অনলাইন ডেস্ক
টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্কের সমালোচনা করায় বেশ কয়েকজন সাংবাদিকের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ হওয়া অ্যাকাউন্টগুলো দ্য নিউইয়র্ক টাইমস, সিএনএন ও ওয়াশিংটন পোস্টের প্রতিবেদকসহ আরও বেশ কয়েকজন সাংবাদিকের বলে জানা গেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁরা নিজেদের অ্যাকাউন্ট বন্ধ দেখতে পান। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি আজ শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
টুইটারের একজন মুখপাত্র প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জকে বলেছেন, ‘নিষেধাজ্ঞাটি লোকেশন ডেটার লাইভ শেয়ারিংয়ের সঙ্গে সম্পর্কিত।’
টুইটার অ্যাকাউন্ট বন্ধ হওয়া সাংবাদিকের তালিকায় দ্য ইন্টারসেপ্টের মিচা লি. ম্যাশেবলের ম্যাট বাইন্ডার ও ফ্রিল্যান্স সাংবাদিক অ্যারন রুপার এবং টনি ওয়েবস্টারও রয়েছেন।
দ্য নিউইয়র্ক টাইমসের একজন মুখপাত্র টুইটারের এই পদক্ষেপকে ‘সন্দেহজনক ও দুর্ভাগ্যজনক’ বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, ‘যাঁদের অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে, তাঁরা কেউই এই পদক্ষেপের কোনো ব্যাখ্যা পাননি।’
সিএনএন বলেছে, বেশ কয়েকজন সাংবাদিকের অ্যাকাউন্ট অযৌক্তিকভাবে বন্ধ করা উদ্বেগজনক, তবে আশ্চর্যজনক নয়। সিএনএন কর্তৃপক্ষ টুইটারের কাছে এই পদক্ষেপের ব্যাখ্যা চেয়েছে।
সিএনএনের সাংবাদিক ডনি ও’সুলিভানের অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে। তিনি বলেছেন, ‘টুইটারের এই পদক্ষেপ সাংবাদিকদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, বিশেষ করে যাঁরা মাস্কের অন্যান্য কোম্পানির সমালোচনা করে থাকেন।’
এসব অ্যাকাউন্ট বন্ধ করার পদক্ষেপের ব্যাপারে ইলন মাস্ক সরাসরি কোনো মন্তব্য করেননি। তবে এক টুইটার পোস্টে তিনি বলেছেন, ‘সারা দিন আমার সমালোচনা করা অবশ্যই ভালো। তবে আমার লোকেশন ট্র্যাক করা এবং আমার পরিবারকে বিপন্ন করা নিশ্চয় ভালো কাজ নয়।’
টুইটারের ট্রাস্ট অ্যান্ড সেফটি বিভাগের প্রধান এলা আরউইন দ্য ভার্জকে বলেছেন, ‘গত বুধবার চালু হওয়া একটি নতুন প্রবিধানের অধীনে অ্যাকাউন্টগুলো নিষিদ্ধ করা হয়েছে। এই নতুন বিধানে লাইভ লোকেশনের তথ্য সরাসরি টুইটারে শেয়ার করা বা ইউআরএল লিংক শেয়ার করা নিষিদ্ধ করা হয়েছে।’
এলা আরউইন আরও বলেছেন, ‘কোনো নির্দিষ্ট অ্যাকাউন্টের বিষয়ে মন্তব্য না করে আমি এটুকু বলতে পারি, যেসব অ্যাকাউন্ট টুইটারের গোপনীয়তা নীতি লঙ্ঘন করবে এবং অন্যান্য ব্যবহারকারীকে ঝুঁকির মধ্যে ফেলবে, তাদের অ্যাকাউন্ট স্থগিত করা হবে। কোনো সাংবাদিক বা অন্য কারও জন্য এই নিয়মের ব্যতিক্রম হবে না।’
ইলন মাস্কের ব্যক্তিগত উড়োজাহাজে অনলাইন নজরদারি করার জন্য ‘ইলনজেট’ নামের অ্যাকাউন্টটি গত বুধবার স্থগিত করা হয়েছে। এটি ব্যবহার করতেন জ্যাক সুইনি নামের ২০ বছর বয়সী এক তরুণ। ইলন মাস্ক তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন। মাস্কের এ ঘোষণার পরদিনই সাংবাদিকদের অ্যাকাউন্টগুলো বন্ধ করা হলো।
টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্কের সমালোচনা করায় বেশ কয়েকজন সাংবাদিকের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ হওয়া অ্যাকাউন্টগুলো দ্য নিউইয়র্ক টাইমস, সিএনএন ও ওয়াশিংটন পোস্টের প্রতিবেদকসহ আরও বেশ কয়েকজন সাংবাদিকের বলে জানা গেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁরা নিজেদের অ্যাকাউন্ট বন্ধ দেখতে পান। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি আজ শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
টুইটারের একজন মুখপাত্র প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জকে বলেছেন, ‘নিষেধাজ্ঞাটি লোকেশন ডেটার লাইভ শেয়ারিংয়ের সঙ্গে সম্পর্কিত।’
টুইটার অ্যাকাউন্ট বন্ধ হওয়া সাংবাদিকের তালিকায় দ্য ইন্টারসেপ্টের মিচা লি. ম্যাশেবলের ম্যাট বাইন্ডার ও ফ্রিল্যান্স সাংবাদিক অ্যারন রুপার এবং টনি ওয়েবস্টারও রয়েছেন।
দ্য নিউইয়র্ক টাইমসের একজন মুখপাত্র টুইটারের এই পদক্ষেপকে ‘সন্দেহজনক ও দুর্ভাগ্যজনক’ বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, ‘যাঁদের অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে, তাঁরা কেউই এই পদক্ষেপের কোনো ব্যাখ্যা পাননি।’
সিএনএন বলেছে, বেশ কয়েকজন সাংবাদিকের অ্যাকাউন্ট অযৌক্তিকভাবে বন্ধ করা উদ্বেগজনক, তবে আশ্চর্যজনক নয়। সিএনএন কর্তৃপক্ষ টুইটারের কাছে এই পদক্ষেপের ব্যাখ্যা চেয়েছে।
সিএনএনের সাংবাদিক ডনি ও’সুলিভানের অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে। তিনি বলেছেন, ‘টুইটারের এই পদক্ষেপ সাংবাদিকদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, বিশেষ করে যাঁরা মাস্কের অন্যান্য কোম্পানির সমালোচনা করে থাকেন।’
এসব অ্যাকাউন্ট বন্ধ করার পদক্ষেপের ব্যাপারে ইলন মাস্ক সরাসরি কোনো মন্তব্য করেননি। তবে এক টুইটার পোস্টে তিনি বলেছেন, ‘সারা দিন আমার সমালোচনা করা অবশ্যই ভালো। তবে আমার লোকেশন ট্র্যাক করা এবং আমার পরিবারকে বিপন্ন করা নিশ্চয় ভালো কাজ নয়।’
টুইটারের ট্রাস্ট অ্যান্ড সেফটি বিভাগের প্রধান এলা আরউইন দ্য ভার্জকে বলেছেন, ‘গত বুধবার চালু হওয়া একটি নতুন প্রবিধানের অধীনে অ্যাকাউন্টগুলো নিষিদ্ধ করা হয়েছে। এই নতুন বিধানে লাইভ লোকেশনের তথ্য সরাসরি টুইটারে শেয়ার করা বা ইউআরএল লিংক শেয়ার করা নিষিদ্ধ করা হয়েছে।’
এলা আরউইন আরও বলেছেন, ‘কোনো নির্দিষ্ট অ্যাকাউন্টের বিষয়ে মন্তব্য না করে আমি এটুকু বলতে পারি, যেসব অ্যাকাউন্ট টুইটারের গোপনীয়তা নীতি লঙ্ঘন করবে এবং অন্যান্য ব্যবহারকারীকে ঝুঁকির মধ্যে ফেলবে, তাদের অ্যাকাউন্ট স্থগিত করা হবে। কোনো সাংবাদিক বা অন্য কারও জন্য এই নিয়মের ব্যতিক্রম হবে না।’
ইলন মাস্কের ব্যক্তিগত উড়োজাহাজে অনলাইন নজরদারি করার জন্য ‘ইলনজেট’ নামের অ্যাকাউন্টটি গত বুধবার স্থগিত করা হয়েছে। এটি ব্যবহার করতেন জ্যাক সুইনি নামের ২০ বছর বয়সী এক তরুণ। ইলন মাস্ক তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন। মাস্কের এ ঘোষণার পরদিনই সাংবাদিকদের অ্যাকাউন্টগুলো বন্ধ করা হলো।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানি ভ্যালে শহরে অত্যাধুনিক ও পরিবেশবান্ধব পাঁচতলা অফিস ভবন তৈরি করেছে টেক জায়ান্ট গুগল। এই ভবনের বিশেষত্ব হলো—এটি তৈরিতে প্রথমবারের মতো ‘মাস টিম্বার’ ব্যবহার করেছে কোম্পানিটি। কাঠ বিভিন্নভাবে প্রক্রিয়াকরণের মাধ্যমে মাস টিম্বার তৈরি করা হয়। তাই ভবনটি...
১ দিন আগেপাশ্চাত্যে উৎসবের মৌসুমে বা নতুন বছর আসার আগে প্রায় সবাই ছুটি উপভোগ করেন। এই সময়টিতে পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানো, বিশ্রাম নেওয়া এবং গত বছরের কঠিন কাজের চাপ থেকে মুক্তি পাওয়া একটি সাধারণ বিষয়। অনেক কোম্পানি এসময় কর্মীদের ছুটি দেয়, যাতে তারা শারীরিক এবং মানসিকভাবে পুনরুজ্জীবিত হতে পারে। তবে এ
১ দিন আগেদৈনন্দিন জীবনে ব্যবহারে জন্য টেকসই স্মার্টফোনের চাহিদা অনেক বেশি। এজন্য মিড রেঞ্জের টেকসই স্মার্টফোন ‘অনার এক্স ৯ সি’ উন্মোচন করেছে অনার। এই মডেল গত অক্টোবর মাসে লঞ্চ হওয়া এক্স ৯ বি–এর উত্তরসূরি। ফোনটি হাত থেকে পড়ে গেলেও অক্ষত থাকবে বলে কোম্পানিটি দাবি করছে। ফোনটির ব্যাটারি চার্জ ২ শতাংশে নেমে আসে ত
১ দিন আগেইলন মাস্কের মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম এক্স–এর মতো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ফিচার নিয়ে পরীক্ষা নিয়ে করছে মেটার থ্রেডস। ফিচারটি এআই ব্যবহার করে ট্রেন্ডিং বিষয়গুলো সারসংক্ষেপ তৈরি করে দেবে।
১ দিন আগে