প্রযুক্তি ডেস্ক
মাইক্রোসফটের নিজস্ব ব্রাউজার বিংয়ের চ্যাটবটে যুক্ত হচ্ছে নতুন সুবিধা। চ্যাটবটে প্রয়োজনীয় নির্দেশনা দিলে এটি ব্যবহারকারীকে সে অনুযায়ী ছবি বানিয়ে দেবে। এ ক্ষেত্রে ওপেনএআইয়ের ‘ডাল-ই’ প্রযুক্তি ব্যবহার করবে চ্যাটবটটি। বিংয়ের চ্যাটবটটি মূলত চ্যাটজিপিটির জিপিটি ৩ দশমিক ৫ প্রযুক্তি দিয়ে তৈরি।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, মাইক্রোসফট বলেছে, ‘আমরা ওপেনএআইয়ের সুরক্ষাগুলো এতে অন্তর্ভুক্ত করেছি এবং ছবি তৈরির ক্ষেত্রে অতিরিক্ত সুরক্ষা যোগ করেছি। উদাহরণস্বরূপ, কোনো ধরনের ক্ষতিকারক বা অনিরাপদ ছবি তৈরি করা যাবে না এই চ্যাটবটের মাধ্যমে। যখন সম্ভাব্য ক্ষতিকারক ছবি তৈরির নির্দেশনা দেওয়া হবে এতে, তখন আমাদের সিস্টেমটি প্রম্পটটিকে ব্লক করার পাশাপাশি ব্যবহারকারীকেও সতর্ক করবে।’
মাইক্রোসফট আরও বলে, ‘আমরা বিশ্বাস করি যে এই প্রযুক্তিগুলো বাজারে আনার সর্বোত্তম উপায় হলো সেগুলোকে সাবধানে এমন জায়গায় পরীক্ষা করা, যেখানে সবাই তাদের প্রতিক্রিয়া জানাতে পারবে।’
এদিকে চ্যাটজিপিটির প্রযুক্তি বিংয়ের নতুন সংস্করণে যুক্ত হওয়ার পর সার্চ ইঞ্জিনটির দৈনিক ব্যবহারকারীর সংখ্যা ছাড়িয়েছে ১০ কোটি। এ তথ্য জানান মাইক্রোসফটের ‘মডার্ন লাইফ, সার্চ অ্যান্ড ডিভাইসেস’ বিভাগের ভাইস প্রেসিডেন্ট ইউসুফ মেহদি।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, ইউসুফ মেহদি বলেছেন, ‘এটি যে খুব বড় কোনো সংখ্যা নয়, আমরা সে সম্পর্কে অবগত। তবে একসময়ের সেরা সার্চ ইঞ্জিনসংশ্লিষ্ট আলোচনাতেই ‘বিং’ কখনো ছিল না। সার্চ ইঞ্জিনটির পরবর্তী প্রজন্মের সংস্করণ চালুর পর যাঁরা আগে এটি ব্যবহার করেননি, তাঁরাও এই সার্চ ইঞ্জিনের প্রতি ঝুঁকছেন। বর্তমানে বিংয়ের দৈনিক ব্যবহারকারীর এক-তৃতীয়াংশই এই সার্চ ইঞ্জিনে নতুন।’
এই অর্জনের পেছনে দুটি কারণকে কৃতিত্ব দেয় মাইক্রোসফট। প্রথমটি হলো এজ ব্রাউজারের ব্যবহার বেড়ে যাওয়া। বিংয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থা যোগ করায়ই মূলত এজ ব্রাউজারের ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে বলে ধারণা করা হয়েছে। এ ছাড়া আরেকটি কারণ হচ্ছে, বিং— এর সার্চ ইঞ্জিনে ‘প্রমিথিউস’ নামের এআই মডেল যোগ করা। এই মডেল যোগ করার ফলে সার্চের ইঞ্জিনের ফলাফলে তুলনামূলক প্রাসঙ্গিক উত্তর আসছে।
বিংয়ের প্রিভিউ সংস্করণ ব্যবহারকারীদের প্রায় এক-তৃতীয়াংশ বিভিন্ন প্রশ্নের জবাব পেতে নিয়মিত এই চ্যাটবট ব্যবহার করছেন। বিংয়ের এআই চ্যাটবট মোবাইল সংস্করণে চালু হওয়ার পর থেকে এই সার্চ ইঞ্জিনের জনপ্রিয়তা নতুন মাত্রা পেয়েছে। দৈনিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যাও বেড়েছে ছয় গুণ।
গত ৭ ফেব্রুয়ারি নিজস্ব সার্চ ইঞ্জিন বিংয়ে চ্যাটজিপিটি যুক্ত করার ঘোষণা দেয় মাইক্রোসফট। ফলে ইন্টারনেটে তথ্য খোঁজার পাশাপাশি বিভিন্ন কাজে কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত চ্যাটবটের সাহায্য নিতে পারছেন ব্যবহারকারীরা। এ চ্যাটবটের সুবিধা থাকায় বিং সার্চ ইঞ্জিনের ব্যবহার এরই মধ্যে বেড়েছে কয়েক গুণ। তবে চ্যাটবটে অপ্রয়োজনীয় সার্চ বেশি হওয়ায় চ্যাটবটে দৈনিক একজনের জন্য প্রশ্নসংখ্যা বেঁধে দিয়েছে মাইক্রোসফট। ফলে একসঙ্গে পাঁচটির বেশি প্রশ্ন করা যাবে না বিংয়ের চ্যাটবটকে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সি-নেটের প্রতিবেদন অনুযায়ী, একজন ব্যবহারকারী একসঙ্গে সর্বোচ্চ পাঁচটি এবং দিনে সব মিলিয়ে সর্বোচ্চ মোট ৫০টি প্রশ্ন করতে পারবেন চ্যাটবটটিকে। দীর্ঘ চ্যাটিংয়ের কারণে নানা ধরনের অপ্রাসঙ্গিক প্রশ্নের উত্তর দিতে হচ্ছে চ্যাটবটকে। এতে অনেক সময় বিভ্রান্তিকর উত্তর দিচ্ছে এটি।
মাইক্রোসফটের নিজস্ব ব্রাউজার বিংয়ের চ্যাটবটে যুক্ত হচ্ছে নতুন সুবিধা। চ্যাটবটে প্রয়োজনীয় নির্দেশনা দিলে এটি ব্যবহারকারীকে সে অনুযায়ী ছবি বানিয়ে দেবে। এ ক্ষেত্রে ওপেনএআইয়ের ‘ডাল-ই’ প্রযুক্তি ব্যবহার করবে চ্যাটবটটি। বিংয়ের চ্যাটবটটি মূলত চ্যাটজিপিটির জিপিটি ৩ দশমিক ৫ প্রযুক্তি দিয়ে তৈরি।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, মাইক্রোসফট বলেছে, ‘আমরা ওপেনএআইয়ের সুরক্ষাগুলো এতে অন্তর্ভুক্ত করেছি এবং ছবি তৈরির ক্ষেত্রে অতিরিক্ত সুরক্ষা যোগ করেছি। উদাহরণস্বরূপ, কোনো ধরনের ক্ষতিকারক বা অনিরাপদ ছবি তৈরি করা যাবে না এই চ্যাটবটের মাধ্যমে। যখন সম্ভাব্য ক্ষতিকারক ছবি তৈরির নির্দেশনা দেওয়া হবে এতে, তখন আমাদের সিস্টেমটি প্রম্পটটিকে ব্লক করার পাশাপাশি ব্যবহারকারীকেও সতর্ক করবে।’
মাইক্রোসফট আরও বলে, ‘আমরা বিশ্বাস করি যে এই প্রযুক্তিগুলো বাজারে আনার সর্বোত্তম উপায় হলো সেগুলোকে সাবধানে এমন জায়গায় পরীক্ষা করা, যেখানে সবাই তাদের প্রতিক্রিয়া জানাতে পারবে।’
এদিকে চ্যাটজিপিটির প্রযুক্তি বিংয়ের নতুন সংস্করণে যুক্ত হওয়ার পর সার্চ ইঞ্জিনটির দৈনিক ব্যবহারকারীর সংখ্যা ছাড়িয়েছে ১০ কোটি। এ তথ্য জানান মাইক্রোসফটের ‘মডার্ন লাইফ, সার্চ অ্যান্ড ডিভাইসেস’ বিভাগের ভাইস প্রেসিডেন্ট ইউসুফ মেহদি।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, ইউসুফ মেহদি বলেছেন, ‘এটি যে খুব বড় কোনো সংখ্যা নয়, আমরা সে সম্পর্কে অবগত। তবে একসময়ের সেরা সার্চ ইঞ্জিনসংশ্লিষ্ট আলোচনাতেই ‘বিং’ কখনো ছিল না। সার্চ ইঞ্জিনটির পরবর্তী প্রজন্মের সংস্করণ চালুর পর যাঁরা আগে এটি ব্যবহার করেননি, তাঁরাও এই সার্চ ইঞ্জিনের প্রতি ঝুঁকছেন। বর্তমানে বিংয়ের দৈনিক ব্যবহারকারীর এক-তৃতীয়াংশই এই সার্চ ইঞ্জিনে নতুন।’
এই অর্জনের পেছনে দুটি কারণকে কৃতিত্ব দেয় মাইক্রোসফট। প্রথমটি হলো এজ ব্রাউজারের ব্যবহার বেড়ে যাওয়া। বিংয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থা যোগ করায়ই মূলত এজ ব্রাউজারের ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে বলে ধারণা করা হয়েছে। এ ছাড়া আরেকটি কারণ হচ্ছে, বিং— এর সার্চ ইঞ্জিনে ‘প্রমিথিউস’ নামের এআই মডেল যোগ করা। এই মডেল যোগ করার ফলে সার্চের ইঞ্জিনের ফলাফলে তুলনামূলক প্রাসঙ্গিক উত্তর আসছে।
বিংয়ের প্রিভিউ সংস্করণ ব্যবহারকারীদের প্রায় এক-তৃতীয়াংশ বিভিন্ন প্রশ্নের জবাব পেতে নিয়মিত এই চ্যাটবট ব্যবহার করছেন। বিংয়ের এআই চ্যাটবট মোবাইল সংস্করণে চালু হওয়ার পর থেকে এই সার্চ ইঞ্জিনের জনপ্রিয়তা নতুন মাত্রা পেয়েছে। দৈনিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যাও বেড়েছে ছয় গুণ।
গত ৭ ফেব্রুয়ারি নিজস্ব সার্চ ইঞ্জিন বিংয়ে চ্যাটজিপিটি যুক্ত করার ঘোষণা দেয় মাইক্রোসফট। ফলে ইন্টারনেটে তথ্য খোঁজার পাশাপাশি বিভিন্ন কাজে কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত চ্যাটবটের সাহায্য নিতে পারছেন ব্যবহারকারীরা। এ চ্যাটবটের সুবিধা থাকায় বিং সার্চ ইঞ্জিনের ব্যবহার এরই মধ্যে বেড়েছে কয়েক গুণ। তবে চ্যাটবটে অপ্রয়োজনীয় সার্চ বেশি হওয়ায় চ্যাটবটে দৈনিক একজনের জন্য প্রশ্নসংখ্যা বেঁধে দিয়েছে মাইক্রোসফট। ফলে একসঙ্গে পাঁচটির বেশি প্রশ্ন করা যাবে না বিংয়ের চ্যাটবটকে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সি-নেটের প্রতিবেদন অনুযায়ী, একজন ব্যবহারকারী একসঙ্গে সর্বোচ্চ পাঁচটি এবং দিনে সব মিলিয়ে সর্বোচ্চ মোট ৫০টি প্রশ্ন করতে পারবেন চ্যাটবটটিকে। দীর্ঘ চ্যাটিংয়ের কারণে নানা ধরনের অপ্রাসঙ্গিক প্রশ্নের উত্তর দিতে হচ্ছে চ্যাটবটকে। এতে অনেক সময় বিভ্রান্তিকর উত্তর দিচ্ছে এটি।
মার্কেট ইন্টেলিজেন্স ফার্ম সিমিলার ওয়েবের মতে, প্রতিদিনের সক্রিয় ব্যবহারকারীদের দিক থেকে থ্রেডসের সঙ্গে প্রতিযোগিতা করছে ব্লুস্কাই। বর্তমানে ব্লুস্কাইয়ের অ্যাপটি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অ্যাপল অ্যাপ স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড করা অ্যাপ। এরপরেই রয়েছে থ্রেডস।
৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানি ভ্যালে শহরে অত্যাধুনিক ও পরিবেশবান্ধব পাঁচতলা অফিস ভবন তৈরি করেছে টেক জায়ান্ট গুগল। এই ভবনের বিশেষত্ব হলো—এটি তৈরিতে প্রথমবারের মতো ‘মাস টিম্বার’ ব্যবহার করেছে কোম্পানিটি। কাঠ বিভিন্নভাবে প্রক্রিয়াকরণের মাধ্যমে মাস টিম্বার তৈরি করা হয়। তাই ভবনটি...
১ দিন আগেপাশ্চাত্যে উৎসবের মৌসুমে বা নতুন বছর আসার আগে প্রায় সবাই ছুটি উপভোগ করেন। এই সময়টিতে পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানো, বিশ্রাম নেওয়া এবং গত বছরের কঠিন কাজের চাপ থেকে মুক্তি পাওয়া একটি সাধারণ বিষয়। অনেক কোম্পানি এসময় কর্মীদের ছুটি দেয়, যাতে তারা শারীরিক এবং মানসিকভাবে পুনরুজ্জীবিত হতে পারে। তবে এ
১ দিন আগেদৈনন্দিন জীবনে ব্যবহারে জন্য টেকসই স্মার্টফোনের চাহিদা অনেক বেশি। এজন্য মিড রেঞ্জের টেকসই স্মার্টফোন ‘অনার এক্স ৯ সি’ উন্মোচন করেছে অনার। এই মডেল গত অক্টোবর মাসে লঞ্চ হওয়া এক্স ৯ বি–এর উত্তরসূরি। ফোনটি হাত থেকে পড়ে গেলেও অক্ষত থাকবে বলে কোম্পানিটি দাবি করছে। ফোনটির ব্যাটারি চার্জ ২ শতাংশে নেমে আসে ত
১ দিন আগে