অনলাইন ডেস্ক
টুইটারের নতুন প্রধান নির্বাহী ইলন মাস্ক বলেছেন, টুইটার প্রতিদিন অন্তত ৪০ লাখ ডলারের ক্ষতির মুখোমুখি হচ্ছে। তাই কর্মী ছাঁটাই না করে কোনো উপায় ছিল না। টুইটারের অভ্যন্তরীণ এক নথি থেকে জানা গেছে, প্রতিষ্ঠানটি প্রায় ৫০ শতাংশ কর্মীকে ছাঁটাই করেছে। সে ক্ষেত্রে প্রায় সাড়ে ৭ হাজার কর্মীর মধ্যে সাড়ে ৩ হাজারে বেশি কর্মীকে ছাঁটাই করা হয়েছে।
বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, টুইটারের এমন সিদ্ধান্ত নিয়ে সমালোচনা চলছে সর্বত্র। এমনকি টুইটারের চাকরিচ্যুত অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। আবার অনেকে আক্ষেপও প্রকাশ করেছেন। চাকরিচ্যুত হওয়াদের মধ্যে একজন হলেন টুইটারের পাবলিক পলিসি বিভাগের যুক্তরাষ্ট্র ও কানাডা অনুবিভাগের পরিচালক মিশেল অস্টিন। তিনি বলেছেন, ‘ঘুম থেকে জেগেই দেখি টুইটারের সঙ্গে আমার কাজ করার সময় শেষ হয়ে গেছে। আমার হৃদয় ভেঙে গেছে। আমিও বাদ পড়াদের তালিকায় পড়েছি।’
এর আগে গতকাল শুক্রবার ইলন মাস্ক এক টুইটে বলেছেন, ‘টুইটারের কর্মী ছাঁটাইয়ের বিষয়টি নিয়ে বলতে গেলে বলতে হয়, দুর্ভাগ্যজনকভাবে আর কোনো উপায় নেই। কারণ, আমাদের কোম্পানি প্রতিদিন প্রায় ৪০ লাখ ডলার ক্ষতির মুখোমুখি হচ্ছে।’ এ বিষয়ে এটিই টুইটারের প্রধান নির্বাহীর প্রথম মন্তব্য।
এদিকে ইলন মাস্ক টুইটার কেনার পর থেকে একের পর এক বিতর্ক তৈরি হচ্ছে। এরই মধ্যে টুইটারে নিষিদ্ধ অনেককে অ্যাকাউন্ট ফিরিয়ে দেওয়া হয়েছে। প্রতিক্রিয়ায় জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফক্সওয়াগন টুইটারে বিজ্ঞাপন স্থগিত করেছে। জেনারেল মোটরস, জেনারেল মিলসের মতো কোম্পানিও এমন পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছে।
শুক্রবার সকালে এ নিয়ে টুইট করেন ইলন মাস্ক। বিজ্ঞাপনদাতাদের ওপর অধিকারকর্মীদের চাপের কারণেই টুইটারের রাজস্ব ব্যাপকভাবে কমে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। মাস্ক লিখেন, ‘একেবারে যা তা অবস্থা! তারা (নাগরিক অধিকার গোষ্ঠীগুলো) আমেরিকায় বাক্স্বাধীনতা ধ্বংসের চেষ্টা করছে।’
টুইটারের নতুন প্রধান নির্বাহী ইলন মাস্ক বলেছেন, টুইটার প্রতিদিন অন্তত ৪০ লাখ ডলারের ক্ষতির মুখোমুখি হচ্ছে। তাই কর্মী ছাঁটাই না করে কোনো উপায় ছিল না। টুইটারের অভ্যন্তরীণ এক নথি থেকে জানা গেছে, প্রতিষ্ঠানটি প্রায় ৫০ শতাংশ কর্মীকে ছাঁটাই করেছে। সে ক্ষেত্রে প্রায় সাড়ে ৭ হাজার কর্মীর মধ্যে সাড়ে ৩ হাজারে বেশি কর্মীকে ছাঁটাই করা হয়েছে।
বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, টুইটারের এমন সিদ্ধান্ত নিয়ে সমালোচনা চলছে সর্বত্র। এমনকি টুইটারের চাকরিচ্যুত অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। আবার অনেকে আক্ষেপও প্রকাশ করেছেন। চাকরিচ্যুত হওয়াদের মধ্যে একজন হলেন টুইটারের পাবলিক পলিসি বিভাগের যুক্তরাষ্ট্র ও কানাডা অনুবিভাগের পরিচালক মিশেল অস্টিন। তিনি বলেছেন, ‘ঘুম থেকে জেগেই দেখি টুইটারের সঙ্গে আমার কাজ করার সময় শেষ হয়ে গেছে। আমার হৃদয় ভেঙে গেছে। আমিও বাদ পড়াদের তালিকায় পড়েছি।’
এর আগে গতকাল শুক্রবার ইলন মাস্ক এক টুইটে বলেছেন, ‘টুইটারের কর্মী ছাঁটাইয়ের বিষয়টি নিয়ে বলতে গেলে বলতে হয়, দুর্ভাগ্যজনকভাবে আর কোনো উপায় নেই। কারণ, আমাদের কোম্পানি প্রতিদিন প্রায় ৪০ লাখ ডলার ক্ষতির মুখোমুখি হচ্ছে।’ এ বিষয়ে এটিই টুইটারের প্রধান নির্বাহীর প্রথম মন্তব্য।
এদিকে ইলন মাস্ক টুইটার কেনার পর থেকে একের পর এক বিতর্ক তৈরি হচ্ছে। এরই মধ্যে টুইটারে নিষিদ্ধ অনেককে অ্যাকাউন্ট ফিরিয়ে দেওয়া হয়েছে। প্রতিক্রিয়ায় জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফক্সওয়াগন টুইটারে বিজ্ঞাপন স্থগিত করেছে। জেনারেল মোটরস, জেনারেল মিলসের মতো কোম্পানিও এমন পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছে।
শুক্রবার সকালে এ নিয়ে টুইট করেন ইলন মাস্ক। বিজ্ঞাপনদাতাদের ওপর অধিকারকর্মীদের চাপের কারণেই টুইটারের রাজস্ব ব্যাপকভাবে কমে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। মাস্ক লিখেন, ‘একেবারে যা তা অবস্থা! তারা (নাগরিক অধিকার গোষ্ঠীগুলো) আমেরিকায় বাক্স্বাধীনতা ধ্বংসের চেষ্টা করছে।’
মার্কেট ইন্টেলিজেন্স ফার্ম সিমিলার ওয়েবের মতে, প্রতিদিনের সক্রিয় ব্যবহারকারীদের দিক থেকে থ্রেডসের সঙ্গে প্রতিযোগিতা করছে ব্লুস্কাই। বর্তমানে ব্লুস্কাইয়ের অ্যাপটি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অ্যাপল অ্যাপ স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড করা অ্যাপ। এরপরেই রয়েছে থ্রেডস।
৬ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানি ভ্যালে শহরে অত্যাধুনিক ও পরিবেশবান্ধব পাঁচতলা অফিস ভবন তৈরি করেছে টেক জায়ান্ট গুগল। এই ভবনের বিশেষত্ব হলো—এটি তৈরিতে প্রথমবারের মতো ‘মাস টিম্বার’ ব্যবহার করেছে কোম্পানিটি। কাঠ বিভিন্নভাবে প্রক্রিয়াকরণের মাধ্যমে মাস টিম্বার তৈরি করা হয়। তাই ভবনটি...
১ দিন আগেপাশ্চাত্যে উৎসবের মৌসুমে বা নতুন বছর আসার আগে প্রায় সবাই ছুটি উপভোগ করেন। এই সময়টিতে পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানো, বিশ্রাম নেওয়া এবং গত বছরের কঠিন কাজের চাপ থেকে মুক্তি পাওয়া একটি সাধারণ বিষয়। অনেক কোম্পানি এসময় কর্মীদের ছুটি দেয়, যাতে তারা শারীরিক এবং মানসিকভাবে পুনরুজ্জীবিত হতে পারে। তবে এ
১ দিন আগেদৈনন্দিন জীবনে ব্যবহারে জন্য টেকসই স্মার্টফোনের চাহিদা অনেক বেশি। এজন্য মিড রেঞ্জের টেকসই স্মার্টফোন ‘অনার এক্স ৯ সি’ উন্মোচন করেছে অনার। এই মডেল গত অক্টোবর মাসে লঞ্চ হওয়া এক্স ৯ বি–এর উত্তরসূরি। ফোনটি হাত থেকে পড়ে গেলেও অক্ষত থাকবে বলে কোম্পানিটি দাবি করছে। ফোনটির ব্যাটারি চার্জ ২ শতাংশে নেমে আসে ত
১ দিন আগে