অনলাইন ডেস্ক
অ্যান্ড্রয়েড ও আইওএসের জনপ্রিয় ছবি ও ভিডিও সংরক্ষনের অ্যাপ গুগল ফটোজ। এর মাধ্যমে ছবি ও ভিডিও এডিটও করা যায়। সম্প্রতি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কয়েকটি টুল যুক্ত করেছে গুগল। যার মাধ্যমে ভিডিও ক্লিপগুলো চমৎকারভাবে এডিট করা যাবে। টুলটি ভিডিও এডিটিংয়ের বিষয়টি আরও সহজ করবে।
গুগল ফটোজের কোনো ভিডিওতে এখন ‘এডিট’ বাটনে ট্যাপ করলে টুলগুলো সহজেই দেখা যাবে। এতে ‘অটো ইনহ্যানস’ বাটন যুক্ত করা হয়েছে। যার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওটির ফুটেজের রং ও মান আরও ভালোভাবে ফুটিয়ে তুলবে অ্যাপটি।
নতুন স্পিড টুলও যুক্ত করেছে গুগল যা দিয়ে ভিডিওর গতি বাড়ানো বা কমানো যায়। অ্যাপটির ট্রিম টুলটি আপডেট করা হয়েছে, যাতে আরও ভালোভাবে নিয়ন্ত্রণের মাধ্যমে ভিডিওর ফুটেজ সঠিকভাবে কাটা যায়।
গুগল ফটোজের ভিডিও এডিটের টুলে কতগুলো ভিডিও ‘প্রিসেট’ থাকবে। প্রিসেটগুলো স্বয়ংক্রিভাবে ভিডিও ফুটেজ কাটতে, আলো সামঞ্জস্যপূর্ণ করতে, গতি বাড়াতে–কমাতে এবং গতিশীল মোশন ট্র্যাকিং বা জুমের মতো ইফেক্ট প্রয়োগ করতে সাহায্য করবে।
গুগল ফটোজ ছবি সম্পাদনার জন্য নতুন ফিচার যোগ করলেও অ্যাপে উন্নতমানের ভিডিও এডিটের ফিচারের অভাব ছিল। এ কারণে অনেক ব্যবহারকারী ভিডিও এডিট করতে টিকটক ও ইনস্টাগ্রামের মতো তৃতীয় পক্ষের অ্যাপের দিকে ঝুঁকেছিলেন। তবে নতুন এআই ফিচারগুলো অ্যাপটিকে আরও অনেক ব্যবহারকারীর কাছে আকর্ষণীয় করে তুলবে।
ভিডিও এডিটের ফিচারগুলো সব ব্যবহারকারীর জন্য চালু করা হচ্ছে। তবে পর্যায়ক্রমে বিভিন্ন ডিভাইসে টুলগুলো ছাড়া হবে।
গত এপ্রিল মাসে ‘ম্যাজিক এডিটরের’ মতো একগুচ্ছ এআই টুল গুগল ফটোজে যুক্ত করা হয়। এসব টুলের মাধ্যমে ছবিতে থাকা অনাকাঙ্খিত কোনো কিছু সরানো, ছবির ঝাপসা ভাব দূর করা ও ছবির আলোর উৎসও পরিবর্তন করা সম্ভব। এর আগে গুগল ওয়ানের সাবস্ক্রাইবাররাই শুধু এসব টুল ব্যবহার করতে পারতেন।
তথ্যসূত্র: ইন্ডিয়ার এক্সপ্রেস
অ্যান্ড্রয়েড ও আইওএসের জনপ্রিয় ছবি ও ভিডিও সংরক্ষনের অ্যাপ গুগল ফটোজ। এর মাধ্যমে ছবি ও ভিডিও এডিটও করা যায়। সম্প্রতি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কয়েকটি টুল যুক্ত করেছে গুগল। যার মাধ্যমে ভিডিও ক্লিপগুলো চমৎকারভাবে এডিট করা যাবে। টুলটি ভিডিও এডিটিংয়ের বিষয়টি আরও সহজ করবে।
গুগল ফটোজের কোনো ভিডিওতে এখন ‘এডিট’ বাটনে ট্যাপ করলে টুলগুলো সহজেই দেখা যাবে। এতে ‘অটো ইনহ্যানস’ বাটন যুক্ত করা হয়েছে। যার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওটির ফুটেজের রং ও মান আরও ভালোভাবে ফুটিয়ে তুলবে অ্যাপটি।
নতুন স্পিড টুলও যুক্ত করেছে গুগল যা দিয়ে ভিডিওর গতি বাড়ানো বা কমানো যায়। অ্যাপটির ট্রিম টুলটি আপডেট করা হয়েছে, যাতে আরও ভালোভাবে নিয়ন্ত্রণের মাধ্যমে ভিডিওর ফুটেজ সঠিকভাবে কাটা যায়।
গুগল ফটোজের ভিডিও এডিটের টুলে কতগুলো ভিডিও ‘প্রিসেট’ থাকবে। প্রিসেটগুলো স্বয়ংক্রিভাবে ভিডিও ফুটেজ কাটতে, আলো সামঞ্জস্যপূর্ণ করতে, গতি বাড়াতে–কমাতে এবং গতিশীল মোশন ট্র্যাকিং বা জুমের মতো ইফেক্ট প্রয়োগ করতে সাহায্য করবে।
গুগল ফটোজ ছবি সম্পাদনার জন্য নতুন ফিচার যোগ করলেও অ্যাপে উন্নতমানের ভিডিও এডিটের ফিচারের অভাব ছিল। এ কারণে অনেক ব্যবহারকারী ভিডিও এডিট করতে টিকটক ও ইনস্টাগ্রামের মতো তৃতীয় পক্ষের অ্যাপের দিকে ঝুঁকেছিলেন। তবে নতুন এআই ফিচারগুলো অ্যাপটিকে আরও অনেক ব্যবহারকারীর কাছে আকর্ষণীয় করে তুলবে।
ভিডিও এডিটের ফিচারগুলো সব ব্যবহারকারীর জন্য চালু করা হচ্ছে। তবে পর্যায়ক্রমে বিভিন্ন ডিভাইসে টুলগুলো ছাড়া হবে।
গত এপ্রিল মাসে ‘ম্যাজিক এডিটরের’ মতো একগুচ্ছ এআই টুল গুগল ফটোজে যুক্ত করা হয়। এসব টুলের মাধ্যমে ছবিতে থাকা অনাকাঙ্খিত কোনো কিছু সরানো, ছবির ঝাপসা ভাব দূর করা ও ছবির আলোর উৎসও পরিবর্তন করা সম্ভব। এর আগে গুগল ওয়ানের সাবস্ক্রাইবাররাই শুধু এসব টুল ব্যবহার করতে পারতেন।
তথ্যসূত্র: ইন্ডিয়ার এক্সপ্রেস
কোম্পানির গোপন তথ্য বাইরে ফাঁস করায় সম্প্রতি প্রায় ২০ জন কর্মীকে বরখাস্ত করেছে ফেসবুকের মূল কোম্পানি মেটা। এ তথ্য নিশ্চিত করেছেন মেটার একজন মুখপাত্র ডেভ আর্নল্ড।
১৭ ঘণ্টা আগেরমজান শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই তাদের প্রিয়জনদের রমজানের শুভেচ্ছা জানান অনেকেই। এই বার্তা জানাতে ব্যবহার করতে পারেন হোয়াটসঅ্যাপ। আর এসব বার্তার সঙ্গে রমজানের জন্য বিশেষ স্টিকার বা জিআইফ পাঠিয়ে সেগুলো আরও আকর্ষণীয় করে তুলতে পারবেন।
১৯ ঘণ্টা আগেনতুন পথচলার প্রস্তুতি নিচ্ছে মেটার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি। কারণ চলতি বছরে দ্বিতীয় ত্রৈমাসিকে চ্যাটজিপিটির মতো আলাদা অ্যাপ হিসেবে এই প্রযুক্তি উন্মোচন করার পরিকল্পনা করছে কোম্পানিটি। নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনবিসি।
২১ ঘণ্টা আগেবিশ্বব্যাপী জনপ্রিয় ইন্টারনেটভিত্তিক ফোন এবং ভিডিও কলিং সেবা স্কাইপ ২০ বছর পর পুরোপুরি বন্ধ হতে যাচ্ছে। মাইক্রোসফট নিশ্চিত করেছে, আগামী মে মাস থেকে স্কাইপ আর ব্যবহারযোগ্য হবে না। তবে স্কাইপের লগ ইন তথ্য দিয়ে বিনা মূল্যে মাইক্রোসফট টিমস ব্যবহার করা যাবে। শিগগিরই উন্মুক্ত হবে এই সেবা।
১ দিন আগে