হরেক রঙের হৃদয়ের একেক কথা 

মৃত্তিকা পণ্ডিত
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২২, ১০: ০০
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ০৫

আমরা দৈনন্দিন জীবনে নানা প্রয়োজনে একে অন্যের সঙ্গে বার্তা আদান-প্রদান করি। সেসব বার্তায় আমরা হরহামেশাই বিভিন্ন ইমোজি ব্যবহার করে থাকি। মূলত আমাদের কথা বা মনের ভাব স্পষ্ট করে বোঝানোর জন্য আমরা বার্তার সঙ্গে ইমোজি ব্যবহার করি। তবে সেই ইমোজি ব্যবহারে আমাদের একটু সচেতন হওয়াটা কি জরুরি নয়? নইলে কিন্তু দেখা যাবে আপনার মনে এক, ইমোজিতে আরেক! 

সুতরাং বার্তাকে অর্থবহ করে তুলতে সঠিক ইমোজির ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। সঠিকভাবে যদি সেটি ব্যবহার করা না যায়, তবে আমাদের মনের ভাব ঠিক করে প্রকাশ হবে না। তাই সঠিক ইমোজি ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ।

বার্তায় আমরা হামেশাই হার্ট ইমোজি ব্যবহার করে থাকি। ব্যবহার করতে গিয়ে আপনি নিশ্চয় দেখেছেন, শুধু একটি নয় বরং রং-বেরঙের হার্ট ইমোজি রয়েছে। এই তো আর কিছুদিন পরই আসছে ভ্যালেন্টাইনস ডে বা বিশ্ব ভালোবাসা দিবস। এ উপলক্ষে আপনার প্রিয় সঙ্গী, বন্ধুবান্ধব ও পরিবার বা আপনজনদের ভালোবাসার খুদে বার্তা পাঠানোর সিদ্ধান্ত নিতেই পারেন। এবার ভালোবাসার বার্তাটিকে আরেকটুখানি সুন্দর ও অর্থবহ করে তুলতে আপনি হার্ট ইমোজির সাহায্য নিতেই পারেন। সেই হার্ট ইমোজির ব্যবহার যদি সঠিক রং দিয়ে করেন, তবেই কিন্তু বার্তাটি আরও সফল হয়ে উঠবে। কারণ, বিভিন্ন রঙের হার্ট ইমোজি ভিন্ন ভিন্ন অর্থ বহন করে! 

আসুন তবে জেনে নিই কোন রঙের ইমোজি কার জন্য বার্তা তৈরিতে ব্যবহার করা উচিত। 

redলাল  
টুইটারের তথ্য বিশ্লেষণের ভিত্তিতে লাল রঙের হার্ট ইমোজি ব্যবহারকারীদের মধ্যে সবচেয়ে জনপ্রিয়। আপনি যদি আপনার সঙ্গী, নিকটতম বন্ধুবান্ধব ও পরিবারের প্রতি স্নেহ, প্রশংসা কিংবা ভালোবাসার বার্তা পাঠাতে চান তবে লাল রঙের হার্ট ইমোজি সবচেয়ে উপযুক্ত। আপনার বার্তাটিকে আরেকটু রোমান্টিক করে তুলতে চাইলে গোলাপ ফুলের ইমোজির সঙ্গেও এটি ব্যবহার করা যায়। তবে অপরিচিত কাউকে এই ইমোজি পাঠালে তা কিন্তু ভিন্ন দিকে মোড় নিতে পারে।

blueনীল
নীল রঙের হার্ট ইমোজি মূলত করপোরেট ব্র্যান্ডিংয়ের কাজে ব্যবহার করা হয়। একে পণ্যের ডিসকাউন্ট, বিক্রয় বা প্রমোশনের সময় সাধারণত ব্যবহার করা হয়। এটি দিয়ে দেশপ্রেমও প্রকাশ করা যায়। স্মৃতি রোমন্থনের ক্ষেত্রেও আপনি এই নীল হার্ট ইমোজি ব্যবহার করতে পারেন। কোনো একটি বিষয়ে কাউকে উপযুক্ত বোঝাতেও ব্যবহার হয় এটি। 

blackকালো 
কালো রঙের হার্ট ইমোজি দেখতে একটু অদ্ভুতই লাগে। কারণ, কালো হৃদয় দেখতে আমরা অভ্যস্ত নই। এমনটা হয়তো আমরা পছন্দও করি না। কালো হার্ট ইমোজি মূলত শোক প্রকাশ করতে বা শোকের বার্তা পাঠাতে ব্যবহার করা হয়। কোনো বিষয়ে আপনার কষ্ট বা দুঃখ প্রকাশ করতেও এই ইমোজিটি আপনি ব্যবহার করতে পারেন। 

purpleবেগুনি 
বেগুনি হার্ট ‘শুভ জন্মদিন’ বা ‘ধন্যবাদ’ দেওয়ার জন্য সবচেয়ে উপযোগী। এটি প্রেমের একটি ইঙ্গিত হিসেবেও কাজ করতে পারে। তবে এটি বন্ধু ও পরিবারের সদস্যদের জন্য ব্যবহার করা সর্বোত্তম। আগে বেগুনি হার্ট ইমোজি সামরিক বাহিনীর জন্য বরাদ্দ ছিল। যাঁরা সামরিক যুদ্ধে আহত বা নিহত হয়েছেন তাঁদের স্মরণে এই ইমোজি ব্যবহার করা হতো। অপরদিকে তরুণ প্রজন্ম এই বেগুনি রঙের হার্টকে গানের কথার সঙ্গেও ব্যবহার করে থাকে। এর ভিন্ন ব্যবহার রয়েছে কাজভেদে। তাই এটি আপনার নিজের বিবেচনার ভিত্তিতেই না হয় ব্যবহার করুন। 

whiteসাদা 
সাদা রঙের হার্ট ইমোজি শান্তির প্রতীক। কালো রঙের মতো সাদা হার্ট ইমোজি কখনো কখনো কেবল নান্দনিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়। মূলত সাদা ও কালো হার্ট ইমোজি পাশাপাশি ব্যবহার করা হয়। তবে এটুকু লক্ষ রাখবেন আপনার বার্তায় যেন বেশিসংখ্যক ইমোজির ব্যবহার না হয়। তাহলে সেটি অনেক ক্ষেত্রে বিরক্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। 

yelloহলুদ
হলুদরঙা হার্টের ইমোজিটি কারও দিনকে উজ্জ্বল বা সুন্দর করার আশাবাদ জানিয়ে বার্তায় ব্যবহার করা হয়। এটি সাধারণ সূর্যমুখী ফুলের ইমোজির সঙ্গে যুক্ত করে বার্তা পাঠানোতে ব্যবহার করা হয়। বন্ধুবান্ধবের ক্ষেত্রে এই ইমোজি ব্যবহার সর্বোত্তম। 

greenসবুজ 
সবুজ রঙের হার্ট ইমোজিটি মূলত কারও প্রতি কৃতজ্ঞতার প্রতীক হিসেবে ব্যবহার করা হয়। এ ছাড়া এটি পরিবেশের সঙ্গেও সম্পর্কিত। বিশেষ করে উদ্ভিদপ্রেমীরা এই ইমোজিটি ব্যবহার করে বেশি। এ ছাড়া ‘আরে, আপনি কেমন আছেন?’ এই ঘরানার পরিচিতদের জন্য এই ইমোজি বরাদ্দ।

pinkগোলাপি
এই রঙের হার্ট ইমোজি বেশ কয়েক ধরনের আছে। কোনোটিতে একসঙ্গে দুটো হার্ট থাকে। আবার গোলাপি হার্ট বেশ ঝকঝকে থাকে। গোলাপি রঙের প্রতিটি ইমোজিই মূলত শুদ্ধ ভালোবাসার প্রতীক। প্রিয়জনকে ভ্যালেন্টাইনের শুভেচ্ছা জানাতে এই ইমোজিগুলো দুর্দান্ত। 

orangeকমলা 
কমলা রঙের হার্ট ইমোজি সাম্প্রতিক সময়ে ইমোজির লিস্ট ও কীবোর্ডে যুক্ত হয়েছে। টুইটারে পাওয়া তথ্য বিশ্লেষণে দেখা গেছে, হলুদের মতো কমলারঙা হার্ট ইমোজিও বন্ধুদের জন্য ব্যবহার করার রীতি।  

তথ্যসূত্র: ইমোজিপিডিয়া ডট ওআরজি, রিডার্স ডাইজেস্ট, দ্য সান ও কসমোপলিটন ডট কম

প্রযুক্তি সম্পর্কিত আরও পড়ুন:

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত