অনলাইন ডেস্ক
ইউরোপীয় ইউনিয়নের প্রতিযোগিতা আইন মেনে চলার জন্য ইউরোপের আইফোনে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) তিনটি ফিচার দেরিতে চালু করবে অ্যাপল। আইন অনুযায়ী, প্রতিযোগী কোম্পানিগুলোর পণ্য ও সেবা যেন আইফোনে কাজ করতে পারে তা নিশ্চিত করতে হবে অ্যাপলকে। তাই আগামী সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে ফিচারগুলো চালু হলেও ২০২৫ সালের আগে ইউরোপের আইফোনে এগুলো চালু হবে না। বিট্রিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিনের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
গত শুক্রবার অ্যাপল জানিয়েছে, ডিজিটাল মার্কেটস অ্যাক্ট (ডিএমএ)–এর নিয়ন্ত্রক অনিশ্চয়তার কারণে এই বছর ফোন মিররিং, স্ক্রিন শেয়ার এনহাসনমেন্ট ও অ্যাপল ইন্টেলিজেন্স ফিচার ইইউয়ের আইফোন ব্যবহারকারীদের জন্য চালু করা হবে না।
এর আগে অ্যাপল বলেছিল, অ্যাপলকে তার ডিভাইসগুলো নিরাপত্তার সঙ্গে আপস করতে বাধ্য করবে ইইউয়ের নিয়মগুলো। তবে ইইউয়ের কর্মকর্তারা এই যুক্তি মেনে নেয়নি।
নতুন এক ইমেইলে অ্যাপল বলেছিল, ডিএমএ এর শর্তগুলো পণ্যগুলোর নিরাপত্তার সঙ্গে আপস করতে আমাদের এমন ভাবে করতে বাধ্য করে, যা ব্যবহারকারী গোপনীয়তা ও ডেটা সুরক্ষাকে ঝুঁকিপূর্ণ করে তোলে।
ব্লুমবার্গকে দেওয়া এক বিবৃতিতে ইউরোপীয় কমিশন বলেছে, ইইউয়ের নিয়মগুলো মেনে চললে অ্যাপলকে স্বাগত জানাবে কমিশন।
এই মাসের শুরুর দিকে অনুষ্ঠেয় অ্যাপলের ডেভেলপার কনফারেন্সে বিভিন্ন এআই ফিচার সংবলিত ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ মডেল উন্মোচন করে কোম্পানিটি। এতে চ্যাটজিপিটির প্রযুক্তি যুক্ত করা হয়েছে। ফলে অ্যাপলের অ্যাসিস্ট্যান্ট সিরি ইন্টারনেটে বিভিন্ন বিষয়ে সার্চ করতে পারবে ও প্রয়োজন অনুসারে উত্তর দিতে পারবে। সেই সঙ্গে বিভিন্ন টেক্সট ও ছবিও তৈরি করে দিতে পারবে।
অ্যাপলের নতুন অপারেটিং সিস্টেম ১৮ এর মাধ্যমে আইফোনে এসব ফিচার যুক্ত করা হবে। ব্যবহারকারীর নির্দেশনা অনুসারে ডিভাইসের ইমেইল, টেক্সট ও ছবি থেকে বিভিন্ন তথ্য বের করে দিতে পারবে এই প্রযুক্তি।
আইফোন ১৫ প্রো, আইফোন ১৫ প্রো ম্যাক্স ও আইপ্যাড ও এমওয়ান চিপের ম্যাক এবং পরের সংস্করণগুলোতে নতুন ফিচারগুলো পাওয়া যাবে। এ ছাড়া ম্যাকে আইফোন মিররিংও করা যাবে। ফলে আইফোনের স্ক্রিনে যা থাকবে তাই ম্যাকে দেখা যাবে।
অ্যাপল বলছে, ‘সমাধান খুঁজে বের করার জন্য ইউরোপীয় কমিশনের সঙ্গে সহযোগিতা করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এসব সমাধান বের করার মাধ্যমে ইইউয়ের গ্রাহকদের নিরাপত্তার সঙ্গে আপস না করে ডিভাইসে ফিচারগুলো যুক্ত করতে পারব।
এআই ফিচারগুলো প্রাইভেট হবে বলে দাবি করছে অ্যাপল। জুনের প্রথমদিকে অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক বলেন, ব্যবহারকারীদের ব্যক্তিগত রুটিন, সম্পর্ক, যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সাহায্য করবে ফিচারগুলো।
ইউরোপীয় ইউনিয়নের প্রতিযোগিতা আইন মেনে চলার জন্য ইউরোপের আইফোনে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) তিনটি ফিচার দেরিতে চালু করবে অ্যাপল। আইন অনুযায়ী, প্রতিযোগী কোম্পানিগুলোর পণ্য ও সেবা যেন আইফোনে কাজ করতে পারে তা নিশ্চিত করতে হবে অ্যাপলকে। তাই আগামী সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে ফিচারগুলো চালু হলেও ২০২৫ সালের আগে ইউরোপের আইফোনে এগুলো চালু হবে না। বিট্রিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিনের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
গত শুক্রবার অ্যাপল জানিয়েছে, ডিজিটাল মার্কেটস অ্যাক্ট (ডিএমএ)–এর নিয়ন্ত্রক অনিশ্চয়তার কারণে এই বছর ফোন মিররিং, স্ক্রিন শেয়ার এনহাসনমেন্ট ও অ্যাপল ইন্টেলিজেন্স ফিচার ইইউয়ের আইফোন ব্যবহারকারীদের জন্য চালু করা হবে না।
এর আগে অ্যাপল বলেছিল, অ্যাপলকে তার ডিভাইসগুলো নিরাপত্তার সঙ্গে আপস করতে বাধ্য করবে ইইউয়ের নিয়মগুলো। তবে ইইউয়ের কর্মকর্তারা এই যুক্তি মেনে নেয়নি।
নতুন এক ইমেইলে অ্যাপল বলেছিল, ডিএমএ এর শর্তগুলো পণ্যগুলোর নিরাপত্তার সঙ্গে আপস করতে আমাদের এমন ভাবে করতে বাধ্য করে, যা ব্যবহারকারী গোপনীয়তা ও ডেটা সুরক্ষাকে ঝুঁকিপূর্ণ করে তোলে।
ব্লুমবার্গকে দেওয়া এক বিবৃতিতে ইউরোপীয় কমিশন বলেছে, ইইউয়ের নিয়মগুলো মেনে চললে অ্যাপলকে স্বাগত জানাবে কমিশন।
এই মাসের শুরুর দিকে অনুষ্ঠেয় অ্যাপলের ডেভেলপার কনফারেন্সে বিভিন্ন এআই ফিচার সংবলিত ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ মডেল উন্মোচন করে কোম্পানিটি। এতে চ্যাটজিপিটির প্রযুক্তি যুক্ত করা হয়েছে। ফলে অ্যাপলের অ্যাসিস্ট্যান্ট সিরি ইন্টারনেটে বিভিন্ন বিষয়ে সার্চ করতে পারবে ও প্রয়োজন অনুসারে উত্তর দিতে পারবে। সেই সঙ্গে বিভিন্ন টেক্সট ও ছবিও তৈরি করে দিতে পারবে।
অ্যাপলের নতুন অপারেটিং সিস্টেম ১৮ এর মাধ্যমে আইফোনে এসব ফিচার যুক্ত করা হবে। ব্যবহারকারীর নির্দেশনা অনুসারে ডিভাইসের ইমেইল, টেক্সট ও ছবি থেকে বিভিন্ন তথ্য বের করে দিতে পারবে এই প্রযুক্তি।
আইফোন ১৫ প্রো, আইফোন ১৫ প্রো ম্যাক্স ও আইপ্যাড ও এমওয়ান চিপের ম্যাক এবং পরের সংস্করণগুলোতে নতুন ফিচারগুলো পাওয়া যাবে। এ ছাড়া ম্যাকে আইফোন মিররিংও করা যাবে। ফলে আইফোনের স্ক্রিনে যা থাকবে তাই ম্যাকে দেখা যাবে।
অ্যাপল বলছে, ‘সমাধান খুঁজে বের করার জন্য ইউরোপীয় কমিশনের সঙ্গে সহযোগিতা করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এসব সমাধান বের করার মাধ্যমে ইইউয়ের গ্রাহকদের নিরাপত্তার সঙ্গে আপস না করে ডিভাইসে ফিচারগুলো যুক্ত করতে পারব।
এআই ফিচারগুলো প্রাইভেট হবে বলে দাবি করছে অ্যাপল। জুনের প্রথমদিকে অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক বলেন, ব্যবহারকারীদের ব্যক্তিগত রুটিন, সম্পর্ক, যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সাহায্য করবে ফিচারগুলো।
স্মার্টফোনের সবচেয়ে সংবেদশীল অংশ হলো ডিভাইসের স্ক্রিন। হাত থেকে পড়ে গেলে তা সহজেই ভেঙে যেতে পারে। তাই ফোন কেনার সঙ্গে সঙ্গে স্ক্রিন প্রটেক্টর লাগিয়ে থাকেন অনেকেই। এটি মূল স্ক্রিনকে একটি অতিরিক্ত সুরক্ষা দেয়। টেম্পারড গ্লাস থেকে শুরু করে লিকুইড কোটিং পর্যন্ত, বিভিন্ন ধরনের স্ক্রিন প্রটেক্টর বাজারে...
৭ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে জনসাধারণকে আরও ব্যক্তিগতকৃত কনটেন্ট সরবরাহের জন্য নতুন একটি বিভাগ তৈরি করবে বিবিসি নিউজ। সংবাদমাধ্যমটির প্রধান ডেবোরা টার্নেস বলেন, এআই ব্যবহার করে তাদের সংস্থা ‘এআই’ এবং ‘উদ্ভাবনের’ এর মাধ্যমে শ্রোতাদের নতুন ও আধুনিক উপায়ে সংবাদ উপস্থাপন করবে। বিশেষত তরুণদের..
৮ ঘণ্টা আগেপ্রতিনিয়ত নানা ধরনের বার্তা আদান-প্রদান করা হয় হোয়াটসঅ্যাপে। এর ফলে প্ল্যাটফর্মটি ব্যবহারের একঘেয়েমি আসতে পারে। তবে হোয়াটসঅ্যাপের চ্যাট থিম পরিবর্তন করে সেটিকে আরও আকর্ষণীয় ও বৈচিত্র্যময় করা যায়। থিম পরিবর্তন করে আপনি চ্যাটের ব্যাকগ্রাউন্ড, ফন্টের রং, এবং স্টাইল কাস্টমাইজ করতে পারেন, যা আপনার চ্যাটি
১৩ ঘণ্টা আগেবর্তমানে অনেক গুরুত্বপূর্ণ বার্তা আদান-প্রদানের জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহৃত হয়। তবে ফোন হারিয়ে গেলে বা অন্য কারণে এসব মূল্যবান কথোপকথন বা গুরুত্বপূর্ণ ডেটা হারিয়ে যেতে পারে। তাই সঠিক সময়ে ব্যাকআপ করে রাখতে হয়। হোয়াটসঅ্যাপের ব্যাকআপ ফিচারের মাধ্যমে সহজেই আপনার সমস্ত চ্যাট, মিডিয়া ফাইল ও ভয়েস...
২ দিন আগে