অনলাইন ডেস্ক
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চালিত হিউম্যানয়েড বা মানবাকৃতির রোবটে বিনিয়োগের পরিকল্পনা করছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। এ জন্য তাদের রিয়্যালিটি ল্যাবস ইউনিটে একটি নতুন বিভাগ গঠন করছে কোম্পানিটি। বিভিন্ন কায়িক শ্রম করতে পারবে এই রোবটগুলো। মেটা এক অভ্যন্তরীণ মেমোর বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।
নতুন উদ্যোগের মাধ্যমে এনভিডিয়া ও টেসলার মতো রোবোটিকসের খাতে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রতিযোগিতা করতে পারবে মেটা। ইতিমধ্যে এনভিডিয়া ‘ফিগার এআই’ এবং টেসলা ‘অপটিমাস’ নামের হিউম্যানয়েড রোবট তৈরি করেছে।
মেমোতে মেটার প্রধান প্রযুক্তি কর্মকর্তা অ্যান্ড্রু বোসওর্থ বলেছেন, রোবটিকস পণ্য তৈরির গ্রুপটি ‘গ্রাহক হিউম্যানয়ড রোবট’ নিয়ে গবেষণা এবং উন্নয়নে মনোযোগ দেবে, যার লক্ষ্য হলো লামা প্ল্যাটফর্মের ক্ষমতা সর্বাধিক করা।
লামা হলো মেটার প্রধান এআই ফাউন্ডেশন মডেল সিরিজের নাম, যা কোম্পানির সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বাড়তে থাকা জেনারেটিভ এআই পণ্যের একটি বড় অংশকে সমর্থন দেয়।
মেটা বিশ্বাস করে, এই ক্ষেত্র সম্প্রসারণ করলে এটি মেটা এআই এবং তাদের মিক্সড ও অগমেন্টেড রিয়্যালিটি প্রোগ্রামগুলোর জন্য আরও মূল্যবান।
এই গ্রুপের নেতৃত্ব দেবেন মার্ক হুইটেন। এর আগে তিনি সেলফ-ড্রাইভিং বা স্বয়ংক্রিয় গাড়ি কোম্পানি ক্রুজের সিইও ছিলেন। মেটা তাকে রোবটিকসের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিয়েছে—এ খবর প্রথম প্রকাশ পায় ব্লুমবার্গ নিউজে।
প্রধান প্রযুক্তি কর্মকর্তা অ্যান্ড্রু বোসওর্থ বলেন, মেটা জন কোরাইলকে রিটেইল ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিয়েছে। কোরাইল আগে সেকেন্ড-হ্যান্ড ই-কমার্স কোম্পানি (যেসব কোম্পানি পুরোনো পণ্য অনলাইনে বিক্রি করে) ‘দ্য রিয়েলরিয়েল’-এর সিইও ছিলেন। মেটার কোয়েস্ট মিক্সড রিয়্যালিটি হেডসেট এবং রে-ব্যান মেটা স্মার্ট গ্লাসেসের মতো এআই ওয়্যারেবল পণ্যগুলো সরাসরি গ্রাহকের কাছে পৌঁছাতে এবং বিক্রি বাড়ানোর জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছে। এই গ্লাসগুলো মেটা ও চশমা প্রস্তুতকারক এসিলরলাক্সোটিকার যৌথ উদ্যোগে তৈরি।
রোবট তৈরির প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন প্রখ্যাত কম্পিউটার বিজ্ঞানী ফেই-ফেই লি। এ জন্য তিনি গত বছর ‘স্পেশিয়াল ইনটেলিজেন্স’ স্টার্টআপ ওয়ার্ল্ড ল্যাবস চালু করেন। একইভাবে টেসলার সিইও ইলন মাস্ক বলেছেন, দৈনন্দিন বিভিন্ন কাজে মানুষকে সাহায্য করতে পারবে তার কোম্পানির তৈরি হিউম্যানয়ড রোবট ‘অপটিমাস’। ভবিষ্যতে রোবটটি গ্রাহকদের কাছে বিক্রি করা হবে।
গত বৃহস্পতিবার ৩৫০ মিলিয়ন ডলার তহবিল সংগ্রহ করেছে রোবটিকস কোম্পানি অ্যাপট্রনিক। এতে গুগলের মতো কোম্পানিও বিনিয়োগ করেছে। এই অর্থ এআই চালিত হিউম্যানয়ড রোবট তৈরির জন্য ব্যবহার করবে কোম্পানিটি। এসব রোবট গুদাম ও উৎপাদন কারখানায় কাজে লাগবে।
ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, নিজস্ব হিউম্যানয়ড রোবট হার্ডওয়্যার তৈরি করার পরিকল্পনা করেছে মেটা। প্রথমে গৃহস্থালি কাজের জন্য রোবটগুলো তৈরি করা হবে। তবে ভবিষ্যতে বিভিন্ন কোম্পানির রোবটকে পরিচালিত করতে সাহায্য করার জন্য এআই, সেন্সর ও সফটওয়্যার তৈরি করবে মেটা।
মেটা ইতিমধ্যে রোবটিকস কোম্পানি ইউনিট্রি রোবটিকস এবং ফিগার এআইয়ের সঙ্গে তাদের পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু করেছে। তবে নিজস্ব ব্র্যান্ডেড রোবট বাজারে আনতে তাড়াহুড়া করছে না কোম্পানিটি।
এই ঘোষণা মেটার রিয়্যালিটি ল্যাবস ইউনিটে একটি বড় বিনিয়োগের প্রতিফলন। তবে প্রতিষ্ঠার পর থেকে ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে এটি। গত বছর চতুর্থ ত্রৈমাসিকে এই ইউনিটের লোকসান হয়েছে প্রায় ৫ বিলিয়ন ডলার।
এআই চালিত ডিভাইস তৈরি করতে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে প্রযুক্তি কোম্পানিগুলো এবং স্টার্টআপগুলো। পণ্য উৎপাদন ও গৃহস্থালি কাজের জন্য ব্যবহার করার উদ্দেশ্যে এগুলো তৈরি করা হচ্ছে। তবে, রোবটের ক্ষেত্রে এই উন্নতি খুব ধীরগতিতে হচ্ছে। কারণ ভাষাভিত্তিক এআই সাফল্য চ্যাটবট উন্নয়নে সহায়তা করলেও তা ভৌত জগৎকে ভালোভাবে বুঝতে সাহায্য করেনি।
বছরের পর বছর ‘এম্বডিড এআই’ গবেষণায় অর্থায়ন করছে মেটা। এটি একটি এমন এআই সহকারী তৈরি করবে, যা চারপাশের ত্রিমাত্রিক জগৎ দেখতে, শুনতে পারবে এবং এতে চলাফেরা করবে। কোম্পানির প্রধান এআই বিজ্ঞানী ইয়ান লেকুনও ভাষার মডেলগুলোর সীমাবদ্ধতা তুলে ধরে, নতুন ধরনের মডেল তৈরির ওপর জোর দিয়েছেন, যা ভৌত জগৎকে আরও ভালোভাবে বুঝতে পারবে।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চালিত হিউম্যানয়েড বা মানবাকৃতির রোবটে বিনিয়োগের পরিকল্পনা করছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। এ জন্য তাদের রিয়্যালিটি ল্যাবস ইউনিটে একটি নতুন বিভাগ গঠন করছে কোম্পানিটি। বিভিন্ন কায়িক শ্রম করতে পারবে এই রোবটগুলো। মেটা এক অভ্যন্তরীণ মেমোর বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।
নতুন উদ্যোগের মাধ্যমে এনভিডিয়া ও টেসলার মতো রোবোটিকসের খাতে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রতিযোগিতা করতে পারবে মেটা। ইতিমধ্যে এনভিডিয়া ‘ফিগার এআই’ এবং টেসলা ‘অপটিমাস’ নামের হিউম্যানয়েড রোবট তৈরি করেছে।
মেমোতে মেটার প্রধান প্রযুক্তি কর্মকর্তা অ্যান্ড্রু বোসওর্থ বলেছেন, রোবটিকস পণ্য তৈরির গ্রুপটি ‘গ্রাহক হিউম্যানয়ড রোবট’ নিয়ে গবেষণা এবং উন্নয়নে মনোযোগ দেবে, যার লক্ষ্য হলো লামা প্ল্যাটফর্মের ক্ষমতা সর্বাধিক করা।
লামা হলো মেটার প্রধান এআই ফাউন্ডেশন মডেল সিরিজের নাম, যা কোম্পানির সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বাড়তে থাকা জেনারেটিভ এআই পণ্যের একটি বড় অংশকে সমর্থন দেয়।
মেটা বিশ্বাস করে, এই ক্ষেত্র সম্প্রসারণ করলে এটি মেটা এআই এবং তাদের মিক্সড ও অগমেন্টেড রিয়্যালিটি প্রোগ্রামগুলোর জন্য আরও মূল্যবান।
এই গ্রুপের নেতৃত্ব দেবেন মার্ক হুইটেন। এর আগে তিনি সেলফ-ড্রাইভিং বা স্বয়ংক্রিয় গাড়ি কোম্পানি ক্রুজের সিইও ছিলেন। মেটা তাকে রোবটিকসের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিয়েছে—এ খবর প্রথম প্রকাশ পায় ব্লুমবার্গ নিউজে।
প্রধান প্রযুক্তি কর্মকর্তা অ্যান্ড্রু বোসওর্থ বলেন, মেটা জন কোরাইলকে রিটেইল ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিয়েছে। কোরাইল আগে সেকেন্ড-হ্যান্ড ই-কমার্স কোম্পানি (যেসব কোম্পানি পুরোনো পণ্য অনলাইনে বিক্রি করে) ‘দ্য রিয়েলরিয়েল’-এর সিইও ছিলেন। মেটার কোয়েস্ট মিক্সড রিয়্যালিটি হেডসেট এবং রে-ব্যান মেটা স্মার্ট গ্লাসেসের মতো এআই ওয়্যারেবল পণ্যগুলো সরাসরি গ্রাহকের কাছে পৌঁছাতে এবং বিক্রি বাড়ানোর জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছে। এই গ্লাসগুলো মেটা ও চশমা প্রস্তুতকারক এসিলরলাক্সোটিকার যৌথ উদ্যোগে তৈরি।
রোবট তৈরির প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন প্রখ্যাত কম্পিউটার বিজ্ঞানী ফেই-ফেই লি। এ জন্য তিনি গত বছর ‘স্পেশিয়াল ইনটেলিজেন্স’ স্টার্টআপ ওয়ার্ল্ড ল্যাবস চালু করেন। একইভাবে টেসলার সিইও ইলন মাস্ক বলেছেন, দৈনন্দিন বিভিন্ন কাজে মানুষকে সাহায্য করতে পারবে তার কোম্পানির তৈরি হিউম্যানয়ড রোবট ‘অপটিমাস’। ভবিষ্যতে রোবটটি গ্রাহকদের কাছে বিক্রি করা হবে।
গত বৃহস্পতিবার ৩৫০ মিলিয়ন ডলার তহবিল সংগ্রহ করেছে রোবটিকস কোম্পানি অ্যাপট্রনিক। এতে গুগলের মতো কোম্পানিও বিনিয়োগ করেছে। এই অর্থ এআই চালিত হিউম্যানয়ড রোবট তৈরির জন্য ব্যবহার করবে কোম্পানিটি। এসব রোবট গুদাম ও উৎপাদন কারখানায় কাজে লাগবে।
ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, নিজস্ব হিউম্যানয়ড রোবট হার্ডওয়্যার তৈরি করার পরিকল্পনা করেছে মেটা। প্রথমে গৃহস্থালি কাজের জন্য রোবটগুলো তৈরি করা হবে। তবে ভবিষ্যতে বিভিন্ন কোম্পানির রোবটকে পরিচালিত করতে সাহায্য করার জন্য এআই, সেন্সর ও সফটওয়্যার তৈরি করবে মেটা।
মেটা ইতিমধ্যে রোবটিকস কোম্পানি ইউনিট্রি রোবটিকস এবং ফিগার এআইয়ের সঙ্গে তাদের পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু করেছে। তবে নিজস্ব ব্র্যান্ডেড রোবট বাজারে আনতে তাড়াহুড়া করছে না কোম্পানিটি।
এই ঘোষণা মেটার রিয়্যালিটি ল্যাবস ইউনিটে একটি বড় বিনিয়োগের প্রতিফলন। তবে প্রতিষ্ঠার পর থেকে ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে এটি। গত বছর চতুর্থ ত্রৈমাসিকে এই ইউনিটের লোকসান হয়েছে প্রায় ৫ বিলিয়ন ডলার।
এআই চালিত ডিভাইস তৈরি করতে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে প্রযুক্তি কোম্পানিগুলো এবং স্টার্টআপগুলো। পণ্য উৎপাদন ও গৃহস্থালি কাজের জন্য ব্যবহার করার উদ্দেশ্যে এগুলো তৈরি করা হচ্ছে। তবে, রোবটের ক্ষেত্রে এই উন্নতি খুব ধীরগতিতে হচ্ছে। কারণ ভাষাভিত্তিক এআই সাফল্য চ্যাটবট উন্নয়নে সহায়তা করলেও তা ভৌত জগৎকে ভালোভাবে বুঝতে সাহায্য করেনি।
বছরের পর বছর ‘এম্বডিড এআই’ গবেষণায় অর্থায়ন করছে মেটা। এটি একটি এমন এআই সহকারী তৈরি করবে, যা চারপাশের ত্রিমাত্রিক জগৎ দেখতে, শুনতে পারবে এবং এতে চলাফেরা করবে। কোম্পানির প্রধান এআই বিজ্ঞানী ইয়ান লেকুনও ভাষার মডেলগুলোর সীমাবদ্ধতা তুলে ধরে, নতুন ধরনের মডেল তৈরির ওপর জোর দিয়েছেন, যা ভৌত জগৎকে আরও ভালোভাবে বুঝতে পারবে।
জিবলি আর্টের উন্মাদনায় কাঁপছে বিশ্ব। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকলেই দেখা যায়, প্রায় অধিকাংশ নেটাগরিক তাঁদের প্রিয় মুহূর্তের ধারণ করা ছবিগুলোকে স্টুডিও জিবলি আর্টের ধরনে অ্যানিমেশন করছেন। কেউ প্রোফাইল পিকচারে দিচ্ছেন, কেউ বা অনেক পুরোনো স্মৃতিও ফিরিয়ে আনছেন জিবলি আর্টে রূপান্তর করার মাধ্যমে।
৯ ঘণ্টা আগেএক্সএআই এবং এক্স ব্যক্তিগত মালিকানাধীন প্রতিষ্ঠান। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তির কিছু নির্দিষ্ট তথ্য এখনো স্পষ্ট নয়, যেমন: বিনিয়োগকারীরা এই শেয়ার স্থানান্তর অনুমোদন করেছে কিনা বা বিনিয়োগকারীদের কীভাবে ক্ষতিপূরণ দেওয়া হবে ইত্যাদি বিষয় অস্পষ্ট।
৪ দিন আগেফেসবুক স্টোরি একধরনের সাময়িক পোস্ট। এই ধরনের পোস্ট ২৪ ঘণ্টা ধরে দেখা যায় এবং পরে অদৃশ্য হয়ে যায়। তবে এগুলো একেবারেই ফেসবুক থেকে হারিয়ে যায় না। এগুলো আর্কাইভ নামের এক ফোল্ডারে থাকে। এই ফোল্ডারে সব স্টোরি একই সঙ্গে পাওয়া যায়।
৫ দিন আগেগুগল তাদের সার্চ, ম্যাপস এবং জেমিনিতে বেশ কিছু নতুন ফিচার চালু করছে। ব্যবহারকারীর ছুটির পরিকল্পনা করতে এগুলো সাহায্য করবে। এসব নতুন ফিচার অনেকটাই কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে তৈরি। ব্যবহারকারীরা আগে যেমন ওপেনএআইয়ের চ্যাটজিপিটি থেকে ছুটির পরিকল্পনা তৈরি করতে অভ্যস্ত ছিলেন, তেমনি গুগলের টুলগুলো
৫ দিন আগে