চলতি বছরে স্মার্টফোন শিল্প অত্যন্ত উদ্ভাবনমুখী হবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসগুলোতে উন্নত ক্যামেরা, বিশেষ এআই ফিচারের পাশাপাশি শক্তিশালী ও বড় আকারের ব্যাটারি দেখতে পাওয়া যাবে। ফ্ল্যাগশিপ ফোন থেকে বাজেট স্মার্টফোনেও এই ধরনের শক্তিশালী ব্যাটারি থাকবে।
এ বিষয় নিয়ে চীনের মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম ওয়েবুতে পোস্ট করে স্মার্টফোন–বিষয়ক এক তথ্য ফাঁসকারী। তার মতে, চলতি বছরে বাজেট ফোনগুলোতেও ৭ হাজার ৫০০ এমএইচএয়ের ব্যাটারি যুক্ত করবে শাওমির সাব ব্র্যান্ড রেডমি। সম্ভবত রেডমি টার্বো ৪ প্রো ফোনে শক্তিশালী ব্যাটারিটি যুক্ত করা হবে।
এমনকি শাওমি ৮ হাজার এমএইচের ব্যাটারি নিয়েও পরীক্ষা–নিরীক্ষা করেছে বলে শোনা যাচ্ছে। কিছু সূত্র অনুযায়ী, ব্যাটারির আকার বেড়ে গেলেও ফোনগুলো দ্রুতই চার্জ হবে। এ বিশালাকার ব্যাটারি চার্জের জন্য ১০০ ওয়াট পাওয়ার অ্যাডাপ্টর ব্যবহার করা হতে পারে।
সম্ভবত সিলিকন-কার্বন সংকর উপকরণ ব্যবহারের মাধ্যমে স্মার্টফোন ব্যাটারির ক্ষমতা এতটা বাড়ানো সম্ভব হচ্ছে। সিলিকন-কার্বন কম্পোজিট (এসআইসি) উপকরণ সাধারণত গ্রাফাইটের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে।
সিলিকন, যখন ইলেকট্রোড হিসেবে ব্যবহৃত হয়, তখন এটি দশ গুণ বেশি আয়ন ধারণ করতে পারে। এ প্রক্রিয়া বৈদ্যুতিক রাসায়নিক শক্তির ঘনত্বে ব্যাপক বৃদ্ধি ঘটায়। এর ফলে, ছোট সাইজে আরও শক্তিশালী ব্যাটারি তৈরি করা সম্ভব হয়। এটি দ্রুত চার্জিংয়ের জন্যও সুবিধা তৈরি করে। এ ছাড়া উপকরণটি প্রকৃতিতে প্রচুর পরিমাণে পাওয়া যায়।
রেডমিই প্রথম ব্র্যান্ড নয়, যারা এ নতুন ব্যাটারি প্রযুক্তি ব্যবহার করবে। তবে এটি নতুন রেকর্ড গড়তে প্রস্তুত। ২০২৩ সালে অনার তাদের ম্যাজিক ৫ প্রো ফোনের মাধ্যমে এই ট্রেন্ড শুরু করে। তাদের নতুন ফোন ম্যাজিক ৭ লাইটে ৬ হাজার ৬০০ এমএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। অন্যদিকে, রেডমি ম্যাজিক ১০ প্রোতে ৮ হাজার ৮০ এমএইচ ব্যাটারি রয়েছে এবং ১০০ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সুবিধা রয়েছে।
রিয়েলমি জিটি ৭ প্রোও একটি একটি সিলিকন-কার্বন ব্যাটারি ব্যবহার করে। একই প্রযুক্তি ওয়ানপ্লাসকে তাদের সর্বশেষ ফ্ল্যাগশিপে ৬,০০০ এমএএইচ ব্যাটারি বসানোর সুযোগ দিয়েছে, যার ফলে তারা তার ফাস্ট চার্জিং প্রযুক্তি (ওয়্যারড হোক বা ওয়্যারলেস) হারায়নি। আরেকটি চীনা ব্র্যান্ড ভিভোও তাদের ক্যামেরাকেন্দ্রিক এক্স ২০০ প্রো স্মার্টফোনে সিলিকন-কার্বন ব্যাটারি ব্যবহার করেছে।
বিভিন্ন তথ্যানুসারে, এ বছরে অনেক ফোনেই ৮,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে। আর এই গুরুত্বপূর্ণ উদ্ভাবনের সুবিধা উপভোগ করতে বিপুল পরিমাণ অর্থও খরচ করতে হবে না।
তথ্যসূত্র: ডিজিটাল ট্রেন্ডস
চলতি বছরে স্মার্টফোন শিল্প অত্যন্ত উদ্ভাবনমুখী হবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসগুলোতে উন্নত ক্যামেরা, বিশেষ এআই ফিচারের পাশাপাশি শক্তিশালী ও বড় আকারের ব্যাটারি দেখতে পাওয়া যাবে। ফ্ল্যাগশিপ ফোন থেকে বাজেট স্মার্টফোনেও এই ধরনের শক্তিশালী ব্যাটারি থাকবে।
এ বিষয় নিয়ে চীনের মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম ওয়েবুতে পোস্ট করে স্মার্টফোন–বিষয়ক এক তথ্য ফাঁসকারী। তার মতে, চলতি বছরে বাজেট ফোনগুলোতেও ৭ হাজার ৫০০ এমএইচএয়ের ব্যাটারি যুক্ত করবে শাওমির সাব ব্র্যান্ড রেডমি। সম্ভবত রেডমি টার্বো ৪ প্রো ফোনে শক্তিশালী ব্যাটারিটি যুক্ত করা হবে।
এমনকি শাওমি ৮ হাজার এমএইচের ব্যাটারি নিয়েও পরীক্ষা–নিরীক্ষা করেছে বলে শোনা যাচ্ছে। কিছু সূত্র অনুযায়ী, ব্যাটারির আকার বেড়ে গেলেও ফোনগুলো দ্রুতই চার্জ হবে। এ বিশালাকার ব্যাটারি চার্জের জন্য ১০০ ওয়াট পাওয়ার অ্যাডাপ্টর ব্যবহার করা হতে পারে।
সম্ভবত সিলিকন-কার্বন সংকর উপকরণ ব্যবহারের মাধ্যমে স্মার্টফোন ব্যাটারির ক্ষমতা এতটা বাড়ানো সম্ভব হচ্ছে। সিলিকন-কার্বন কম্পোজিট (এসআইসি) উপকরণ সাধারণত গ্রাফাইটের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে।
সিলিকন, যখন ইলেকট্রোড হিসেবে ব্যবহৃত হয়, তখন এটি দশ গুণ বেশি আয়ন ধারণ করতে পারে। এ প্রক্রিয়া বৈদ্যুতিক রাসায়নিক শক্তির ঘনত্বে ব্যাপক বৃদ্ধি ঘটায়। এর ফলে, ছোট সাইজে আরও শক্তিশালী ব্যাটারি তৈরি করা সম্ভব হয়। এটি দ্রুত চার্জিংয়ের জন্যও সুবিধা তৈরি করে। এ ছাড়া উপকরণটি প্রকৃতিতে প্রচুর পরিমাণে পাওয়া যায়।
রেডমিই প্রথম ব্র্যান্ড নয়, যারা এ নতুন ব্যাটারি প্রযুক্তি ব্যবহার করবে। তবে এটি নতুন রেকর্ড গড়তে প্রস্তুত। ২০২৩ সালে অনার তাদের ম্যাজিক ৫ প্রো ফোনের মাধ্যমে এই ট্রেন্ড শুরু করে। তাদের নতুন ফোন ম্যাজিক ৭ লাইটে ৬ হাজার ৬০০ এমএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। অন্যদিকে, রেডমি ম্যাজিক ১০ প্রোতে ৮ হাজার ৮০ এমএইচ ব্যাটারি রয়েছে এবং ১০০ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সুবিধা রয়েছে।
রিয়েলমি জিটি ৭ প্রোও একটি একটি সিলিকন-কার্বন ব্যাটারি ব্যবহার করে। একই প্রযুক্তি ওয়ানপ্লাসকে তাদের সর্বশেষ ফ্ল্যাগশিপে ৬,০০০ এমএএইচ ব্যাটারি বসানোর সুযোগ দিয়েছে, যার ফলে তারা তার ফাস্ট চার্জিং প্রযুক্তি (ওয়্যারড হোক বা ওয়্যারলেস) হারায়নি। আরেকটি চীনা ব্র্যান্ড ভিভোও তাদের ক্যামেরাকেন্দ্রিক এক্স ২০০ প্রো স্মার্টফোনে সিলিকন-কার্বন ব্যাটারি ব্যবহার করেছে।
বিভিন্ন তথ্যানুসারে, এ বছরে অনেক ফোনেই ৮,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে। আর এই গুরুত্বপূর্ণ উদ্ভাবনের সুবিধা উপভোগ করতে বিপুল পরিমাণ অর্থও খরচ করতে হবে না।
তথ্যসূত্র: ডিজিটাল ট্রেন্ডস
বর্তমান যুগের ব্যস্ত মানুষেরা ছোট দৈর্ঘ্যের ভিডিও বেশ পছন্দ করে। টিকটকের জনপ্রিয়তা তারই প্রমাণ। ফেসবুকও ব্যবহারকারীদের সৃজনশীল ও আকর্ষণীয় ছোট দৈর্ঘ্যের রিল ভিডিও তৈরির সুযোগ দেয়। এটি মূলত ইনস্টাগ্রাম রিলের মতো, তবে ফেসবুকের নিজস্ব প্ল্যাটফর্মে তৈরি করা হয়।
৩ ঘণ্টা আগেচলতি বছরের ১৪ অক্টোবরের পর উইন্ডোজ ১০-অপারেটিং সিস্টেমের জন্য আর কোনো সফটওয়্যার হালনাগাদ, নিরাপত্তা সংশোধনী বা কারিগরি সহায়তা দেবে না মাইক্রোসফট। এদিকে উইন্ডোজ ১১-এ আপগ্রেডের জন্য উন্নত হার্ডওয়্যারের প্রয়োজনীয়তা রয়েছে। ফলে পুরোনো মডেলের ২৪ কোটি কম্পিউটার ইলেকট্রনিক বর্জ্য হিসেবে ভাগাড়ে ফেলে দেওয়া
২১ ঘণ্টা আগেটিকটককে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করার সময়সীমা আরও ৭৫ দিনের সময় পেছালেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সময়ের মধ্যে টিকটককে তার যুক্তরাষ্ট্রের ব্যবসা বিক্রির ব্যাপারে একটি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে, অন্যথায় দেশটিতে বন্ধ হয়ে যেতে পারে অ্যাপটি।
১ দিন আগেজিবলি আর্টের উন্মাদনায় কাঁপছে বিশ্ব। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকলেই দেখা যায়, প্রায় অধিকাংশ নেটাগরিক তাঁদের প্রিয় মুহূর্তের ধারণ করা ছবিগুলোকে স্টুডিও জিবলি আর্টের ধরনে অ্যানিমেশন করছেন। কেউ প্রোফাইল পিকচারে দিচ্ছেন, কেউ বা অনেক পুরোনো স্মৃতিও ফিরিয়ে আনছেন জিবলি আর্টে রূপান্তর করার মাধ্যমে।
৪ দিন আগে