অন্যান্য ব্রাউজারেও পাওয়া যাবে গুগলের ভয়েস টাইপিং ফিচার

প্রযুক্তি ডেস্ক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৩, ২৩: ৫৭
আপডেট : ১১ জানুয়ারি ২০২৩, ১০: ৩৪

গুগল ডকের ‘ভয়েস টাইপিং’ ফিচারে আসছে দুটি গুরুত্বপূর্ণ আপগ্রেড। প্রথমত, ফিচারটি বেশির ভাগ জনপ্রিয় ব্রাউজারে ব্যবহার করা যাবে। যেখানে, বর্তমানে সুবিধাটি কেবল গুগল ক্রোম ব্রাউজারে পাওয়া যাচ্ছে। দ্বিতীয়ত, ডকের লেখায় ভুলত্রুটি কমানোর পাশাপাশি লেখার সময় হারিয়ে যাওয়া অডিওর সংখ্যাও কমে আসবে।

দ্য ভার্জের এক প্রতিবেদন অনুযায়ী, পাঁচ বছরেরও বেশি সময় ধরে ভয়েস টাইপিং ফিচারটি রয়েছে গুগল ডকে। টাইপ করার মতো পরিস্থিতিতে না থাকলে ভয়েস টাইপিংয়ের মাধ্যমে সহজেই লিখতে পারেন ব্যবহারকারী। 

গুগলের ঘোষণা অনুযায়ী, ফিচারটি ‘বেশির ভাগ শীর্ষস্থানীয় ব্রাউজারে’ আসার কথা থাকলেও ঠিক কোন ব্রাউজারগুলোতে আসবে তা এখনো পরিষ্কার করে বলা হয়নি। ধারণা করা হচ্ছে, মাইক্রোসফট এজের মতো ক্রোমিয়াম-ভিত্তিক ব্রাউজারগুলোতে এই সুবিধা আসতে পারে। শীর্ষস্থানীয় ব্রাউজারের তালিকায় ‘সাফারি’ ও ‘ফায়ারফক্স’-এর মতো ব্রাউজারের নামও সামনে আসছে। 

এর আগে মাইক্রোসফটের এজ ব্রাউজারে ‘ভয়েস টাইপিং’ ফিচার কাজ করে না বলে অভিযোগ করছিলেন অনেক ব্যবহারকারী। 

গুগল ডকের পাশাপাশি গুগল স্লাইডেও ফিচারটি আনার কথা জানিয়েছে গুগল। আপগ্রেডের মাধ্যমে ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকেই ফিচারটি পাবেন ব্যবহারকারীরা।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত