অনলাইন ডেস্ক
অ্যান্ড্রয়েড ও আইওএসের জনপ্রিয় ছবি ও ভিডিও সংরক্ষনের অ্যাপ গুগল ফটোজ। এর মাধ্যমে ছবি ও ভিডিও এডিটও করা যায়। সম্প্রতি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কয়েকটি টুল যুক্ত করেছে গুগল। যার মাধ্যমে ভিডিও ক্লিপগুলো চমৎকারভাবে এডিট করা যাবে। টুলটি ভিডিও এডিটিংয়ের বিষয়টি আরও সহজ করবে।
গুগল ফটোজের কোনো ভিডিওতে এখন ‘এডিট’ বাটনে ট্যাপ করলে টুলগুলো সহজেই দেখা যাবে। এতে ‘অটো ইনহ্যানস’ বাটন যুক্ত করা হয়েছে। যার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওটির ফুটেজের রং ও মান আরও ভালোভাবে ফুটিয়ে তুলবে অ্যাপটি।
নতুন স্পিড টুলও যুক্ত করেছে গুগল যা দিয়ে ভিডিওর গতি বাড়ানো বা কমানো যায়। অ্যাপটির ট্রিম টুলটি আপডেট করা হয়েছে, যাতে আরও ভালোভাবে নিয়ন্ত্রণের মাধ্যমে ভিডিওর ফুটেজ সঠিকভাবে কাটা যায়।
গুগল ফটোজের ভিডিও এডিটের টুলে কতগুলো ভিডিও ‘প্রিসেট’ থাকবে। প্রিসেটগুলো স্বয়ংক্রিভাবে ভিডিও ফুটেজ কাটতে, আলো সামঞ্জস্যপূর্ণ করতে, গতি বাড়াতে–কমাতে এবং গতিশীল মোশন ট্র্যাকিং বা জুমের মতো ইফেক্ট প্রয়োগ করতে সাহায্য করবে।
গুগল ফটোজ ছবি সম্পাদনার জন্য নতুন ফিচার যোগ করলেও অ্যাপে উন্নতমানের ভিডিও এডিটের ফিচারের অভাব ছিল। এ কারণে অনেক ব্যবহারকারী ভিডিও এডিট করতে টিকটক ও ইনস্টাগ্রামের মতো তৃতীয় পক্ষের অ্যাপের দিকে ঝুঁকেছিলেন। তবে নতুন এআই ফিচারগুলো অ্যাপটিকে আরও অনেক ব্যবহারকারীর কাছে আকর্ষণীয় করে তুলবে।
ভিডিও এডিটের ফিচারগুলো সব ব্যবহারকারীর জন্য চালু করা হচ্ছে। তবে পর্যায়ক্রমে বিভিন্ন ডিভাইসে টুলগুলো ছাড়া হবে।
গত এপ্রিল মাসে ‘ম্যাজিক এডিটরের’ মতো একগুচ্ছ এআই টুল গুগল ফটোজে যুক্ত করা হয়। এসব টুলের মাধ্যমে ছবিতে থাকা অনাকাঙ্খিত কোনো কিছু সরানো, ছবির ঝাপসা ভাব দূর করা ও ছবির আলোর উৎসও পরিবর্তন করা সম্ভব। এর আগে গুগল ওয়ানের সাবস্ক্রাইবাররাই শুধু এসব টুল ব্যবহার করতে পারতেন।
তথ্যসূত্র: ইন্ডিয়ার এক্সপ্রেস
অ্যান্ড্রয়েড ও আইওএসের জনপ্রিয় ছবি ও ভিডিও সংরক্ষনের অ্যাপ গুগল ফটোজ। এর মাধ্যমে ছবি ও ভিডিও এডিটও করা যায়। সম্প্রতি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কয়েকটি টুল যুক্ত করেছে গুগল। যার মাধ্যমে ভিডিও ক্লিপগুলো চমৎকারভাবে এডিট করা যাবে। টুলটি ভিডিও এডিটিংয়ের বিষয়টি আরও সহজ করবে।
গুগল ফটোজের কোনো ভিডিওতে এখন ‘এডিট’ বাটনে ট্যাপ করলে টুলগুলো সহজেই দেখা যাবে। এতে ‘অটো ইনহ্যানস’ বাটন যুক্ত করা হয়েছে। যার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওটির ফুটেজের রং ও মান আরও ভালোভাবে ফুটিয়ে তুলবে অ্যাপটি।
নতুন স্পিড টুলও যুক্ত করেছে গুগল যা দিয়ে ভিডিওর গতি বাড়ানো বা কমানো যায়। অ্যাপটির ট্রিম টুলটি আপডেট করা হয়েছে, যাতে আরও ভালোভাবে নিয়ন্ত্রণের মাধ্যমে ভিডিওর ফুটেজ সঠিকভাবে কাটা যায়।
গুগল ফটোজের ভিডিও এডিটের টুলে কতগুলো ভিডিও ‘প্রিসেট’ থাকবে। প্রিসেটগুলো স্বয়ংক্রিভাবে ভিডিও ফুটেজ কাটতে, আলো সামঞ্জস্যপূর্ণ করতে, গতি বাড়াতে–কমাতে এবং গতিশীল মোশন ট্র্যাকিং বা জুমের মতো ইফেক্ট প্রয়োগ করতে সাহায্য করবে।
গুগল ফটোজ ছবি সম্পাদনার জন্য নতুন ফিচার যোগ করলেও অ্যাপে উন্নতমানের ভিডিও এডিটের ফিচারের অভাব ছিল। এ কারণে অনেক ব্যবহারকারী ভিডিও এডিট করতে টিকটক ও ইনস্টাগ্রামের মতো তৃতীয় পক্ষের অ্যাপের দিকে ঝুঁকেছিলেন। তবে নতুন এআই ফিচারগুলো অ্যাপটিকে আরও অনেক ব্যবহারকারীর কাছে আকর্ষণীয় করে তুলবে।
ভিডিও এডিটের ফিচারগুলো সব ব্যবহারকারীর জন্য চালু করা হচ্ছে। তবে পর্যায়ক্রমে বিভিন্ন ডিভাইসে টুলগুলো ছাড়া হবে।
গত এপ্রিল মাসে ‘ম্যাজিক এডিটরের’ মতো একগুচ্ছ এআই টুল গুগল ফটোজে যুক্ত করা হয়। এসব টুলের মাধ্যমে ছবিতে থাকা অনাকাঙ্খিত কোনো কিছু সরানো, ছবির ঝাপসা ভাব দূর করা ও ছবির আলোর উৎসও পরিবর্তন করা সম্ভব। এর আগে গুগল ওয়ানের সাবস্ক্রাইবাররাই শুধু এসব টুল ব্যবহার করতে পারতেন।
তথ্যসূত্র: ইন্ডিয়ার এক্সপ্রেস
বিশ্বব্যাপী নতুন সিরিজ ফাইন্ড এক্স ৮ উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা অপো। এই সিরিজে অপো ফাইন্ড এক্স ও অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেল দুটি অন্তর্ভুক্ত রয়েছে। মডেল দুটিতেই ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। তবে অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেলে আইফোনের মতো ক্যামেরা বাটন যুক্ত করা হয়েছে। সিরিজটিতে মিডিয়াটেক
৬ ঘণ্টা আগেবৈদ্যুতিক গাড়ির জন্য সলিড স্টেট ব্যাটারি ব্যাপক পরিমাণে তৈরি করবে হোন্ডা। এ জন্য জাপানে একটি উৎপাদন কেন্দ্র তৈরি করেছে কোম্পানিটি। এখানে ব্যাটারিটি তৈরি পরিকল্পনাটি পরীক্ষা–নিরীক্ষা করা হবে। এই পরিকল্পনা কম খরচে ও টেকসই ব্যাটারি তৈরিতে সহায়ক হবে।
৮ ঘণ্টা আগেম্যাসেজিং প্ল্যাটফর্ম মেসেঞ্জারে একযোগে বেশ কিছু ফিচার যুক্ত করেছে মেটা। ফিচারগুলো ভিডিও কল ও অডিও কলের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। নতুন আপডেটের মাধ্যমে মেসেঞ্জারে নয়েজ সারপ্রেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ব্যাকগ্রাউন্ড, এইচডি ভিডিও কল এবং হ্যান্ডস ফ্রি কলিংয়ের মতো ফিচার পাওয়া যাবে। এক ব্লগ প
৯ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের সরকার যেন অ্যাপলের বিরুদ্ধে দায়ের করা অ্যান্টিট্রাস্ট বা প্রতিযোগিতা মামলা খারিজ করে, এ জন্য ফেডারেল বিচারককে অনুরোধ করেছে কোম্পানিটি। টেক জায়ান্টটি বলছে, তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাটি কাল্পনিক এবং অ্যাপল একচেটিয়া আধিপত্য বিস্তার করে তা প্রমাণ করতে পারেনি যুক্তরাষ্ট্রের সরকার।
১০ ঘণ্টা আগে