ঈদে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোর আকর্ষণীয় অফার

প্রযুক্তি ডেস্ক
প্রকাশ : ১০ মে ২০২১, ২০: ১৮
আপডেট : ১০ মে ২০২১, ২০: ২২

ঈদ উপলক্ষে দেশের মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠানগুলো তাদের গ্রাহকদের জন্য নানা ধরনের সেবা ও অফার নিয়ে এসেছে। বিশেষ এই অফার নিয়ে আসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিকাশ, নগদ, রকেট, উপায় ও লংকাবাংলার রয়েছে ঈদ ঘিরে গ্রাহকসেবায় নানা পরিকল্পনা। সঙ্গে করোনাভাইরাস পরিস্থিতিতে সংকটগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে নানা উদ্যোগও নিয়েছে প্রতিষ্ঠানগুলো। এরই মধ্যে এসব অফার ও উদ্যোগ বেশ প্রশংসা কুড়িয়েছে। ঈদ উপলক্ষে করা এসব আয়োজনে অংশ নিতে চাইলে অপেক্ষার সুযোগ নেই।

বিকাশ
bkashব্র্যাক ব্যাংকের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস বিকাশ ঈদ উপলক্ষে গ্রাহকদের জন্য নিয়ে এসেছে বিশেষ অফার। দেশজুড়ে প্রায় সাড়ে ৪ হাজার আউটলেটে কেনাকাটার পেমেন্ট বিকাশ করলে গ্রাহকেরা নানা রকম ক্যাশব্যাক পাচ্ছেন।

এই অফারে গ্রাহকেরা ৫ থেকে ৪০ শতাংশ পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবেন। বিকাশ কর্তৃপক্ষ জানায়, গত ১ মে শুরু হওয়া এই অফারটি চলবে ১৫ মে ২০২১ পর্যন্ত। বিকাশ অ্যাপ, ইউএসএসডি কোড *২৪৭# কিংবা পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অফারটির সুবিধা গ্রহণ করতে পারবেন গ্রাহকেরা।

বিভিন্ন লাইফস্টাইল সামগ্রী, জুতা, পোশাক ও আনুষঙ্গিক পণ্য, অনলাইন শপ, ইলেকট্রনিক্স গ্যাজেট, সুপারস্টোর, স্বাস্থ্যসেবা, রেস্টুরেন্ট/ ক্যাফে ও অন্যান্য অনেক ধরনের সেবা ও পণ্যের পেমেন্ট করতে গিয়ে গ্রাহকেরা এই অফারের সুবিধা নিতে পারছেন।

এই অফারের আওতায় রয়েছে আড়ং, অঞ্জনস, কে ক্রাফট, বাংলার মেলা, বিবিয়ানা, দেশাল, লা রিভ, রঙ, সাদাকালো, সেইলর, নাগরদোলা, বাটা, জীলস, লোটো, অরেঞ্জ, সারা, এলজি বাটারফ্লাই, মিনিস্টার, ট্রান্সকম, সিঙ্গার, সনি র‌্যাংগস, কিভা হান, বাও, ক্যাফে ইউফোরিয়া, নবাব চাঁটগা, বাওজি, সালাম’স কিচেন, খাজানা মিঠাই, পেয়ালা, বাংলা শপার্স, বই বিচিত্রা, আল আমীন জুয়েলার্স, বেবি শপ, জেন্টল পার্ক, ফুট গিয়ার, ক্রিসেন্টসহ আরও অনেক আউটলেট।

এ সম্পর্কিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন রিসোর্টে বিকাশ পেমেন্টে বাই ওয়ান গেট ওয়ান, অর্থাৎ একটি কিনলে একটি ফ্রি অফার উপভোগ করতে পারছেন গ্রাহকেরা। আফটার আওয়ারস হোটেল অ্যান্ড রিসোর্ট, প্লাটিনাম গ্র্যান্ড, প্লাটিনাম রেসিডেন্স, হানসা-এ প্রিমিয়াম রেসিডেন্স, বেস্ট ওয়েস্টার্ন প্লাস মায়া, ঢাকা রিজেন্সি, বেস্ট ওয়েস্টার্ন প্লাস ম্যাপল লিফ, এশিয়া হোটেল অ্যান্ড রিসোর্ট, শাইনপুকুর স্যুইটস এবং দ্য ওয়ে ঢাকা-তে এই অফার পাওয়া যাবে।

বিভিন্ন হোটেলে গ্রাহকেরা ৪০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পাবেন। হোটেল নুরজাহান গ্র্যান্ড, হোটেল ফাউন্টেইন, হোটেল রেডিসন, হোটেল সারিনা, গ্রেস ২১, প্যারাগন কনভেনশন হল, মানচেরি, বিনস অ্যান্ড গ্রিলস, আদি অষ্টব্যঞ্জন রেস্তোরাঁয় বিকাশ পেমেন্টে বিভিন্ন পরিমাণ ডিসকাউন্ট পাচ্ছেন গ্রাহকেরা।এ ছাড়া স্বপ্ন, ডেইলি শপিং, আগোরা, মীনা বাজার, প্রিন্স বাজার, ইউনিমার্ট, গোর্মেট বাজারসহ দেশের শীর্ষস্থানীয় সুপারস্টোরগুলোতে বিকাশের মাধ্যমে পেমেন্টে মিলছে ৫ শতাংশ ক্যাশব্যাক।

পাশাপাশি এই ঈদে বিকাশ গ্রাহকেরা সারা দেশের নির্ধারিত আউটলেটে নির্দিষ্ট ওয়ালটন পণ্যের পেমেন্ট বিকাশ করলে পাচ্ছেন ১০ শতাংশ ডিসকাউন্ট। এ ছাড়া ওয়ালটন এয়ার কন্ডিশনার কিনলে ৩ হাজার ১১১ টাকা ডিসকাউন্ট, অর্থাৎ ৬ মাসের বিদ্যুৎ বিল সংশ্লিষ্ট গ্রাহক ফ্রি পাবেন বলে জানিয়েছে বিকাশ।

বিকাশ অ্যাপের মাধ্যমে পেমেন্ট করার জন্য গ্রাহকেরা সহজেই বিকাশ অ্যাপের ‘অফার’ অংশে গিয়ে তাদের আশপাশে কী কী অফার চলছে সেগুলো দেখে নিতে পারেন।

নগদ
nogodডাক বিভাগের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস নগদ শুরু করেছে ‘ডোনেশন’ সেবা। এর মাধ্যমে যে কেউ জাকাত বা যেকোনো পরিমাণ অর্থ সহায়তা ‘নগদ’-এর মাধ্যমে দিতে পারছেন খুব সহজেই। ঈদের সময় দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ নিয়েছে নগদ।

নগদ কর্তৃপক্ষ জানায়, জাকাত, ফিতরা বা অন্য কোনো অনুদান প্রদানের জন্য ‘নগদ’ অ্যাপে প্রবেশ করে ‘ডোনেশন’ অপশনটি ক্লিক করলেই গ্রাহক তাঁর জাকাত বা অন্য যেকোনো ধরনের দান প্রদান করতে পারবেন।

বর্তমানে ২১টি প্রতিষ্ঠান এই কাজে ‘নগদ’-এর সঙ্গে যুক্ত রয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো—বিদ্যানন্দ এক টাকার মিল, বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন, আমার বাংলাদেশ ফাউন্ডেশন, ইটস হিউম্যানিটি ফাউন্ডেশন (আইএইএফ), সাজিদা ফাউন্ডেশন, বিদ্যানন্দ ফাউন্ডেশন, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, ইনোভেটিভ কনসালটেন্সি, হিউম্যান এইড বাংলাদেশ ফাউন্ডেশন, মাস্তুল ফাউন্ডেশন, দরিদ্র চ্যারিটি ফাউন্ডেশন, মজার স্কুল, অভিযাত্রিক ফাউন্ডেশন, কে কে ফাউন্ডেশন, কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউম্যানিটি, আঞ্জুমান মুফিদুল ইসলাম, কোয়ান্টাম ফাউন্ডেশন, আই কেয়ার প্রোগ্রাাম, স্বপ্নযাত্রা, জাগো ফাউন্ডেশন ও ইউনিভার্সেল হেল্প হাব (ইএইচএইচ)।

‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, ‘আমাদের মধ্যে অনেকেই আছেন, যারা অন্যকে সহায্য করতে আগ্রহী। কিন্তু সত্যিকার অর্থে মানুষের জন্য কাজ করছে এমন প্ল্যাটফর্ম খুঁজে না পাওয়ায় তাদের পক্ষে চাইলেও তা করা সম্ভব হয় না। এমন মানুষদের জন্যই আমরা আমাদের প্ল্যাটফর্মটি তৈরি করেছি। এখন শুধু ইচ্ছা করলেই যে কেউ তার অনুদান বঞ্চিত মানুষটির কাছের পৌঁছে দিতে পারবেন।’

এ ছাড়া ঈদ উপলক্ষে নগদ শুরু করেছে ‘ঈদ গ্রসারি অফার’। এই অফারের মাধ্যমে গ্রাহকেরা নগদের মাধ্যমে কেনাকাটা করলে বেশ কিছু সুপারশপ থেকে ১০ শতাংশ ক্যাশব্যাক পাবেন। প্রিন্স বাজার, ইউনিমার্ট, হোলসেল ক্লাব লিমিটেড, মীনা বাজার, ডেইলি শপিং—এ গত ২৯ এপ্রিলে থেকেই এই ক্যাম্পেইন শুরু হয়েছে। ক্যাম্পেইনটি চলবে ঈদের দিন পর্যন্ত। স্বপ্ন সুপারশপে এই ক্যাম্পেইন শুরু হয়েছে গত ৭ মে থেকে, যা চলবে ঈদের দিন পর্যন্ত।

রকেট
roketডাচ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকির সার্ভিস রকেট এবার ঈদে গ্রামীণ ফোনের সঙ্গে যৌথভাবে একটি ক্যাম্পেইন পরিচালনা করছে। ডাচ বাংলা ব্যাংক কর্তৃপক্ষ জানায়, এই ক্যাম্পেইন গত ৪ মে শুরু হয়েছে, যা আগামী ১৩ মে পর্যন্ত চলবে।

অফারটি চলাকালে রকেট অ্যাকাউন্ট থেকে গ্রামীণফোনে রিচার্জ করলেই ক্যাশব্যাক পাবেন গ্রাহকেরা। অফারের আওতায় ১০৯ টাকা রিচার্জে ১০ টাকা এবং ৬৯ টাকা রিচার্জে ৫ টাকা করে ক্যাশব্যাক পাবেন গ্রাহকেরা। রিচার্জের ৭২ ঘণ্টার মধ্যে গ্রাহক এই ক্যাশব্যাক পাবেন।

উপায়
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘উপায়’ ঈদ উপলক্ষে বিশেষ কোনো ক্যাম্পেইন চালু করেনি। তবে তারা এ বছর সর্বনিম্ন ক্যাশআউটের যে সুবিধা দিচ্ছে, সেটিই ঈদ উপলক্ষে মানুষকে বেশি বেশি জানানোর চেষ্টা করছে উপায়। এ জন্য তারা ডিজিটাল, ইলেকট্রনিক, প্রিন্ট গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালাচ্ছে।

লংকা বাংলা
lankabanglaঈদ উপলক্ষে লংকা বাংলা ফিন্যান্সিয়াল সার্ভিসও নানা অফার নিয়ে হাজির হয়েছে।

ঈদুল ফিতর উপলক্ষে প্রতিষ্ঠানটির গ্রাহকেরা লংকা বাংলার ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনাকাটার সময় বিভিন্ন পরিমাণ ছাড় পাবেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ।

এর মধ্যে সারা, বেবিশপ, ধামাকাশপিং থেকে কেনাকাটায় ১০ শতাংশ ছাড় পাওয়া যাবে। পাশাপাশি সাদাকালো, রেড, অর্পণবিডি থেকে কেনাকাটায় ১৫ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত