অনলাইন ডেস্ক
পিডিএফ, ওয়ার্ড ডকুমেন্ট, এক্সেল শিট বা সিভিএস ফাইলের সারসংক্ষেপ তৈরি করে দিতে পারে চ্যাটজিপিটি। ফলে বিশাল আকারের ডকুমেন্ট পুরোটা না পড়েই এর গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে পারবেন আপনি। ফলে ব্যস্ততার মধ্যে সময় বাঁচাবে চ্যাটজিপিটি। খুব সহজেই চ্যাটবটটিতে ফাইল আপলোড কতে পারবেন।
অ্যাকাউন্ট তৈরি না করেও চ্যাটজিপিটি ব্যবহার করতে পারবেন। তবে কোনো অ্যাকাউন্ট ছাড়া চ্যাটবটটি ব্যবহার করলে এর বেশ কিছু ফিচার ব্যবহার করা সম্ভব হয় না। তাই ফাইল আপলোডের জন্য অ্যাকাউন্ট তৈরি করে এরপর নিজের অ্যাকাউন্টে লগ ইন করতে হবে।
চ্যাটজিপিটিতে কয়েকটি উপায়ে ফাইল আপলোড করা যায়। নিজের পছন্দ ও ফাইল কোথায় রাখা রয়েছে, তার ওপর ভিত্তি করে প্রক্রিয়াটি নির্বাচন করতে পারবেন।
পেপারক্লিপ আইকোনের মাধ্যমে: চ্যাটজিপিটিতে লগ ইন করুন। এরপর পেপারক্লিপ আইকোনে খুঁজে বের করুন এবং এতে ট্যাপ করুন। এই আইকোনে ট্যাপ করলে আপলোডের প্রক্রিয়া শুরু হবে। ডিভাইসের ফাইল আপলোড করার জন্য অনুমতি দিন। কম্পিউটার বা ক্লাউড স্টোরেজ সার্ভিস থেকে ফাইল নির্বাচন করুন এবং আপলোড করুন।
গুগল ড্রাইভ থেকে ফাইল আপলোড: যদি আপনরা কাঙ্ক্ষিত ফাইলগুলো গুগল ড্রাইভে থাকে, তাহলে গুগল অ্যাকাউন্টের সঙ্গে চ্যাটজিপিটিকে কানেক্ট করতে হবে। এই প্রক্রিয়ায় পিডিএফ, গুগল ডকস ও গুগল শিটসের মতো ফাইল চ্যাটজিপিটিতে আপলোড করা যায়। এবারও গুগল ড্রাইভের ফাইল অ্যাকসেস করার অনুমতি দিতে হবে।
মাইক্রোসফট ওয়ান ড্রাইভ থেকে: মাইক্রোসফটের ওয়ান ড্রাইভ থেকেই চ্যাটজিপিটিতে ফাইল আপলোড করা যায়। এ ক্ষেত্রেও আপনাকে ওয়ান ড্রাইভ অ্যাকাউন্টকে চ্যাটজিপিটির সঙ্গে যুক্ত করতে হবে। এর মাধ্যমে পিডিএফ, ওয়ার্ড ডকুমেন্ট, এক্সেল শিটের মতো ফাইল আপলোড করা যাবে।
কম্পিউটার থেকে সরাসরি আপলোড: কম্পিউটারের ফাইল স্টোরেজ থেকে সরাসরি ফাইল আপলোড করতে হয়। প্রায় সব ধরনের ফাইলই এই প্রক্রিয়া আপলোড করা যায়।
স্মার্টফোন থেকে আপলোড: স্মার্টফোন থেকে আপলোডের জন্য ব্রাউজার ব্যবহার করে ওয়েবসাইটে যেতে হবে বা চ্যাটজিপিটি অ্যাপ ডাউনলোড করতে হবে। চ্যাটজিপিটি অ্যাপে ফাইল আপলোডের জন্য প্রথমেই লগ ইন করতে হবে। এরপর ডান পাশের নিচের দিকে ফোল্ডার আইকোনে ট্যাপ করুন। স্মার্টফোন থেকে ফাইল অ্যাকসেসের অনুমতি দিতে হবে। এরপর স্মার্টফোনের ফাইল ম্যানেজার চালু হবে। সেখান থেকে পছন্দের ফাইল আপলোড করুন।
চ্যাটজিপিটি আপনার ফাইলগুলোর বিশ্লেষণ ও সারসংক্ষেপ তৈরি করে দিতে পারবে। ফাইল আপলোডের পর চ্যাটজিপিটি দিয়ে যা যা করা যাবে তা তুলে ধরা হলো—
ডকুমেন্ট বিশ্লেষণ ও সারসংক্ষেপ তৈরি: ফাইল আপলোড করলে চ্যাটজিপিটি স্বয়ংক্রিয়ভাবে এগুলো বিশ্লেষণ ও সারসংক্ষেপ তৈরি করতে পারবে। ফাইলের অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ তথ্য গুলো জানিয়ে দেবে। বড় ও জটিল ফাইলগুলোর জন্য এটি ফিচার কাজে দেবে।
ভিজ্যুয়াল প্রেজেন্টেশন ও টেবিল তৈরি: ফাইলগুলো ডেটা বা তথ্য দিয়ে চ্যাটজিপিটি বিভিন্ন ভিজ্যুয়াল প্রেজেন্টেশন ও টেবিল তৈরি করে দিতে পারবে।
চ্যাটজিপিটির টুলগুলো ব্যবহার করে ডেটা দিয়ে আকর্ষণীয় ভিজ্যুয়াল উপস্থাপনা ও টেবিল তৈরি করে দেবে।
ডেটা বিশ্লেষণ: ফাইল আপলোড করে এর মাধ্যমে ফাইলের অভ্যন্তরীণ ডেটা বা তথ্য বিশ্লেষণ করার জন্য চ্যাটজিপিটিকে নির্দেশনা দিতে পারবে। এটি বিভিন্ন ট্রেন্ড, প্যাটার্ন ও মূল বিষয়বস্তু শনাক্ত করতে পারে।
তথ্যসূত্র: গিকি গ্যাজেটস
পিডিএফ, ওয়ার্ড ডকুমেন্ট, এক্সেল শিট বা সিভিএস ফাইলের সারসংক্ষেপ তৈরি করে দিতে পারে চ্যাটজিপিটি। ফলে বিশাল আকারের ডকুমেন্ট পুরোটা না পড়েই এর গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে পারবেন আপনি। ফলে ব্যস্ততার মধ্যে সময় বাঁচাবে চ্যাটজিপিটি। খুব সহজেই চ্যাটবটটিতে ফাইল আপলোড কতে পারবেন।
অ্যাকাউন্ট তৈরি না করেও চ্যাটজিপিটি ব্যবহার করতে পারবেন। তবে কোনো অ্যাকাউন্ট ছাড়া চ্যাটবটটি ব্যবহার করলে এর বেশ কিছু ফিচার ব্যবহার করা সম্ভব হয় না। তাই ফাইল আপলোডের জন্য অ্যাকাউন্ট তৈরি করে এরপর নিজের অ্যাকাউন্টে লগ ইন করতে হবে।
চ্যাটজিপিটিতে কয়েকটি উপায়ে ফাইল আপলোড করা যায়। নিজের পছন্দ ও ফাইল কোথায় রাখা রয়েছে, তার ওপর ভিত্তি করে প্রক্রিয়াটি নির্বাচন করতে পারবেন।
পেপারক্লিপ আইকোনের মাধ্যমে: চ্যাটজিপিটিতে লগ ইন করুন। এরপর পেপারক্লিপ আইকোনে খুঁজে বের করুন এবং এতে ট্যাপ করুন। এই আইকোনে ট্যাপ করলে আপলোডের প্রক্রিয়া শুরু হবে। ডিভাইসের ফাইল আপলোড করার জন্য অনুমতি দিন। কম্পিউটার বা ক্লাউড স্টোরেজ সার্ভিস থেকে ফাইল নির্বাচন করুন এবং আপলোড করুন।
গুগল ড্রাইভ থেকে ফাইল আপলোড: যদি আপনরা কাঙ্ক্ষিত ফাইলগুলো গুগল ড্রাইভে থাকে, তাহলে গুগল অ্যাকাউন্টের সঙ্গে চ্যাটজিপিটিকে কানেক্ট করতে হবে। এই প্রক্রিয়ায় পিডিএফ, গুগল ডকস ও গুগল শিটসের মতো ফাইল চ্যাটজিপিটিতে আপলোড করা যায়। এবারও গুগল ড্রাইভের ফাইল অ্যাকসেস করার অনুমতি দিতে হবে।
মাইক্রোসফট ওয়ান ড্রাইভ থেকে: মাইক্রোসফটের ওয়ান ড্রাইভ থেকেই চ্যাটজিপিটিতে ফাইল আপলোড করা যায়। এ ক্ষেত্রেও আপনাকে ওয়ান ড্রাইভ অ্যাকাউন্টকে চ্যাটজিপিটির সঙ্গে যুক্ত করতে হবে। এর মাধ্যমে পিডিএফ, ওয়ার্ড ডকুমেন্ট, এক্সেল শিটের মতো ফাইল আপলোড করা যাবে।
কম্পিউটার থেকে সরাসরি আপলোড: কম্পিউটারের ফাইল স্টোরেজ থেকে সরাসরি ফাইল আপলোড করতে হয়। প্রায় সব ধরনের ফাইলই এই প্রক্রিয়া আপলোড করা যায়।
স্মার্টফোন থেকে আপলোড: স্মার্টফোন থেকে আপলোডের জন্য ব্রাউজার ব্যবহার করে ওয়েবসাইটে যেতে হবে বা চ্যাটজিপিটি অ্যাপ ডাউনলোড করতে হবে। চ্যাটজিপিটি অ্যাপে ফাইল আপলোডের জন্য প্রথমেই লগ ইন করতে হবে। এরপর ডান পাশের নিচের দিকে ফোল্ডার আইকোনে ট্যাপ করুন। স্মার্টফোন থেকে ফাইল অ্যাকসেসের অনুমতি দিতে হবে। এরপর স্মার্টফোনের ফাইল ম্যানেজার চালু হবে। সেখান থেকে পছন্দের ফাইল আপলোড করুন।
চ্যাটজিপিটি আপনার ফাইলগুলোর বিশ্লেষণ ও সারসংক্ষেপ তৈরি করে দিতে পারবে। ফাইল আপলোডের পর চ্যাটজিপিটি দিয়ে যা যা করা যাবে তা তুলে ধরা হলো—
ডকুমেন্ট বিশ্লেষণ ও সারসংক্ষেপ তৈরি: ফাইল আপলোড করলে চ্যাটজিপিটি স্বয়ংক্রিয়ভাবে এগুলো বিশ্লেষণ ও সারসংক্ষেপ তৈরি করতে পারবে। ফাইলের অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ তথ্য গুলো জানিয়ে দেবে। বড় ও জটিল ফাইলগুলোর জন্য এটি ফিচার কাজে দেবে।
ভিজ্যুয়াল প্রেজেন্টেশন ও টেবিল তৈরি: ফাইলগুলো ডেটা বা তথ্য দিয়ে চ্যাটজিপিটি বিভিন্ন ভিজ্যুয়াল প্রেজেন্টেশন ও টেবিল তৈরি করে দিতে পারবে।
চ্যাটজিপিটির টুলগুলো ব্যবহার করে ডেটা দিয়ে আকর্ষণীয় ভিজ্যুয়াল উপস্থাপনা ও টেবিল তৈরি করে দেবে।
ডেটা বিশ্লেষণ: ফাইল আপলোড করে এর মাধ্যমে ফাইলের অভ্যন্তরীণ ডেটা বা তথ্য বিশ্লেষণ করার জন্য চ্যাটজিপিটিকে নির্দেশনা দিতে পারবে। এটি বিভিন্ন ট্রেন্ড, প্যাটার্ন ও মূল বিষয়বস্তু শনাক্ত করতে পারে।
তথ্যসূত্র: গিকি গ্যাজেটস
মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে মানব মস্তিষ্কে চিপ স্থাপনের অনুমোদন পেল ইলন মাস্কের নিউরো প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান নিউরালিংক। কানাডায় মানব ট্রায়াল চালানোর জন্য অনুমোদন পেয়েছে প্রতিষ্ঠানটি। এই প্রক্রিয়ার জন্য ‘প্রথম এবং একমাত্র সার্জিক্যাল সাইট’ হবে কানাডার টরন্টো ওয়েস্
১ ঘণ্টা আগেবিশ্বব্যাপী নতুন সিরিজ ফাইন্ড এক্স ৮ উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা অপো। এই সিরিজে অপো ফাইন্ড এক্স ও অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেল দুটি অন্তর্ভুক্ত রয়েছে। মডেল দুটিতেই ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। তবে অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেলে আইফোনের মতো ক্যামেরা বাটন যুক্ত করা হয়েছে। সিরিজটিতে মিডিয়াটেক
১৯ ঘণ্টা আগেবৈদ্যুতিক গাড়ির জন্য সলিড স্টেট ব্যাটারি ব্যাপক পরিমাণে তৈরি করবে হোন্ডা। এ জন্য জাপানে একটি উৎপাদন কেন্দ্র তৈরি করেছে কোম্পানিটি। এখানে ব্যাটারিটি তৈরি পরিকল্পনাটি পরীক্ষা–নিরীক্ষা করা হবে। এই পরিকল্পনা কম খরচে ও টেকসই ব্যাটারি তৈরিতে সহায়ক হবে।
২১ ঘণ্টা আগেম্যাসেজিং প্ল্যাটফর্ম মেসেঞ্জারে একযোগে বেশ কিছু ফিচার যুক্ত করেছে মেটা। ফিচারগুলো ভিডিও কল ও অডিও কলের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। নতুন আপডেটের মাধ্যমে মেসেঞ্জারে নয়েজ সারপ্রেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ব্যাকগ্রাউন্ড, এইচডি ভিডিও কল এবং হ্যান্ডস ফ্রি কলিংয়ের মতো ফিচার পাওয়া যাবে। এক ব্লগ প
১ দিন আগে