Ajker Patrika

ইন্টারনেট ডেটা সাশ্রয় করবেন যেভাবে

মাহিন আলম
ইন্টারনেট ডেটা সাশ্রয় করবেন যেভাবে

মোবাইল ফোনে ইন্টারনেট ডেটা কিনতে না কিনতেই শেষ! এ অভিযোগ করেন না তেমন ব্যবহারকারী খুঁজে পাওয়া কিছুটা কঠিন। সময়ের আগে ডেটা ফুরিয়ে যাওয়ার বিড়ম্বনা কিংবা কাজের সময় ডেটা না থাকার অসুবিধায় যাঁরা পড়েন, তাঁরাই বোঝেন বিষয়টি কত বিরক্তিকর। তবে সমস্যা থাকলে তার সমাধানও থাকে। দেখে নিন মোবাইল ফোনে ইন্টারনেট ডেটা সাশ্রয় করার উপায়গুলো।

হেভি ডেটা অ্যাপস ব্যবহার করবেন না
ইউটিউব দেখেন না এমন ইন্টারনেট ব্যবহারকারী খুঁজে বের করা কঠিন হবে। মোবাইল ফোনে ডেটা খরচ করে এ ধরনের অ্যাপস ব্যবহার বন্ধ করুন। বেশ কিছু স্ট্রিমিং অ্যাপ রয়েছে, যেগুলো চালালে অতিরিক্ত ডেটা ব্যয় হয়। সেগুলো দেখতে চাইলে ওয়াই-ফাই ব্যবহার করুন। 

ডেটা ব্যবহারের সীমারেখা নির্দিষ্ট করুন
স্মার্টফোনে ডেটা ব্যবহারের সীমারেখা নির্দিষ্ট করুন। দীর্ঘ মেয়াদে এটি করতে পারলে নিজেই লাভবান হবেন। একবার নতুন ডেটা প্যাক রিচার্জ করার পর বেঁধে দিন ডেটা লিমিট। এর ফলে আপনার মোবাইল ফোনের ইন্টারনেট অনেকটা সাশ্রয় হবে। 

ডেটা সেভার মুড অন করুন
সব চেষ্টা যখন ব্যর্থ হয়ে যাবে, তখনই আশার আলো জাগাবে ডেটা সেভার মুড। এই বিশেষ মুড আপনার স্মার্টফোনে একবার অন করে রাখলে যেকোনো অ্যাপের বেশি পরিমাণে ডেটা ব্যবহারের হার কমিয়ে দেবে। 

অটো আপডেট বন্ধ রাখুন
আপনার স্মার্টফোনটিতে গুগল প্লে স্টোর থেকে সব ধরনের অ্যাপসের অটো আপডেট বন্ধ রাখুন। কিংবা কেবল ওয়াই-ফাইয়ের মাধ্যমে অ্যাপস আপডেট করার অপশনটি চালু রাখুন।

ইউটিউবের ডেটা সেভিং
ইউটিউব দেখার সময় বিপুল পরিমাণ ডেটা খরচ হয়ে থাকে। এই অ্যাপে থাকা বিশেষ ফিচার  ব্যবহার করে ডেটা বাঁচানো সম্ভব। এ ক্ষেত্রে ইউটিউব অ্যাপের সেটিংসে গিয়ে জেনারেল ট্যাব ওপেন করুন এবং লিমিট মোবাইল ডেটা সিলেক্ট করুন। এর ফলে ডেটার অপচয় বন্ধ হবে। 

ক্রোমে ডেটা সেভার ব্যবহার করুন
গুগল ক্রোমে ডেটা সেভার ব্যবহার করুন। এ জন্য ক্রোম ওপেন করে ওপরের ডান দিকের কোনার   থ্রি-ডট মেনুতে ক্লিক করুন। তারপর সেটিংসে গিয়ে ডেটা সেভার সেট করুন।

ডেটা সেভ করতে অফলাইনে থাকা
মোবাইলের ডেটা সেভ করতে প্রয়োজনের বাইরে ডেটা অফ করে রাখুন। এ ছাড়া ব্যবহৃত অ্যাপগুলোর অটোমেটিক সিঙ্কিং বন্ধ করলেও ডেটা কম খরচ হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত