প্রযুক্তি ডেস্ক
উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমের টেক্সট কমান্ড প্রযুক্তি অনেক সময়ই ভুল শুনে থাকে। সমস্যা এই প্রযুক্তির নয়। বিভিন্ন দেশের মানুষের ইংরেজি উচ্চারণে ভিন্নতা আছে। ফলে অনেক সময়ই ভুল শুনে থাকে এই প্রযুক্তি। তবে এ সমস্যা সমাধানে এ টেক্সট কমান্ড প্রযুক্তি হালনাগাদ করছে মাইক্রোসফট।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, হালনাগাদ করা হলে ব্যবহারকারীদের মুখের কথা নির্ভুলভাবে শনাক্ত করবে উইন্ডোজের এই টেক্সট কমান্ড প্রযুক্তি। ফলে ব্যবহারকারীর নির্দেশনা অনুযায়ী সঠিক কাজ করবে এটি।
আপডেট করা টেক্সট কমান্ড প্রযুক্তিতে মুখের কথা নির্ভুলভাবে শনাক্তের জন্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া ও ভারতের ইংরেজি উচ্চারণ অপশন নির্বাচন করা যাবে। ফলে উচ্চারণে ভিন্নতা থাকলেও সহজে ব্যবহারকারীদের কথা শনাক্ত করতে পারবে এই টেক্সট কমান্ড। ফলে সহজেই উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমের এই সুবিধা ব্যবহার করে মুখের কথার মাধ্যমেই লেখা নির্বাচন, বোল্ড বা ইটালিক ফন্টে পরিবর্তন, দুটি শব্দের মধ্যে থাকা স্পেস বা খালি স্থান মুছে ফেলতে পারবেন ব্যবহারকারীরা সম্প্রতি, উইন্ডোজ ১১’র নতুন আপডেটে টাস্কবারে বিং এআই যুক্ত করেছে মাইক্রোসফট। গত ২৮ ফেব্রুয়ারি থেকে চালু হওয়া এই আপডেটে বিং এআই’র প্রিভিউ সংস্করণ ব্যবহার করলে উইন্ডোজ ১১ টাস্কবারের সার্চ বক্সে বিভিন্ন নতুন ফিচার পাবেন ব্যবহারকারী।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, নতুন সার্চ ইঞ্জিনের প্রবেশাধিকার যারা পাননি তাদের মাইক্রোসফটের ওয়েটলিস্টের মাধ্যমে সাইন আপ করতে হবে। উইন্ডোজের টাস্কবারে এটি চালু করায় নতুন বিং এআই চালাতে ব্যবহারকারীকে আর এজ বা অন্যান্য ওয়েব ব্রাউজার আলাদা করে খুলতে হবে না।
এখন থেকে নিজস্ব মাইক্রোসফট অ্যাকাউন্টের মাধ্যমে ‘এজ’ ও ‘বিং’ সার্চ ইঞ্জিনের অ্যান্ড্রয়েড ও আইওএস সংস্করণের মোবাইল অ্যাপেও চ্যাটবটের সুবিধা পাবেন ব্যবহারকারীরা। এ ছাড়া, ভিডিও কলিং অ্যাপ স্কাইপেও চ্যাটবটের সুবিধা আনা হয়েছে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, মোবাইল অ্যাপের নিচের অংশে থাকা ‘বিং’ বাটনে চাপ দিলে এখন থেকে চ্যাট করতে পারবেন ব্যবহারকারীরা। এজ মোবাইল অ্যাপের বেলায় ব্যবহারকারী হোমপেজ থেকেই চ্যাটবট চালু করতে পারবেন। ভিডিও কলিং অ্যাপ স্কাইপেও চ্যাটবটটি ব্যবহারের সুযোগ পাবেন ব্যবহারকারীরা।
তবে চ্যাটবটে অপ্রয়োজনীয় সার্চ বেশি হওয়ায় চ্যাটবটে দৈনিক একজনের জন্য প্রশ্ন সংখ্যা বেঁধে দিয়েছে মাইক্রোসফট। ফলে, একসঙ্গে ৫টির বেশি প্রশ্ন করা যাবে না বিং-এর চ্যাটবটকে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সি-নেটের প্রতিবেদন অনুযায়ী, একজন ব্যবহারকারী একসঙ্গে সর্বোচ্চ ৫টি এবং দিনে সব মিলিয়ে সর্বোচ্চ মোট ৫০টি প্রশ্ন করতে পারবেন চ্যাটবটটিকে। দীর্ঘ চ্যাটিংয়ের কারণে নানা ধরনের অপ্রাসঙ্গিক প্রশ্নের উত্তর দিতে হচ্ছে চ্যাটবটটিকে। এতে অনেক সময় বিভ্রান্তিকর উত্তর দিচ্ছে এটি।
উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমের টেক্সট কমান্ড প্রযুক্তি অনেক সময়ই ভুল শুনে থাকে। সমস্যা এই প্রযুক্তির নয়। বিভিন্ন দেশের মানুষের ইংরেজি উচ্চারণে ভিন্নতা আছে। ফলে অনেক সময়ই ভুল শুনে থাকে এই প্রযুক্তি। তবে এ সমস্যা সমাধানে এ টেক্সট কমান্ড প্রযুক্তি হালনাগাদ করছে মাইক্রোসফট।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, হালনাগাদ করা হলে ব্যবহারকারীদের মুখের কথা নির্ভুলভাবে শনাক্ত করবে উইন্ডোজের এই টেক্সট কমান্ড প্রযুক্তি। ফলে ব্যবহারকারীর নির্দেশনা অনুযায়ী সঠিক কাজ করবে এটি।
আপডেট করা টেক্সট কমান্ড প্রযুক্তিতে মুখের কথা নির্ভুলভাবে শনাক্তের জন্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া ও ভারতের ইংরেজি উচ্চারণ অপশন নির্বাচন করা যাবে। ফলে উচ্চারণে ভিন্নতা থাকলেও সহজে ব্যবহারকারীদের কথা শনাক্ত করতে পারবে এই টেক্সট কমান্ড। ফলে সহজেই উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমের এই সুবিধা ব্যবহার করে মুখের কথার মাধ্যমেই লেখা নির্বাচন, বোল্ড বা ইটালিক ফন্টে পরিবর্তন, দুটি শব্দের মধ্যে থাকা স্পেস বা খালি স্থান মুছে ফেলতে পারবেন ব্যবহারকারীরা সম্প্রতি, উইন্ডোজ ১১’র নতুন আপডেটে টাস্কবারে বিং এআই যুক্ত করেছে মাইক্রোসফট। গত ২৮ ফেব্রুয়ারি থেকে চালু হওয়া এই আপডেটে বিং এআই’র প্রিভিউ সংস্করণ ব্যবহার করলে উইন্ডোজ ১১ টাস্কবারের সার্চ বক্সে বিভিন্ন নতুন ফিচার পাবেন ব্যবহারকারী।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, নতুন সার্চ ইঞ্জিনের প্রবেশাধিকার যারা পাননি তাদের মাইক্রোসফটের ওয়েটলিস্টের মাধ্যমে সাইন আপ করতে হবে। উইন্ডোজের টাস্কবারে এটি চালু করায় নতুন বিং এআই চালাতে ব্যবহারকারীকে আর এজ বা অন্যান্য ওয়েব ব্রাউজার আলাদা করে খুলতে হবে না।
এখন থেকে নিজস্ব মাইক্রোসফট অ্যাকাউন্টের মাধ্যমে ‘এজ’ ও ‘বিং’ সার্চ ইঞ্জিনের অ্যান্ড্রয়েড ও আইওএস সংস্করণের মোবাইল অ্যাপেও চ্যাটবটের সুবিধা পাবেন ব্যবহারকারীরা। এ ছাড়া, ভিডিও কলিং অ্যাপ স্কাইপেও চ্যাটবটের সুবিধা আনা হয়েছে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, মোবাইল অ্যাপের নিচের অংশে থাকা ‘বিং’ বাটনে চাপ দিলে এখন থেকে চ্যাট করতে পারবেন ব্যবহারকারীরা। এজ মোবাইল অ্যাপের বেলায় ব্যবহারকারী হোমপেজ থেকেই চ্যাটবট চালু করতে পারবেন। ভিডিও কলিং অ্যাপ স্কাইপেও চ্যাটবটটি ব্যবহারের সুযোগ পাবেন ব্যবহারকারীরা।
তবে চ্যাটবটে অপ্রয়োজনীয় সার্চ বেশি হওয়ায় চ্যাটবটে দৈনিক একজনের জন্য প্রশ্ন সংখ্যা বেঁধে দিয়েছে মাইক্রোসফট। ফলে, একসঙ্গে ৫টির বেশি প্রশ্ন করা যাবে না বিং-এর চ্যাটবটকে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সি-নেটের প্রতিবেদন অনুযায়ী, একজন ব্যবহারকারী একসঙ্গে সর্বোচ্চ ৫টি এবং দিনে সব মিলিয়ে সর্বোচ্চ মোট ৫০টি প্রশ্ন করতে পারবেন চ্যাটবটটিকে। দীর্ঘ চ্যাটিংয়ের কারণে নানা ধরনের অপ্রাসঙ্গিক প্রশ্নের উত্তর দিতে হচ্ছে চ্যাটবটটিকে। এতে অনেক সময় বিভ্রান্তিকর উত্তর দিচ্ছে এটি।
মার্কেট ইন্টেলিজেন্স ফার্ম সিমিলার ওয়েবের মতে, প্রতিদিনের সক্রিয় ব্যবহারকারীদের দিক থেকে থ্রেডসের সঙ্গে প্রতিযোগিতা করছে ব্লুস্কাই। বর্তমানে ব্লুস্কাইয়ের অ্যাপটি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অ্যাপল অ্যাপ স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড করা অ্যাপ। এরপরেই রয়েছে থ্রেডস।
৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানি ভ্যালে শহরে অত্যাধুনিক ও পরিবেশবান্ধব পাঁচতলা অফিস ভবন তৈরি করেছে টেক জায়ান্ট গুগল। এই ভবনের বিশেষত্ব হলো—এটি তৈরিতে প্রথমবারের মতো ‘মাস টিম্বার’ ব্যবহার করেছে কোম্পানিটি। কাঠ বিভিন্নভাবে প্রক্রিয়াকরণের মাধ্যমে মাস টিম্বার তৈরি করা হয়। তাই ভবনটি...
১ দিন আগেপাশ্চাত্যে উৎসবের মৌসুমে বা নতুন বছর আসার আগে প্রায় সবাই ছুটি উপভোগ করেন। এই সময়টিতে পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানো, বিশ্রাম নেওয়া এবং গত বছরের কঠিন কাজের চাপ থেকে মুক্তি পাওয়া একটি সাধারণ বিষয়। অনেক কোম্পানি এসময় কর্মীদের ছুটি দেয়, যাতে তারা শারীরিক এবং মানসিকভাবে পুনরুজ্জীবিত হতে পারে। তবে এ
১ দিন আগেদৈনন্দিন জীবনে ব্যবহারে জন্য টেকসই স্মার্টফোনের চাহিদা অনেক বেশি। এজন্য মিড রেঞ্জের টেকসই স্মার্টফোন ‘অনার এক্স ৯ সি’ উন্মোচন করেছে অনার। এই মডেল গত অক্টোবর মাসে লঞ্চ হওয়া এক্স ৯ বি–এর উত্তরসূরি। ফোনটি হাত থেকে পড়ে গেলেও অক্ষত থাকবে বলে কোম্পানিটি দাবি করছে। ফোনটির ব্যাটারি চার্জ ২ শতাংশে নেমে আসে ত
১ দিন আগে