Ajker Patrika

স্যামসাং টি৭ শিল্ডে ফাইল ট্রান্সফার করা যাবে ঝড়ের গতিতে

অনিন্দ্য চৌধুরী অর্ণব
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৯: ০০
স্যামসাং টি৭ শিল্ডে ফাইল ট্রান্সফার করা যাবে ঝড়ের গতিতে

প্রথমে হুবহু সাবানের বারের মতো দেখায়! আসলে তা নয়। এটি স্যামসাং নতুন পোর্টেবল সলিড-স্টেট ড্রাইভ টি৭ শিল্ড। এ নতুন এসএসডি স্টোরেজ ডিভাইসটি টেকসই। আবহাওয়ার চরম পরিস্থিতিতেও টি৭ শিল্ড পিএসএসডি ব্যবহার করা যাবে, ডিভাইসটি সব ফাইল ও কাজকে সুরক্ষিত রাখবে। তবে রয়েছে কিছু শর্ত।

নতুন এই স্যামসাং স্টোরেজ ডিভাইসে ১ টেরাবাইট এবং ২ টেরাবাইট স্টোরেজ ক্যাপাসিটি রয়েছে। ইউএসবির মাধ্যমে এটি চার্জ করা যাবে। পানি ও ধুলাবালি থেকে সুরক্ষিত রাখতে পি৬৫ রেটিং পাওয়া এই এসএসডি স্টোরেজ। ল্যাপটপ, গেমিং কনসোল, ট্যাবলেট, স্মার্টফোনসহ একাধিক গ্যাজেটের সঙ্গে কম্প্যাটিবল এটি। নীল, কালো ও সাদা—মোট তিনটি রঙে পাওয়া যাবে স্যামসাং পোর্টেবল সলিড-স্টেট ড্রাইভ টি৭ শিল্ড স্টোরেজ ডিভাইসটি।

সুপার ফাস্ট গতিতে ফাইল স্থানান্তর করতে পারে স্টোরেজ ডিভাইসটি। এটি ১ হাজার ৫০ এমবি/এস-এ ফাইল রিড করতে পারে এবং ১ হাজার এমবি/এস-এ ফাইল রাইট করতে পারে। স্যামসাংয়ের তরফে বলা হচ্ছে, সাধারণত যেসব এক্সটার্নাল এইচডিডি ডিভাইস আমরা দেখতে পাই, সেগুলো থেকে অন্তত ৯ দশমিক ৫ গুণ দ্রুত ফাইল ট্রান্সফারে দক্ষ ডিভাইসটি।

এই এসএসডি স্টোরেজ ডিভাইসটি ব্যবহার করলে যেকোনো ফাইল ট্রান্সফারে সুরক্ষা পাওয়া যাবে। কারণ, এটি পাসওয়ার্ড প্রোটেক্টেড। ম্যাক থেকে শুরু করে যেকোনো অ্যান্ড্রয়েড ডিভাইস, গেমিং কনসোলসহ আরও অনেক কিছুর সঙ্গে পেয়ার করা যেতে পারে স্যামসাং পোর্টেবল সলিড-স্টেট ড্রাইভ টি৭ শিল্ড। এটি বহনযোগ্য। এর ওজন মাত্র ৯৮ গ্রাম। দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতায় এটি ৮৮×৫৯×১৩ মিলিমিটার। স্যামসাং টি৭ শিল্ড পিএসএসডি কিনতে গেলে এর ২ টিবি ভেরিয়েন্টের দাম পড়বে ৩৪ হাজার ৯৯৯ টাকা। সাদা, নীল ও কালো রঙের ১ টিবি ভেরিয়েন্টের দাম পড়বে প্রায় ১৭ হাজার টাকা।

তথ্যসূত্র: স্যামসাং

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত