মইনুল হাসান, ফ্রান্স
পৃথিবীতে খনিজ বিরল ধাতুর চাহিদা দিন দিন প্রায় গুণিতক হারে বাড়ছে; বিশেষ করে বিরল মৃত্তিকা ও প্ল্যাটিনাম গ্রুপের ধাতুগুলো চাহিদার তুলনায় নিতান্তই কম। ফলে এক কেজি রোডিয়ামের বর্তমান বাজারমূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার ইউরো বা দেড় কোটি টাকা। ভূপৃষ্ঠে সঞ্চিত এসব বহু মূল্যবান ধাতু প্রায় শেষ। নতুন কোনো উৎসের সন্ধান পাওয়া যাচ্ছে না।
অথচ মানুষের নিত্যদিনের প্রয়োজনে আধুনিক প্রযুক্তির প্রসারে এসব ধাতুর বিকল্প আজও পাওয়া যায়নি বা উদ্ভাবন করা সম্ভব হয়নি। সাগর, মহাসাগরের তলদেশ ওলট-পালট করলে হয়তো কিছুটা মিলতে পারে। তবে সে ক্ষেত্রে বিশ্রী রকমের পরিবেশদূষণ ঘটবে।
মানুষের দৃষ্টি এখন মহাকাশে ভবঘুরের মতো ঘুরে বেড়ানো অযুত কোটি গ্রহাণুর দিকে। এসব গ্রহাণুর অনেকগুলোতে মজুত আছে বিপুল পরিমাণে বহু মূল্যবান ধাতু। আর তাই বেসরকারি উদ্যোগেও যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশের বেশ কিছু স্টার্টআপ মহাকাশে ‘গ্রহাণু শিকার’-এর মহাপরিকল্পনা করেছে। যেমন যুক্তরাষ্ট্রের ডিপ স্পেস ইন্ডাস্ট্রিজ, যুক্তরাজ্যের এস্ট্রয়েড মাইনিং করপোরেশন, জাপানের আই স্পেস ইত্যাদি।
এগুলোর মধ্যে এগিয়ে আছে ক্যালিফোর্নিয়ার অ্যাস্ট্রফর্জ। এ প্রতিষ্ঠান পৃথিবী থেকে ৩ কোটি কিলোমিটার বা ১ কোটি ৮৬ লাখ মাইল দূরের অপেক্ষাকৃত ছোট একটি গ্রহাণুকে নিশানা করেছে। তারা সেখানে নভোযান পাঠিয়ে নমুনা সংগ্রহের জন্য উদ্যোগ নিচ্ছে। তাদের এমন অভিযান হবে প্রথম বাণিজ্যিক উদ্দেশ্যে পরিচালিত অভিযান।
মহাকাশে সম্পদ আহরণের দৌড়ে লুক্সেমবার্গ, সংযুক্ত আরব আমিরাত, জাপান ও চীনও পিছিয়ে থাকতে রাজি নয়। অথচ ১৯৬৭ সালের মহাকাশ চুক্তি অনুসারে কোনো জাতি এককভাবে মহাজাগতিক বস্তুর মালিকানা দাবি করতে পারবে না। মহাকাশের সব সম্পদ হবে বিশ্বমানবতার।
‘সাইকি-১৬’, আমাদের পৃথিবী থেকে ৪০ কোটি কিলোমিটার বা ২৫ কোটি মাইল দূরে ধাতব একটি গ্রহাণু। মঙ্গল ও বৃহস্পতির মাঝখানে বহু গ্রহাণুর মধ্যে দানবাকৃতির ১০টি গ্রহাণুর এটি হচ্ছে একটি। ব্যাস প্রায় ২৩০ কিলোমিটার বা ১৪৩ মাইল। অন্যান্য সাধারণ গ্রহাণুর মতো এটি শুধু প্রস্তর, শিলা আর বরফে গঠিত নয়। পুরো গ্রহাণুর ৯০ শতাংশ ধাতব। জ্যোতিঃপদার্থবিদেরা অনেকটাই নিশ্চিত যে মহাকাশের এই প্লাটিনাম, নিকেল আর স্বর্ণের পর্বতের গ্রহাণুটিতে আরও রয়েছে বহু মূল্যবান ধাতুর বিশাল মজুত।
তাঁদের অনুমান সঠিক হলে, সাইকিতে সঞ্চিত মোট সম্পদ পৃথিবীর ৮০০ কোটি মানুষের মধ্যে ভাগ করে দিলে, প্রত্যেক মানুষের ভাগে পড়বে ১ হাজার ৪০০ কোটি ইউরো। এ বছর ৫ অক্টোবর যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা প্রথমবারের মতো একটি অনুসন্ধানকারী নভোযান পাঠাতে যাচ্ছে গ্রহাণু সাইকির উদ্দেশে। সাইকির খুব কাছাকাছি কক্ষপথে পৌঁছাতে নভোযানটির সময় লেগে যাবে প্রায় চার বছর। আর ২১ মাস কক্ষপথে থেকে সাইকির বৈশিষ্ট্য, গঠন ইত্যাদি খুঁটিনাটি অনেক তথ্য-উপাত্ত, ছবি পৃথিবীতে পাঠিয়ে দেবে মহাকাশযানটি।
সেই সব বিশ্লেষণ করে পৃথিবীতে বসেই বিজ্ঞানীরা এর গঠন, প্রকৃতি, বৈশিষ্ট্য ইত্যাদি সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পাবেন। পরিমাপ করতে পারবেন সেখানকার মোট সম্পদের পরিমাণ। মহাকাশে ঘুরে বেড়ানো মহামূল্যবান এসব গ্রহাণু থেকে সম্পদ আহরণের অসম্ভব কল্পনা করেছিলেন সেই বিংশ শতাব্দীর শুরুতে ফরাসি কল্পবিজ্ঞান লেখক জুল ভার্ন (১৮২৮-১৯০৫)। তাঁর রচিত এবং ১৯০৮ সালে প্রকাশিত ‘উল্কাপিণ্ড শিকার’ গ্রন্থটিতে গল্পের ছলে খুব স্বচ্ছন্দে পাঠকদের সম্পদে ভরপুর উল্কাপিণ্ডের কথা বলেছেন। তখন তা ছিল নিছক কল্পকাহিনি। আজ তা বাস্তবে পরিণত হতে যাচ্ছে।
মহাকাশে গ্রহাণু গবেষণা এবং অভিযান নতুন মাত্রায় উন্নীত হতে যাচ্ছে। ভবিষ্যতে মহাকাশ থেকে বহু মালবাহী নভোযান বিভিন্ন গ্রহাণুতে যাওয়া-আসা করবে। পৃথিবীতে বয়ে আনবে বহু মূল্যবান ধাতু। মহাশূন্য মোটেই শূন্য নয়, অগণিত গ্রহাণুতে আছে অমূল্য সব সম্পদের সুবিশাল মজুত। একদিন হয়তো তা মানবকল্যাণে ব্যবহৃত হবে। তবে এই মুহূর্তে বিজ্ঞানীদের চোখ সম্পদের দিকে নয়, কেননা তাঁরা ভালোই জানেন যে জ্ঞানই হচ্ছে মহাসম্পদ।
পৃথিবীতে খনিজ বিরল ধাতুর চাহিদা দিন দিন প্রায় গুণিতক হারে বাড়ছে; বিশেষ করে বিরল মৃত্তিকা ও প্ল্যাটিনাম গ্রুপের ধাতুগুলো চাহিদার তুলনায় নিতান্তই কম। ফলে এক কেজি রোডিয়ামের বর্তমান বাজারমূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার ইউরো বা দেড় কোটি টাকা। ভূপৃষ্ঠে সঞ্চিত এসব বহু মূল্যবান ধাতু প্রায় শেষ। নতুন কোনো উৎসের সন্ধান পাওয়া যাচ্ছে না।
অথচ মানুষের নিত্যদিনের প্রয়োজনে আধুনিক প্রযুক্তির প্রসারে এসব ধাতুর বিকল্প আজও পাওয়া যায়নি বা উদ্ভাবন করা সম্ভব হয়নি। সাগর, মহাসাগরের তলদেশ ওলট-পালট করলে হয়তো কিছুটা মিলতে পারে। তবে সে ক্ষেত্রে বিশ্রী রকমের পরিবেশদূষণ ঘটবে।
মানুষের দৃষ্টি এখন মহাকাশে ভবঘুরের মতো ঘুরে বেড়ানো অযুত কোটি গ্রহাণুর দিকে। এসব গ্রহাণুর অনেকগুলোতে মজুত আছে বিপুল পরিমাণে বহু মূল্যবান ধাতু। আর তাই বেসরকারি উদ্যোগেও যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশের বেশ কিছু স্টার্টআপ মহাকাশে ‘গ্রহাণু শিকার’-এর মহাপরিকল্পনা করেছে। যেমন যুক্তরাষ্ট্রের ডিপ স্পেস ইন্ডাস্ট্রিজ, যুক্তরাজ্যের এস্ট্রয়েড মাইনিং করপোরেশন, জাপানের আই স্পেস ইত্যাদি।
এগুলোর মধ্যে এগিয়ে আছে ক্যালিফোর্নিয়ার অ্যাস্ট্রফর্জ। এ প্রতিষ্ঠান পৃথিবী থেকে ৩ কোটি কিলোমিটার বা ১ কোটি ৮৬ লাখ মাইল দূরের অপেক্ষাকৃত ছোট একটি গ্রহাণুকে নিশানা করেছে। তারা সেখানে নভোযান পাঠিয়ে নমুনা সংগ্রহের জন্য উদ্যোগ নিচ্ছে। তাদের এমন অভিযান হবে প্রথম বাণিজ্যিক উদ্দেশ্যে পরিচালিত অভিযান।
মহাকাশে সম্পদ আহরণের দৌড়ে লুক্সেমবার্গ, সংযুক্ত আরব আমিরাত, জাপান ও চীনও পিছিয়ে থাকতে রাজি নয়। অথচ ১৯৬৭ সালের মহাকাশ চুক্তি অনুসারে কোনো জাতি এককভাবে মহাজাগতিক বস্তুর মালিকানা দাবি করতে পারবে না। মহাকাশের সব সম্পদ হবে বিশ্বমানবতার।
‘সাইকি-১৬’, আমাদের পৃথিবী থেকে ৪০ কোটি কিলোমিটার বা ২৫ কোটি মাইল দূরে ধাতব একটি গ্রহাণু। মঙ্গল ও বৃহস্পতির মাঝখানে বহু গ্রহাণুর মধ্যে দানবাকৃতির ১০টি গ্রহাণুর এটি হচ্ছে একটি। ব্যাস প্রায় ২৩০ কিলোমিটার বা ১৪৩ মাইল। অন্যান্য সাধারণ গ্রহাণুর মতো এটি শুধু প্রস্তর, শিলা আর বরফে গঠিত নয়। পুরো গ্রহাণুর ৯০ শতাংশ ধাতব। জ্যোতিঃপদার্থবিদেরা অনেকটাই নিশ্চিত যে মহাকাশের এই প্লাটিনাম, নিকেল আর স্বর্ণের পর্বতের গ্রহাণুটিতে আরও রয়েছে বহু মূল্যবান ধাতুর বিশাল মজুত।
তাঁদের অনুমান সঠিক হলে, সাইকিতে সঞ্চিত মোট সম্পদ পৃথিবীর ৮০০ কোটি মানুষের মধ্যে ভাগ করে দিলে, প্রত্যেক মানুষের ভাগে পড়বে ১ হাজার ৪০০ কোটি ইউরো। এ বছর ৫ অক্টোবর যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা প্রথমবারের মতো একটি অনুসন্ধানকারী নভোযান পাঠাতে যাচ্ছে গ্রহাণু সাইকির উদ্দেশে। সাইকির খুব কাছাকাছি কক্ষপথে পৌঁছাতে নভোযানটির সময় লেগে যাবে প্রায় চার বছর। আর ২১ মাস কক্ষপথে থেকে সাইকির বৈশিষ্ট্য, গঠন ইত্যাদি খুঁটিনাটি অনেক তথ্য-উপাত্ত, ছবি পৃথিবীতে পাঠিয়ে দেবে মহাকাশযানটি।
সেই সব বিশ্লেষণ করে পৃথিবীতে বসেই বিজ্ঞানীরা এর গঠন, প্রকৃতি, বৈশিষ্ট্য ইত্যাদি সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পাবেন। পরিমাপ করতে পারবেন সেখানকার মোট সম্পদের পরিমাণ। মহাকাশে ঘুরে বেড়ানো মহামূল্যবান এসব গ্রহাণু থেকে সম্পদ আহরণের অসম্ভব কল্পনা করেছিলেন সেই বিংশ শতাব্দীর শুরুতে ফরাসি কল্পবিজ্ঞান লেখক জুল ভার্ন (১৮২৮-১৯০৫)। তাঁর রচিত এবং ১৯০৮ সালে প্রকাশিত ‘উল্কাপিণ্ড শিকার’ গ্রন্থটিতে গল্পের ছলে খুব স্বচ্ছন্দে পাঠকদের সম্পদে ভরপুর উল্কাপিণ্ডের কথা বলেছেন। তখন তা ছিল নিছক কল্পকাহিনি। আজ তা বাস্তবে পরিণত হতে যাচ্ছে।
মহাকাশে গ্রহাণু গবেষণা এবং অভিযান নতুন মাত্রায় উন্নীত হতে যাচ্ছে। ভবিষ্যতে মহাকাশ থেকে বহু মালবাহী নভোযান বিভিন্ন গ্রহাণুতে যাওয়া-আসা করবে। পৃথিবীতে বয়ে আনবে বহু মূল্যবান ধাতু। মহাশূন্য মোটেই শূন্য নয়, অগণিত গ্রহাণুতে আছে অমূল্য সব সম্পদের সুবিশাল মজুত। একদিন হয়তো তা মানবকল্যাণে ব্যবহৃত হবে। তবে এই মুহূর্তে বিজ্ঞানীদের চোখ সম্পদের দিকে নয়, কেননা তাঁরা ভালোই জানেন যে জ্ঞানই হচ্ছে মহাসম্পদ।
মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে মানব মস্তিষ্কে চিপ স্থাপনের অনুমোদন পেল ইলন মাস্কের নিউরো প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান নিউরালিংক। কানাডায় মানব ট্রায়াল চালানোর জন্য অনুমোদন পেয়েছে প্রতিষ্ঠানটি। এই প্রক্রিয়ার জন্য ‘প্রথম এবং একমাত্র সার্জিক্যাল সাইট’ হবে কানাডার টরন্টো ওয়েস্
১ ঘণ্টা আগেবিশ্বব্যাপী নতুন সিরিজ ফাইন্ড এক্স ৮ উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা অপো। এই সিরিজে অপো ফাইন্ড এক্স ও অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেল দুটি অন্তর্ভুক্ত রয়েছে। মডেল দুটিতেই ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। তবে অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেলে আইফোনের মতো ক্যামেরা বাটন যুক্ত করা হয়েছে। সিরিজটিতে মিডিয়াটেক
১৯ ঘণ্টা আগেবৈদ্যুতিক গাড়ির জন্য সলিড স্টেট ব্যাটারি ব্যাপক পরিমাণে তৈরি করবে হোন্ডা। এ জন্য জাপানে একটি উৎপাদন কেন্দ্র তৈরি করেছে কোম্পানিটি। এখানে ব্যাটারিটি তৈরি পরিকল্পনাটি পরীক্ষা–নিরীক্ষা করা হবে। এই পরিকল্পনা কম খরচে ও টেকসই ব্যাটারি তৈরিতে সহায়ক হবে।
১ দিন আগেম্যাসেজিং প্ল্যাটফর্ম মেসেঞ্জারে একযোগে বেশ কিছু ফিচার যুক্ত করেছে মেটা। ফিচারগুলো ভিডিও কল ও অডিও কলের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। নতুন আপডেটের মাধ্যমে মেসেঞ্জারে নয়েজ সারপ্রেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ব্যাকগ্রাউন্ড, এইচডি ভিডিও কল এবং হ্যান্ডস ফ্রি কলিংয়ের মতো ফিচার পাওয়া যাবে। এক ব্লগ প
১ দিন আগে