মইনুল হাসান, ফ্রান্স
রাত তিনটার সময় কারও যদি হঠাৎ ইচ্ছা জাগে, তিনি তাঁর পছন্দের একটি গাড়ি কিনবেন, সেটি তাঁর পক্ষে সম্ভব। আধুনিক প্রযুক্তির কল্যাণে তা সম্ভব। একদম ঠিক স্বয়ংক্রিয় ভেন্ডিং মেশিন থেকে চা, কফি, সোডা, পানি, ফলের রস, চকলেট ইত্যাদি কেনার মতো। ২৪ ঘণ্টাই খোলা থাকে এই ভেন্ডিং মেশিন। শুধু পার্থক্য হলো, আগে থেকে অনলাইনে পছন্দের গাড়িটি ঠিক করে পাওনা চুকিয়ে দিতে হবে। পরে বিশাল এবং বহুতল ভেন্ডিং মেশিনে টোকেনটি ঢুকিয়ে দিতে হবে। তারপরই ক্রেতার পায়ের কাছে এসে হাজির হবে কাঙ্ক্ষিত সেই গাড়ি। এ জন্য সময় নেবে মাত্র দুই মিনিট। পছন্দ করে গাড়ি কেনার পর বাড়ি ফিরে যদি মনে হয়, কাজটি ঠিক হয়নি, তবে কোনো কারণ দর্শানো ছাড়াই সাত দিনের মধ্যে গাড়িটি ফিরিয়ে দেওয়া যাবে।
গত বছরের মার্চ মাসে যুক্তরাষ্ট্রের কারভানা নামের প্রতিষ্ঠানটি তাদের ৩১তম গাড়ি বিক্রির স্বয়ংক্রিয় এ মেশিন সানফ্রান্সিসকোতে স্থাপন করেছে। আটতলা ভবনে ২৭টি গাড়ি সাজিয়ে রাখা আছে। ক্রেতাদের সন্তুষ্টির জন্য তাদের ভান্ডারে মোট ৭০ হাজার গাড়ি রয়েছে। রিকন্ডিশন গাড়ির বাজারের অনেকখানি দখল করে আছে এ প্রতিষ্ঠান। অবশ্য সিঙ্গাপুরের অটোবাহন মোটর কোম্পানি সেই ২০১৬ সালের ডিসেম্বর মাস থেকেই গাড়ির এমন ভেন্ডিং মেশিন চালু করেছে। তাদের সেই ১৫ তলা সমান ভেন্ডিং মেশিনে সাজিয়ে রাখা আছে নামকরা ব্র্যান্ডের বিলাসবহুল গাড়ির বিশাল এক বহর।
মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, আরব আমিরাত, চীন ও সিঙ্গাপুরে গাড়ি বিক্রির এমন ব্যবস্থা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।গাড়ির ভেন্ডিং মেশিনের পক্ষে যুক্তি হচ্ছে যে উন্নত প্রযুক্তির এ সময়ে প্রযুক্তি কাজে লাগিয়ে খুব সহজে ক্রেতার কাছে পৌঁছে যাওয়া যায়। বিক্রেতা ও ক্রেতার সময় আর অর্থ সাশ্রয় হয়। তা ছাড়া বেশ উঁচু এ যন্ত্র খুব অল্প জায়গা দখল করে। সে কারণে বড় শহরগুলোতে স্থানসংকটের কারণ হয় না।
লন্ডনে পোস্টকার্ড বিক্রি করার জন্য প্রথম আধুনিক ভেন্ডিং মেশিন বসানো হয় ১৮৮০ সালে। আর ১৮৮৮ সালে থমাস অ্যাডাম গাম কোম্পানি নিউইয়র্ক সিটির ট্রেন প্ল্যাটফর্মে স্থাপন করে যুক্তরাষ্ট্রের প্রথম স্বয়ংক্রিয় বিক্রয় যন্ত্র। ১৯৭০ সালে আসারি ইন্ডাস্ট্রিজ অব ডালাস যে ভেন্ডিং মেশিন প্রদর্শন করে, সেটিতে কয়েন ঢোকালে ‘থ্যাংক ইউ’ বলে উঠত। সেই যন্ত্র ছিল প্রথম কথা বলা বিক্রয় মেশিন, নাম দেওয়া হয়েছিল ‘ভেন্ডা টকার’।
রাত তিনটার সময় কারও যদি হঠাৎ ইচ্ছা জাগে, তিনি তাঁর পছন্দের একটি গাড়ি কিনবেন, সেটি তাঁর পক্ষে সম্ভব। আধুনিক প্রযুক্তির কল্যাণে তা সম্ভব। একদম ঠিক স্বয়ংক্রিয় ভেন্ডিং মেশিন থেকে চা, কফি, সোডা, পানি, ফলের রস, চকলেট ইত্যাদি কেনার মতো। ২৪ ঘণ্টাই খোলা থাকে এই ভেন্ডিং মেশিন। শুধু পার্থক্য হলো, আগে থেকে অনলাইনে পছন্দের গাড়িটি ঠিক করে পাওনা চুকিয়ে দিতে হবে। পরে বিশাল এবং বহুতল ভেন্ডিং মেশিনে টোকেনটি ঢুকিয়ে দিতে হবে। তারপরই ক্রেতার পায়ের কাছে এসে হাজির হবে কাঙ্ক্ষিত সেই গাড়ি। এ জন্য সময় নেবে মাত্র দুই মিনিট। পছন্দ করে গাড়ি কেনার পর বাড়ি ফিরে যদি মনে হয়, কাজটি ঠিক হয়নি, তবে কোনো কারণ দর্শানো ছাড়াই সাত দিনের মধ্যে গাড়িটি ফিরিয়ে দেওয়া যাবে।
গত বছরের মার্চ মাসে যুক্তরাষ্ট্রের কারভানা নামের প্রতিষ্ঠানটি তাদের ৩১তম গাড়ি বিক্রির স্বয়ংক্রিয় এ মেশিন সানফ্রান্সিসকোতে স্থাপন করেছে। আটতলা ভবনে ২৭টি গাড়ি সাজিয়ে রাখা আছে। ক্রেতাদের সন্তুষ্টির জন্য তাদের ভান্ডারে মোট ৭০ হাজার গাড়ি রয়েছে। রিকন্ডিশন গাড়ির বাজারের অনেকখানি দখল করে আছে এ প্রতিষ্ঠান। অবশ্য সিঙ্গাপুরের অটোবাহন মোটর কোম্পানি সেই ২০১৬ সালের ডিসেম্বর মাস থেকেই গাড়ির এমন ভেন্ডিং মেশিন চালু করেছে। তাদের সেই ১৫ তলা সমান ভেন্ডিং মেশিনে সাজিয়ে রাখা আছে নামকরা ব্র্যান্ডের বিলাসবহুল গাড়ির বিশাল এক বহর।
মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, আরব আমিরাত, চীন ও সিঙ্গাপুরে গাড়ি বিক্রির এমন ব্যবস্থা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।গাড়ির ভেন্ডিং মেশিনের পক্ষে যুক্তি হচ্ছে যে উন্নত প্রযুক্তির এ সময়ে প্রযুক্তি কাজে লাগিয়ে খুব সহজে ক্রেতার কাছে পৌঁছে যাওয়া যায়। বিক্রেতা ও ক্রেতার সময় আর অর্থ সাশ্রয় হয়। তা ছাড়া বেশ উঁচু এ যন্ত্র খুব অল্প জায়গা দখল করে। সে কারণে বড় শহরগুলোতে স্থানসংকটের কারণ হয় না।
লন্ডনে পোস্টকার্ড বিক্রি করার জন্য প্রথম আধুনিক ভেন্ডিং মেশিন বসানো হয় ১৮৮০ সালে। আর ১৮৮৮ সালে থমাস অ্যাডাম গাম কোম্পানি নিউইয়র্ক সিটির ট্রেন প্ল্যাটফর্মে স্থাপন করে যুক্তরাষ্ট্রের প্রথম স্বয়ংক্রিয় বিক্রয় যন্ত্র। ১৯৭০ সালে আসারি ইন্ডাস্ট্রিজ অব ডালাস যে ভেন্ডিং মেশিন প্রদর্শন করে, সেটিতে কয়েন ঢোকালে ‘থ্যাংক ইউ’ বলে উঠত। সেই যন্ত্র ছিল প্রথম কথা বলা বিক্রয় মেশিন, নাম দেওয়া হয়েছিল ‘ভেন্ডা টকার’।
মার্কেট ইন্টেলিজেন্স ফার্ম সিমিলার ওয়েবের মতে, প্রতিদিনের সক্রিয় ব্যবহারকারীদের দিক থেকে থ্রেডসের সঙ্গে প্রতিযোগিতা করছে ব্লুস্কাই। বর্তমানে ব্লুস্কাইয়ের অ্যাপটি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অ্যাপল অ্যাপ স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড করা অ্যাপ। এরপরেই রয়েছে থ্রেডস।
১৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানি ভ্যালে শহরে অত্যাধুনিক ও পরিবেশবান্ধব পাঁচতলা অফিস ভবন তৈরি করেছে টেক জায়ান্ট গুগল। এই ভবনের বিশেষত্ব হলো—এটি তৈরিতে প্রথমবারের মতো ‘মাস টিম্বার’ ব্যবহার করেছে কোম্পানিটি। কাঠ বিভিন্নভাবে প্রক্রিয়াকরণের মাধ্যমে মাস টিম্বার তৈরি করা হয়। তাই ভবনটি...
২ দিন আগেপাশ্চাত্যে উৎসবের মৌসুমে বা নতুন বছর আসার আগে প্রায় সবাই ছুটি উপভোগ করেন। এই সময়টিতে পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানো, বিশ্রাম নেওয়া এবং গত বছরের কঠিন কাজের চাপ থেকে মুক্তি পাওয়া একটি সাধারণ বিষয়। অনেক কোম্পানি এসময় কর্মীদের ছুটি দেয়, যাতে তারা শারীরিক এবং মানসিকভাবে পুনরুজ্জীবিত হতে পারে। তবে এ
২ দিন আগেদৈনন্দিন জীবনে ব্যবহারে জন্য টেকসই স্মার্টফোনের চাহিদা অনেক বেশি। এজন্য মিড রেঞ্জের টেকসই স্মার্টফোন ‘অনার এক্স ৯ সি’ উন্মোচন করেছে অনার। এই মডেল গত অক্টোবর মাসে লঞ্চ হওয়া এক্স ৯ বি–এর উত্তরসূরি। ফোনটি হাত থেকে পড়ে গেলেও অক্ষত থাকবে বলে কোম্পানিটি দাবি করছে। ফোনটির ব্যাটারি চার্জ ২ শতাংশে নেমে আসে ত
২ দিন আগে