের দাম ৯ দশমিক ৫ শতাংশ বেড়েছে। গতকাল বৃহস্পতিবার চতুর্থ ত্রৈমাসিকে (অক্টোবর–ডিসেম্বর) ফক্সকনের রেকর্ড মুনাফার তথ্য প্রকাশের পর শেয়ারদরে এমন উল্লম্ফন ঘটল।
মার্কিন সংবাদ সংস্থা রয়টার্স বলছে, যতটুকু মুনাফা হবে বলে প্রত্যাশা করা হয়েছিল এবং এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সার্ভারের চাহিদা বাড়ার ফলে কোম্পানির আর্থিক পরিস্থিতি যতটুকু চাঙা হবে বলে ধরা হয়েছিল, ২০২৩ সালের চতুর্থ ত্রৈমাসিকের মুনাফা সেটাকে ছাপিয়ে গেছে।
ফক্সকন কোম্পানির আনুষ্ঠানিক নাম হল—হন হাই প্রিসিসন ইন্ডাস্ট্রি কোম্পানি লিমিটেড। গত বৃহস্পতিবার প্রকাশি কোম্পানিটির আর্থিক প্রতিবেদনে বলা হয়, চতুর্থ ত্রৈমাসিকে কোম্পানিটির প্রত্যাশার চেয়ে অনেক বেশি ৩৩ শতাংশ মুনাফা করেছে। সেসঙ্গে এই বছর রাজস্ব আয়ও ব্যাপক বাড়বে আশাপ্রকাশ করা হয়।
আর্থিক প্রতিবেদন প্রকাশের পর ডাইওয়া ক্যাপিটাল মার্কেটের বিশ্লেষকেরা বলেন, ‘আমাদের দৃষ্টিতে হন হাই কোম্পানি এনভিডিয়ার পরবর্তী প্রজন্মের এআইভিত্তিক সার্ভার পণ্যের বড় সুবিধাভোগী। কারণ, এনভিডিয়ার কাছ এআই সার্ভার অ্যাসেম্বলি বা র্যাক কেনার অর্ডার বাড়ছে।’
বিশ্বের বৃহত্তম চুক্তিভিত্তিক ইলেকট্রনিকস পণ্যনির্মাতা কোম্পানির মুনাফা এই বছর ১৩ থেকে ২৫ শতাংশ বাড়তে পারে। অথচ গত বছর মুনাফা হয়নি বললেই চলে।
শুক্রবার দিনের শুরুতেই তাইওয়ান স্টক একচেঞ্জের ১০০ বৃহত্তর কোম্পানির শেয়ারের বাছাই সূচকে শূন্য দশমিক ৫ শতাংশ দরপতন হলেও ফক্সকনের শেয়ারের উপর তা কোনো প্রভাব ফেলতে পারেনি। ফক্সকনের শেয়ার ৯ দশমিক ৫ শতাংশ বেড়ে কোম্পানির মোট বাজারমূল্য ১৩২ দশমিক ৫০ ট্রিলিয়ন ডলার হয়েছে, যা ২০২১ সালের ২৩ মার্চের পর সর্বোচ্চ।
ফক্সকন মূলত চীনে আইফোন তৈরি করে। তবে গত বছর থেকে আইফোন তৈরির কারখানাগুলো ভারতে সরিয়ে আনার চেষ্টা চলছে। ২০২৩ সালের নভেম্বরে ভারতে ১৫০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দেয় ফক্সকন। এছাড়া এআই প্রযুক্তিসহ বৈদ্যুতিক গাড়ির দিকেও নজর দিয়েছে ফক্সকন।
আইফোন নির্মাতা কোম্পানি ফক্সকনের শেয়ারদর বেড়ে ৩ বছরের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। আজ শুক্রবার দিনের লেনদেনের শুরুতে কোম্পাটির শেয়ারের দাম ৯ দশমিক ৫ শতাংশ বেড়েছে। গতকাল বৃহস্পতিবার চতুর্থ ত্রৈমাসিকে (অক্টোবর–ডিসেম্বর) ফক্সকনের রেকর্ড মুনাফার তথ্য প্রকাশের পর শেয়ারদরে এমন উল্লম্ফন ঘটল।
মার্কিন সংবাদ সংস্থা রয়টার্স বলছে, যতটুকু মুনাফা হবে বলে প্রত্যাশা করা হয়েছিল এবং এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সার্ভারের চাহিদা বাড়ার ফলে কোম্পানির আর্থিক পরিস্থিতি যতটুকু চাঙা হবে বলে ধরা হয়েছিল, ২০২৩ সালের চতুর্থ ত্রৈমাসিকের মুনাফা সেটাকে ছাপিয়ে গেছে।
ফক্সকন কোম্পানির আনুষ্ঠানিক নাম হল—হন হাই প্রিসিসন ইন্ডাস্ট্রি কোম্পানি লিমিটেড। গত বৃহস্পতিবার প্রকাশি কোম্পানিটির আর্থিক প্রতিবেদনে বলা হয়, চতুর্থ ত্রৈমাসিকে কোম্পানিটির প্রত্যাশার চেয়ে অনেক বেশি ৩৩ শতাংশ মুনাফা করেছে। সেসঙ্গে এই বছর রাজস্ব আয়ও ব্যাপক বাড়বে আশাপ্রকাশ করা হয়।
আর্থিক প্রতিবেদন প্রকাশের পর ডাইওয়া ক্যাপিটাল মার্কেটের বিশ্লেষকেরা বলেন, ‘আমাদের দৃষ্টিতে হন হাই কোম্পানি এনভিডিয়ার পরবর্তী প্রজন্মের এআইভিত্তিক সার্ভার পণ্যের বড় সুবিধাভোগী। কারণ, এনভিডিয়ার কাছ এআই সার্ভার অ্যাসেম্বলি বা র্যাক কেনার অর্ডার বাড়ছে।’
বিশ্বের বৃহত্তম চুক্তিভিত্তিক ইলেকট্রনিকস পণ্যনির্মাতা কোম্পানির মুনাফা এই বছর ১৩ থেকে ২৫ শতাংশ বাড়তে পারে। অথচ গত বছর মুনাফা হয়নি বললেই চলে।
শুক্রবার দিনের শুরুতেই তাইওয়ান স্টক একচেঞ্জের ১০০ বৃহত্তর কোম্পানির শেয়ারের বাছাই সূচকে শূন্য দশমিক ৫ শতাংশ দরপতন হলেও ফক্সকনের শেয়ারের উপর তা কোনো প্রভাব ফেলতে পারেনি। ফক্সকনের শেয়ার ৯ দশমিক ৫ শতাংশ বেড়ে কোম্পানির মোট বাজারমূল্য ১৩২ দশমিক ৫০ ট্রিলিয়ন ডলার হয়েছে, যা ২০২১ সালের ২৩ মার্চের পর সর্বোচ্চ।
ফক্সকন মূলত চীনে আইফোন তৈরি করে। তবে গত বছর থেকে আইফোন তৈরির কারখানাগুলো ভারতে সরিয়ে আনার চেষ্টা চলছে। ২০২৩ সালের নভেম্বরে ভারতে ১৫০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দেয় ফক্সকন। এছাড়া এআই প্রযুক্তিসহ বৈদ্যুতিক গাড়ির দিকেও নজর দিয়েছে ফক্সকন।
পাশ্চাত্যে উৎসবের মৌসুমে বা নতুন বছর আসার আগে প্রায় সবাই ছুটি উপভোগ করেন। এই সময়টিতে পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানো, বিশ্রাম নেওয়া এবং গত বছরের কঠিন কাজের চাপ থেকে মুক্তি পাওয়া একটি সাধারণ বিষয়। অনেক কোম্পানি এসময় কর্মীদের ছুটি দেয়, যাতে তারা শারীরিক এবং মানসিকভাবে পুনরুজ্জীবিত হতে পারে। তবে এ
১৬ মিনিট আগেদৈনন্দিন জীবনে ব্যবহারে জন্য টেকসই স্মার্টফোনের চাহিদা অনেক বেশি। এজন্য মিড রেঞ্জের টেকসই স্মার্টফোন ‘অনার এক্স ৯ সি’ উন্মোচন করেছে অনার। এই মডেল গত অক্টোবর মাসে লঞ্চ হওয়া এক্স ৯ বি–এর উত্তরসূরি। ফোনটি হাত থেকে পড়ে গেলেও অক্ষত থাকবে বলে কোম্পানিটি দাবি করছে। ফোনটির ব্যাটারি চার্জ ২ শতাংশে নেমে আসে ত
১ ঘণ্টা আগেইলন মাস্কের মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম এক্স–এর মতো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ফিচার নিয়ে পরীক্ষা নিয়ে করছে মেটার থ্রেডস। ফিচারটি এআই ব্যবহার করে ট্রেন্ডিং বিষয়গুলো সারসংক্ষেপ তৈরি করে দেবে।
৪ ঘণ্টা আগেওপেনএআই-এর প্রতিদ্বন্দ্বী অ্যানথ্রোপিক–এ আরও ৪ বিলিয়ন বা ৪০০ কোটি ডলার বিনিয়োগ করেছে যুক্তরাষ্ট্রের বহুজাতিক কোম্পানি আমাজন। বড় প্রযুক্তি প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (জেনএআই) প্রযুক্তি ব্যবহার করার প্রতিযোগিতায় লিপ্ত হওয়ার কারণে ই-কমার্স জায়ান্টটি এই বিনিয়োগ করেছে। সং
৫ ঘণ্টা আগে