গুগলের নতুন এইআই মডেল জিমিনি 

অনলাইন ডেস্ক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৩, ১৮: ০০

নতুন কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মডেল নিয়ে এল গুগল। এআই চ্যাটবট বার্ডের জন্য জিমিনি নামে নতুন মডেলটি নিয়ে আসা হয়েছে। এর ব্যবহারের ফলে চ্যাটবটটি আরও উন্নত যুক্তিভিত্তিক বোঝার ক্ষমতা অর্জন করবে। 

স্মার্টফোন থেকে ডেটা সেন্টারে ব্যবহারের জন্য আলট্রা, প্রো ও ন্যানো–এই তিনটি সাইজে জিমিনি মডেলটি তৈরি করা হয়েছে। 

দুই পর্যায়ে জিমিনিকে বার্ডে অন্তর্ভুক্ত করা হবে। প্রাথমিক পর্যায়ে বার্ডে জিমিনি প্রো ব্যবহার করা হবে। আগামী বছরে জিমিনি আলট্রা এআই মডেল বার্ডে ব্যবহার করা হবে।

জিমিনি প্রো এর বার্ডের সংস্করণটি ইংরেজি ভাষায় ব্যবহার জন্য বিশ্বের ১৭০টি দেশে পাওয়া যাবে। যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নসহ অন্যান্য দেশে এবং অন্য কিছু ভাষাতেও এই বার্ডের সংস্করণটি ছাড়া হবে। 

জিমিনি প্রো সাধারণ গ্রাহকের ব্যবহারের আগে এই শিল্পের বিভিন্ন মাপকাঠিতে (বেঞ্চমার্ক) এর দক্ষতা পরিমাপ করা হয়েছে। গুগল বলছে, এই বেঞ্চমার্কের আটটির মধ্যে ছয়টিতে জিপিটি ৩ দশমিক ৫ কে ছাড়িয়ে গেছে জেমিনি। এই বেঞ্চমার্কের মধ্যে রয়েছে ম্যাসিভ মাল্টি টাস্ক আন্ডারস্ট্যাডিং টাস্কস যা উন্নত এআই মডেলের পরিমাপের মানগুলোর একটি। এটি গ্রেড স্কুলের গণিতের যুক্তির পরিমাপের বেঞ্চমার্ক জিএসএম ৮ কে–তেও ভালো কর্মদক্ষতা দেখিয়েছে। 

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদক কায়েল উইগারস বলেন, জিপিটি ৩ দশমিক ৫ এক বছর আগে বাজারে ছাড়া হয়, তাই জিমিনির এই লঞ্চ জিপিটিকে পিছিয়ে ফেলানোর পরিবর্তে এই প্রযুক্তির কাছে যাওয়ার একটি পদক্ষেপ বলে মনে করা যায়। 

এই পরিবর্তন বার্ডকে কনটেন্ট সংক্ষিপ্তকরণ, যুক্তিভিত্তিক লেখা ও পরিকল্পনার মতো বিষয়গুলির ক্ষেত্রে আরও সক্ষম করে তুলবে। 

গুগল অ্যাস্টিটেন্টের ও বার্ডের জেনারেল ম্যানেজার ও ভাইস প্রেসিডেন্ট সিসি সিয়াও বলেন, বার্ড তৈরির পর এটি চ্যাটবটটির সবচেয়ে বড় মানের উন্নতি। 

 ২০২৪ সালে বার্ড অ্যাডভান্সড চালু করা হবে যাতে জেমিনির সবচেয়ে উন্নত মডেল ব্যবহার করা হবে। জেমিনি আলট্রা টেক্সট, ছবি, অডিও, ভিডিও ও কোড সহ বিভিন্ন ধরনের তথ্য বুঝতে এবং এগুলো নিয়ে কাজ করতে পারে। এতে মাল্টিমডাল যুক্তি ক্ষমতা রয়েছে। জেমিনি আলট্রা জনপ্রিয় প্রোগ্রামিং ভাষায় উচ্চ-মানের কোড বুঝতে, ব্যাখ্যা এবং তৈরি করতে পারে। এছাড়া অডিও ও ভিডিও কনটেন্টও বোঝার ক্ষমতা রয়েছে। তবে এজন্য বার্ডকে এই আপগ্রেডের জন্য অপেক্ষা করতে হবে। 

গুগল বলছে, আগামী বছর সকল গ্রাহকের ব্যবহারের জন্য বাজারে ছাড়ার আগে বার্ড অ্যাডভান্সডকে টেস্টার প্রোগ্রামে চালু করবে। এছাড়া বার্ড অ্যাডভান্সকে ছাড়ার আগেও এর বিভিন্ন নিরাপত্তামূলক পরীক্ষা করবে গুগল। 

গুগল বার্ড মাত্র আট মাস আগে বাজারে ছাড়া। এর মধ্যেই চ্যাটবটটির অনেক ফিচার যুক্ত করা হয়েছে। ইউটিউব ভিডিও সম্পর্কিত প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা রয়েছে এই চ্যাটবটের। জিমেইল, ডকস, ড্রাইভের গুগলের বিভিন্ন সেবার সঙ্গেও এটি যুক্ত হয়েছে। এটি প্লেনের টিকিট ও হোটেল বুকিংও করতে পারে। 

সিয়াও বলেন, জেমিনির মাধ্যমে বিশ্বের সেরা এআই অ্যাসিস্ট্যান্ট তৈরি করার জন্য এক ধাপ কাছে গুগল চলে এসেছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত