ভারতের মুম্বাই ও দিল্লির অফিস বন্ধ করল টুইটার

অনলাইন ডেস্ক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৫: ৪৩

ভারতের মুম্বাই ও দিল্লির অফিস বন্ধ করে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ও মাইক্রো ব্লগিং সাইট টুইটার। এখন থেকে এ দুই অফিসের কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দিয়েছে টুইটার সদর দপ্তর।

মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ভারতে টুইটারের তিনটি অফিস ছিল। প্রতিষ্ঠানটির মালিক ইলন মাস্কের ব্যয় সংকোচন নীতির কারণে মুম্বাই ও দিল্লির অফিস বন্ধ করে দেওয়ার এ পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে ভারতের প্রযুক্তির শহর খ্যাত বেঙ্গালুরুতে কার্যালয় চালু রেখেছে টুইটার। বেঙ্গালুরু শাখার অধিকাংশ কর্মীই প্রকৌশলী।

গত বছরের অক্টোবরে টুইটার অধিগ্রহণের পর অবিলম্বে কোম্পানির শীর্ষ কর্মকর্তাদের বরখাস্ত করেছিলেন ইলন মাস্ক। এর এক সপ্তাহ পরেই কোম্পানির মোট ৭ হাজার ৫০০ জন কর্মীর প্রায় অর্ধেকই ছাঁটাই করেন তিনি। মূলত কোম্পানিয় ব্যয় সংকোচনের লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেন বলে জানান মাস্ক। 

গত বছরের শেষ দিকে বড় ধরনের কর্মী ছাঁটাই করেন মাস্ক। হিসাব অনুযায়ী, টুইটারে কর্মরত ভারতের ৯০ শতাংশ অর্থাৎ দুই শতাধিক কর্মী সেসময় ছাঁটাইয়ের শিকার হন। সবশেষ টুইটারের আয়ারল্যান্ড ও সিঙ্গাপুর অফিসের গ্রাহক সুরক্ষা দলের (ট্রাস্ট অ্যান্ড সেফটি টিম) ১২ জনের বেশি কর্মীকে ছাঁটাই করেছে প্রতিষ্ঠানটি।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত