Ajker Patrika

যৌন নিপীড়ন রোধী টুল আনছে মেটাভার্স

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ৫৩
যৌন নিপীড়ন রোধী টুল আনছে মেটাভার্স

ভার্চুয়াল রিয়্যালিটি ভিত্তিক প্ল্যাটফর্ম মেটাভার্সে নিপীড়ন রোধী টুল এনেছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাতৃপ্রতিষ্ঠান মেটা। শুক্রবার ভার্চুয়াল রিয়্যালিটি ব্যবহারকারীদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে যৌন নিপীড়ন রোধী ‘পারসোনাল বাউন্ডারি’ টুল আনার ঘোষণা দেয় মেটা। 

মেটার ঘোষণা অনুযায়ী, ‘পারসোনাল বাউন্ডারি’ টুলটি ব্যবহার করার ফলে ব্যবহারকারীদের মনে হবে, ভার্চুয়াল রিয়্যালিটি হেডেসেট ব্যবহার করে তাঁরা তাঁদের ভার্চুয়াল অ্যাভাটার এবং অন্য ব্যবহারকারীদের মধ্যে প্রায় চার ফুট (১.২ মিটার) দূরত্ব বজায় রাখতে পারবেন। এ ছাড়া ‘হরাইজন ওয়ার্ল্ডস’ এবং ‘হরাইজন ভেনাস’ অ্যাপ ব্যবহার কালেও একই ধরনের ‘পারসোনাল বাউন্ডারি’ টুল ব্যবহার করা যাবে। 

প্রতিষ্ঠানটি একটি ব্লগ পোস্টে জানিয়েছে, এই নতুন টুলটি ভার্চুয়াল রিয়্যালিটিতে ব্যবহারকারীদের অবাঞ্ছিত সম্পর্কে এড়াতে সহায়তা করবে। ‘হরাইজন ওয়ার্ল্ডস’সহ বিভিন্ন ভিআর প্ল্যাটফর্মের ব্যবহারকারীদের ভার্চুয়াল গ্রুপিং এবং অন্যান্য সেবা সম্পর্কে কিছু আপত্তিকর আচরণের অভিযোগের প্রেক্ষিতে এই পরিবর্তন আনা হয়েছে।

প্রযুক্তি সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত