বাজারে গ্রাফিকস কার্ডের ৯০ শতাংশই এনভিডিয়ার

অনলাইন ডেস্ক    
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৪, ০৯: ১৯
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ১০: ২৫
উদ্ভাবন এবং উৎপাদন ক্ষমতা দিয়ে প্রতিদ্বন্দ্বীদের অনেকটাই পেছনে ফেলে দিয়েছে এনভিডিয়া।ছবি: এনভিডিয়া

চলতি বছরের তৃতীয় ত্রৈমাসিকে (জুলাই–সেপ্টেম্বর) এক নজিরবিহীন সাফল্য অর্জন করেছে এনভিডিয়া। গ্রাফিকস কার্ড বা জিপিইউ বাজারের ৯০ শতাংশ শেয়ার কোম্পানিটির দখলে। মার্কেট রিসার্চ প্রতিষ্ঠান জন পেডি রিসার্চ অনুযায়ী, বর্তমান পরিস্থিতি এএমডি ও ইন্টেল প্রতিদ্বন্দ্বীদের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং। কারণ এই সময়ে ইন্টেলের শেয়ার ১০ শতাংশ কমেছে, আর ইন্টেলের অবস্থাও খুব একটা পরিবর্তিত হয়নি।

এই বছরে গ্রাফিকস কার্ড ইউনিটের সরবরাহ কমেছে ৭ দশমিক ৯ শতাংশ এবং ত্রৈমাসিক ভিত্তিতে তা ১৪ দশমিক ৫ শতাংশ হ্রাস পেয়েছে। তবে এই অবস্থায়ও এনভিডিয়া তার অবস্থান আরও শক্তিশালী করেছে।

বিশেষজ্ঞরা বলছেন, গ্রাহকেরা নতুন প্রজন্মের গ্রাফিকস কার্ডের এর জন্য অপেক্ষা করছেন, যেমন এনভিডিয়ার আরটিএক্স ৫০ সিরিজ এবং এএমডি এর আরএক্স ৮০০০ সিরিজ। এই দুটি জিপিইউ–এর মডেল উন্মোচনের মাধ্যমে আগামী বছরে বাজারে প্রাণ ফিরে আসবে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, এএমডি এর জন্য বিপদ বাড়ছে। কারণ ২০০৬ সালে কানাডার প্রযুক্তি কোম্পানি এটিআই–কে অধিগ্রহণের পর থেকে প্রতিষ্ঠানটি গ্রাফিকস কার্ডের বাজারে ক্রমেই পিছিয়ে পড়ছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, যদি এএমডি দ্রুত কৌশলগত পরিবর্তন না আনে, তবে এটি আরও সংকটের মুখে পড়তে পারে। অপরদিকে এনভিডিয়া তার উদ্ভাবন এবং উৎপাদন ক্ষমতা দিয়ে প্রতিদ্বন্দ্বীদের অনেকটাই পেছনে ফেলে দিয়েছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক চিপ তৈরির মাধ্যমে।

এএমডি এবং ইন্টেল এর জন্য বর্তমান সময়কে সঠিকভাবে কাজে লাগানো খুবই গুরুত্বপূর্ণ। গ্রাফিকস কার্ডের বাজারে জন্য কৌশলগত দিকনির্দেশনা প্রয়োজন কোম্পানি দুটির। এনভিডিয়ার বাজারে আধিপত্য বজায় থাকলে, উদ্ভাবন এবং মূল্য নির্ধারণের ক্ষেত্রে কোম্পানিটি প্রভাব বিস্তার করবে।

এনভিডিয়া এখনো জিপিইউ বাজারে সর্বোচ্চ শেয়ার ধরে রেখেছে। ২০২৪ সালের তৃতীয় ত্রৈমাসিকে কোম্পানিটির শেয়ার পূর্ববর্তী ত্রৈমাসিকের (এপ্রিল–জুন) চেয়ে ২ শতাংশ বেড়েছে। এর ফলে, ২০২৩ সালের তৃতীয় ত্রৈমাসিকের তুলনায় এনভিডিয়া শেয়ার এখন ৮ শতাংশ বেশি। এর ফলে, ইন্টেল এবং এএমডি এর শেয়ার অনেকটাই সংকুচিত হয়েছে।

সামগ্রিক গ্রাফিকস কার্ডের বিক্রি আগামী বছরগুলোতে সম্ভবত অনেক কমে যেতে পারে বলে প্রযুক্তি বিশ্লেষকেরা মনে করছেন।

তথ্যসূত্র: ইয়াহু ফাইন্যান্স

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইসরায়েলের ‘হৃৎপিণ্ড’ তেল আবিবে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

সাগরে নিম্নচাপ, কত দিন বৃষ্টি হতে পারে জানাল আবহাওয়া দপ্তর

শেখ মুজিব ও জিয়াউর রহমান যার যার স্থানে শ্রেষ্ঠ: গয়েশ্বর

র‌্যাব বাতিলের সরকারি সিদ্ধান্তের অপেক্ষায় আছি: নূর খান লিটন

হাসিনার আমলে রাশিয়ার সঙ্গে ১০০ কোটি ডলারের অস্ত্র চুক্তি, জড়াল টিউলিপের নামও

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত