অনলাইন ডেস্ক
আপনার বন্ধু ও পরিবারের সদস্যারা কীভাবে দিন পার করছে, সে সম্পর্কে জানার একটি দুর্দান্ত উপায় হলো হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস। তারা কখনো কখনো এমন কিছু স্ট্যাটাস পোস্ট করতে পারে, যা আপনি সেভ করে রাখতে চান বা অন্য কাউকে দেখাতে চান। তবে পোস্ট করার ২৪ ঘণ্টার পর আর স্ট্যাটাস দেখা যায় না। স্ট্যাটাসগুলো স্ক্রিনশট নিয়ে রাখা গেলেও অনেকেই এগুলো ডাউনলোড করে রাখতে চান। স্ট্যাটাসের ছবি ও ভিডিও খুব সহজেই ডাউনলোড করে রাখা যায়।
অ্যান্ড্রয়েড ডিভাইসে হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস সেভ করা সহজ হলেও আইফোনে তুলনামূলক কঠিন।
অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকে ডাউনলোড করবেন যেভাবে
অ্যান্ড্রয়েড ডিভাইসের ইন্টারনাল স্টোরেজের ‘. statuses’ ফাইলে সব হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস সেভ হয়ে থাকে। অন্যদের যেসব স্ট্যাটাস আপনি ওপেন করে দেখেছেন সেগুলো এই ফোল্ডারে থাকে। তবে তা ২৪ ঘণ্টা পর্যন্ত থাকবে। তাই ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই এই ফোল্ডার থেকে স্ট্যাটাসগুলো কপি করে রাখতে হবে। এ জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. অ্যান্ড্রয়েড ডিভাইসে ফাইল বা ফাইল ম্যানেজারে অ্যাপে প্রবেশ করুন।
২. হ্যামবার্গার আইকোনে (তিনটি অনুভূমিক রেখা) ট্যাপ করে সেটিংস অপশনে ট্যাপ করুন।
৩. ‘Show hidden files’ অপশন খুঁজে বের করুন ও এর পাশের টগল বাটনটি চালু করুন। এর ফলে ফাইল অ্যাপে লুকানো ফোল্ডারগুলো দেখা যাবে।
৪. এখন ফাইল অ্যাপের হোম পেজে যান ও ইন্টারনাল স্টোরেজ অপশনে ট্যাপ করুন।
৫. ‘অ্যান্ড্রয়েড’ ফোল্ডারে ট্যাপ করুন।
৬. ‘মিডিয়া’ ফোল্ডারে ট্যাপ করুন।
৭. এরপর ‘com. whatsapp’ ও ‘WhatsApp’ ফোল্ডারে ট্যাপ করুন।
৮. আবার ‘মিডিয়া’ ফোল্ডার অপশন খুঁজে বের করে এতে ট্যাপ করুন।
৯. ‘. Statuses folder’ ফোল্ডারে প্রবেশ করুন। যেসব হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ওপেন বা প্রবেশ করেছেন সেগুলো এই ফোল্ডারে থাকবে। পছন্দের মতো স্ট্যাটাসের ভিডিও বা ছবিটি কপি করুন ও নতুন একটি ফাইল বা ক্যামেরার ‘ডিসিআইএম’ ফোল্ডারে পেস্ট করুন।
এভাবে অন্যদের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ডাউনলোড করতে পারবেন।
আইওএস ডিভাইসে হোয়াটসঅ্যাপ ভিডিও সেভ করবেন যেভাবে
অন্যদের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস অ্যান্ড্রয়েডের মতো সরাসরি ডাউনলোড করা যায় না। স্ট্যাটাসের ছবি সেভ করার জন্য স্ক্রিনশট নিতে পারেন। আর ভিডিওর জন্য স্ক্রিন রেকর্ডিং টুল ব্যবহার করতে হয়। এটি আইফোনের কন্ট্রোল সেন্টারে পাওয়া যায়। তবে এটি সেখানে না পাওয়া গেলে তা সেটিংস অ্যাপের মাধ্যমে কন্ট্রোল সেন্টার নিয়ে আসতে হয়। এ জন্য সেটিংসে প্রবেশ করুন ও কন্ট্রোল সেন্টার অপশন খুঁজে বের করুন। স্ক্রল করে স্ক্রিন রেকর্ডিং টুলটি খুঁজে বের করুন ও এরপাশের ‘+’ আইকোনে ট্যাপ করুন। ফলে আইফোনের কন্ট্রোল সেন্টারে টুলটি দেখা যাবে। এরপর হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের ভিডিও ধারণ করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. হোয়াটসঅ্যাপে প্রবেশ করুন ও ‘আপডেট’ ট্যাবে ট্যাপ করুন।
২. এরপর ডান পাশের ওপর থেকে সোয়াইপ করুন বা টেনে ধরুন। ফলে কন্ট্রোল সেন্টার চালু হবে।
৩. স্ক্রিন রেকর্ডিং টুলটির ওপর ট্যাপ করুন ও হোয়াটসঅ্যাপের আপডেট পেজে দ্রুত চলে আসুন।
৪. এখন যার স্ট্যাটাসটি রেকর্ড করতে চান তার প্রোফাইল ছবিতে ট্যাপ করুন। ৩ সেকেন্ডের মধ্যে ভিডিও রেকর্ড চালু হবে। ফলে স্ট্যাটাসটি রেকর্ড শুরু হবে।
৫. ভিডিও রেকর্ডটি বন্ধ করতে চাইলে ওপরের দিকে থাকা লাল বাটনে ট্যাপ করুন।
৬. এখন ‘স্টপ’ বাটনে ট্যাপ করুন।
হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস ভিডিওটি আইফোনের ফটোজ অ্যাপে সেভ হয়ে থাকবে। ফটোজ অ্যাপে প্রবেশ করে যে কোনো সময় ভিডিওটি দেখতে পারবেন ও শেয়ার করতে পারবেন।
আপনার বন্ধু ও পরিবারের সদস্যারা কীভাবে দিন পার করছে, সে সম্পর্কে জানার একটি দুর্দান্ত উপায় হলো হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস। তারা কখনো কখনো এমন কিছু স্ট্যাটাস পোস্ট করতে পারে, যা আপনি সেভ করে রাখতে চান বা অন্য কাউকে দেখাতে চান। তবে পোস্ট করার ২৪ ঘণ্টার পর আর স্ট্যাটাস দেখা যায় না। স্ট্যাটাসগুলো স্ক্রিনশট নিয়ে রাখা গেলেও অনেকেই এগুলো ডাউনলোড করে রাখতে চান। স্ট্যাটাসের ছবি ও ভিডিও খুব সহজেই ডাউনলোড করে রাখা যায়।
অ্যান্ড্রয়েড ডিভাইসে হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস সেভ করা সহজ হলেও আইফোনে তুলনামূলক কঠিন।
অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকে ডাউনলোড করবেন যেভাবে
অ্যান্ড্রয়েড ডিভাইসের ইন্টারনাল স্টোরেজের ‘. statuses’ ফাইলে সব হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস সেভ হয়ে থাকে। অন্যদের যেসব স্ট্যাটাস আপনি ওপেন করে দেখেছেন সেগুলো এই ফোল্ডারে থাকে। তবে তা ২৪ ঘণ্টা পর্যন্ত থাকবে। তাই ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই এই ফোল্ডার থেকে স্ট্যাটাসগুলো কপি করে রাখতে হবে। এ জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. অ্যান্ড্রয়েড ডিভাইসে ফাইল বা ফাইল ম্যানেজারে অ্যাপে প্রবেশ করুন।
২. হ্যামবার্গার আইকোনে (তিনটি অনুভূমিক রেখা) ট্যাপ করে সেটিংস অপশনে ট্যাপ করুন।
৩. ‘Show hidden files’ অপশন খুঁজে বের করুন ও এর পাশের টগল বাটনটি চালু করুন। এর ফলে ফাইল অ্যাপে লুকানো ফোল্ডারগুলো দেখা যাবে।
৪. এখন ফাইল অ্যাপের হোম পেজে যান ও ইন্টারনাল স্টোরেজ অপশনে ট্যাপ করুন।
৫. ‘অ্যান্ড্রয়েড’ ফোল্ডারে ট্যাপ করুন।
৬. ‘মিডিয়া’ ফোল্ডারে ট্যাপ করুন।
৭. এরপর ‘com. whatsapp’ ও ‘WhatsApp’ ফোল্ডারে ট্যাপ করুন।
৮. আবার ‘মিডিয়া’ ফোল্ডার অপশন খুঁজে বের করে এতে ট্যাপ করুন।
৯. ‘. Statuses folder’ ফোল্ডারে প্রবেশ করুন। যেসব হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ওপেন বা প্রবেশ করেছেন সেগুলো এই ফোল্ডারে থাকবে। পছন্দের মতো স্ট্যাটাসের ভিডিও বা ছবিটি কপি করুন ও নতুন একটি ফাইল বা ক্যামেরার ‘ডিসিআইএম’ ফোল্ডারে পেস্ট করুন।
এভাবে অন্যদের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ডাউনলোড করতে পারবেন।
আইওএস ডিভাইসে হোয়াটসঅ্যাপ ভিডিও সেভ করবেন যেভাবে
অন্যদের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস অ্যান্ড্রয়েডের মতো সরাসরি ডাউনলোড করা যায় না। স্ট্যাটাসের ছবি সেভ করার জন্য স্ক্রিনশট নিতে পারেন। আর ভিডিওর জন্য স্ক্রিন রেকর্ডিং টুল ব্যবহার করতে হয়। এটি আইফোনের কন্ট্রোল সেন্টারে পাওয়া যায়। তবে এটি সেখানে না পাওয়া গেলে তা সেটিংস অ্যাপের মাধ্যমে কন্ট্রোল সেন্টার নিয়ে আসতে হয়। এ জন্য সেটিংসে প্রবেশ করুন ও কন্ট্রোল সেন্টার অপশন খুঁজে বের করুন। স্ক্রল করে স্ক্রিন রেকর্ডিং টুলটি খুঁজে বের করুন ও এরপাশের ‘+’ আইকোনে ট্যাপ করুন। ফলে আইফোনের কন্ট্রোল সেন্টারে টুলটি দেখা যাবে। এরপর হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের ভিডিও ধারণ করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. হোয়াটসঅ্যাপে প্রবেশ করুন ও ‘আপডেট’ ট্যাবে ট্যাপ করুন।
২. এরপর ডান পাশের ওপর থেকে সোয়াইপ করুন বা টেনে ধরুন। ফলে কন্ট্রোল সেন্টার চালু হবে।
৩. স্ক্রিন রেকর্ডিং টুলটির ওপর ট্যাপ করুন ও হোয়াটসঅ্যাপের আপডেট পেজে দ্রুত চলে আসুন।
৪. এখন যার স্ট্যাটাসটি রেকর্ড করতে চান তার প্রোফাইল ছবিতে ট্যাপ করুন। ৩ সেকেন্ডের মধ্যে ভিডিও রেকর্ড চালু হবে। ফলে স্ট্যাটাসটি রেকর্ড শুরু হবে।
৫. ভিডিও রেকর্ডটি বন্ধ করতে চাইলে ওপরের দিকে থাকা লাল বাটনে ট্যাপ করুন।
৬. এখন ‘স্টপ’ বাটনে ট্যাপ করুন।
হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস ভিডিওটি আইফোনের ফটোজ অ্যাপে সেভ হয়ে থাকবে। ফটোজ অ্যাপে প্রবেশ করে যে কোনো সময় ভিডিওটি দেখতে পারবেন ও শেয়ার করতে পারবেন।
বিশ্বব্যাপী নতুন সিরিজ ফাইন্ড এক্স ৮ উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা অপো। এই সিরিজে অপো ফাইন্ড এক্স ও অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেল দুটি অন্তর্ভুক্ত রয়েছে। মডেল দুটিতেই ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। তবে অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেলে আইফোনের মতো ক্যামেরা বাটন যুক্ত করা হয়েছে। সিরিজটিতে মিডিয়াটেক
১২ ঘণ্টা আগেবৈদ্যুতিক গাড়ির জন্য সলিড স্টেট ব্যাটারি ব্যাপক পরিমাণে তৈরি করবে হোন্ডা। এ জন্য জাপানে একটি উৎপাদন কেন্দ্র তৈরি করেছে কোম্পানিটি। এখানে ব্যাটারিটি তৈরি পরিকল্পনাটি পরীক্ষা–নিরীক্ষা করা হবে। এই পরিকল্পনা কম খরচে ও টেকসই ব্যাটারি তৈরিতে সহায়ক হবে।
১৪ ঘণ্টা আগেম্যাসেজিং প্ল্যাটফর্ম মেসেঞ্জারে একযোগে বেশ কিছু ফিচার যুক্ত করেছে মেটা। ফিচারগুলো ভিডিও কল ও অডিও কলের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। নতুন আপডেটের মাধ্যমে মেসেঞ্জারে নয়েজ সারপ্রেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ব্যাকগ্রাউন্ড, এইচডি ভিডিও কল এবং হ্যান্ডস ফ্রি কলিংয়ের মতো ফিচার পাওয়া যাবে। এক ব্লগ প
১৬ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের সরকার যেন অ্যাপলের বিরুদ্ধে দায়ের করা অ্যান্টিট্রাস্ট বা প্রতিযোগিতা মামলা খারিজ করে, এ জন্য ফেডারেল বিচারককে অনুরোধ করেছে কোম্পানিটি। টেক জায়ান্টটি বলছে, তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাটি কাল্পনিক এবং অ্যাপল একচেটিয়া আধিপত্য বিস্তার করে তা প্রমাণ করতে পারেনি যুক্তরাষ্ট্রের সরকার।
১৭ ঘণ্টা আগে