অনলাইন ডেস্ক
আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে চীনের প্রথম সোডিয়াম-আয়ন ব্যাটারি দিয়ে তৈরি বিদ্যুৎ সংরক্ষণ স্টেশন। ১০ হাজার কিলোওয়াট—ঘণ্টা ক্ষমতার এই সোডিয়াম-আয়ন ব্যাটারি ৯০ শতাংশ চার্জ হয়ে যাবে মাত্র ১২ মিনিটে। গত রোববার আনুষ্ঠানিকভাবে এই বিদ্যুৎ সংরক্ষণ স্টেশন যাত্রা শুরু করে। চীনা সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
চীনের স্বায়ত্তশাসিত গুয়াংজি ঝুয়াং অঞ্চলের ন্যানিংয়ে এই ফুলিন সোডিয়াম-আয়ন ব্যাটারি স্টেশনটি স্থাপন করা হয়েছে। প্রথম দিনে এই ব্যাটারিতে ১০ হাজার কিলোওয়াট—ঘণ্টা বিদ্যুৎ সংরক্ষণ করা হয়েছিল। যা দিয়ে প্রায় ১৫ হাজার পরিবারের দৈনন্দিন চাহিদা মেটানো সম্ভব।
চীনের শিল্প ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের লিথিয়াম-আয়ন ব্যাটারি ও অনুরূপ পণ্য সম্পর্কিত স্ট্যান্ডার্ড ওয়ার্কিং গ্রুপের সচিব লিউ রানরান গ্লোবাল টাইমসকে জানিয়েছেন, চায়না সাউদার্ন পাওয়ার গ্রিডের গুয়াংজি শাখার অর্থায়নে নির্মিত বিদ্যুৎ সংরক্ষণ স্টেশনটি প্রাথমিকভাবে ১০ মেগাওয়াট—ঘণ্টা বা ১০ হাজার কিলোওয়াট—ঘণ্টা বিদ্যুৎ ধারণে সক্ষম। তবে এই প্রকল্পের কাজ শেষ হলে এর সক্ষমতা ১০ মেগাওয়াট—ঘণ্টায় পৌঁছাবে। যা অন্তত ৩৫ হাজার পরিবারের বাৎসরিক বিদ্যুৎ চাহিদা মেটাতে সক্ষম হবে।
দ্রুত চার্জ হওয়ার ক্ষেত্রে সোডিয়াম-আয়ন ব্যাটারিগুলোর সম্ভাবনা অনেক বেশি। মাত্র ১২ মিনিটের মধ্যে ব্যাটারির ৯০ শতাংশ পর্যন্ত চার্জ করা সম্ভব। তবে সাধারণত তাপমাত্রা কম থাকলে এই ব্যাটারিগুলো চার্জের ক্ষেত্রে খুব কম সময় নেয়।
সোডিয়াম-আয়ন ব্যাটারি প্রযুক্তি দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছে এবং বিজ্ঞানীরা ধারণা করছেন এটি খুব শিগগির লিথিয়াম-আয়ন ব্যাটারির সাশ্রয়ী বিকল্প হিসেবে আবির্ভূত হবে। এই প্রযুক্তি চীনে বড় পরিসরে বিদ্যুৎ সংরক্ষণের স্টেশন তৈরির ক্ষেত্রে বেশ সুবিধা তৈরি করে দিয়েছে। এ বিষয়ে লিউ রানরান বলেন, এই অগ্রগতি বিদ্যুৎ শক্তি সংরক্ষণ পদ্ধতির জন্য একটি আদর্শ পরিপূরক হবে বলে আশা করা হচ্ছে।
আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে চীনের প্রথম সোডিয়াম-আয়ন ব্যাটারি দিয়ে তৈরি বিদ্যুৎ সংরক্ষণ স্টেশন। ১০ হাজার কিলোওয়াট—ঘণ্টা ক্ষমতার এই সোডিয়াম-আয়ন ব্যাটারি ৯০ শতাংশ চার্জ হয়ে যাবে মাত্র ১২ মিনিটে। গত রোববার আনুষ্ঠানিকভাবে এই বিদ্যুৎ সংরক্ষণ স্টেশন যাত্রা শুরু করে। চীনা সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
চীনের স্বায়ত্তশাসিত গুয়াংজি ঝুয়াং অঞ্চলের ন্যানিংয়ে এই ফুলিন সোডিয়াম-আয়ন ব্যাটারি স্টেশনটি স্থাপন করা হয়েছে। প্রথম দিনে এই ব্যাটারিতে ১০ হাজার কিলোওয়াট—ঘণ্টা বিদ্যুৎ সংরক্ষণ করা হয়েছিল। যা দিয়ে প্রায় ১৫ হাজার পরিবারের দৈনন্দিন চাহিদা মেটানো সম্ভব।
চীনের শিল্প ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের লিথিয়াম-আয়ন ব্যাটারি ও অনুরূপ পণ্য সম্পর্কিত স্ট্যান্ডার্ড ওয়ার্কিং গ্রুপের সচিব লিউ রানরান গ্লোবাল টাইমসকে জানিয়েছেন, চায়না সাউদার্ন পাওয়ার গ্রিডের গুয়াংজি শাখার অর্থায়নে নির্মিত বিদ্যুৎ সংরক্ষণ স্টেশনটি প্রাথমিকভাবে ১০ মেগাওয়াট—ঘণ্টা বা ১০ হাজার কিলোওয়াট—ঘণ্টা বিদ্যুৎ ধারণে সক্ষম। তবে এই প্রকল্পের কাজ শেষ হলে এর সক্ষমতা ১০ মেগাওয়াট—ঘণ্টায় পৌঁছাবে। যা অন্তত ৩৫ হাজার পরিবারের বাৎসরিক বিদ্যুৎ চাহিদা মেটাতে সক্ষম হবে।
দ্রুত চার্জ হওয়ার ক্ষেত্রে সোডিয়াম-আয়ন ব্যাটারিগুলোর সম্ভাবনা অনেক বেশি। মাত্র ১২ মিনিটের মধ্যে ব্যাটারির ৯০ শতাংশ পর্যন্ত চার্জ করা সম্ভব। তবে সাধারণত তাপমাত্রা কম থাকলে এই ব্যাটারিগুলো চার্জের ক্ষেত্রে খুব কম সময় নেয়।
সোডিয়াম-আয়ন ব্যাটারি প্রযুক্তি দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছে এবং বিজ্ঞানীরা ধারণা করছেন এটি খুব শিগগির লিথিয়াম-আয়ন ব্যাটারির সাশ্রয়ী বিকল্প হিসেবে আবির্ভূত হবে। এই প্রযুক্তি চীনে বড় পরিসরে বিদ্যুৎ সংরক্ষণের স্টেশন তৈরির ক্ষেত্রে বেশ সুবিধা তৈরি করে দিয়েছে। এ বিষয়ে লিউ রানরান বলেন, এই অগ্রগতি বিদ্যুৎ শক্তি সংরক্ষণ পদ্ধতির জন্য একটি আদর্শ পরিপূরক হবে বলে আশা করা হচ্ছে।
এক্সের (সাবেক টুইটার) প্রতিদ্বন্দ্বী মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম থ্রেডসের অ্যালগরিদম পরিবর্তন করল মেটা। এর ফলে যেসব অ্যাকাউন্ট ব্যবহারকারীরা ফলো করেন সেগুলোর কনটেন্টই বেশি দেখানো হবে। গত বৃহস্পতিবার থেকে ফিচারটি চালু হয়।
১০ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা টাইম ম্যাগাজিন–এর কভারে ধনকুবের ইলন মাস্কের ‘টু ডু লিস্ট’ বা দিনের কাজের তালিকা প্রকাশ করেছে। তবে এটি মাস্কের ব্যক্তিগত চেকলিস্ট নয় বলে স্পষ্টভাবে জানিয়েছেন মাস্ক।
১১ ঘণ্টা আগেটাইপ করার চেয়ে ভয়েস মেসেজ পাঠানো বেশ সহজ। তবে অনেক সময় ভয়েস মেসেজ সবার সামনে শোনা যায় না। সে ক্ষেত্রে মেসেজ না শুনে রিপ্লাই–ও দেওয়া যায়না। এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য মেসেজ ট্রান্সক্রাইব ফিচার যুক্ত করল হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে ভয়েস মেসেজগুলো সহজে টেক্সটে রূপান্তর করা যাবে।
১২ ঘণ্টা আগেনিয়মিত নতুন উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তি দিয়ে বিশ্বকে চমকে দেওয়ার জন্য পরিচিত জাপান। এবার ‘মানুষ ধোয়ার মেশিন’ তৈরি করে তাক লাগিয়ে দিল দেশটি। এটি মানুষ গোসলের জন্য ব্যবহার করতে পারবে। যন্ত্রটির কার্যকারিতা ও ডিজাইন দেখে একে ‘মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন’ বলে আখ্যা দিয়েছে অনেকই।
১৩ ঘণ্টা আগে