যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরের সংস্কার কাজে ‘রোবট’ কুকুর

প্রযুক্তি ডেস্ক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২২, ১৬: ১০
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২, ১৬: ২৬

৬০ বছরের বেশি পুরোনো যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরের কার্গো টানেলের সংস্কারকাজ পর্যবেক্ষণের জন্য ত্রিমাত্রিক লেজার স্ক্যান করছে এক রোবট কুকুর।

বিমানবন্দরে চলমান নির্মাণ প্রকল্পে দক্ষতা এবং নিরাপত্তা উন্নত করার জন্য কর্তৃপক্ষ ‘ডেভ’ নামে এ রোবটকে নিয়োগ করেছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম মেট্রোর প্রতিবেদনে জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রকৌশল ও রোবোটিকস ডিজাইন কোম্পানি ‘বোস্টন ডায়নামিক্সের’ তৈরি রোবটটির এই কাজে সহযোগিতা করছে নির্মাণ কোম্পানি ‘মেস’। এই কোম্পানির প্রধান নির্বাহী মার্ক রেনল্ডস বলেন, শিল্প কারখানার ভবিষ্যৎ কেমন হবে তা এই নতুন উদ্ভাবনে প্রতিফলিত হয়।  

‘রোবটগুলো হয়তো কখনোই নির্মাণ শ্রমিকদের বিকল্প হবে না। তবে কীভাবে রোবটের মাধ্যমে কাজের গতি বাড়ানো ছাড়াও কীভাবে ডিজিটাল স্পেসে রেকর্ড সংরক্ষণ ও সুরক্ষা এবং বিতরণ কার্যক্রম উন্নত করা যায় তা রোবটের ব্যবহার আমাদের দেখিয়ে দিয়েছে।’

রোবটটিকে কি নামে ডাকা হবে তা নিয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেখান থেকেই ‘ডেভ’ নাম বাছাই করা হয়। রোবট কুকুরটি প্রকল্পের কাজে নিয়োজিত কর্মীদের ভবনের বিপজ্জনক, অন্ধকার বা পিচ্ছিল জায়গায় দুর্ঘটনা ঘটার থেকে রক্ষা করছে। পাশাপাশি নির্মাণাধীন ভবনের তথ্য দ্রুত সংগ্রহ করে থাকে।   

হিথ্রোর চিফ অপারেটিং অফিসার এমা গিলথর্প বলেন, ‘হিথ্রোর লক্ষ্য হচ্ছে যাত্রীদের বিশ্বের সেরা বিমানবন্দরের অভিজ্ঞতা দেওয়া। এটি করার জন্য আমাদের যোগ্য ব্যক্তিদের পাশাপাশি নতুন নতুন উদ্ভাবনও প্রয়োজন। ডেভ একটি চমৎকার উদ্ভাবন। রোবোটিকস এবং স্বয়ংক্রিয় প্রযুক্তি ব্যবহার করে এটি আমাদের কর্ম সম্পাদনে সহায়তা করছে।’

মার্ক রেনল্ডস বলেন, ‘হিথ্রোর যাত্রীরা হয়তো তফাৎ বুঝতে পারছেন না। ভবিষ্যতে বিমানবন্দরটি সুষ্ঠুভাবে চালানোর জন্য ডেভ নিরবচ্ছিন্নভাবে কাজ করছে- আশা করি এটা জেনে তাঁরা খুশি হবেন।’ 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত