অনলাইন ডেস্ক
প্রযুক্তির দুনিয়ায় একের পর এক নতুন উদ্ভাবন নিয়ে আসছে হোয়াটসঅ্যাপের মূল কোম্পানি মেটা। এবার হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক আকর্ষণীয় ফিচার নিয়ে আসছে কোম্পানিটি। অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য নতুন ‘টু–ওয়ে’ ভয়েস চ্যাট ফিচার যুক্ত করবে হোয়াটসঅ্যাপ।
এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা মেটা এআই চ্যাটবটের সঙ্গে কণ্ঠের মাধ্যমে কথা বলতে পারবেন। সেই সঙ্গে ফিচারটি ব্যবহারের সময় জনপ্রিয় তারকাসহ নিজেদের পছন্দমতো বেশ কিছু কণ্ঠস্বরও বেছে নেওয়ার সুযোগ দিচ্ছে মেটা।
ফিচারটি সম্পর্কে বিস্তারিত জানিয়েছে হোয়াটসঅ্যাপের বিভিন্ন ফিচারের তথ্য প্রদানকারী ওয়েবসাইট ডব্লিউএবেটাইনফো। মেটা এআই ভয়েস মোড মানুষের মতোই ব্যবহারকারীদের সঙ্গে কথা বলতে পারবে।
নতুন ফিচারটি হোয়াটসঅ্যাপের বেটা সংস্করণ ২.২৪. ১৯.৩২-এ দেখা গেছে। তবে ফিচারটি এখনো সাধারণ ব্যবহারকারীদের জন্য চালু করা হয়নি এবং গুগল বেটা প্রোগ্রামের সদস্যরাও এটি দেখতে পারছে না।
প্রতিবেদন অনুসারে, মেটা এআই ভয়েস মোডে বেশ কিছু কণ্ঠ যুক্ত করা হবে, যার মধ্যে তিন ধরনের ব্রিটিশ ও দুই রকমের মার্কিন কণ্ঠস্বর থাকবে। এ ছাড়া কিছু বিখ্যাত ব্যক্তির কণ্ঠস্বরও এই ফিচারে অন্তর্ভুক্ত হবে। যদিও এসব ব্যক্তির নাম এখনো প্রকাশ করা হয়নি, তবে সম্ভবত কণ্ঠস্বরগুলো ইনফ্লুয়েন্সার বা তারকাদের হতে পারে।
ডব্লিউএবেটাইনফো ফিচারটি নিয়ে একটি স্ক্রিনশট প্রকাশ করেছে। বিভিন্ন পিচ, টোনালিটি ও উচ্চারণের ভঙ্গি অনুযায়ী এসব কণ্ঠ থাকবে, যা ব্যবহারকারীদের এক বিশেষ অভিজ্ঞতা দেবে। অনেকটা চ্যাটজিপিটির চ্যাটবটের ভয়েস মোডের মতো।
মেটা গত বছর মেসেঞ্জারে কয়েকটি কাস্টম এআই চ্যাটবট চালু করেছিল, যা বিভিন্ন জনপ্রিয় ব্যক্তিদের ব্যক্তিত্বের ওপর ভিত্তি করে তৈরি হয়েছিল। হোয়াটসঅ্যাপের নতুন কণ্ঠ মোড সম্ভবত সেই প্রকল্পের সম্প্রসারণ।
অন্যদিকে আগের একটি প্রতিবেদনে মেটা এআই ভয়েসমোডের ইন্টারফেসেরও প্রকাশ পেয়েছিল। ফিচারটি সক্রিয় করলে নিচের প্যানেলে ‘মেটা এআই’ লেখা দেখা যাবে এবং কেন্দ্রস্থলে একটি নীল রিং আইকন থাকবে।
এদিকে গ্রুপ কলিং ফিচারেও পরিবর্তন আনছে হোয়াটসঅ্যাপ। এতদিন হোয়াটসঅ্যাপে গ্রুপ কলিংয়ের ক্ষেত্রে ফোন এলে গ্রুপের সব সদস্যের ফোনে রিংটোন বাজত। তবে এই বিরক্তিকর সমস্যা দূর করছে হোয়াটসঅ্যাপ। এবার লিংকের মাধ্যমে যুক্ত হওয়া যাবে গ্রুপ কলিংয়ে।
তথ্যসূত্র: ৩৬০ গ্যাজেটস
প্রযুক্তির দুনিয়ায় একের পর এক নতুন উদ্ভাবন নিয়ে আসছে হোয়াটসঅ্যাপের মূল কোম্পানি মেটা। এবার হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক আকর্ষণীয় ফিচার নিয়ে আসছে কোম্পানিটি। অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য নতুন ‘টু–ওয়ে’ ভয়েস চ্যাট ফিচার যুক্ত করবে হোয়াটসঅ্যাপ।
এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা মেটা এআই চ্যাটবটের সঙ্গে কণ্ঠের মাধ্যমে কথা বলতে পারবেন। সেই সঙ্গে ফিচারটি ব্যবহারের সময় জনপ্রিয় তারকাসহ নিজেদের পছন্দমতো বেশ কিছু কণ্ঠস্বরও বেছে নেওয়ার সুযোগ দিচ্ছে মেটা।
ফিচারটি সম্পর্কে বিস্তারিত জানিয়েছে হোয়াটসঅ্যাপের বিভিন্ন ফিচারের তথ্য প্রদানকারী ওয়েবসাইট ডব্লিউএবেটাইনফো। মেটা এআই ভয়েস মোড মানুষের মতোই ব্যবহারকারীদের সঙ্গে কথা বলতে পারবে।
নতুন ফিচারটি হোয়াটসঅ্যাপের বেটা সংস্করণ ২.২৪. ১৯.৩২-এ দেখা গেছে। তবে ফিচারটি এখনো সাধারণ ব্যবহারকারীদের জন্য চালু করা হয়নি এবং গুগল বেটা প্রোগ্রামের সদস্যরাও এটি দেখতে পারছে না।
প্রতিবেদন অনুসারে, মেটা এআই ভয়েস মোডে বেশ কিছু কণ্ঠ যুক্ত করা হবে, যার মধ্যে তিন ধরনের ব্রিটিশ ও দুই রকমের মার্কিন কণ্ঠস্বর থাকবে। এ ছাড়া কিছু বিখ্যাত ব্যক্তির কণ্ঠস্বরও এই ফিচারে অন্তর্ভুক্ত হবে। যদিও এসব ব্যক্তির নাম এখনো প্রকাশ করা হয়নি, তবে সম্ভবত কণ্ঠস্বরগুলো ইনফ্লুয়েন্সার বা তারকাদের হতে পারে।
ডব্লিউএবেটাইনফো ফিচারটি নিয়ে একটি স্ক্রিনশট প্রকাশ করেছে। বিভিন্ন পিচ, টোনালিটি ও উচ্চারণের ভঙ্গি অনুযায়ী এসব কণ্ঠ থাকবে, যা ব্যবহারকারীদের এক বিশেষ অভিজ্ঞতা দেবে। অনেকটা চ্যাটজিপিটির চ্যাটবটের ভয়েস মোডের মতো।
মেটা গত বছর মেসেঞ্জারে কয়েকটি কাস্টম এআই চ্যাটবট চালু করেছিল, যা বিভিন্ন জনপ্রিয় ব্যক্তিদের ব্যক্তিত্বের ওপর ভিত্তি করে তৈরি হয়েছিল। হোয়াটসঅ্যাপের নতুন কণ্ঠ মোড সম্ভবত সেই প্রকল্পের সম্প্রসারণ।
অন্যদিকে আগের একটি প্রতিবেদনে মেটা এআই ভয়েসমোডের ইন্টারফেসেরও প্রকাশ পেয়েছিল। ফিচারটি সক্রিয় করলে নিচের প্যানেলে ‘মেটা এআই’ লেখা দেখা যাবে এবং কেন্দ্রস্থলে একটি নীল রিং আইকন থাকবে।
এদিকে গ্রুপ কলিং ফিচারেও পরিবর্তন আনছে হোয়াটসঅ্যাপ। এতদিন হোয়াটসঅ্যাপে গ্রুপ কলিংয়ের ক্ষেত্রে ফোন এলে গ্রুপের সব সদস্যের ফোনে রিংটোন বাজত। তবে এই বিরক্তিকর সমস্যা দূর করছে হোয়াটসঅ্যাপ। এবার লিংকের মাধ্যমে যুক্ত হওয়া যাবে গ্রুপ কলিংয়ে।
তথ্যসূত্র: ৩৬০ গ্যাজেটস
বিশ্বব্যাপী নতুন সিরিজ ফাইন্ড এক্স ৮ উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা অপো। এই সিরিজে অপো ফাইন্ড এক্স ও অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেল দুটি অন্তর্ভুক্ত রয়েছে। মডেল দুটিতেই ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। তবে অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেলে আইফোনের মতো ক্যামেরা বাটন যুক্ত করা হয়েছে। সিরিজটিতে মিডিয়াটেক
১২ ঘণ্টা আগেবৈদ্যুতিক গাড়ির জন্য সলিড স্টেট ব্যাটারি ব্যাপক পরিমাণে তৈরি করবে হোন্ডা। এ জন্য জাপানে একটি উৎপাদন কেন্দ্র তৈরি করেছে কোম্পানিটি। এখানে ব্যাটারিটি তৈরি পরিকল্পনাটি পরীক্ষা–নিরীক্ষা করা হবে। এই পরিকল্পনা কম খরচে ও টেকসই ব্যাটারি তৈরিতে সহায়ক হবে।
১৪ ঘণ্টা আগেম্যাসেজিং প্ল্যাটফর্ম মেসেঞ্জারে একযোগে বেশ কিছু ফিচার যুক্ত করেছে মেটা। ফিচারগুলো ভিডিও কল ও অডিও কলের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। নতুন আপডেটের মাধ্যমে মেসেঞ্জারে নয়েজ সারপ্রেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ব্যাকগ্রাউন্ড, এইচডি ভিডিও কল এবং হ্যান্ডস ফ্রি কলিংয়ের মতো ফিচার পাওয়া যাবে। এক ব্লগ প
১৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের সরকার যেন অ্যাপলের বিরুদ্ধে দায়ের করা অ্যান্টিট্রাস্ট বা প্রতিযোগিতা মামলা খারিজ করে, এ জন্য ফেডারেল বিচারককে অনুরোধ করেছে কোম্পানিটি। টেক জায়ান্টটি বলছে, তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাটি কাল্পনিক এবং অ্যাপল একচেটিয়া আধিপত্য বিস্তার করে তা প্রমাণ করতে পারেনি যুক্তরাষ্ট্রের সরকার।
১৬ ঘণ্টা আগে