অনলাইন ডেস্ক
বেশির ভাগ ক্ষেত্রেই অকার্যকর ‘নট ইন্টারেস্টেড’, ‘ডিসলাইক’, ‘স্টপ রেকমেন্ডিং চ্যানেল’ ও ‘রিমুভ ফ্রম ওয়াচ হিস্টরি’র মতো বাটন। ২০ হাজারের বেশি ইউটিউব ব্যবহারকারীর তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছেন গবেষকেরা।
কোনো নির্দিষ্ট শ্রেণির ভিডিও দেখতে ব্যবহারকারী অনিচ্ছার কথা ইউটিউবকে জানানোর পরও পরামর্শে একই ধরনের ভিডিও কনটেন্ট আসতে থাকে বলে উঠে এসেছে মজিলার করা গবেষণায়।
প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জের প্রতিবেদন অনুযায়ী, সবচেয়ে ভালো ফলাফলেও দেখা গেছে অর্ধেকের বেশিবারই এমন ভিডিও পরামর্শে আসে, যেগুলো ব্যবহারকারী দেখতে চান না।
ব্যবহারকারীর কাছ থেকে প্রকৃত তথ্য সংগ্রহে গবেষকেরা বাছাই করেন মজিলা ফাউন্ডেশনের ‘রিগ্রেটসরিপোর্টার’ নামে ব্রাউজার এক্সটেনশন ব্যবহার করা স্বেচ্ছাসেবকদের। এটি অংশগ্রহণকারীর দেখা ইউটিউব ভিডিওতে একটি সাধারণ ‘স্টপ রেকমেন্ডিং’ বাটন যুক্ত করে।
প্রতিবার মজিলার বসানো বাটনে ক্লিক করলে ইউটিউবের কাছে ভিন্ন ভিন্ন সিগন্যাল পৌঁছায়। তবে ‘নট ইন্টারেস্টেড’, ‘ডিসলাইক’, ‘স্টপ রেকমেন্ডিং চ্যানেল’, ‘রিমুভ ফ্রম ওয়াচ হিস্টরি’ ও একটি কন্ট্রোল গ্রুপের কোনো ফিডব্যাক প্ল্যাটফর্মে পৌঁছায়নি।
ইউটিউবের পরামর্শ দেওয়া ৫০ কোটির বেশি ভিডিও থেকে তথ্য সংগ্রহ করে ৪৪ হাজারের বেশি ভিডিওর জোড়া তৈরি করেছেন গবেষকেরা। এর একটি হচ্ছে ‘বাতিল করা’ ভিডিও, অন্যটি হচ্ছে ‘সবচেয়ে বেশি পরামর্শ দেওয়া’ ভিডিও।
গবেষণায় দেখা যায়, বাজে ভিডিওর পরামর্শ ঠেকাতে বেইজলাইন কন্ট্রোল গ্রুপের তুলনায় ‘ডিসলাইক’ ও ‘নট ইন্টারেস্টেড’ সিগন্যাল খুব একটা কার্যকর ছিল না। এদের কার্যকারিতার হার ছিল যথাক্রমে ১২ ও ১১ শতাংশ। আর ‘ডোন্ট রেকমেন্ড চ্যানেল’ ও ‘রিমুভ ফ্রম হিস্টরি’ বাটন সেই তুলনায় বেশি কার্যকর ছিল। এগুলো যথাক্রমে ৪৩ ও ২৯ শতাংশ পরামর্শ ঠেকিয়েছে।
গবেষকেরা বলেন, ব্যবহারকারী নিজের অভিজ্ঞতা থেকে যে মতামত দেন, সেটিকে সম্মান করা উচিত ইউটিউবের। দর্শক কীভাবে প্ল্যাটফর্মে সময় কাটাতে চান, তা গুরুত্বপূর্ণ সংকেত হিসাবে বিবেচনা করা উচিত।’
তবে ইউটিউবের মুখপাত্র এলেনা হার্নান্দেজ বলেন, এমনটি ইচ্ছাকৃতভাবেই করা হয়। কারণ, কোনো বিষয়ে সব কনটেন্ট ব্লক করার চেষ্টা করে না তাঁদের প্ল্যাটফর্ম।
বেশির ভাগ ক্ষেত্রেই অকার্যকর ‘নট ইন্টারেস্টেড’, ‘ডিসলাইক’, ‘স্টপ রেকমেন্ডিং চ্যানেল’ ও ‘রিমুভ ফ্রম ওয়াচ হিস্টরি’র মতো বাটন। ২০ হাজারের বেশি ইউটিউব ব্যবহারকারীর তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছেন গবেষকেরা।
কোনো নির্দিষ্ট শ্রেণির ভিডিও দেখতে ব্যবহারকারী অনিচ্ছার কথা ইউটিউবকে জানানোর পরও পরামর্শে একই ধরনের ভিডিও কনটেন্ট আসতে থাকে বলে উঠে এসেছে মজিলার করা গবেষণায়।
প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জের প্রতিবেদন অনুযায়ী, সবচেয়ে ভালো ফলাফলেও দেখা গেছে অর্ধেকের বেশিবারই এমন ভিডিও পরামর্শে আসে, যেগুলো ব্যবহারকারী দেখতে চান না।
ব্যবহারকারীর কাছ থেকে প্রকৃত তথ্য সংগ্রহে গবেষকেরা বাছাই করেন মজিলা ফাউন্ডেশনের ‘রিগ্রেটসরিপোর্টার’ নামে ব্রাউজার এক্সটেনশন ব্যবহার করা স্বেচ্ছাসেবকদের। এটি অংশগ্রহণকারীর দেখা ইউটিউব ভিডিওতে একটি সাধারণ ‘স্টপ রেকমেন্ডিং’ বাটন যুক্ত করে।
প্রতিবার মজিলার বসানো বাটনে ক্লিক করলে ইউটিউবের কাছে ভিন্ন ভিন্ন সিগন্যাল পৌঁছায়। তবে ‘নট ইন্টারেস্টেড’, ‘ডিসলাইক’, ‘স্টপ রেকমেন্ডিং চ্যানেল’, ‘রিমুভ ফ্রম ওয়াচ হিস্টরি’ ও একটি কন্ট্রোল গ্রুপের কোনো ফিডব্যাক প্ল্যাটফর্মে পৌঁছায়নি।
ইউটিউবের পরামর্শ দেওয়া ৫০ কোটির বেশি ভিডিও থেকে তথ্য সংগ্রহ করে ৪৪ হাজারের বেশি ভিডিওর জোড়া তৈরি করেছেন গবেষকেরা। এর একটি হচ্ছে ‘বাতিল করা’ ভিডিও, অন্যটি হচ্ছে ‘সবচেয়ে বেশি পরামর্শ দেওয়া’ ভিডিও।
গবেষণায় দেখা যায়, বাজে ভিডিওর পরামর্শ ঠেকাতে বেইজলাইন কন্ট্রোল গ্রুপের তুলনায় ‘ডিসলাইক’ ও ‘নট ইন্টারেস্টেড’ সিগন্যাল খুব একটা কার্যকর ছিল না। এদের কার্যকারিতার হার ছিল যথাক্রমে ১২ ও ১১ শতাংশ। আর ‘ডোন্ট রেকমেন্ড চ্যানেল’ ও ‘রিমুভ ফ্রম হিস্টরি’ বাটন সেই তুলনায় বেশি কার্যকর ছিল। এগুলো যথাক্রমে ৪৩ ও ২৯ শতাংশ পরামর্শ ঠেকিয়েছে।
গবেষকেরা বলেন, ব্যবহারকারী নিজের অভিজ্ঞতা থেকে যে মতামত দেন, সেটিকে সম্মান করা উচিত ইউটিউবের। দর্শক কীভাবে প্ল্যাটফর্মে সময় কাটাতে চান, তা গুরুত্বপূর্ণ সংকেত হিসাবে বিবেচনা করা উচিত।’
তবে ইউটিউবের মুখপাত্র এলেনা হার্নান্দেজ বলেন, এমনটি ইচ্ছাকৃতভাবেই করা হয়। কারণ, কোনো বিষয়ে সব কনটেন্ট ব্লক করার চেষ্টা করে না তাঁদের প্ল্যাটফর্ম।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানি ভ্যালে শহরে অত্যাধুনিক ও পরিবেশবান্ধব পাঁচতলা অফিস ভবন তৈরি করেছে টেক জায়ান্ট গুগল। এই ভবনের বিশেষত্ব হলো—এটি তৈরিতে প্রথমবারের মতো ‘মাস টিম্বার’ ব্যবহার করেছে কোম্পানিটি। কাঠ বিভিন্নভাবে প্রক্রিয়াকরণের মাধ্যমে মাস টিম্বার তৈরি করা হয়। তাই ভবনটি...
১ দিন আগেপাশ্চাত্যে উৎসবের মৌসুমে বা নতুন বছর আসার আগে প্রায় সবাই ছুটি উপভোগ করেন। এই সময়টিতে পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানো, বিশ্রাম নেওয়া এবং গত বছরের কঠিন কাজের চাপ থেকে মুক্তি পাওয়া একটি সাধারণ বিষয়। অনেক কোম্পানি এসময় কর্মীদের ছুটি দেয়, যাতে তারা শারীরিক এবং মানসিকভাবে পুনরুজ্জীবিত হতে পারে। তবে এ
১ দিন আগেদৈনন্দিন জীবনে ব্যবহারে জন্য টেকসই স্মার্টফোনের চাহিদা অনেক বেশি। এজন্য মিড রেঞ্জের টেকসই স্মার্টফোন ‘অনার এক্স ৯ সি’ উন্মোচন করেছে অনার। এই মডেল গত অক্টোবর মাসে লঞ্চ হওয়া এক্স ৯ বি–এর উত্তরসূরি। ফোনটি হাত থেকে পড়ে গেলেও অক্ষত থাকবে বলে কোম্পানিটি দাবি করছে। ফোনটির ব্যাটারি চার্জ ২ শতাংশে নেমে আসে ত
১ দিন আগেইলন মাস্কের মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম এক্স–এর মতো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ফিচার নিয়ে পরীক্ষা নিয়ে করছে মেটার থ্রেডস। ফিচারটি এআই ব্যবহার করে ট্রেন্ডিং বিষয়গুলো সারসংক্ষেপ তৈরি করে দেবে।
১ দিন আগে