প্রযুক্তি ডেস্ক
গত বছর থেকে একের পর এক ছাঁটাইয়ের ঘোষণা আসছে প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলো থেকে। গত বছর ৭০ হাজারেরও বেশি কর্মী ছাঁটাই করেছে গুগল, আমাজন, মাইক্রোসফট, মেটার মতো প্রতিষ্ঠানগুলো। মহামারির সময় বিপুলসংখ্যক কর্মী নিয়োগ করলেও সম্প্রতি গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট ১২ হাজার, আমাজন ১৮ হাজার, মেটা ১১ হাজার, টুইটার ৪ হাজার ও মাইক্রোসফট ১০ হাজার কর্মী ছাঁটাই করেছে। এরই ধারাবাহিকতায় এবার ছাঁটাইয়ের পথে হাঁটছে প্রযুক্তি কোম্পানি ইয়াহু। মোট ২০ শতাংশ কর্মী ছাঁটাই করবে প্রতিষ্ঠানটি। জানা যায়, কোম্পানি পুনর্গঠনের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে ইয়াহু।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী,বর্তমানে ইয়াহুর কর্মীর সংখ্যা ৮ হাজার ৬০০। নিজেদের বিজ্ঞাপন বিভাগ নতুন করে ঢেলে সাজানোর কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। গত বছরের শেষ নাগাদ এই বিভাগে অর্ধেকের বেশি কর্মী ছাঁটাইয়ের ঘটনা ঘটেছে। চলতি সপ্তাহ শেষে প্রায় আরও এক হাজার কর্মী ছাঁটাই করা হতে পারে।
ইয়াহুর এক মুখপাত্র বিবিসিকে বলেন, ‘এমন সিদ্ধান্ত কখনোই সহজ নয়। তবে আমরা প্রত্যাশা করছি, এসব পরিবর্তন আমাদের বিজ্ঞাপনী ব্যবসাকে দীর্ঘ মেয়াদে তুলনামূলক সহজ ও শক্তিশালী করে তুলবে। ফলে, গ্রাহক ও অংশীদারদের কাছে তুলনামূলক ভালো মানের সেবা দিতে পারবে ইয়াহু।’
৫০০ কোটি ডলারের বিনিময়ে ২০২১ সাল থেকে ইয়াহুর মালিকানা পাওয়া বিনিয়োগ কোম্পানি ‘অ্যাপোলো গ্লোবাল ম্যানেজমেন্ট’ জানিয়েছে, এই পদক্ষেপের ফলে কোম্পানিটি ‘ডিএসপি’ বা ‘ডিমান্ড সাইড প্ল্যাটফর্ম’ নামে পরিচিত ফ্ল্যাগশিপ বিজ্ঞাপনী ব্যবসায় তুলনামূলক বেশি মনযোগ দিতে ও বিনিয়োগ করতে পারবে।
সম্প্রতি, বিশ্বব্যাপী প্রায় ১ হাজার ৩০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে জনপ্রিয় ভিডিও কনফারেন্সিং অ্যাপ জুম। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, জুমের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক ইউয়ান গত মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) এ ঘোষণা দেন। জুমের দাপ্তরিক ব্লগে ইউয়ান লেখেন, ‘জুম কর্মীসংখ্যা কমিয়ে আনার পরিকল্পনা করেছে। কঠোর পরিশ্রমী ও মেধাবী হওয়া সত্ত্বেও আমাদের মোট কর্মীর প্রায় ১৫ শতাংশ বা প্রায় ১ হাজার ৩০০ সহকর্মীকে বিদায় জানাতে হচ্ছে। চাকরিচ্যুত কর্মীদের শিগগিরই ই-মেইলে জানিয়ে দেওয়া হবে।’
গত বছর থেকে একের পর এক ছাঁটাইয়ের ঘোষণা আসছে প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলো থেকে। গত বছর ৭০ হাজারেরও বেশি কর্মী ছাঁটাই করেছে গুগল, আমাজন, মাইক্রোসফট, মেটার মতো প্রতিষ্ঠানগুলো। মহামারির সময় বিপুলসংখ্যক কর্মী নিয়োগ করলেও সম্প্রতি গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট ১২ হাজার, আমাজন ১৮ হাজার, মেটা ১১ হাজার, টুইটার ৪ হাজার ও মাইক্রোসফট ১০ হাজার কর্মী ছাঁটাই করেছে। এরই ধারাবাহিকতায় এবার ছাঁটাইয়ের পথে হাঁটছে প্রযুক্তি কোম্পানি ইয়াহু। মোট ২০ শতাংশ কর্মী ছাঁটাই করবে প্রতিষ্ঠানটি। জানা যায়, কোম্পানি পুনর্গঠনের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে ইয়াহু।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী,বর্তমানে ইয়াহুর কর্মীর সংখ্যা ৮ হাজার ৬০০। নিজেদের বিজ্ঞাপন বিভাগ নতুন করে ঢেলে সাজানোর কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। গত বছরের শেষ নাগাদ এই বিভাগে অর্ধেকের বেশি কর্মী ছাঁটাইয়ের ঘটনা ঘটেছে। চলতি সপ্তাহ শেষে প্রায় আরও এক হাজার কর্মী ছাঁটাই করা হতে পারে।
ইয়াহুর এক মুখপাত্র বিবিসিকে বলেন, ‘এমন সিদ্ধান্ত কখনোই সহজ নয়। তবে আমরা প্রত্যাশা করছি, এসব পরিবর্তন আমাদের বিজ্ঞাপনী ব্যবসাকে দীর্ঘ মেয়াদে তুলনামূলক সহজ ও শক্তিশালী করে তুলবে। ফলে, গ্রাহক ও অংশীদারদের কাছে তুলনামূলক ভালো মানের সেবা দিতে পারবে ইয়াহু।’
৫০০ কোটি ডলারের বিনিময়ে ২০২১ সাল থেকে ইয়াহুর মালিকানা পাওয়া বিনিয়োগ কোম্পানি ‘অ্যাপোলো গ্লোবাল ম্যানেজমেন্ট’ জানিয়েছে, এই পদক্ষেপের ফলে কোম্পানিটি ‘ডিএসপি’ বা ‘ডিমান্ড সাইড প্ল্যাটফর্ম’ নামে পরিচিত ফ্ল্যাগশিপ বিজ্ঞাপনী ব্যবসায় তুলনামূলক বেশি মনযোগ দিতে ও বিনিয়োগ করতে পারবে।
সম্প্রতি, বিশ্বব্যাপী প্রায় ১ হাজার ৩০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে জনপ্রিয় ভিডিও কনফারেন্সিং অ্যাপ জুম। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, জুমের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক ইউয়ান গত মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) এ ঘোষণা দেন। জুমের দাপ্তরিক ব্লগে ইউয়ান লেখেন, ‘জুম কর্মীসংখ্যা কমিয়ে আনার পরিকল্পনা করেছে। কঠোর পরিশ্রমী ও মেধাবী হওয়া সত্ত্বেও আমাদের মোট কর্মীর প্রায় ১৫ শতাংশ বা প্রায় ১ হাজার ৩০০ সহকর্মীকে বিদায় জানাতে হচ্ছে। চাকরিচ্যুত কর্মীদের শিগগিরই ই-মেইলে জানিয়ে দেওয়া হবে।’
এক্সের (সাবেক টুইটার) প্রতিদ্বন্দ্বী মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম থ্রেডসের অ্যালগরিদম পরিবর্তন করল মেটা। এর ফলে যেসব অ্যাকাউন্ট ব্যবহারকারীরা ফলো করেন সেগুলোর কনটেন্টই বেশি দেখানো হবে। গত বৃহস্পতিবার থেকে ফিচারটি চালু হয়।
৬ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা টাইম ম্যাগাজিন–এর কভারে ধনকুবের ইলন মাস্কের ‘টু ডু লিস্ট’ বা দিনের কাজের তালিকা প্রকাশ করেছে। তবে এটি মাস্কের ব্যক্তিগত চেকলিস্ট নয় বলে স্পষ্টভাবে জানিয়েছেন মাস্ক।
৬ ঘণ্টা আগেটাইপ করার চেয়ে ভয়েস মেসেজ পাঠানো বেশ সহজ। তবে অনেক সময় ভয়েস মেসেজ সবার সামনে শোনা যায় না। সে ক্ষেত্রে মেসেজ না শুনে রিপ্লাই–ও দেওয়া যায়না। এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য মেসেজ ট্রান্সক্রাইব ফিচার যুক্ত করল হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে ভয়েস মেসেজগুলো সহজে টেক্সটে রূপান্তর করা যাবে।
৮ ঘণ্টা আগেনিয়মিত নতুন উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তি দিয়ে বিশ্বকে চমকে দেওয়ার জন্য পরিচিত জাপান। এবার ‘মানুষ ধোয়ার মেশিন’ তৈরি করে তাক লাগিয়ে দিল দেশটি। এটি মানুষ গোসলের জন্য ব্যবহার করতে পারবে। যন্ত্রটির কার্যকারিতা ও ডিজাইন দেখে একে ‘মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন’ বলে আখ্যা দিয়েছে অনেকই।
৯ ঘণ্টা আগে