ইনস্টাগ্রাম স্টোরির ব্যাকগ্রাউন্ড রং পরিবর্তন করবেন যেভাবে 

অনলাইন ডেস্ক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৪, ০৯: ৫৯
আপডেট : ৩১ আগস্ট ২০২৪, ১১: ২৬

ইনস্টাগ্রাম স্টোরি অনেক সৃজনশীলভাবে পোস্ট করা যায়। স্টোরিতে ছবি, লিংক, স্টিকার এমনকি মিউজিকও যোগ করার সুযোগ রয়েছে। তবে স্টোরি কনটেন্টের জন্য একটি খালি ক্যানভাসের প্রয়োজন হলে কীভাবে ইনস্টাগ্রাম স্টোরির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে হয়, তা জানতে হবে। এটি খুবই সহজ একটি প্রক্রিয়া। 

স্টোরির ব্যাকগ্রাউন্ড রং পরিবর্তন কেন করবেন 
ইনস্টাগ্রাম স্টোরিকে আকর্ষণীয় দেখাতে চাইলে ব্যাকগ্রাউন্ডের রং বদলাতে পারেন। ব্র্যান্ডের থিম অনুযায়ী ব্যাকগ্রাউন্ড রং দিয়ে স্টোরি প্রকাশের মাধ্যমে ছবিগুলো আরও দৃষ্টিনন্দন হয়। অনুসারীদের বেশি নজর কাড়ে এ ধরনের স্টোরি। ফলে অ্যাকাউন্টে এনগেজমেন্টও বাড়ে। 

এ ছাড়া একই ধরনের স্টোরির প্যাটার্ন দেখতে ফোয়ারা বিরক্ত হতে পারে। তাই দ্রুত সোয়াইপ করতে পারে। নিত্যনতুন ব্যাকগ্রাউন্ড রং পরিবর্তনের মাধ্যমে স্টোরি দেখতে সবাই আগ্রহী হবে। সেই ব্যাকগ্রাউন্ড কোনো একটি রং বা একাধিক রঙের মিশ্রণেই হোক না কেন। তবে ব্যাকগ্রাউন্ডগুলো আপনার কনটেন্টের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। 

এরপর ডান পাশে কোনায় থাকা তিন ডট (...) বাটনে ট্যাপ করুনস্টোরির ব্যাকগ্রাউন্ড রং পরিবর্তন করবেন যেভাবে

১. স্মার্টফোন থেকে ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটি খুলুন। 
২. স্টোরি তৈরি করার জন্য স্ক্রিনের ওপরের বাম দিকে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করুন অথবা স্ক্রিনটি ডান দিক থেকে সোয়াইপ করুন বা টানুন। 
৩. এখন কোনো ছবি নির্বাচন করুন বা নতুন ছবি তুলুন। 
৪. এরপর ডান পাশে কোনায় থাকা তিন ডট (...) বাটনে ট্যাপ করুন। ফলে ছোট একটি মেনু চালু হবে। 
৫. মেনু থেকে ‘ড্র’ বাটনে ট্যাপ করুন। 
৬. নিচের দিকে কতগুলো রঙের অপশন দেখাবে। সেখান থেকে পছন্দমতো রং নির্বাচন করুন। 
অথবা ছবির কোনো রং নির্বাচন করতে নিচের ড্রপার আইকোনে ট্যাপ করুন এবং ছবির যেকোনো অংশের ওপর চাপ দিয়ে ধরে রাখুন। 
৭. রং নির্বাচন হওয়ার পর ছবির ওপরে ট্যাপ করলে পুরো ব্যাকগ্রাউন্ডে সেই রং দেখা যাবে। 
৮. এরপর ওপরের ডান পাশে থাকা টিক চিহ্নতে ট্যাপ করুন। এরপর পছন্দের মতো স্টিকার ও টেক্সট যুক্ত করুন। যদি ওই ব্যাকগ্রাউন্ডের ওপর কোনো ছবি যুক্ত করতে চান তাহলে স্টিকার আইকোনে ট্যাপ করুন ও ফটো অপশন খুঁজে বের করুন। এই অপশনে ট্যাপ করে গ্যালারি থেকে ছবি যুক্ত করতে পারবেন। 

স্টোরি এডিট শেষ হলে নিচের ডান দিকে থাকা তীর চিহ্নে ট্যাপ করুন ও শেয়ার করুন। 

তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড অথোরিটি

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত