অনলাইন ডেস্ক
মিউজিক তৈরির ফিচার নিয়ে এল মাইক্রোসফটের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবট কোপাইলট। জেনারেটিভ এআইভিত্তিক মিউজিক অ্যাপ ‘সুনো’ এর সঙ্গে অংশীদারত্বে ফলে গ্রাহকদের এই সুবিধা দিতে পারবে মাইক্রোসফট। গ্রাহকেরা টেক্সটের মাধ্যমে বিভিন্ন নির্দেশনা দিয়ে পছন্দ অনুযায়ী গান তৈরি করতে পারবে।
ব্যবহারকারীরা বিভিন্ন নির্দেশনা দিলে সুনোর প্লাগ ইনের সাহায্যে একটি সম্পূর্ণ গান বা মিউজিক তৈরি করে দিতে পারে কোপাইলট। সুনো গানের লিরিক, বাদ্যযন্ত্র এমনকি গানের ভয়েসেও যুক্ত করে দেবে।
মাইক্রোসফট বলেছে ,যারা কীভাবে গান গাইতে হয়, বাদ্যযন্ত্র বাজাতে হয় বা নোটেশন পড়তে জানে না, তারা মাইক্রোসফটের কোপাইলট ব্যবহার করে মিউজিক তৈরি করতে পারবে। টেক্সটের নির্দেশনা অনুযায়ী মিউজিক বানানোর জন্য সব কাজ করবে সুনো।
যেভাবে ফিচারটি ব্যবহার করবেন
১. সুনো ব্যবহার করার জন্য কোপাইলট গ্রাহকদের যেকোনো ব্রাউজারে প্রবেশ করতে হবে।
২. এরপর এই ওয়েবসাইটে ঢুকতে হবে।
৩. মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে লগইন করতে হবে।
৪. সুনো লোগোতে বা ‘মেক মিউজিক উইথ সুনো’ তে ক্লিক করতে হবে।
৫. পছন্দ অনুযায়ী নির্দশনাও দিলে কয়েক মিনিটের মধ্যে মিউজিক তৈরি করে দিবে কোপাইলট।
মাইক্রোসফট বিংয়ের এক ব্লগ পোস্টে কোম্পানিটি বলেছে, এই অংশীদারিত্ব সৃজনশীলতা ও নতুন দিগন্ত উন্মোচন করবে এবং সঙ্গীত সৃষ্টিকে সকলের কাছে সহজলভ্য করে তুলবে। আজকে (মঙ্গলবার) থেকে এই ফিচার কিছু গ্রাহকদের ব্যবহারের জন্য চালু করা হয়েছে এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যে সব গ্রাহকেরা এটি ব্যবহার করতে পারবে।
টেক জায়ান্ট ও স্টার্টআপগুলো একইভাবে জেনারেটিভ এআইভিত্তিক মিউজিক তৈরির প্রযুক্তিতে বিনিয়োগ করছে। গত নভেম্বরে গুগলের এআই ল্যাব ডিপমাইন্ড ও ইউটিউবের সঙ্গে অংশীদারিত্ব করেছে। ইউটিউবের মিউজিকের জন্য জেনারেটিভ এআই মডেল লিরিয়া এবং ইউটিউব শর্টসে এআই টিউন তৈরির ড্রিম ট্র্যাক টুলের তৈরি করবে এই দুই কোম্পানি। মেটাও এআইভিত্তিক মিউজিক তৈরির টুল নিয়ে বেশ কিছু পরীক্ষা–নিরীক্ষা করছে। তবে এআইভিত্তিক কৃত্রিম গান তৈরি ক্ষেত্রে নৈতিক ও আইনী বিষয়গুলোর সমাধান এখনো করা হয়নি।
প্রচলিত মিউজিকের মাধ্যমে এআইয়ের অ্যালগরিদমগুলোকে প্রশিক্ষণ দেওয়া হয়। বিষয়টি নিয়ে গ্রাহক ও শিল্পীরা স্বাছন্দ্যবোধ করছেন না। কারণ শিল্পীদের মিউজিক ব্যবহার করে এআইকে প্রশিক্ষণ দিলেও এজন্য তাদের কোনো অর্থ প্রদান করা হয়না।
বেশিরভাগ এআইভিত্তিক কোম্পানি দাবি করে, শিল্পীদের গানগুলো পাবলিক তাই এআই প্রশিক্ষণে এসব মিউজিক ব্যবহার করা ক্ষতির কোনো কিছু না।
এআই প্রশিক্ষণের ডেটা সুনো কোথা থেকে সংগ্রহ করে, সেই সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি। সুনোতে ব্যবহারকারীরা জনপ্রিয় শিল্পীর স্টাইলে মিউজিক তৈরি করা সুযোগ দেয়।
তথ্যসূত্র: টেকক্রাঞ্চ
মিউজিক তৈরির ফিচার নিয়ে এল মাইক্রোসফটের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবট কোপাইলট। জেনারেটিভ এআইভিত্তিক মিউজিক অ্যাপ ‘সুনো’ এর সঙ্গে অংশীদারত্বে ফলে গ্রাহকদের এই সুবিধা দিতে পারবে মাইক্রোসফট। গ্রাহকেরা টেক্সটের মাধ্যমে বিভিন্ন নির্দেশনা দিয়ে পছন্দ অনুযায়ী গান তৈরি করতে পারবে।
ব্যবহারকারীরা বিভিন্ন নির্দেশনা দিলে সুনোর প্লাগ ইনের সাহায্যে একটি সম্পূর্ণ গান বা মিউজিক তৈরি করে দিতে পারে কোপাইলট। সুনো গানের লিরিক, বাদ্যযন্ত্র এমনকি গানের ভয়েসেও যুক্ত করে দেবে।
মাইক্রোসফট বলেছে ,যারা কীভাবে গান গাইতে হয়, বাদ্যযন্ত্র বাজাতে হয় বা নোটেশন পড়তে জানে না, তারা মাইক্রোসফটের কোপাইলট ব্যবহার করে মিউজিক তৈরি করতে পারবে। টেক্সটের নির্দেশনা অনুযায়ী মিউজিক বানানোর জন্য সব কাজ করবে সুনো।
যেভাবে ফিচারটি ব্যবহার করবেন
১. সুনো ব্যবহার করার জন্য কোপাইলট গ্রাহকদের যেকোনো ব্রাউজারে প্রবেশ করতে হবে।
২. এরপর এই ওয়েবসাইটে ঢুকতে হবে।
৩. মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে লগইন করতে হবে।
৪. সুনো লোগোতে বা ‘মেক মিউজিক উইথ সুনো’ তে ক্লিক করতে হবে।
৫. পছন্দ অনুযায়ী নির্দশনাও দিলে কয়েক মিনিটের মধ্যে মিউজিক তৈরি করে দিবে কোপাইলট।
মাইক্রোসফট বিংয়ের এক ব্লগ পোস্টে কোম্পানিটি বলেছে, এই অংশীদারিত্ব সৃজনশীলতা ও নতুন দিগন্ত উন্মোচন করবে এবং সঙ্গীত সৃষ্টিকে সকলের কাছে সহজলভ্য করে তুলবে। আজকে (মঙ্গলবার) থেকে এই ফিচার কিছু গ্রাহকদের ব্যবহারের জন্য চালু করা হয়েছে এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যে সব গ্রাহকেরা এটি ব্যবহার করতে পারবে।
টেক জায়ান্ট ও স্টার্টআপগুলো একইভাবে জেনারেটিভ এআইভিত্তিক মিউজিক তৈরির প্রযুক্তিতে বিনিয়োগ করছে। গত নভেম্বরে গুগলের এআই ল্যাব ডিপমাইন্ড ও ইউটিউবের সঙ্গে অংশীদারিত্ব করেছে। ইউটিউবের মিউজিকের জন্য জেনারেটিভ এআই মডেল লিরিয়া এবং ইউটিউব শর্টসে এআই টিউন তৈরির ড্রিম ট্র্যাক টুলের তৈরি করবে এই দুই কোম্পানি। মেটাও এআইভিত্তিক মিউজিক তৈরির টুল নিয়ে বেশ কিছু পরীক্ষা–নিরীক্ষা করছে। তবে এআইভিত্তিক কৃত্রিম গান তৈরি ক্ষেত্রে নৈতিক ও আইনী বিষয়গুলোর সমাধান এখনো করা হয়নি।
প্রচলিত মিউজিকের মাধ্যমে এআইয়ের অ্যালগরিদমগুলোকে প্রশিক্ষণ দেওয়া হয়। বিষয়টি নিয়ে গ্রাহক ও শিল্পীরা স্বাছন্দ্যবোধ করছেন না। কারণ শিল্পীদের মিউজিক ব্যবহার করে এআইকে প্রশিক্ষণ দিলেও এজন্য তাদের কোনো অর্থ প্রদান করা হয়না।
বেশিরভাগ এআইভিত্তিক কোম্পানি দাবি করে, শিল্পীদের গানগুলো পাবলিক তাই এআই প্রশিক্ষণে এসব মিউজিক ব্যবহার করা ক্ষতির কোনো কিছু না।
এআই প্রশিক্ষণের ডেটা সুনো কোথা থেকে সংগ্রহ করে, সেই সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি। সুনোতে ব্যবহারকারীরা জনপ্রিয় শিল্পীর স্টাইলে মিউজিক তৈরি করা সুযোগ দেয়।
তথ্যসূত্র: টেকক্রাঞ্চ
এক্সের (সাবেক টুইটার) প্রতিদ্বন্দ্বী মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম থ্রেডসের অ্যালগরিদম পরিবর্তন করল মেটা। এর ফলে যেসব অ্যাকাউন্ট ব্যবহারকারীরা ফলো করেন সেগুলোর কনটেন্টই বেশি দেখানো হবে। গত বৃহস্পতিবার থেকে ফিচারটি চালু হয়।
১১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা টাইম ম্যাগাজিন–এর কভারে ধনকুবের ইলন মাস্কের ‘টু ডু লিস্ট’ বা দিনের কাজের তালিকা প্রকাশ করেছে। তবে এটি মাস্কের ব্যক্তিগত চেকলিস্ট নয় বলে স্পষ্টভাবে জানিয়েছেন মাস্ক।
১২ ঘণ্টা আগেটাইপ করার চেয়ে ভয়েস মেসেজ পাঠানো বেশ সহজ। তবে অনেক সময় ভয়েস মেসেজ সবার সামনে শোনা যায় না। সে ক্ষেত্রে মেসেজ না শুনে রিপ্লাই–ও দেওয়া যায়না। এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য মেসেজ ট্রান্সক্রাইব ফিচার যুক্ত করল হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে ভয়েস মেসেজগুলো সহজে টেক্সটে রূপান্তর করা যাবে।
১৪ ঘণ্টা আগেনিয়মিত নতুন উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তি দিয়ে বিশ্বকে চমকে দেওয়ার জন্য পরিচিত জাপান। এবার ‘মানুষ ধোয়ার মেশিন’ তৈরি করে তাক লাগিয়ে দিল দেশটি। এটি মানুষ গোসলের জন্য ব্যবহার করতে পারবে। যন্ত্রটির কার্যকারিতা ও ডিজাইন দেখে একে ‘মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন’ বলে আখ্যা দিয়েছে অনেকই।
১৪ ঘণ্টা আগে