পাসওয়ার্ড যেভাবে শক্তিশালী করবেন

ফিচার ডেস্ক
Thumbnail image

হ্যাকিংয়ের ফাঁদে পড়ার অন্যতম কারণ পাসওয়ার্ড শক্তিশালী না হওয়া। অনেকে মনে রাখার জন্য খুব সহজ পাসওয়ার্ড ব্যবহার করেন। এতেই বাধে বিপত্তি। তাই পাসওয়ার্ড ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন জরুরি।

পাসওয়ার্ড নির্বাচনের ক্ষেত্রে

  • কখনো সহজ এবং সাধারণ পাসওয়ার্ড; যেমন ১২৩৪৫, ১১১১, ০০০০, ABCDE ইত্যাদি ব্যবহার করবেন না।
  • নিজের বা প্রিয়জনের নামের প্রথম অক্ষর ব্যবহার করা যাবে না।
  • পাসওয়ার্ডে বড় অক্ষর, ছোট অক্ষর, সাইন এবং ডিজিটের মিশ্রণ রাখুন।
  • পাসওয়ার্ড মাঝেমধ্যে পরিবর্তন করুন। অন্তত তিন মাস পর।
  • নতুন পাসওয়ার্ডে আগের পাসওয়ার্ডের কোনো অক্ষর কিংবা ডিজিট ব্যবহার করবেন না।
  • একাধিক অ্যাকাউন্টে একই পাসওয়ার্ড ব্যবহার করবেন না। এতে একটি হ্যাক হলে অন্যগুলোর ঝুঁকি তৈরি হয়।

নিরাপত্তা বাড়ানোর জন্য

  • যেসব অ্যাকাউন্টে টু-স্টেপ অথেনটিকেশনের অপশন রয়েছে, সেটা চালু রাখুন।
  • বায়োমেট্রিক পাসওয়ার্ড (ফিঙ্গারপ্রিন্ট বা চোখের মণি) ব্যবহারের সুযোগ থাকলে তা ব্যবহার করুন পাসওয়ার্ড সুরক্ষায়।
  • কখনোই অচেনা সোর্স থেকে আসা লিংকে ক্লিক করবেন না।
  • পাসওয়ার্ড কখনোই কারও সঙ্গে শেয়ার করবেন না।

সূত্র: সাইবার নিউজ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত