প্রযুক্তি ডেস্ক
৬০ বছরের বেশি পুরোনো যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরের কার্গো টানেলের সংস্কারকাজ পর্যবেক্ষণের জন্য ত্রিমাত্রিক লেজার স্ক্যান করছে এক রোবট কুকুর।
বিমানবন্দরে চলমান নির্মাণ প্রকল্পে দক্ষতা এবং নিরাপত্তা উন্নত করার জন্য কর্তৃপক্ষ ‘ডেভ’ নামে এ রোবটকে নিয়োগ করেছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম মেট্রোর প্রতিবেদনে জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রকৌশল ও রোবোটিকস ডিজাইন কোম্পানি ‘বোস্টন ডায়নামিক্সের’ তৈরি রোবটটির এই কাজে সহযোগিতা করছে নির্মাণ কোম্পানি ‘মেস’। এই কোম্পানির প্রধান নির্বাহী মার্ক রেনল্ডস বলেন, শিল্প কারখানার ভবিষ্যৎ কেমন হবে তা এই নতুন উদ্ভাবনে প্রতিফলিত হয়।
‘রোবটগুলো হয়তো কখনোই নির্মাণ শ্রমিকদের বিকল্প হবে না। তবে কীভাবে রোবটের মাধ্যমে কাজের গতি বাড়ানো ছাড়াও কীভাবে ডিজিটাল স্পেসে রেকর্ড সংরক্ষণ ও সুরক্ষা এবং বিতরণ কার্যক্রম উন্নত করা যায় তা রোবটের ব্যবহার আমাদের দেখিয়ে দিয়েছে।’
রোবটটিকে কি নামে ডাকা হবে তা নিয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেখান থেকেই ‘ডেভ’ নাম বাছাই করা হয়। রোবট কুকুরটি প্রকল্পের কাজে নিয়োজিত কর্মীদের ভবনের বিপজ্জনক, অন্ধকার বা পিচ্ছিল জায়গায় দুর্ঘটনা ঘটার থেকে রক্ষা করছে। পাশাপাশি নির্মাণাধীন ভবনের তথ্য দ্রুত সংগ্রহ করে থাকে।
হিথ্রোর চিফ অপারেটিং অফিসার এমা গিলথর্প বলেন, ‘হিথ্রোর লক্ষ্য হচ্ছে যাত্রীদের বিশ্বের সেরা বিমানবন্দরের অভিজ্ঞতা দেওয়া। এটি করার জন্য আমাদের যোগ্য ব্যক্তিদের পাশাপাশি নতুন নতুন উদ্ভাবনও প্রয়োজন। ডেভ একটি চমৎকার উদ্ভাবন। রোবোটিকস এবং স্বয়ংক্রিয় প্রযুক্তি ব্যবহার করে এটি আমাদের কর্ম সম্পাদনে সহায়তা করছে।’
মার্ক রেনল্ডস বলেন, ‘হিথ্রোর যাত্রীরা হয়তো তফাৎ বুঝতে পারছেন না। ভবিষ্যতে বিমানবন্দরটি সুষ্ঠুভাবে চালানোর জন্য ডেভ নিরবচ্ছিন্নভাবে কাজ করছে- আশা করি এটা জেনে তাঁরা খুশি হবেন।’
৬০ বছরের বেশি পুরোনো যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরের কার্গো টানেলের সংস্কারকাজ পর্যবেক্ষণের জন্য ত্রিমাত্রিক লেজার স্ক্যান করছে এক রোবট কুকুর।
বিমানবন্দরে চলমান নির্মাণ প্রকল্পে দক্ষতা এবং নিরাপত্তা উন্নত করার জন্য কর্তৃপক্ষ ‘ডেভ’ নামে এ রোবটকে নিয়োগ করেছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম মেট্রোর প্রতিবেদনে জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রকৌশল ও রোবোটিকস ডিজাইন কোম্পানি ‘বোস্টন ডায়নামিক্সের’ তৈরি রোবটটির এই কাজে সহযোগিতা করছে নির্মাণ কোম্পানি ‘মেস’। এই কোম্পানির প্রধান নির্বাহী মার্ক রেনল্ডস বলেন, শিল্প কারখানার ভবিষ্যৎ কেমন হবে তা এই নতুন উদ্ভাবনে প্রতিফলিত হয়।
‘রোবটগুলো হয়তো কখনোই নির্মাণ শ্রমিকদের বিকল্প হবে না। তবে কীভাবে রোবটের মাধ্যমে কাজের গতি বাড়ানো ছাড়াও কীভাবে ডিজিটাল স্পেসে রেকর্ড সংরক্ষণ ও সুরক্ষা এবং বিতরণ কার্যক্রম উন্নত করা যায় তা রোবটের ব্যবহার আমাদের দেখিয়ে দিয়েছে।’
রোবটটিকে কি নামে ডাকা হবে তা নিয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেখান থেকেই ‘ডেভ’ নাম বাছাই করা হয়। রোবট কুকুরটি প্রকল্পের কাজে নিয়োজিত কর্মীদের ভবনের বিপজ্জনক, অন্ধকার বা পিচ্ছিল জায়গায় দুর্ঘটনা ঘটার থেকে রক্ষা করছে। পাশাপাশি নির্মাণাধীন ভবনের তথ্য দ্রুত সংগ্রহ করে থাকে।
হিথ্রোর চিফ অপারেটিং অফিসার এমা গিলথর্প বলেন, ‘হিথ্রোর লক্ষ্য হচ্ছে যাত্রীদের বিশ্বের সেরা বিমানবন্দরের অভিজ্ঞতা দেওয়া। এটি করার জন্য আমাদের যোগ্য ব্যক্তিদের পাশাপাশি নতুন নতুন উদ্ভাবনও প্রয়োজন। ডেভ একটি চমৎকার উদ্ভাবন। রোবোটিকস এবং স্বয়ংক্রিয় প্রযুক্তি ব্যবহার করে এটি আমাদের কর্ম সম্পাদনে সহায়তা করছে।’
মার্ক রেনল্ডস বলেন, ‘হিথ্রোর যাত্রীরা হয়তো তফাৎ বুঝতে পারছেন না। ভবিষ্যতে বিমানবন্দরটি সুষ্ঠুভাবে চালানোর জন্য ডেভ নিরবচ্ছিন্নভাবে কাজ করছে- আশা করি এটা জেনে তাঁরা খুশি হবেন।’
মার্কেট ইন্টেলিজেন্স ফার্ম সিমিলার ওয়েবের মতে, প্রতিদিনের সক্রিয় ব্যবহারকারীদের দিক থেকে থ্রেডসের সঙ্গে প্রতিযোগিতা করছে ব্লুস্কাই। বর্তমানে ব্লুস্কাইয়ের অ্যাপটি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অ্যাপল অ্যাপ স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড করা অ্যাপ। এরপরেই রয়েছে থ্রেডস।
৬ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানি ভ্যালে শহরে অত্যাধুনিক ও পরিবেশবান্ধব পাঁচতলা অফিস ভবন তৈরি করেছে টেক জায়ান্ট গুগল। এই ভবনের বিশেষত্ব হলো—এটি তৈরিতে প্রথমবারের মতো ‘মাস টিম্বার’ ব্যবহার করেছে কোম্পানিটি। কাঠ বিভিন্নভাবে প্রক্রিয়াকরণের মাধ্যমে মাস টিম্বার তৈরি করা হয়। তাই ভবনটি...
১ দিন আগেপাশ্চাত্যে উৎসবের মৌসুমে বা নতুন বছর আসার আগে প্রায় সবাই ছুটি উপভোগ করেন। এই সময়টিতে পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানো, বিশ্রাম নেওয়া এবং গত বছরের কঠিন কাজের চাপ থেকে মুক্তি পাওয়া একটি সাধারণ বিষয়। অনেক কোম্পানি এসময় কর্মীদের ছুটি দেয়, যাতে তারা শারীরিক এবং মানসিকভাবে পুনরুজ্জীবিত হতে পারে। তবে এ
১ দিন আগেদৈনন্দিন জীবনে ব্যবহারে জন্য টেকসই স্মার্টফোনের চাহিদা অনেক বেশি। এজন্য মিড রেঞ্জের টেকসই স্মার্টফোন ‘অনার এক্স ৯ সি’ উন্মোচন করেছে অনার। এই মডেল গত অক্টোবর মাসে লঞ্চ হওয়া এক্স ৯ বি–এর উত্তরসূরি। ফোনটি হাত থেকে পড়ে গেলেও অক্ষত থাকবে বলে কোম্পানিটি দাবি করছে। ফোনটির ব্যাটারি চার্জ ২ শতাংশে নেমে আসে ত
১ দিন আগে